চাকরির খবর 17 এপ্রিল থেকে ২৪শে এপ্রিল

স্টেট ব্যাঙ্ক ৮৯০৪ জুনিয়র অ্যাসোসিয়েট 
ক্লারিক্যাল ক্যাডারে নিয়োগ হবে জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস ) কলকাতা -সহ ছয়টি পরীক্ষাকেন্দ্র আছে পশিমবঙ্গে |এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর :CRPD/CR/2019-20/03.
শিক্ষাগত যোগ্যতা :যে-কোনও শাখায় স্নাতক | ফাইনাল ইয়ারের প্রার্থীরাও আবেদন করতে পারেন, তবে, ৩১-৮-২০১৯ তারিখের আগে পাশ করে ও সার্টিফিকেট পেয়ে থাকতে হবে |
বয়স :১-৪-২০১৯ তারিখে ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে |  প্রাক্তন সমরকর্মীরা সরকারী নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন |
বেতন  : ১১,৭৬৫-৩১,৪৫০ টাকা | সঙ্গে অন্যান্য সুযোগ- সুবিধা |

কেন্দ্রীয় সরকারে কয়েক হাজার গ্রূপ 'সি'
'মাল্টি টাস্কিং (নন - টেকনিক্যাল)স্টাফ ' পদে নিয়োগ করা হবে কেন্দ্রিও সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ এবং বিভিন্ন রাজ্য ও  কেন্দ্রশাসিত অঞ্চলের অফিসগুলিতে |নিয়োগ করা হবে সেন্ট্রাল রিজিয়ন, ইস্টার্ন রিজিয়ন, কর্নাটক কেরল রিজিয়ন, নর্দার্ন রিজিয়ন, নর্থ ইস্টার্ন রিজিয়ন, নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন,মধ্যপ্রদেশ রিজিয়ন, সাদার্ন রিজিয়ন এবং ওয়েস্টার্ন রিজিয়ন |
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক বা সমতুল |
বয়স : ১৮ থেকে ২৫ বছরের মধ্যে অনগ্র্সর প্রার্থী ছাড় পাবেন |
বেতন :৫,২০০-২০,২০০ টাকা | সঙ্গে গ্রেড পে ১,৮০০ টাকা |
প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার - ভিত্তিক পরীক্ষার মাধ্যমে |

এলাহাবাদ ব্যাঙ্কে স্পেশ্যালিস্ট অফিসার
ফিনান্সিয়াল অ্যানালিস্ট ম্যানেজার (ল) এবং সিকিউরিটি অফিসার পদে নিয়োগ করা হবে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল-ওয়ান এবং মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল-টুয়ে |প্রবেশন জে এম জি এস-ওয়ানের ক্ষেত্রে ২ বছর এবং এম এম জি এস-টুয়ের ক্ষেত্রে ১ বছর |
শিক্ষাগত যোগ্যতা : যে-কোনও শাখায় স্নাতক | সেই সঙ্গে আর্মি, নেভি বা এয়ারফোর্সে জুনিয়র কমিশন্ড প্ফিসার হিসাবে অথবা পুলিশ অন্তত ইন্সপেক্টর rank অথবা প্যারা মিলিটারি ফোর্সে অফিসার হিসাবে সমতুল rank -এর বছরের অভিজ্ঞতা টাকা বাধ্যতামূলক |
বয়স :সবক্ষেত্রেই ১-৪-২০১৯ তারিখে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে | অনগ্র্সর প্রার্থী ছাড় পাবে |
বেতন :জে এম জি এস-ওয়ানের ক্ষেত্রে ২৩,৭০০ -৪২,০২০ টাকা এবং এম এম জি এস-টুয়ের ক্ষেত্রে ৩১,৭০৫ -৪৫,৯৫০ টাকা | সেই সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা |

ঋষিকেশ এইমসে ২০৩
স্টোরকিপার, ক্যাশিয়ার, ড্রাইভার, ওয়্যারম্যান, স্যানিটারি ইন্সপেক্টর, মেদিকো সোশ্যাল সার্ভিস অফিসার |
শিক্ষাগত যোগ্যতা : যে-কোনও শাখায় স্নাতক | সঙ্গে সংশ্লিস্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে | মেটিরিয়াল ম্যানেজমেন্তে ডিগ্রী বা ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার |
বয়স : ৩০ বছরের মধ্যে হতে হবে |  বেতন : ১৯,৯০০ -৬৩,২০০ টাকা |
ওয়্যারম্যান :শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক বা সমতুল | সেই সঙ্গে ইলেক্টিশিয়ান ট্রেডে আই টি আই ডিপ্লোমা এবং ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যান কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে | পাশাপাশি,সংশ্লিস্ট ট্রেডে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে |  বয়স : ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে |  বেতন : ২৫,৫০০ -৮১,১০০ টাকা |
ড্রাইভার(অর্ডিনারি গ্রেড ): শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক | সঙ্গে লাইট এবং হেভি মোটর ভেহিক্যল  কমার্শিয়াল লায়সেন্স থাকতে হবে | কমার্শিয়াল ভেহিক্যল ড্রাইভিংয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামুলক | বয়স : ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে |  বেতন : ১৯,৯০০ -৬৩,২০০ টাকা |
স্যানিটারি ইন্সপেক্টর গ্রেড- টু : শিক্ষাগত যোগ্যতা  : উচ্চমাধ্যমিক | সেই সঙ্গে ১ বছরের হেলথ স্যানিটারি  ইন্সপেক্টর কোর্স থাকতে হবে | পাশাপাশি, অন্তর ২০০ শয্যাবিশিস্ট হাসপাতালে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে :  বয়স : ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে | বেতন  : ২৯,২০০ -৯২,৩০০ টাকা |
মেডিকো সোশ্যাল সার্ভিস অফিসার  : শিক্ষাগত যোগ্যতা  : মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কে স্পেশ্যালাইজেশন- সহ সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তর ডিগ্রি | সেই সঙ্গে অন্তর ২০০ স্জ্জাবিশিস্ট হাসপাতালে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে | কম্পিউটার -জ্ঞান থাকলে অগ্রাধিকার |  বয়স : ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে | বেতন  : ৪৪,৯০০ -১,৪২,৪০০ টাকা |
মেডিক্যাল অফিসার আয়ুষ  :  শিক্ষাগত যোগ্যতা :আয়ুষ - সম্পর্কিত কোনও শাখার স্নাতক | সেন্ট্রাল বা স্টেট রেজিস্টারে  প্রার্থী নাম নথিভুক্ত থাকতে হবে | পাশাপাশি, চিকিৎসা বা শিক্ষকতায় ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে | আয়ুষ - সম্পর্কিত কোনও শাখার স্নাতকোত্তর ডিগ্রি থাকতে অগ্রাধিকার |  বয়স  : ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে | বেতন : ৫৬,১০০ -১,৭৭,৫০০ টাকা |
ডার্ক রুম অ্যাসিস্ট্যান্ট : শিক্ষাগত যোগ্যতা : রেডিওগ্রাফিতে ডিপ্লোমা -সহ ১ বছরের অভিজ্ঞতা | বয়স : ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে | বেতন : ২৫,৫০০ -৮১,১০০ টাকা |
অ্যাসিস্ট্যান্ট লন্ড্রি সুপারভাইজর : শিক্ষাগত যোগ্যতা : যে- কোনও শাখায় উচ্চমাধ্যমিক | সেই সঙ্গে ড্রাই ক্লিনিং বা লন্ড্রি টেকনোলজিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে পাশাপাশি,সংশ্লিস্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে |  বয়স : ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে |  বেতন : ২৫,৫০০ - ৮১,১০০ টাকা |
ইলেক্ত্রিশিয়ানশিক্ষাগত যোগ্যতা  : মাধ্যমিক বা সমতুল | সেই সঙ্গে ইলেকট্রিশিয়ান ট্রেডে আই টি আই ডিপ্লোমা এবং ইলেক্ট্রিশিয়ান সুপারভাইজরি কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে | পাশাপাশি, ইউ জি কেবল সিস্টেম -সহ হাই টেনশন ও লো টেনশন ইলেক্ট্রিক্যাল ইনস্টলেশন চালনা বা রক্ষনাবেক্ষণ কাজে ৫ বছরের অভিজ্ঞতা হাকতে হবে |   বয়স : ৩৫ বছরের মধ্যে হতে হবে |  বেতন : ২৫,৫০০ -৮১,১০০ টাকা |
ডিসপেন্সিং অ্যাটেন্দ্যান্তস : শিক্ষাগত যোগ্যতা : ফার্মাসিতে ডিপ্লোমা | ফার্মিসিস্ট হিসেবে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে | বয়স : ২১ the ২৭ বছরের মধ্যে হতে হবে |  বেতন : ২৫,৫০০ -৮১,১০০ টাকা |
জুনিয়র অ্যাকাউন্টস অফিসার : শিক্ষাগত যোগ্যতা : কমার্সে স্নাতক | সঙ্গে কোনও সকারী প্রতিষ্ঠানে সংশ্লিস্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থকতে হবে | বয়স : ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে | বেতন : ৩৫,৪০০ -১,১২,৪০০ টাকা | 
অপারেট (ই অ্যান্ড এম )/ লিফট অপারেট : শিক্ষাগত যোগ্যতা :  মাধ্যমিক বা সমতুল | সঙ্গে সংশ্লিস্ট ট্রেডে আই টি আই ডিপ্লোমা বা সমতুল |  বয়স : ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে |  বেতন : ১৯,৯০০ -৬৩,২০০ টাকা |
প্লাম্বার : শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিস্ট ট্রেডে আই টি আই ডিপ্লোমা -সহ ৫ বছরের অভিজ্ঞতা | বয়স : ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে |  বেতন : ১৯,৯০০ -৬৩,২০০ টাকা |
মেকানিক : শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক বা সমতুল | সঙ্গে ইলেক্ট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে আই টি আই ডিপ্লোমা | এ ছাড়া সংশ্লিস্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে | বয়স : ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে | বেতন :  ১৯,৯০০ -৬৩,২০০ টাকা |
ডিসেকশন হল অ্যাটেন্ডান্ত : শিক্ষাগত যোগ্যতা : উচ্চমাধ্যমিক -সহ ১ বছরের কাজের অভিজ্ঞতা অথবা মাধ্যমিক -সহ ৩ বছরের কাজের অভিজ্ঞতা | বয়স : ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে | বেতন : ১৯,৯০০ -৬৩,২০০ টাকা |
সি এস এস ডি টেকনিশিয়ান : শিক্ষাগত যোগ্যতা : মাইক্রোবায়োলজি বা মেডিক্যাল টেকনোলজিতে বি এসসি | সঙ্গে ২০০ শয্যাবিশিস্ট হাসপাতালে সেন্ট্রাল স্তেরিল সার্ভিসেস ডিপার্টমেন্ট এর (সি এস এস ডি ) ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে | অথবা 'এ' গ্রেড রেজিস্ট্রেশন -সহ স্টাফ নার্স | সঙ্গে ২০০ শয্যাবিশিস্ট হাসপাতালে সি এস এস ডি - তে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবর | অথবা থিয়েটার অ্যাসিস্ট্যান্ট কোর্স পাশ করে থাকতে হবে | সঙ্গে ২০০ শয্যাবিশিস্ট হাসপাতালে সি এস এস ডি - তে ৪ ব্চ্গ্রের অভিজ্ঞতা থকতে হবে | বয়স : ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে | বেতন : ৩৫,৪০০ -১,১২,৪০০ টাকা |

কেন্দ্রীয় সরকারে ৯৬৫ ডাক্তার 
এম বি বি এস ডাক্তার নিয়োগ করা হবে | অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল মেডিক্যাল অফিসার ইন দ্য রেলওয়েজ, অ্যাসিস্ট্যান্ট  মেডিক্যাল অফিসার ইন ইন্ডিয়ান অর্ডন্যান্স ফ্যাক্টরিজ হেলথ সার্ভিসেস ,জুনিয়র স্কেল পোস্টস ইন সেন্ট্রাল হেলথ সার্ভিসেস ,জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার ইন নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল, জেনারেল ডিউটি মেডিক্যাল গ্রেড টু ইন ইস্ট, নর্থ অ্যান্ড সাউথ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন |
শিক্ষাগত যোগ্যতা : এম  বি বি এস |কম্পালসারি রোটেটিং ইন্টার্নশিপ সম্পুর্ন করে থাকতে হবে | তবে, যারা ফাইনাল পরীক্ষা দিয়েছেন বা দিতে চলেছেন অথবা এখনও ইন্টার্নশিপ সম্পুর্ন করেননি, তারাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারেন |
বয়স : ১-৮-২০১৯তারিখে ৩২ বছরের মধ্যে হতে হবে |অনাগ্রসর  প্রার্থী ছাড় পাবে |

ভারত ইলেকট্রনিক্সে ১৫০
তরুণ - তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ
অ্যাপ্রেন্টিসশিপ atc., ১৯১৬ অনুসারে এক বছরের ট্রেনিং হবে কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ফিটার, ইলেক্ট্রনিক মেকানিক , ড্রাফটসম্যান -সহ বিভিন্ন ট্রেড | ট্রেনিং হবে সংস্থার গাজিয়াবাদ ইউনিটে | ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে |
শিক্ষাগত যোগ্যতা : মোট অন্তত ৬০ শতাংশ নম্বর- সহ সংশ্লিষ্ট ট্রেডে এন সি ভি টি স্বীকৃত আই টি আই কোর্স পাশ | প্রার্থীক অবশ্যই গত ৩ বছরের মধ্যে আই টি আই উত্তীর্ণ হয়ে থাকতে হবে |
স্টাইপেন্ড : ওয়েল্ডার এবং কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট  ট্রেডে ক্ষেত্রে নিদির্ষ্ট মাসিক ৬,৭৫৪ টাকা এবং বাকি ট্রেডগুলির ক্ষেত্রে ৭,৫৯১ টাকা |
বয়স : ৩০-৪-২০১৯ তারিখে ২৮ বছরের মধ্যে হতে হবে | অনাগ্রসর প্রার্থী ছাড় পাবে |

আই টি বি পি -তে ১২১ খেলোয়াড় 
নিয়োগ করা হবে কনস্টেবল (জেনারেল ডিউটি ) পদে |
নিয়োগ হবে এইসব ক্রিড়াক্ষেত্র  থেকে : অ্যাথলেটিক্স, কায়াকিং ও ক্যানয়িং, বক্সিং, উশু, শ্যুটিং, রেসলিং, জুডো, রোয়িং, জিমন্যাস্টিক্স, আর্চারি, স্কিং (অ্যালপাইন ও নর্ডিক) এবং ক্যারাটে |
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক বা সমতুল |
খেলাধুলার যোগ্যতা : ১-১-২০১৭ থেকে  ২১-৬-২০১৯ -এর মধ্যে অলিম্পিক্স বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বা ওয়ার্ল্ড কাপ বা এশিয়ান বা কমনওয়েলথ গেমস বা এশিয়ান বা কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ বা ইয়ুথ অলিম্পিক বা সাফ গেমসে দেশের প্রতিনিধিত্ব করে থকতে হবে বা পদক পেয়ে থাকতে হবে |অথবা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস বা ন্যাশনাল গেমস বা সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বা জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পদক জিতে থাকতে হবে |
বয়স : ২১-৬-২০১৯ তারিখে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে | অনগ্রসর প্রার্থী ছাড়  পাবে |
দৈহিক মাপজোক : উচ্চতা :পুরুষদের ক্ষেত্রে ১৭০ সেমি |মহিলাদের ক্ষেত্রে ১৫৭ সেমি
দৃষ্টিশক্তি: চশমা ছাড়া ন্যুনতম দুরের ক্ষেত্রে এক চোখে ৬/৬, অন্য চোখে ৬/৯ | কাছের ক্ষেত্রে ভালো চোখে এন-সিক্স, খারাপ চোখে এন- নাইন |
বেতন : প্রতি মাসে ২১,৭০০ টাকা |

ভেলে ১৪৫ ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ ট্রেনি
হিউম্যান রিসোর্স, ফিনান্স এবং ইঞ্জিনিয়ারিং
ইঞ্জিনিয়ার ট্রেনি: মেকানিক্যাল,ইলেক্ট্রিক্যাল, সিভিল,কেমিক্যাল |  শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বি ই বা বি টেক অথবা ৫ বছরের ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি বা ডুয়াল ডিগ্রি |  বয়স : ১-৪-২০১৯ তারিখে ২৭ বছরের মধ্যে হতে হবে | ইঞ্জিনিয়ারিং বা বিজনেস অ্যাডমিনস্টেশন বা ম্যানেজমেন্টের পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রীধারীরা ২৯ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন |
এক্সিকিউটিভ ট্রেনি : হিউম্যান রিসোর্স, শিক্ষাগত যোগ্যতা : অন্তত ৬০ শতাংশ নম্বর -সহ স্নাতক, সঙ্গে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বা সোশ্যাল ওয়ার্কে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা | অথবা পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড লেবার ওয়েলফেয়ার বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট স্পেশ্যালাইজেশন -সহ এম বি এ | সব ক্ষেত্রেই অন্তত ৫৫ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে | বয়স : ১-৪-২০১৯ তারিখে ২৯ বছরের মধ্যে হতে হবে |
ফিনান্স: স্নাতক, সঙ্গে চার্টার্ড বা কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্সী পড়ে থাকতে হবে | বয়স : ১-৪-২০১৯ তারিখে ২৯ বছরের মধ্যে হতে হবে |  বেতন : ৬০,০০০ -১,৮০,০০০ টাকা |

nandosir

I am a civil services teacher. I teach online / offline for UPSC CSE / WBCS

Post a Comment (0)
Previous Post Next Post