তামিলনাড়ুতে আছড়ে পড়ল 'গজ' ঘূর্ণিঝড়
১৬ নভেম্বর শ্রীলঙ্কার কাছাকাছি পুদুচেরির লাগোয়া তামিলনাড়ুতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় 'গজ' | ছিল ১১৭ কিলোমিটার | এই ঘুর্নিঝড়ের ফলে সখিন তামিলনাড়ুর বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে | এই গজ ঘুর্নিঝড়টির নাম দিয়েছে শ্রীলঙ্কা | 2018 সালে ঘূর্ণিঝড়গুলি নিচের সারণীতে দেওয়া হল |
সাগর -মে - আরব সাগর - সোমালিয়া
মেকুনু - মে - আরব সাগর - ওমান
দায়ী - সেপ্টেম্বর - বঙ্গোপসাগর - ওডিশ
লিবন - অক্টোবর - আরব সাগর - ইয়েমেন
তিতলি - অক্টোবর - বঙ্গোপসাগর - অন্ধ্রপ্রদেশ
গজ - নভেম্বর - বঙ্গোপসাগর - তামিলনাড়ু
ভারতীয় কার্পেটের আন্তর্জাতিক প্রদর্শনী
২১-২৪ অক্টোবর উত্তরপ্রদেশের বারানসিতে ভারতীয় কার্পেটের ৩৬ তম আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজিত হল | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রদর্শনীর উদ্ধোধন করলেন | উত্তরপ্রদেশের বারানসী, ভাদোহী ও মির্জাপুর হল কার্পেট শিল্পের গুরুত্বপূর্ন কেন্দ্র | এবারের এই প্রদর্শনীতে ভাদোহী, বারানসী,অগ্রা, জয়পুর, পানিপথ ও শ্রীনগর প্রভৃতি জায়গা থেকে হাতে তৈরী কার্পেট, মেঝেয় পাতায় জন্য কম্বল নিয়ে শিল্পীরা এই প্রদর্শনীতে উপস্থিত হয়েছিল | এই প্রদর্শনী হল 'মেক ইন ইন্ডিয়া' উদ্যেগের অংশ | বর্তমানে ভারত বিশ্বের মধ্যে বৃহত্তম কার্পেট উত্পাদনকারী দেশ | ২০০০ সালে প্রথম কার্পেট পেদর্শনী শুরু হয়েছে | প্রতি দু'বছর অন্তর এটি আয়োজিত হয় |
আন্তর্জাতিক সম্মেলন 'STAPCOR-2018'
২২-২৪ অক্টোবর লাখাদ্বিপের বঙ্গরাম প্রবাল দ্বীপপুঞ্জ -এর আন্তর্জাতিক সম্মেলন STAPCOR-2018 ( Status and Protection of Coral Reefs-2018) আয়োজিত হল | কেন্দ্রীয় বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী Dr. হর্স বর্ধন এই সম্মেলনের উদ্ধোধন করলেন | বিশ্বের অন্যান্য দেশ ও ভারত থেকে প্রায় ১০৫ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহন করেছিল | এবারের থিম - 'Reef for life'.
দশম পরমানু শক্তি সম্মেলন
২৫ অক্টোবর নতুন দিল্লিতে দশম পরমানু শক্তি সম্মেলন আয়োজিত হল | কেন্দ্রীয় উত্তর উন্নয়ন এবং পরমানু শক্তি ও মহাকাশ এবং জন অভিযোগ ও পেনশন সংক্রান্ত প্রতিমন্ত্রী ( স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) Dr. জিতেন্দ্র সিং এই সম্মেলনের উদ্ধোধন করলেন | ইন্ডিয়ান এনার্জি ফোরাম এই সম্মেলনের আয়োজিত করেছে | এবারের থিম - 'Nuclear Power: Towards A Clean And Base Load Energy' | ভবিষ্যতে পরমানু শক্তির গুরুত্বের বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই সম্মেলনে |
দশম BIOFACH INDIA
২৫-২৭অক্টোবর নতুন দিল্লির প্রগতি ময়্দানে অর্গানিক সেক্টরের ওপর বৃহত্তম প্রদশর্নী দশম BIOFACH INDIA আয়োজিত হল | কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য মন্ত্রী সুরেশ প্রভু এই প্রদর্শনীর উদ্ধোধন করলেন | ইন্দো - জার্মান চেম্বার অফ কমার্সের সহায়তায় কেন্দীয় শিল্প বানিজ্য মন্ত্রক, এপিইডিএ ( Agricultural and Processed Food Products Exports Development Authority) এবং নুরেনবার্গ মেসে ইন্ডিয়া এই প্রদর্শনীর আয়োজিত করেছে | এবারের থিম - Enhancing export of organic products trade from India -Strategies and Synergise'. বিশ্বের ১৫ টি দেশ থেকে ৬০-এর বেশি আন্তর্জাতিক ক্রেতা, ১৫০ জন প্রতিনিধি এবং ১৫০ জন প্রদর্শক এই প্রদর্শনীতে অংশগ্রহন করেছিল | চা, মশলা, মধু, বাসমতি চাল, কফি, বিভিন্ন খাদ্যশস্য, শুকনো ফল, সবজি, প্রক্রিয়াজাত ও ঔষধি চারাগাছ -সহ বিভিন্ন জৈব পন্য এখানে প্রদর্শিত হয়েছে এবং এগুলি নিয়ে বিশদ আলোচনা হয়েছে |
কৃষি কুম্ভ --২০১৮
২৭-২৯ অক্টোবর লক্ষনৌতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ষি কুম্ভ ২০১৮ -এর উদ্ধোধন করলেন | কৃষকদের প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে এবং তাদের আয় দ্বিগুন করতে এর আয়োজিত করা হয়েছে | এই কৃষি কুম্ভের পার্টনার স্টেট হল হরিয়ানা ও ঝাড়খন্ড | পার্টনার কান্দ্রি হল জাপান ও ইজরায়েল | দেশজুড়ে কৃষিক্ষেত্রের উন্নয়ন সৌর পাম্প বসান হবে | এর আওতায় বারানসিতে রাইস রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করা হবে | কৃষি ও পরিবেশের সুবিধার্থে কৃষি বিজ্ঞান ও বিশেষজ্ঞদের নিয়ে কৃষির সমস্যা খুঁজে বের করে প্রযুক্তিগত সমাধান প্রদান করার জন্য বিভিন্ন ইভেন্টের আয়োজিত করা হবে.
এফএসডিসি-র ১৯ তম বৈঠক
৩০ অক্টোবর নতুন দিল্লিতে এফএসডিসি ( FSDC - Financial Stability and Development Council) -এর ১৯ তম বৈঠক আয়োজিত হল | কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক ও অর্থমন্ত্রী অরুণ জেটলি এই বৈঠকের চেয়ারম্যান ছিলেন | বর্তমানে দেশ ও বিশ্বের আর্থিক পরিস্থিতি ও অর্থনৈতিক ক্ষেত্রের কর্মক্ষমতা পর্যালোচনা করতে এই বৈঠকের আয়োজিত করা হয়েছে | মিউচুয়াল ফান্ড, ব্যাঙ্ক নি এমন আর্থিক সংস্থায়, সেগমেন্টাল লিকুইডিতি, কারেন্ট লিকুইডিতি, সুদের হার, অর্থনৈতিক ক্ষেত্রে সাইবার সিকিউরিটি, ক্রিপটো কারেন্সির সমস্যা এবং সুমিত বস কমিটি রিপোর্টের বাস্তবায়নের অনুমোদন -সহ বিভিন্ন অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে |
বায়ুদুষন ও স্বাস্থ্যের উপর বিশ্ব সম্মেলন
৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর জেনেভায় প্রথম বায়ুদুষন ও স্বাস্থ্যের উপর বিশ্ব সম্মেলন আয়োজিত হল | বায়ুদুষন ফলে বিশ্বব্যাপী অকালমৃত্যু প্রতিরোধ করতে এই সম্মেলনের আয়োজিত করা হয়েছে | এবারের থিম -' Improving Air Quality Combating Climate Change -Saving Lives'.
আইওআরএ কাউন্সিলের মন্ত্রী পর্যায়ের বৈঠক
২ নভেম্বর দক্ষিন আফ্রিকার ডারবানে আইওআরএ ( Indian Ocean Rim Association) কাউন্সিলের মন্ত্রীদের 18 তম বৈঠক আয়োজিত হল | আইওআরএ'র মধ্যে সম্প্রসারণ, আন্তসংযোগ, নিদের্শিকা নিয়ে আলোচনা হয়েছে আইওআরএ'র বর্তমান সভাপতিত্ব করছে দক্ষিন আফ্রিকা | এবারের থিম - "IORA: Uniting the Peoples of Africa, Asia, Australisia and the Middle East through enhanced cooperation for Peace, Stability and Sustainable Development". দক্ষিন আফ্রিকার আন্তর্জাতিক সসম্পর্ক ও সহযোগিতা বিষয়ক বিদেশ মন্ত্রী এবং এই অ্যাসোসিয়েশনের সভাপতি লিন্দিউই সিসুলু এই সম্মেলনের সভাপতিত্ব করেছেন | এই সম্মেলন চলাকালীন ওমানের সুলতান আইওআরএ চার্টার্ড স্বাক্ষর করেছেন | মোজাম্বিক ছোট ও মাঝারি শিল্পের উন্নয়নে মউ স্বাক্ষর করেছে | মোজাম্বিক ও সোমালিয়া অনুসন্ধ্যান ও উদ্ধারের জন্য পরস্পরের মধ্যে মউ স্বাক্ষর করেছে | এই বৈঠক ২০১৯-২০১১ সাল পর্যন্ত আইওআরএ ভাইস চেয়ারম্যান পদের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ এবং ২০২১-২০২৩ সাল পর্যন্ত চেয়ারম্যান পদে থাকবে |
প্রথম জ্ঞান কুম্ভ অনুষ্ঠান
৩-৪ নভেম্বর হরিদ্বারের পতঞ্জলি যোগপিঠে প্রথম জ্ঞান কুম্ভ অনুষ্ঠান আয়োজিত হল | রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই অনুষ্ঠানের উদ্ধোধন করলেন | শিক্ষার্থীদের মধ্যে ভালো আচরন ও চরিত্র করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে | রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঋষিকেশে এআইআইএমএস -এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে ভাষন দিলেন | উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, উচ্চশিক্ষা মন্ত্রী ধন সিং রাওয়াত এবং স্বামী রামদেব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন |
পঞ্চম বিশ্ব ইন্টারনেট সম্মেলন
৭-৯ নভেম্বর চীন ওয়াজেনে পঞ্চম বিশ্ব ইন্টারনেট সম্মেলন আয়োজিত হল | বিশ্বব্যাপী সাইবার স্পেসের উন্নয়ন, পারস্পরিক সহযোগিতার আদান প্র্দানের উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজিত করা হয়েছিল |
৩৮ তম ভারত -আন্তর্জাতিক বানিজ্য মেলা
১৪-২৭ নভেম্বর নতুন দিল্লির প্রগতি ময়দানে ৩৮ তম ভারত -আন্তর্জাতিক বানিজ্য মেলা অনুষ্ঠিত হল | কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী মহেশ শর্মা এই বানিজ্য মেলার উদ্ধোধন করলেন | ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন এই বানিজ্য মেলার আয়োজিত করেছে | দেশের বিভিন্ন রাজ্যের এবং আন্তর্জাতিক সংস্থা থেকে প্রায় ৮৮ জন অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন | এখানে বিভিন্ন শিল্প ও সংস্থার বিভিন্ন ধরনের পন্য যেমন - অটোমোবা ইল, পাটের পন্য, পোশাক, গৃহস্থালীর বিভিন্ন পন্য, খাদ্য প্রক্রিয়াকরন, সৌন্দর্যের জন্য বিভিন্ন দ্রব্য ও বৈদ্যুতিক পন্য এই মেলার প্রদর্শিত হয়েছিল এবং ক্রয় -বিক্রয় হয়েছে | এবারের থিম - 'Rural Enterprises in India'. এবারের মেলার পার্টনার কান্তি হল আফগানিস্তান | ফোকাস কান্ট্রি হল নেপাল | ঝারখন্ড পার্টনার স্টেট হিসাবে অংশগ্রহন করেছিল |
জলবায়ু পরিবর্তনের উপর BASIC -এর মন্ত্রীপর্যায়ের ২৭ তম বৈঠক
১৯-২০ নভেম্বর নতুন দিল্লিতে জলবায়ু পরিবর্তনের উপর BASIC -এর মন্ত্রীপর্যায়ের ২৭ তম বৈঠক আয়োজিত হল | ভারতের কেন্দীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী Dr. হর্স বর্ধন এই বৈঠকের সভাপতিত্ব করলেন | ভারত -সহ BASIC দেশ ব্রাজিল, দক্ষিন আফ্রিকা, চিনের মন্ত্রীগণ এই বৈঠকে অংশ গ্রহন করেছিল | উন্নয়নশীল দেশগুলিতে জলবায়ু পরিবর্তন বিরুদ্ধে যে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল টা নিশ্চিত করতে এই বৈঠকে আলোচনা হয়েছে |
সপ্তম আন্তর্জাতিক পর্যটন মেলা
২২-২৪ নভেম্বর ত্রিপুরার আগরতলায় সপ্তম আন্তর্জাতিক পর্যটন মেলা আয়োজিত হল | ত্রিপুরা সরকার এই মেলার আয়োজিত করেছে | বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিন আফ্রিকা ও রাশিয়া -সহ বিশ্বের 18 টি দেশের প্রায় ৬০ জন পর্যটন সহকারী এই সম্মেলনে অংশগ্রহন করেছিলেন | উত্তর-পূর্ব রাজ্যগুলি থেকে ৭০ জন এবং ভারতের অন্যান্য রাজ্য থেকে ৩০ জন পর্যটন সহকারী এই সম্মেলনে যোগদান করেছিলেন | উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে পর্যটনের গন্তব্যস্থল হিসেবে জনপ্রিয় করে তুলতে এই মেলার আয়োজিত করা হয়েছিল |
মার্কিন যুক্তরাস্ট্র ও সংযুক্ত আরব আমিরশাহীর সামরিক মহড়া 'আয়রন ম্যাজিক-১৯'
২১ অক্টোবর থেকে ১ নভেম্বর আরব সাগরে মার্কিন যুক্তরাস্ট্র ও সংযুক্ত আরব আমিরশাহীর যৌথ সামরিক মহড়া 'আয়রন ম্যাজিক-১৯' আয়োজিত হল | দু'দেশের সামরিক বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্মর্ক আরো সুদৃড় করার উদ্দেশ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছিল |
ভারতীয় উপকুলরক্ষী বাহিনীর 'আইসিজিএস বরুন'
২৪ অক্টোবর অনিল আম্বানির জাহাজ নির্মান সংস্থা রিলায়েন্স ন্যাভাল অ্যান্ড ইন্জিনিয়ারিং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর প্রশিক্ষন জাহাজ 'আইসিজিএস' বরুন চালু করল | এই জাহাজটির ওজন ৩,০০০ টন | এটি ১০৫ মিটার লম্বা | এটি তৈরী করতে খরচ হয়েছে ২২০ কোটি টাকা | গুজরাটের আমরেলি জেলার পিপাবাব বন্দরে আরএনইএল শিপইয়ার্দে এটি চালু করা হয়েছে | গতিবেগ ২০ নত |2019 সালের মে মাসে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে এই আসিজিএস বরুন |
ন্যাটোর বৃহত্তম সামরিক মহড়া 'ট্রাইডেন্ট জাংক্চার -২০১৮'
২৫ অক্টোবর থেকে ৭ নভেম্বর নরওয়েতে ন্যাত (NATO - North Atlantic Treaty Organization) এর বৃহত্তম সামরিক মহড়া 'ট্রাইডেন্ট জাংক্চার - ২০১৮, আয়োজিত হল | ন্যাটোর ২৯ টি সদস্য দেশ এবং ফিনল্যান্ড ও সুইডেনের প্রায় ৫০,০০০ সৈন্য এই মহড়ার অংশ গ্রহন করেছিল | ন্যাত সদস্যভুক্ত দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরো সুদৃড় করতে এই মহড়ার আয়োজিত করা হয়েছে |
ভারত-জাপান সেনা মহড়া 'ধর্ম গার্জেন' -- ২০১৮
১-১৪ নভেম্বর মিজোরামের ভাইরেনংটে - তে ভারত ও জাপানের সেনাবাহিনীর যৌথ সেনা মহড়া প্রথম 'ধর্ম গার্জেন'- ২০১৮ আয়োজিত হল | দু -দেশের সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং দক্ষতা তৈরী ও অভিজ্ঞতা বিনিময়ের জন্যই মহড়ার আয়োজন করা হয়েছে | শহরাঞ্চলে যুদ্ধকালীন পরিস্থিতিতে যেসব বিপদ দেখা দিতে পারে, সেগুলি মোকাবিলার জন্য দক্ষতা অর্জনের প্রয়োজনেও দু-দেশের সেনাবাহিনী যৌথভাবে প্রশিক্ষন গ্রহন করেছে |
দক্ষিন কোরিয়া ও মার্কিন যুক্তরাস্ট্রের সামুদ্রিক মহড়া
দক্ষিন কোরিয়ার পোহাংয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ওদক্ষিন কোরিয়া সেনাদের নিয়ে সামুদ্রিক মহড়া 'কোরিয়া মেরিন এক্সারসাইজ প্রোগ্রাম'আয়োজিত হল | দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরো সুদৃর করতে এর আয়োজন করা হয়েছিল | ২০১৮ সালের মে মাসে ৬ মাসের জন্য মহড়া স্থগিত রাখা হয়েছিল |
ভারত ও ইন্দ্রনেশিয়ার নৌবাহিনী মহড়া 'সমুদ্র শক্তি'
১২-১৮ নভেম্বর ইন্দ্রনেশিয়ায় ভারতীয় নৌবাহিনী ও ইন্দ্রনেশিয়ার নৌবাহিনী মধ্যে বৌম্হ্রা সমুদ্র শক্তি -২০১৮ আয়োজিত হল | দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরিয় সুদৃর করতে, সামুদ্রিক সহযোগিতা সম্প্রসারণ করতে এবং বিভিন্ন অপারেশন ও পরিচালিত করতে আদান-প্রদান এই মহড়া আয়োজিত করা হয় | উল্লেখ্যে, ভারতীয় নৌবাহিনী আইএনএস রানা মহড়ার অংশগ্রহন করেছে |
সিঙ্গাপুর ও ভারতের দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া SIMBEX-18
১০-২১ নভেম্বর বঙ্গপোসাগর ও আন্দামান সাগরে সিঙ্গাপুরের নৌবাহিনী ও ভারতীয় নৌবাহিনীর দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া SIMBEX -18 আয়োজিত হল | এবছর SIMBEX মহড়ার সিলভার জুবিলি উদযাপন করা হল |
ভারত ও রাশিয়ার যৌথ মহড়া ইন্দ্র -২০১৮
১৮-২৮ নভেম্বর উত্তরপ্রদেশের ঝাসি জেলার বাবিনা ফিন্ড ফায়ারিং রেঞ্জে ভারত ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া ইন্দ্র -২০১৮ আয়োজিত হল | ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃর করতে এই মহড়ার আয়োজিত করা হয় |
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া 'বজ্র প্রহার'
১৯-৩০ নভেম্বর রাজস্থানের জয়পুরে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র-এর যৌথ সামরিক মহড়া 'ব্রজ প্রহার' আয়োজিত হল | দু'দেশের সেনাবাহিনীর মধ্যে সমঝোতা আরো সুদৃর করতে এই মহড়ার আয়োজণ করা হয়েছে |
গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স
৩১ অক্টোবর গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স প্রকাশিত হল | সিঙ্গাপুর ও জার্মানি এই ইনডেক্সে শীর্ষস্থানে রয়েছে | এই দু'টি দেশের পাসপোর্ট হোল্ডাররা ১৬৬টি দেশে ভ্রমন করতে পারবে | ভারত এই ইনডেক্সে ৬৬তম স্থানে রয়েছে | ভারতীয় পাসপোর্ট হোল্ডাররা বিনা ভিসায় ৬৬টি দেশে ভ্রমন করতে পারবে |আফগানিস্থান সর্বশেষ অর্থাৎ ৯১তম স্থানে রয়েছে |
ইজ অফ ডুয়িং বিজনেস রাঙ্কিং ---২০১৯
৩১ অক্টোবর বিশ্ব ব্যাঙ্ক ইজ অফ ডুয়িং বিজনেস রাঙ্কিং -২০১৯ প্রকাশ করল | নিউজিল্যান্ড শীর্ষ স্থানে রয়েছে | সিঙ্গাপুর ও ডেনমার্ক যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে | ভারত ৭৭তম স্থানে রয়েছে | সোমালিয়া সর্বশেষ অর্থাৎ ১৯০তম স্থানে রয়েছে |
কিউএস এশিয়া ইউনিভার্সিটি ---২০১৮
কিউএস ( Quacquarelli Symonds) এশিয়া ইউনিভার্সিটি রাঙ্কিং -২০১৮ প্রকাশ করল | এশিয়ার সর্বশেষ ইউনিভার্সিটি হল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর | দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিভার্সিটি অফ হংকং | নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি তৃতীয় স্থানে রয়েছে | ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনো বোম্বে ভারতীয় ইউনিভার্সিটির মধ্যে প্রথম স্থানে রয়েছে |
পাবলিক ট্রান্সপোর্ট ইনডেক্স
২ নভেম্বর ওলা মবিলিটি ইনস্টিটিউটের ইজ অফ মুভিং ইনডেক্স অনুযায়ী কলকাতা শীর্ষ স্থানে রয়েছে | নতুন দিল্লি ও চেন্নাই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে | ২০টি শহরের ওপর সমীক্ষা করে এই ইনডেক্স তৈরী করা হয়েছে | ৪৩,০০০ -এর বেশি জনগন এই সমীক্ষায় অংশগ্রহন করেছিল |
২১-২৭অক্টোবর : সাইবার নিরাপত্তা সচেতনতা সপ্তাহ
২১-২৭ অক্টোবর এইচডিএফসি ইআরজিও জেনারেল ইনসিওরেন্স কোম্পানি সাইবার নিরাপত্তা সচেতনতা সপ্তাহ চালু করল | '#HackSeLado' থ্মের আওতায় সাইবার নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা তৈরী করা এই সপ্তাহের প্রধান উদ্দেশ্য |
২৭ অক্টোবর :বিশ্ব শ্রবণ -দর্শন ঐতিহ্য দিবস
২৭ অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব শ্রবণ -দর্শন ঐতিহ্য দিবস উদযাপিত হল | ২০০৫ সালে UNESCO ( United Nations Educational, Scientific and Cultural Organization) ২৭ অক্টোবর বিশ্ব শ্রবণ -দর্শন ঐতিহ্য দিবস হিসাবে ঘোষনা করে | অডিওভিসুয়াল ডকুমেন্টের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তুলে ধরতে এবং সেগুলি ডিজিটাল রূপে পরিবর্তন করতে প্রয়োজনিয় পদক্ষেপ নেওয়ার জন্য এই দিনটি পালন করা হয় | এবারের থিম - 'Your Story in Moving'.
৩১ অক্টোবর : ওয়ার্ল্ড সেভিংস ডে বা ওয়ার্ল্ড থ্রিফট ডে
৩১ অক্টোবর বিশ্বজুড়ে ওয়ার্ল্ড সেভিংস ডে বা ওয়ার্ল্ড থ্রিফট ডে উদযাপিত হল | ইতালিতে মিলানোতে প্রথম 'ইন্টারন্যাশনাল সেভিংস ব্যাঙ্ক কংগ্রেস' ( ওয়ার্ল্ড সোসাইটি অফ সেভিংস ব্যাঙ্কস) -এ ওয়ার্ল্ড সেভিংস ডে বা ওয়ার্ল্ড থ্রিফট ডে পালনের উদ্যেগ নেওয়া হয় | ভারতে ৩১ অক্টোবর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসের জন্য ৩০ অক্টোবর ওয়ার্ল্ড সেভিংস ডে বা ওয়ার্ল্ড থ্রিফট ডে পালন করা হয় | ব্যাঙ্কে টাকা সঞ্চয়ের গুরুত্ব ধরে এবং টাকা সঞ্চয় সম্পর্কে জনসচেতনতা তৈরী করতে প্রতিবছর এই দিনটি পালন করা হয় |
৩১ অক্টোবর : রাষ্ট্রীয় একতা দিবস
৩১ অক্টোবর দেশজুড়ে রাষ্ট্রীয় একতা দিবসে উদযাপিত হল | ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীকে স্মরন করে তাকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই দিনটি পালন করা হয় | শক্তিশালী ঐক্যবদ্ধ দেশ গড়ে তোলার জন্য এই দিনটি পালন করা হয় | উল্লেখ্য, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৩তম জন্মবার্ষিকীকে স্মরন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বল্লভভাই প্যাটেলের মূর্তির উন্মোচন করলেন | উচ্চতা ১৮২ মিটার | এটিই বিশ্বের উচ্চতম মূর্তি | এই মূর্তিটি তৈরী করতে খরচ হয়েছে ২৯৮৯ কোটি টাকা | গুজরাটের নর্দমা জেলার কেভাদিয়ায় সর্দার সরোবর বাধের নিকট এই মূর্তি তৈরী করা হয়েছে | এই মূর্তিটি হল 'স্ট্যাচু অফ ইউনিটি' | পদ্মভুষন পুরস্কার জয়ী স্থাপত্যশিল্পী রাম ভি সুতার এই মূর্তির মক্ষ তৈরী করেছেন | সর্দার সরোবর নর্দমা নিগম লিমিটেড এবং লার্সেন অ্যান্ড ট্যুবরো এই তৈরী করেছে |
৫ নভেম্বর : বিশ্ব সুনামি সচেতনতা দিবস
৫ নভেম্বর বিশ্বজুড়ে বিশ্ব সুনামি সচেতনতা দিবস উদযাপিত হল | সুনামি সম্পর্কে সারা বিশ্বের মানুষের মধ্যে সচতনতা তৈরী করার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয় | ২০১৫ সালের ডিসেম্বরে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্ব্লি ৫ নভেম্বরকে বিশ্ব সুনামি সচেতনতা দিবস হিসাবে ঘোষনা করে |
৫ নভেম্বর : আয়ুবের্দ দিবস
৫ নভেম্বর দেশজুড়ে তৃতীয় আয়ুবের্দ দিবস উদযাপিত হল | প্রতি বছর ধন্বন্তরি জয়ন্তীতে এই দিবস পালন করা হয় | আয়ুবের্দ চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা তৈরী করতে এই দিনটি পালন করা হয় | এবারের থিম - 'Ayurveda for Public Health'.
৭ নভেম্বর : জাতীয় ক্যানসার সচেতনতা দিবস
৭ নভেম্বর দেশজুড়ে ক্যানসার সচেতনতা দিবস উদযাপিত হল | ক্যানসার রোগ সম্পর্কে সচেতনতা তৈরী করতে এই দিবস পালন করা হয় | ইন্ডিয়ান সোসাইটি অফ অঙ্কলজি পেনধারাকার মডেল চালু করার জন্য রাজস্থান, মধ্যপ্রদেশ, ওডিসা ও হিমাচল প্রদেশের সঙ্গে হাত মিলিয়েছে | এই মডেলের আওতায় ক্যানসার চিকিৎসা ও কেমোথেরাপি জন্য জেলা হাসপাতালগুলির সরকারী কর্মচারীগুলিকে প্রশিক্ষন দেওয়া হবে |
১১ নভেম্বর : জাতীয় শিক্ষা দিবস
১১ নভেম্বর সারা দেশজুড়ে জাতীয় দিবস উদযাপিত হল | স্বাধীনতা সংগ্রামী, শিক্ষাবিদ, সমাজ সংস্কারকে এবং ভারতের প্র্থম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকীকে স্মরন করে তাকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই দিন পালন করা হয় | ২০০৮ সালে ১১ সেপ্টেম্বর কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ১১ নভেম্বরকে জাতীয় শিক্ষা দিবস হিসাবে ঘোষনা করে |
১২ নভেম্বর : পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডে
১২ নভেম্বর দেশজুড়ে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডে উদযাপিত হল | ১৯৪৭ সালের ১২ নভেম্বর অল ইন্ডিয়া রেডিও ষ্টুডিওতে জাতীয় জনক মহত্মা গান্ধীর প্রথম ও শেষ প্রদর্শনকে স্মরন করে দিনটি পালণ করা হয় | দেশভাগের পর যারা স্থানচ্যুত হয়ে অস্থায়ীভাবে হরিয়ানার কুরক্ষেত্রে বসবাস শুরু করেন তাদেরকে তিনি আহ্বান জানান |
১৪ নভেম্বর : বিশ্ব ডায়াবেটিস দিবস
১৪ নভেম্বর বিশ্বজুড়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত হল | ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রনের জন্য সঠিক পদ্ধতি ও শিক্ষা প্রদান করতে এবং স্বাস্থ্যের উন্নতি ঘটাতে প্রতি বছর এই দিনটি পালন করা হয় | এবারে থিম - 'The Family and Diabetes'. ২০০৭ সালে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্ব্লি A/RES/61/225 রেজুলিউশন পাশের মাধ্যমে বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের উদ্যেগ নেয় |
১৪ নভেম্বর : শিশু দিবস
১৪ নভেম্বর দেশজুড়ে শিশু দিবস উদযাপিত হল | শিশুদের শিক্ষার অধিকারী নিয়ে প্রতি বছর জনসচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয় | শিশু দিবস উপলক্ষ্যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীকে স্মরন করে তাকে শ্রদ্ধা জানানো হয় | শিশু দিবস উপলক্ষ্যে নীতি আয়োগ এবং ইউনিসেফ যৌথভাবে শিশুদের নতুন উদ্ভাবনের দিকে এগিয়ে যেতে উত্সাহিত করতে 'ইউনিসেফ -অটল টিঙ্কারিং ল্যাবহ্যাকাথন' চালু করল | এছাড়া উদ্কাব্ন ক্ষেত্রে প্ল্যাটফর্ম তৈরিতে এআইএম এবং ইউনিসেফ যৌয়্হ্ভাবে ১৪-২০ নভেম্বর শিশু দিবস সপ্তাহ উদযাপিত করল |
১৯ নভেম্বর : বিশ্বটয়লেট দিবস
১৯ নভেম্বর বিশ্বজুড়ে বিশ্ব টয়লেট দিবস উদযাপিত হল | বিশ্বব্যাপী উন্নয়নের জন্য স্যানিটেশনের প্রয়োজনিয়তা সম্পর্কে জনসচেতনতা আরো বাড়াতে এই দিনটি পালন করা হয় | এবারের থিম -When Nature Calls'.
'Notes of a Dream : The Authorized Biography of A.R.Rahman' -কৃষ্ণা ত্রিলোক
3 নভেম্বর মুম্বাইয়ে অস্কারজয়ী সুরকার ও সংগীতজ্ঞ এ আর রহমানের জীবনী 'Notes of a Dream : The Authorized Biography of A.R. Rahman' বইটি প্রকাশিত হল | এই বইটির লেখক হলেন কৃষ্ণা ত্রিলোক | এ আর রহমানের জীবনযাত্রার বিভিন্ন তথ্য -সহ অজানা কিছু তথ্য রয়েছে এই বইয়ে |
'THE VELVET GLOVES' -বালকৃষ্ণ কামাথ
১৭ নভেম্বর মহারাষ্ট্র পুলিশের ডিরেক্টর জেনারেল দত্ত পড়সালগায়্কর 'THE VELVET GLOVES' এই উপন্যাসটি প্রকাশ করলেন | উপন্যাসটির লেখক হলেন প্রাক্তন ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার বালকৃষ্ণ কামাথ |
'Radio Kashmir - In Times of Peace & War' -ডঃ রাজেশ ভাট
২০ নভেম্বর কেন্দীয় উত্তর -পূর্ব উন্নয়ন ( স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ) জন অভিযোগ, পেনশন, পরমানু শক্তি ও মহাকাশ প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং 'Radio Kashmir - in Times of Peace & War' বইটি প্রকাশ করলেন | এই বইটির লেখক হলেন ডঃ রাজেশ ভাট | ১৯৪৭ সালের রেডিও কাশ্মীরের শুরু থেকেই কাশ্মীরের গনতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির জোরদার করতে এবং কাশ্মীরের মানুষকে পরিসেবা প্রদানে রেডিও কাশ্মীরের যে ভুমিকা তার ব্যাখ্যা রয়েছে বই বইয়ে |
'The Fire Burns Blue : A History of Woman's Cricket in India' --করুনা কেশভ ও সিদ্ধান্ত পাঠক
৩০নভেম্বর করুনা কেশভ ও সিদ্ধান্ত পাঠকের লেখা ''The Fire Burns Blue : A History of Woman's Cricket in India' প্রকাশিত হল | মেয়েদের ক্রিকেটের ইতিহাস নিয়ে এই বইটি লেখা হয়েছে | শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ক্রিকেটের সমস্ত বর্ননা রয়েছে এই বইয়ে |
জাপানে খলিফাস্যাটের উত্ক্ষেপণ
29 অক্টোবর জাপান থেকে সংযুক্ত আরব আমিরশাহী প্রথম দেশীয়ভাবে তৈরী খলিফাস্যাট নাম স্যাটেলাইটের উত্ক্ষেপণ করল | এটি পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট | জাপানের তানেগাসিমা স্পেস সেন্টার থেকে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি এবং মিত্সুবিসি হেভি ইন্ডাষ্ট্রিজ এই স্যাটেলাইটটি উত্ক্ষেপণ করেছে | H-2A নাম জাপানি রকেটে করে এই স্যাটেলাইটের উত্ক্ষেপণ করা হয়েছে | এছাড়া এটি জাপানের জন্য গ্রিনহাউস গ্যাস পর্যবেক্ষনের জন্য Ibuki-2 স্যাটেলাইট বহন করে নিয়ে গেছে \
অগ্নি -1 মিসাইলের পরীক্ষামুলক উত্ক্ষেপণ
অগ্নি -1 হল স্বল্প মাত্রার পরমানু বিস্ফোরক বহন সক্ষম ব্যালেস্টিক মিসাইল | অগ্নি -1 ভূমি থেকে মোবাইল | অগ্নি -1 মিসাইলের ওজন 12 টন | লম্বা 15 মিটার | এটি 1 টনেরও বেশি ওয়ারহেড বহনে সক্ষম | এটি 700 কিমি দুরে অবস্থিত বস্তূকে আঘাত হানতে সক্ষম |
ভারতের প্রথম দেশীয় মাইক্রোপ্রসেসর 'শক্তি'
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজের গবেষকরা ভারতের প্রথম দেশীয় মাইক্রোপ্রসেসর 'শক্তি' তৈরী করলেন | মাইক্রোপ্রসেসর ইকোসিস্টেমে অন্যান্য উপকরণ এবং ইন্দাস্ত্রিয়াল গ্রেড মাইক্রোপ্রসেসর উন্নয়নে এটি ব্যবহার করা হবে | এটি সাইবার অ্যাটাক এবং মাইক্রোচিপের আমদানি নির্ভরতা কমাতে হ্রাস করবে | চন্ডিগরে অবস্থীত ইসরোর সেমি কন্ডাক্টর ল্যাবরেটরি ও আইআইটি মাদ্রাজ এটি তৈরী করেছে | এছাড়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজের গবেষকরা সুপার কম্পিউটারের জন্য 'পরশক্তি' নামে উন্নত মানের মাইক্রোপ্রসেসর তৈরির জন্য গবেষনা শুরু করেছেন |
ওজোন স্তর পুনরায় ঠিক হয়ে যাবে
5 নভেম্বর ইউনাইটেড নেশনসের মন্ট্রিল প্রোটোকলের 4 বছরের পর্যালোচনায় জানানো হয়েছে প্রত্যেক দশক অন্তর 1 থেকে 3 শতাংশ ওজোন স্তর পুনরায় ঠিক হয়ে যাবে | ইকুয়েডরের কুইটোতে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এবং ওয়ার্ল্ড মেটিওরোলোজিক্যাল অর্গানাইজেশন এই রিপোর্ট প্রকাশ করেছে | উত্তর হেমিস্ফিয়ারের ওজোন স্তর 2030 সালের মধ্যে, দক্ষিন হেমিস্ফিয়ারের ওজোন স্তর 2050 সালের মধ্যে এবং মেরু আঞ্চলের ওজোন স্তর 2060 সালের মধ্যে পুনরায় ঠিক হয়ে যাবে |
চীনে বিশ্বের প্রথম কৃত্রিম সংবাদ সঞ্চালক
8 নভেম্বর চিনের রাষ্ট্রপরিচালিত জিনহুয়া নামেসংবাদ সংস্থা বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সংবাদ সঞ্চালক চালু করল | এটি ইংরেজি ও চীনা ভাষায় সংবাদ পড়তে সক্ষম | চিনের সার্চ ইঞ্জিন সোগু এবং জিনহুয়া এই সঞ্চালক তৈরী করেছে | চীনে আয়োজিত ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স এই ধরনের দু'টি সংবাদ সঞ্চালক উন্মোচন করা হয়েছে |
পরমানু সাবমেরিন আইএনএস আরিহান্তের প্রথম প্রতিরোধী নজরদারি
দেশীয়ভাবে তৈরী ভারতের প্রথম আইএনএস আরিহান্ত সফলভাবে তার প্রথম প্রতিরোধী নজরদারি সম্পন্ন করল | আইএনএস আরিহান্ত হল দেশীয়ভাবে তৈরী প্রথম পরমানু ক্ষমতা সম্পন্ন ব্যালেস্টিক মিসাইল সাবমেরিন | রাশিয়ার আকুল -1 শ্রেনীর সাবমেরিনের অনুকরণে এটি তৈরী করা হয়েছে | এটির ওজন 6000 টন | লম্বা 110 মিটার, চওড়া 11 মিটার, গতিবেগ 24 নট | আইএনএস আরিহান্ত 12টি সাগরিকা বা কে 15 সাবমেরিন লঞ্চড ব্যালেস্টিক মিসাইল বহন সক্ষম | মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটিশ যুক্তরাজ্য, ফ্রান্স ও চিনের পরে ভারত ষষ্ঠ দেশ হিসাবে আইএনএস আরিহান্ত চালু করল |
ভারতীয় গবেষকরা ত্বকের জন্য বিশেষ জেল তৈরী করল
সম্প্রতি বেঙ্গালুরুর ইনস্টিটিউট ফর স্টেম সেল বায়োলজি অ্যান্ড রিজেনেরিটিভ মেডিসিনের ডঃ প্রবীন কুমার ভেমুলার নেতৃত্বে একদল গবেষক ত্বকের জন্য বিশেষ জেল তৈরী করলেন | কিছু পেস্টিসাইড অনেক সময় মানুষের শরীরে শোষিত হয় যারা ফলে বিভিন্ন রোগ যেমন -স্নায়ুর সমস্যা, হার্টের সমস্যা প্রভৃতি দেখা দেয় | এই জেল ব্যবহার করে এই সমস্ত রোগের থেকে রেহাই পাওয়া যাবে |
চীনে তৈরী হল কৃত্রিম সূর্য
চিনের ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্স EAST(Experimental Advanced Superconducting Tokamak) বা কৃত্রিম সূর্য তৈরী করল | এই কৃত্রিম সূর্যে, আসল সূর্যের মতই নিউক্লিয়ার সংযোজন পদ্ধতিতে তাপ নির্মিত হয় | আসল সূর্যের কেন্দ্রে তাপমাত্রা 1.5 কোটি ডিগ্রী সেলসিয়াস কিন্তু কৃত্রিম সূর্যের তাপমাত্রা 10 কোটি ডিগ্রী সেলসিয়াস |
২০১৮ সালের অক্টোবর -নভেম্বর মাসে স্বাক্ষরিত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মউ /চুক্তি
ভারত এবং ইন্দোনেশিয়া ---২৫ অক্টোবর ---মালাক্কা প্রণালীতে সামুদ্রিক নজরদারির অংশ হিসাবে সামুদ্রিক সহযোগিতার জন্য ভারত এবং ইন্দোনেশিয়া মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে |
কাপুরথালায় ভারতের প্রথম রোবোটিক ডাইনোসর গ্যালারী
২৭ অক্টোবর পাঞ্জাবের কাপুরথালার পুষ্প গুজরাল সায়েন্স সিটিতে ভারতের প্রথম রোবোটিক ডাইনোসর গ্যালারী চালু হল | রাজ্জ ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যেগে এই গ্যালারী তৈরী করা হয়েছে | জলন্ধর-কাপুরথালা সড়কের ধরে ৭২ একর জমির ওপর এটি তৈরী করা হয়েছে | ডাইনোসরের জন্ম বিবর্তনের অদ্বিতীয় গল্প প্রদর্শিত হবে এই গ্যালারিতে | এটি তৈরী করতে খরচ হয়েছে ১.৫ কোটি টাকা |
বিশ্বের প্রথম সার্বভৌম ব্লু বন্ড সেসেলসে
২৯ অক্টোবর সেসেলসে বিশ্বের প্রথম সর্বভৌম ব্লু বন্ড চালু হল | ১৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই ব্লু বন্ডটি সামুদ্রিক ও মত্স্য প্রকল্পের জন্য স্থায়ী ভাবে আর্থিক সহায়তা প্রদান করবে | বালিতে আয়োজিত আওয়ার ওসান কনফারেন্সে সেসেলসের উপরাষ্ট্রপতি ভিনসেন্ট মেরিটন এই বন্ডের ঘোষনা করেন | এই ব্লু বন্ডের জন্য বিশ্ব ব্যাঙ্ক ৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে এবং গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটি ৫ মিলিয়ন মার্কিন ডলার রেয়াটি ঋণ প্রদান করবে |
কোচিন শিপইয়ার্ড ভারতেরপ্রথম বৃহতম ড্রাই ডক
৩০ অক্টোবর কোচিন শিপইয়ার্ড কেন্দ্রীয় সরক প পরিবহন মন্ত্রী নিতিন গড়করি এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ভারতের প্রথম বৃহতম ড্রাই ডকের শিলান্যাস করলেন | এটি তৈরী করতে খরচ হবে ১,৭৯৯ কোটি টাকা | ২০২১ সালের মে মাসে এই ডকের কাজ সম্পুর্ন হবে | এটি ৩১০ মিটার লম্বা ও চওড়া ৭৫ মিটার | গভীরতা ১৩ মিটার | এখানে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও গ্রিন বেল্ট ডেভেলপমেন্ট রয়েছে |
দিল্লি সরকার ও ভারতীয় রেল হাত মেলাল
1 নভেম্বর দিল্লি সরকার ৫টি ধর্মীয় স্থানে প্রবীন ব্যক্তিদের বিনামূল্যে ভ্রমন প্যাকেজ প্রদানের জন্য ভারতীয় রেলের স্ন্হে হাত মেলাল | এই ভ্রমন প্যাকেজটির নাম দেওয়া হয়েছে 'মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা যোজনা' |দিল্লির নির্বাচনী কেন্দ্রগুলি থেকে ১,১০০ জন প্রবীন ব্যক্তি এই সুবিধা পাবেন | প্রতি বছর ৭৭,০০০ তীর্থযাত্রীর খরচ ভা করবে আম আদমি পার্টি সরকার | এই বছর ডিসেম্বরেই বৈষ্ণ দেবী, হরিদ্বার, অমৃতসর, আজমীর ও আগ্রায় তীর্থযাত্রা শুরু হবে | দিল্লির সফদারজং রেলস্টেশন থেকে এই যাত্রা শুরু হবে |
মথুরায় ভারতের প্রথম হাতিদের জন্য হাসপাতাল
উত্তরপ্রদেশের মথুরায় চুর্মুরা গ্রামে ভারতের প্রথম হাতিদের জন্য হাসপাতাল চালু হল | ওয়াইন্ড লাইফ এসওএস -এর কেয়ার সেন্টার | এবং হাতি সংরক্ষনালয়ের নিকট এই হাসপাতালটি অবস্থিত | এই হাসপাতালে হাতিদের ডিজিটাল এক্স -রে লেজার ট্রিটমেন্ট, থার্মাল ইমাজিং, আলট্রাসোনোগ্রাফি হায়দ্রোথেরাপি -সহ বিভিন্ন ধরনের চিকিৎসা করা হবে |
২০১৯ সালের ভারতীয় প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি সিরিল রামাফোসা
২০১৯ সালের ভারতীয় প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দক্ষিন আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা | দক্ষিন আফ্রিকার দ্বিতীয় রাষ্ট্রনেতা হিসাবে তিনি ভারতীয় প্রজাতন্ত্র দিবস অংশ গ্রহন করেছেন |১৯৯৫ সালে প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা ভারতীয় প্রজাতন্ত্র দিবসে অংশ গ্রহন করেছিলেন |
লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড :
২২ অক্টোবর নতুন দিল্লিতে আয়োজিত এক পুরস্কার বিতরণী সভায় উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু ১৯তম লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড -এ ভুষিত করলেন সিনিয়র অ্যাদভোকেট ফলি এস নৃম্জন | ২০১৮ সালে প্রশাসনিক কাজকর্মে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃত স্বরূপ তাকে এই পুরস্কারে ভুষিত করা হল | প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ও বিশিষ্ট কংগ্রেস দলনেতা লালবাহাদুর শাস্ত্রীর স্মরন এই পুরস্কার প্রদান করা হয় |
সিওল শান্তি পুরস্কার -২০১৮ :
সিওল শান্তি কমিটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ২০১৮ সালের সিওল শান্তি পুরস্কারে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহন করেছে | আন্তর্জাতিক স্তরে সহযোগিতা বৃদ্ধিতে তার আন্তরিকতা, বিশ্ব আর্থিক বিকাশ ত্বরান্বিত করতে তার বিশেষ ভুমিকা, বিশ্বের দ্রুত বিকাশেশীল অর্থনীতিতে আর্থিক বিকাশে উত্সাহদানের মাধ্যমে ভারতবাসীর জীবনের মনোন্নয়ন ঘটানো এবং সেই সঙ্গে দুর্নীতিদমন তথা সামাজিক সংহতি বজায় রেখে গ্জত্ন্ত্রের অগ্রগতির ধারার আরো এগিয়ে নিয়ে যাওয়ার স্বীকৃতি স্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে | প্রসঙ্গত উল্লেখ্য, কোরিয়া প্রজাতন্ত্রের সিওলে আয়োজিত ২৪তম অলিম্পিক গেমসের সাফল্য উদযাপনের অঙ্গ হিসাবে ১৯৯০ সালে সিওল শান্তি পুরস্কার প্রদান করা শুরু হয় | দ্বিবার্ষিক সিওল শান্তি পুরস্কার সেই সমস্ত ব্যক্তিকে দেওয়া হয়, যারা মানবজাতির সম্প্রীতি বজায় রাখা , রাষ্ট্রের মধ্যে সমন্বসাধন এবং বিশ্ব শান্তিতে অবদান রেখে গভীর প্রভাব ফেলেছেন | অতীতে এই পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন রাষ্ট্রসংঘের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান, জার্মানির চ্যান্সেলর অ্যান্জেলা মর্কেল প্রভৃতি |
মহর্ষি বাল্মিকি জয়ন্তী পুরস্কার :
২৪ অক্টোবর কর্ণাটকের বেঙ্গালুরুর বিধান সৌধতে অনুষ্ঠিত বাল্মিকি জয়ন্তী উত্সব উপলক্ষে 'মহর্ষি বাল্মিকি জয়ন্তী পুরস্কার -২০১৮'তে ভুষিত করা হল ভারতের প্রাক্তিন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়াকে | তপশিলি জাতি এবং উপজাতিদের উন্নয়নকল্পে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ রকে এই পুরস্কারে ভুষিত করা হয় | তিনি ১ জুন ১৯৯৬ থেকে ২১ এপ্রিল ১৯৯৭ পর্যন্ত ভারতের ১১তম প্রধানমন্ত্রী হিসাবে এবং ১১ ডিসেম্বর ১৯৯৪ থেকে ৩১ মে ১৯৯৬ পর্যন্ত কর্ণাটকের ১৪তম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন |
দশম ইন্দো -রাশিয়া যৌথ সামরিক মহড়া 'Indra 2018' ঝাসিতে আয়োজিত হল 18 নভেম্বর
ওয়ার্ল্ড হেলথ সামিট স্টার্টআপ অ্যাওয়ার্ড -২০১৮ :
২৫ অক্টোবর বার্লিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হেলথ সামিটে ২০১৮ সালের ওয়ার্ল্ড হেলথ সামিট স্টার্টআপ অ্যাওয়ার্ডে ভুষিত হলেন ভারতের নবীন বিজ্ঞানী রুপম শর্মা | দৃষ্টিহীন প্রতিবন্ধীদের সহয়তায় উদ্দেশ্যে বিশ্বের প্রথম ইন্টেলিজেন্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সিস্টেম 'Manovue' -এর আবিষ্কারের জন্য তাকে এই পুরস্কারে ভুষিত করা হল | এর পূর্বে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ডে ভুষিত হয়েছিলেন তিনি |
গ্লেটসম্যান অ্যাওয়ার্ড -২০১৮ :
হার্ভার্ড ইউনিভার্সিটি কর্তৃক প্রদত্ত ২০১৮ সালের গ্লেটসম্যান অ্যাওয়ার্ডের জন্য নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাইয়েয় নাম মনোনিত করা হয়েছে | মেয়েদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই পুরস্কারে ভুষিত করা হল | এই ঔর্স্কারের আর্থিক মূল্যস্বরূপ তাকে ১ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার দেওয়া হবে | প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কারে ভুষিত হয়েছিলেন |
ইউএন হিউম্যান রাইটস প্রাইজ --২০১৮ :
আসমা জাহাঙ্গির ---- পাকিস্তান ---- সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরনের বিরুদ্ধে প্রতিবাদ এবং নারী অধিকার রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান |
বিবিসির শ্রেষ্ঠ ১০০টি বিদেশী চলচ্চিত্রের তালিকায় পথের পাঁচালি :
ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (BBS) -এর বিচার সর্বকালের শ্রেষ্ঠ ১০০টি বিদেশী চলচ্চিত্রের তালিকায় সত্যাজিত রায় পরিচালিত পথের পাঁচালি চলচ্চিত্রটি জায়গা করে নিল | এই চলচ্চিত্রটি বিভূতিভূষণ বন্দোপাধ্যায় লেখা পথের পাঁচালি উপন্যাস অবলম্বনে তৈরী হয়েছে | বিবিসি'র ১০০টি চলচ্চিত্রের তালিকায় সারা বিশ্বের ২৪টি দেশের ১৯ টি ভাষায় ৬৭ জন পরিচালকের পরিচালিত চলচ্চিত্রগুলি স্থান পেয়েছে | পথের পাঁচালি চলচ্চিত্রটি সেই তালিকায় ১৫ নম্বর স্থানে রয়েছে | পেস্ন্গ্ত উল্লেখ্য , সত্যজিত রায় ১৯৫৫ সালে এই চলচ্চিত্রটি তৈরী করেছেন |
স্টার্থক্লাইড ইউনিভার্সিটি কর্তৃক প্রদত্ত সাম্মানিক ডক্টরেট ডিগ্রী :
ভারতের প্রতিবন্ধী মহিলা পর্বতারোহী অরুনিমা সিনহা ব্রিটেনের স্টার্থক্লাইড ইউনিভার্সিটি কর্তৃক প্রদত্ত সাম্মানিক ডক্টরেট ডিগ্রিতে ভুষিত হলেন | বিশ্বের প্রথম মহিলা প্রতিবন্ধী পর্বতারোহী হিসাবে তিনি ২১ মে ২০১৩ সালে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন | প্রতিবন্ধী হিসাবে হিমালয় পর্বত জয় করার মতো উল্লেখযোগ্য কর্মের উত্সাহ প্রদানের উদ্দেশ্যে তাকে এই পুরস্কারে ভুষিত করা হল |
গ্লোবাল এডুকেশন অ্যাওয়ার্ড :
ফ্ল্যাগশিপ কোম্পানি মালাবার গ্রুপের অধীনস্থ মালাবার গ্লোল্ড অ্যান্ড ডায়মন্ড কর্তৃক প্রদত্ত গ্লোবাল এডুকেশন অ্যাওয়ার্ডে ভুষিত হলেন বিশিষ্ট গণিতজ্ঞ আনন্দ কুমার | তিনি গনিতের Super 30-র প্রতিষ্ঠাতা | ৮ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণী সভায় তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয় |
লিজিয়ন অফ অনার :
ভারতের বিশিষ্ট ফরাসী ভাষা পন্ডিত জওহরলাল সারিন ফ্রান্সের সর্বশ্রেষ্ঠ অসামরিক সম্মান লিজিয়ন অফ অনার বা চ্যাভেলিয়ার ডি লা লিজিয়ন ডি অনার সম্মানে ভুষিত হলেন | ফরাসী ভাষায় বিদগ্ধ পান্ডিত্যের জন্য এবং ভারত-ফ্রান্সের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভুমিকা গ্রহনের জন্য তাকে এই পুরস্কারে ভুষিত করা হল |ভাতের নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত আলেকজান্ডার জেগলারের মাধ্যমে তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে | তিনি বর্তমানে দিল্লির অ্যালায়েন্স ফ্রানাইজে'র গভনিং বর্দির প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত আছেন | তিনি পাজ্ঞাব ইউনিভার্সিটি, চন্ডিগর ইউনিভার্সিটি থেকে ফরাসী ভাষায় শিক্ষা গ্রহন করেছেন | পরবর্তীকালে প্যারিসের সোরবন্নি ইউনিভার্সিটি থেকে ফরাসী ভাষা শিক্ষা লাভ করেছেন | প্রসঙ্গত উল্লেখ্য, ১৮০২ সালে ফ্রান্সের তত্কালীন শাসক নেপোলিয়ান বোনাপার্ট এই পুরস্কার প্রদানকরা শুরু করেছিলেন |
ইউএস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম --২০১৮ :
১০ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে বিশিষ্ট রক ও রোল সংগীতশিল্পী এলভিস প্রেসলি ( মরনোত্তর) সহ মোট ৭ জনকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম সম্মানে ভুষিত করা হল | এই পুরস্কারটি মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বশ্রেষ্ঠ অসামরিক সম্মান | ১৬ নভেম্বর আয়োজিত এক পুরস্কার বিতরণী সভায় আরো যে জনকে পুরস্কৃত করা হল তারা হলেন -(১)ওরিন হ্যাচ (মার্কিন সিনেটর), (২)মিরিয়াম অ্যাডেলসন (ডাক্তার), (৩)অ্যালেন সি পেজ (বিচারক, অ্যাথলিট ও বিশ্ব মানবতাবাদী), (৪)রজার স্টাউবাচ (ফুটবলার), (৫)অ্যান্তনিন স্ক্যালিয়া (সুপ্রিম কোর্টের বিচারপতি), (৬)জর্জ হার্মান রুথ (বেসবল প্লেয়ার) |
২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব :
শ্রেষ্ঠ চলচ্চিত্র ---দ্য থার্ড ওয়াইফ
শ্রেষ্ঠ পরিচালক --- অরিজিত বিশ্বাস --- সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে
শ্রেষ্ঠ চলচ্চিত্র ---'উইডো অফ সাইলেন্স'
স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড ---ইন্দ্র্দীপ দাশগুপ্ত (পরিচালক) সমীরণ দাশ(প্রযোজক) ---'কেদারা'
বেস্ট ডকুমেন্টরি চলচ্চিত্র ---সে চিজ (Say Cheese)
বেস্ট শর্ট ফিল্ম ---'গোধুল (Gadhul), 'সম্ভবত, লুক অ্যাট দ্য স্কাই
ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম দশ হাজার রানের রেকর্ড গড়লেন কোহলি
২৪ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ দ্রুততম দশ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন বিরাট কোহলি | তিনি এই রান করার সুবাদে ভেঙে দিলেন শচীন তেন্ডুলকারের রেকর্ড | শচীন তেন্ডুলকর ২০০১ সালে ২৫৯টি ইনিংসে ১০ হাজার রান সংগ্রহ করেছিলেন ; সেই জায়গায় বিরাট কোহলি ২০৫টি ইনিংসে এই রান সংগ্রহ করলেন | পূর্বে সৌরভ গাঙ্গুলি ২৬৩টি ইনিংস,রিকি পন্টিং ২৬৬টি ইনিংস এবং জ্যাক ক্যালিস ২৭২টি ইনিংসে ১০ হাজার রান করতে সমর্থ হয়েছিলেন |
অনুর্ধ্ব -১৫ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ
২৫ অক্টোবর থেকে ৩ নভেম্বর নেপালে অনুষ্ঠিত হয়ে গেল অনুর্ধ্ব -১৫ সাফ ফুটবল প্রতিযোগিতা | সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কর্তৃক এই খেলা পরিচালিত হয় | এবারে বাংলাদেশ, পাকিস্তানকে ৩-২ গোলে পরাজিত করে দ্বিতীয় বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে | এর পূর্বে ২০১৬ সালে বাংলাদেশ প্রথমবার সাফ কাপ ফুটবল জয়ের স্বাদ পেয়েছিল | ভারত, নেপালকে ১-০ গলে পরাজিত করে এবারের প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করেছে | বাংলাদেশের নিহত জামান উচ্ছাস ৪টি গোল করে টুর্নামেন্টে 'সর্বাধিক গোলদাতা'র সম্মান পেয়েছেন | অপরদিকে 'বেস্ট প্লেয়ার' হিসাবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের হাসিব খান এবং 'ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে' ভুষিত হয়েছে বাংলাদেশ |
বিশ্বমঞ্চের শীর্ষে মা মেরি
ইতিহাসের পাতায় মেরি কম | বিশ্বের প্রথম মহিলা বক্সার হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশিপে ষষ্ঠবার সোনা জিতলেন এম সি মেরিকম | নতুন দিল্লিতে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপ মহিলাদের ৪৮ কেজি লাইট ফ্লাইওয়েট বিভাগে তিনি ইউক্রেনের হানা ওখোতাকে ৫-০ ফলাফলে পরাজিত করে এই খেতাব জয়লাভ করলেন | সেই সুবাদে তিনি ছুয়ে ফেললেন বিশ্বচ্যাম্পিয়নশিপ পুরুষ ও মহিলাদের সর্বকালীন মিলিত রেকর্ডও | বিশ্ব বক্সিংয়ে ছয়টি সোনা ও একটি রুপোজয়ী কিউবার কিংবদন্তি পুরুষ বক্সার ফেলিক্স স্যাভনের সঙ্গে এখন থেকে একাসনে বিরাজ করবেন মেরি কম | দীর্ঘ আট বছর পর আবার তার মাথায় উঠল বিশ্বসেরার মুকুট | এর আগে ২০০২,২০০৫,২০০৬,২০০৮,২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপ সোনা জিতেছিলেন মেরি |
দাবা
২৮ অক্টোবর ইসলে অফম্যান ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্টেভারতের গ্র্যান্ড মাস্টার এ অধিবণ ইংল্যান্ডের মাইকেল অ্যাডামসকে পরাজিত করে তৃতীয় স্থান অধিকার করলেন | এই প্রতিযোগিতায় চাম্পিয়ন হয়েছেন পোল্যান্ডের রাজস্লোভ ওজটাসজেক এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন আজারবাইজানের আরকাদিজ নাইদিশ্চ |
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে যুগ্ম চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান
১৮-২৮ অক্টোবর ওমানের মাস্কটে অনুষ্ঠিত হয়ে গেল ২০১৮ সালের পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিযোগিতা | ফাইনালের দিন ভারী বৃষ্টিজনিত কারনে খেলা সম্ভবপর না হয়ে খেলা পরিচালন কর্তৃকপক্ষ ভারত ও পাকিস্তানকে যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষনা করে | যদিও ভারত পুরো টুর্নামেন্টে কোনো দলের কাছে পরাজিত হয়নি | পাকিস্তান একমাত্র ভারতের কাছে পরাজিত হয়েছিল | ভারতের আকাশদীপ সিং এবারের প্রতিযোগিতায় 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট' সম্মানে ভুষিত হয়েছেন | এবারের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে মালয়েশিয়া | এর পূর্বে ভারত ২০১১ এবং ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল |
রোলেক্স প্যারিস মাস্টার্স টেনিস টুর্নামেন্ট --২০১৮
২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল ২০১৮ সালের রোলেক্স প্যারিস মাস্টার্স টেনিস টুর্নামেন্ট | এটি পুরুষদের একটি পেশাদারী টেনিস টুর্নামেন্ট | নীচে এবারের প্রতিযোগিতার ফলাফল দেওয়া হল -
খেলার বিভাগ বিজয় পরাজিত ফলাফল
পুরুষদের সিঙ্গলস ----------করন কাচানোভ(রাশিয়া)------নোভাক জকোভিচ (সার্বিয়া) -------৭-৫,৬-৪
পুরুষদের ডাবলস ----মার্সেল গ্র্যানোলার্স(স্পেন) এবং -----জেন জুলিয়ান রজার(নেদারল্যান্ডস)---৬-৪,৬-৪
রাজীব রাম(মার্কিন যুক্তরাষ্ট্র) এবং হোরিয়া তেকাও(রোমানিয়া)
বিবিধ
২৯ অক্টোবরের ঘোষনা অনুযায়ী আসন্ন পুরুষদের হকি ওয়ার্ল্ড কাপে অফিসিয়াল পার্টনার হিসাবে টাটা স্টিল অন্তর্ভুক্ত হল | চলতি বছরের ২৮ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ওডিশার ভুবনেশ্বরে অবিস্থিত কলিঙ্গ স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে | টাটা স্টিল হল ভারতের প্রথম বেসরকারি সংস্থা যারা হকি অ্যাকাডেমির সঙ্গে যৌথভাবে গাটছড়া বাধল |
২২ অক্টোবর কোথায় বিশ্ব শান্তি অহিংসা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল, যারা আনুষ্ঠানিক উদ্ধোধন করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ? (মাঙ্গীতুঙ্গী, সাতানাতালুক, মহারাষ্ট্র |
নীতি আয়োগ কর্তৃক আয়োজিত চতুর্থ 'NITI Lecture Series' ২২ অক্টোবর কোথায় অনুষ্ঠিত হয়ে গেল যার থিম ছিল --Al For All : Leveraging Artificial Intelligence for Inclusive Growth' ? (বিজ্ঞান ভবন, নতুন দিল্লি )
২২ অক্টোবর থেকে ৪ নভেম্বর পাকিস্তান ও রাশিয়ার মধ্যে যে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়ে গেল তার নাম কী ? (Druzhba -III)
কেন্দ্রীয় মানব সম্প্ক উন্নয়ন মন্ত্রক স্কুলব্যাগের ভার কমানোর বিষয় পর্যালোচনা করার জন্য কার নেতৃত্বধীন এক্সপার্ট গ্রূপ গঠন করল ? (রঞ্জনা অরোরা )
২১অক্টোবর থেকে ১নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরবআমিরশাহী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে যে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়ে গেল তার নাম কী ? (Iron Magic-19)
সম্প্রতি কোন ইলেকট্রনিক্স সংস্থা ১৯টি স্টার্টআপ কোম্পানির সঙ্গে যৌথভাবে সারা বিশ্ব জুড়ে "All in Healthcare for Radiology, Ultrasound and Oncology " চালু করেছে ? (ফিলিপস)
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO)বৃহত্তম সামরিক মহড়া "Trident Juncture 2018" কোথায় অনুষ্ঠিত হয়ে গেল ? (নরওয়ে)
মার্কিন যুক্তরাষ্ট্র নৌবাহিনী ও ভারতীয় নৌবাহিনীর মধ্যে আন্টি-সাবমেরিন এক্সারসাইজ ২৪-২৫ অক্টোবর কোথায় অনুষ্ঠিত হয়ে গেল ? (পানাজি, গোয়া)
কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ওক্ষমতায়নমন্ত্রীথাওয়ার চাদ গেহলট সম্প্রতি কোথায় ২০০ কোটি টাকা ব্যয়ে ৫০ একর জায়গা জুড়ে আন্তর্জাতিক মানের ন্যাশনাল স্পোর্টস স্টেডিয়াম গড়ে তোলার কথা ঘোষনা করেছে ? (মেঘালয়)
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতেরব্যাঙ্কিং ব্যবস্থাকেআরো উন্নত করার উদ্দেশ্যেওপেন মার্কেটঅপারেশনস (OMO) -এরমাধ্যমে সম্প্রতি কত পরিমান অর্থ সাহায্যের কথা ঘোষনা করেছে ? (৪০ হাজার কোটি টাকা)
কে, ২০১৮ সালের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল সুন্দরী প্র্তিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন, যে প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছেন ভারতের মিনাক্ষী চৌধরী ? {মারিয়া ক্লারা সোসা (প্যারাগুয়ে)}
২০১৮ সালের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিপ্রতিযোগিতায় বৃষ্টিজনিত কারনে কোনদুই দলকে যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষনা করা হল | (ভারত ও পাকিস্তান)
সম্প্রতি কোথায় ৭২ একর জায়গা জুড়ে ভারতের প্রথম রোবোটিক ডাইনোসোরের গ্যালারী গড়ে উঠেছে ? (কাপুরথালা, পাজ্ঞাব)
১২-১৮ নভেম্বর ভারত ও ইন্দোনেশিয়া নৌবাহিনী মধ্যে যে যৌথ নৌমহড়া অনুষ্ঠিত হয়ে গেল তার নাম কী ? (সমুদ্র শক্তি)
১৪ নভেম্বর ভারতের মহাকাশ গবেষনা সংস্থা ইসরো অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে যে স্যাটেলাইট উত্ক্ষেপণ তার নাম কী ? (GSLV MkIII- D2/GSAT-29)
26অক্টোবর, 2018:
2017-18বর্ষের জন্য Direct Tax Statistics প্রকাশ করল Central Board of Direct Taxes (CBDT) |
মূল বিষয় : (1) বিগত তিন বছর Direct tax GDP বেড়েছে | (2)2017-18 সালের direct tax / GDP অনুপাত দাড়িয়েছে 5.98% যা বিগত 10 বছরের তুলনায় সবচেয়ে প্রশংসনিয় | (3) স্যালারায়েড কর দাতাদের ক্ষেত্রে 37% বৃদ্ধি হয়েছে | (4) কর প্রদানের মাত্রা 26% বৃদ্ধি পেয়েছে |
27অক্টোবর, 2018:
PNB মেটলাইফ AI ভিত্তিক গ্রাহক পরিসেবা অ্যাপ চালু করল জারর নাম 'খুশি' | এটি নির্মান করেছে সিঙ্গাপুরে PNB মেটলাইফের ইনোভেশন সেন্টার লুমার ল্যাব | 'খুশি' গ্রাহক মিত্র বিমা সংক্তান্ত সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম |
30অক্টোবর, 2018 :
ওপেন মার্ক্র্ট অপারেশনের মাধ্যমে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্কিং সিস্টেম 40,000 কোটি টাকার যোগার দিতে চলেছে | গভর্নমেন্ট সিকিউ ক্রয়ের এটি সম্পন্ন করা হবে |
3 নভেম্বর,2018:
বিশ্ব ব্যাঙ্কের ব্যবসার জন্য অনুকুল পরিবেশ 2019 রিপোর্ট অনুযায়ী 190টি দেশের মধ্যে ভারতের স্থান 77 |গত বছর ভারতের স্থান ছিল 100 | 2014 থেকে 2018 সালের মধ্যে ভারত মোট 142টি স্থান এগিয়েছে |
5নভেম্বর,2018:
ঋণ গ্রহীতাদের সমস্ত তথ্য নথিভুক্ত করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ডিজিটাল পাবলিক ক্রেডিট রেজিষ্ট্রি গঠনের সিদ্ধান্ত নিল \ এই রেজিষ্ট্রি গঠন করার জন্য RBI100 কোটি টাকা টার্নওভার সম্বলিত সমস্ত সংস্থাকে Express অফ Interest পাঠিয়েছে |
ব্যাঙ্ক :
কোন ব্যাঙ্ক সম্প্রতি মেঙ্গালুরুতে Wealth hub চালু করল ? (ভারতীয় স্টেট ব্যাঙ্ক)
ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্কিং সিস্টেমে কত টাকার জোগার দিতে চলেছে ? (5,000 কোটি টাকা)
কোন ব্যাঙ্ক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম গঠনের জন্য হিটাচি পেমেন্ট সার্ভিসেস -এর সঙ্গে যুক্ত হল ? (ভারতীয় স্টেট ব্যাঙ্ক)
ঋণগ্রহীতাদের সমস্ত তথ্য নথিভুক্ত করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কী গঠনের সিদ্ধান্ত নিল ? (পাবলিক ক্রেডিট রেজিস্ট্রি)
ডিজিটাল পেমেন্টস সংক্রান্ত সমস্ত অভিযোগ দায়ের করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কী গঠনের সিদ্ধান্ত নিল ? (পেমেন্টস ওমবাডসম্যান)
500 কোটির বেশি NPA সমস্যার সমাধানের জন্য সুনীল মেহেতা কমিটি কী সুপারিশ করল ? (সশক্ত ইন্তিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন)
ব্যবসা -বানিজ্য : কোন দ্রব্যের ফিউচার কন্ট্রাক্ট শুরু করার জন্য সেবী সম্প্রতি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ-এর অনুমোদন পেল ? (তামা)
SME ও শিল্পোদ্যেগিদের প্রশিক্ষন দেওয়ার উদ্দেশ্যে কোন সংস্থা CII -র সঙ্গে চুক্তিবদ্ধ হল ? (হোয়াটসঅ্যাপ)
বিশ্ব ব্যাঙ্কের "Ease of doing Business 2018" রিপোর্ট অনুযায়ী 190টি দেশের মধ্যে ভারতের স্থান কত ? (77)
প্রায় 10 বছর পরে ভারত কোন দেশকে পুনরায় চিনি রপ্তানি করতে চলেছে ? (চীন)
অর্থনৈতিক প্রতিষ্ঠান :
সম্প্রতি কোন সংস্থা জাপানে Pay Pay পরিসেবা চালু করল ? (পেটিএম)
কোন সংস্থা AI ভিত্তিক গ্রাহক পরিসেবা অ্যাপ 'খুশি' চালু করল ? (PNB মেটলাইফ )
১৬ নভেম্বর শ্রীলঙ্কার কাছাকাছি পুদুচেরির লাগোয়া তামিলনাড়ুতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় 'গজ' | ছিল ১১৭ কিলোমিটার | এই ঘুর্নিঝড়ের ফলে সখিন তামিলনাড়ুর বেশ কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে | এই গজ ঘুর্নিঝড়টির নাম দিয়েছে শ্রীলঙ্কা | 2018 সালে ঘূর্ণিঝড়গুলি নিচের সারণীতে দেওয়া হল |
সাগর -মে - আরব সাগর - সোমালিয়া
মেকুনু - মে - আরব সাগর - ওমান
দায়ী - সেপ্টেম্বর - বঙ্গোপসাগর - ওডিশ
লিবন - অক্টোবর - আরব সাগর - ইয়েমেন
তিতলি - অক্টোবর - বঙ্গোপসাগর - অন্ধ্রপ্রদেশ
গজ - নভেম্বর - বঙ্গোপসাগর - তামিলনাড়ু
ভারতীয় কার্পেটের আন্তর্জাতিক প্রদর্শনী
২১-২৪ অক্টোবর উত্তরপ্রদেশের বারানসিতে ভারতীয় কার্পেটের ৩৬ তম আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজিত হল | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রদর্শনীর উদ্ধোধন করলেন | উত্তরপ্রদেশের বারানসী, ভাদোহী ও মির্জাপুর হল কার্পেট শিল্পের গুরুত্বপূর্ন কেন্দ্র | এবারের এই প্রদর্শনীতে ভাদোহী, বারানসী,অগ্রা, জয়পুর, পানিপথ ও শ্রীনগর প্রভৃতি জায়গা থেকে হাতে তৈরী কার্পেট, মেঝেয় পাতায় জন্য কম্বল নিয়ে শিল্পীরা এই প্রদর্শনীতে উপস্থিত হয়েছিল | এই প্রদর্শনী হল 'মেক ইন ইন্ডিয়া' উদ্যেগের অংশ | বর্তমানে ভারত বিশ্বের মধ্যে বৃহত্তম কার্পেট উত্পাদনকারী দেশ | ২০০০ সালে প্রথম কার্পেট পেদর্শনী শুরু হয়েছে | প্রতি দু'বছর অন্তর এটি আয়োজিত হয় |
আন্তর্জাতিক সম্মেলন 'STAPCOR-2018'
২২-২৪ অক্টোবর লাখাদ্বিপের বঙ্গরাম প্রবাল দ্বীপপুঞ্জ -এর আন্তর্জাতিক সম্মেলন STAPCOR-2018 ( Status and Protection of Coral Reefs-2018) আয়োজিত হল | কেন্দ্রীয় বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী Dr. হর্স বর্ধন এই সম্মেলনের উদ্ধোধন করলেন | বিশ্বের অন্যান্য দেশ ও ভারত থেকে প্রায় ১০৫ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহন করেছিল | এবারের থিম - 'Reef for life'.
দশম পরমানু শক্তি সম্মেলন
২৫ অক্টোবর নতুন দিল্লিতে দশম পরমানু শক্তি সম্মেলন আয়োজিত হল | কেন্দ্রীয় উত্তর উন্নয়ন এবং পরমানু শক্তি ও মহাকাশ এবং জন অভিযোগ ও পেনশন সংক্রান্ত প্রতিমন্ত্রী ( স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) Dr. জিতেন্দ্র সিং এই সম্মেলনের উদ্ধোধন করলেন | ইন্ডিয়ান এনার্জি ফোরাম এই সম্মেলনের আয়োজিত করেছে | এবারের থিম - 'Nuclear Power: Towards A Clean And Base Load Energy' | ভবিষ্যতে পরমানু শক্তির গুরুত্বের বিষয় নিয়ে আলোচনা হয়েছে এই সম্মেলনে |
দশম BIOFACH INDIA
২৫-২৭অক্টোবর নতুন দিল্লির প্রগতি ময়্দানে অর্গানিক সেক্টরের ওপর বৃহত্তম প্রদশর্নী দশম BIOFACH INDIA আয়োজিত হল | কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য মন্ত্রী সুরেশ প্রভু এই প্রদর্শনীর উদ্ধোধন করলেন | ইন্দো - জার্মান চেম্বার অফ কমার্সের সহায়তায় কেন্দীয় শিল্প বানিজ্য মন্ত্রক, এপিইডিএ ( Agricultural and Processed Food Products Exports Development Authority) এবং নুরেনবার্গ মেসে ইন্ডিয়া এই প্রদর্শনীর আয়োজিত করেছে | এবারের থিম - Enhancing export of organic products trade from India -Strategies and Synergise'. বিশ্বের ১৫ টি দেশ থেকে ৬০-এর বেশি আন্তর্জাতিক ক্রেতা, ১৫০ জন প্রতিনিধি এবং ১৫০ জন প্রদর্শক এই প্রদর্শনীতে অংশগ্রহন করেছিল | চা, মশলা, মধু, বাসমতি চাল, কফি, বিভিন্ন খাদ্যশস্য, শুকনো ফল, সবজি, প্রক্রিয়াজাত ও ঔষধি চারাগাছ -সহ বিভিন্ন জৈব পন্য এখানে প্রদর্শিত হয়েছে এবং এগুলি নিয়ে বিশদ আলোচনা হয়েছে |
কৃষি কুম্ভ --২০১৮
২৭-২৯ অক্টোবর লক্ষনৌতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ষি কুম্ভ ২০১৮ -এর উদ্ধোধন করলেন | কৃষকদের প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে এবং তাদের আয় দ্বিগুন করতে এর আয়োজিত করা হয়েছে | এই কৃষি কুম্ভের পার্টনার স্টেট হল হরিয়ানা ও ঝাড়খন্ড | পার্টনার কান্দ্রি হল জাপান ও ইজরায়েল | দেশজুড়ে কৃষিক্ষেত্রের উন্নয়ন সৌর পাম্প বসান হবে | এর আওতায় বারানসিতে রাইস রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করা হবে | কৃষি ও পরিবেশের সুবিধার্থে কৃষি বিজ্ঞান ও বিশেষজ্ঞদের নিয়ে কৃষির সমস্যা খুঁজে বের করে প্রযুক্তিগত সমাধান প্রদান করার জন্য বিভিন্ন ইভেন্টের আয়োজিত করা হবে.
এফএসডিসি-র ১৯ তম বৈঠক
৩০ অক্টোবর নতুন দিল্লিতে এফএসডিসি ( FSDC - Financial Stability and Development Council) -এর ১৯ তম বৈঠক আয়োজিত হল | কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক ও অর্থমন্ত্রী অরুণ জেটলি এই বৈঠকের চেয়ারম্যান ছিলেন | বর্তমানে দেশ ও বিশ্বের আর্থিক পরিস্থিতি ও অর্থনৈতিক ক্ষেত্রের কর্মক্ষমতা পর্যালোচনা করতে এই বৈঠকের আয়োজিত করা হয়েছে | মিউচুয়াল ফান্ড, ব্যাঙ্ক নি এমন আর্থিক সংস্থায়, সেগমেন্টাল লিকুইডিতি, কারেন্ট লিকুইডিতি, সুদের হার, অর্থনৈতিক ক্ষেত্রে সাইবার সিকিউরিটি, ক্রিপটো কারেন্সির সমস্যা এবং সুমিত বস কমিটি রিপোর্টের বাস্তবায়নের অনুমোদন -সহ বিভিন্ন অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে |
বায়ুদুষন ও স্বাস্থ্যের উপর বিশ্ব সম্মেলন
৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর জেনেভায় প্রথম বায়ুদুষন ও স্বাস্থ্যের উপর বিশ্ব সম্মেলন আয়োজিত হল | বায়ুদুষন ফলে বিশ্বব্যাপী অকালমৃত্যু প্রতিরোধ করতে এই সম্মেলনের আয়োজিত করা হয়েছে | এবারের থিম -' Improving Air Quality Combating Climate Change -Saving Lives'.
আইওআরএ কাউন্সিলের মন্ত্রী পর্যায়ের বৈঠক
২ নভেম্বর দক্ষিন আফ্রিকার ডারবানে আইওআরএ ( Indian Ocean Rim Association) কাউন্সিলের মন্ত্রীদের 18 তম বৈঠক আয়োজিত হল | আইওআরএ'র মধ্যে সম্প্রসারণ, আন্তসংযোগ, নিদের্শিকা নিয়ে আলোচনা হয়েছে আইওআরএ'র বর্তমান সভাপতিত্ব করছে দক্ষিন আফ্রিকা | এবারের থিম - "IORA: Uniting the Peoples of Africa, Asia, Australisia and the Middle East through enhanced cooperation for Peace, Stability and Sustainable Development". দক্ষিন আফ্রিকার আন্তর্জাতিক সসম্পর্ক ও সহযোগিতা বিষয়ক বিদেশ মন্ত্রী এবং এই অ্যাসোসিয়েশনের সভাপতি লিন্দিউই সিসুলু এই সম্মেলনের সভাপতিত্ব করেছেন | এই সম্মেলন চলাকালীন ওমানের সুলতান আইওআরএ চার্টার্ড স্বাক্ষর করেছেন | মোজাম্বিক ছোট ও মাঝারি শিল্পের উন্নয়নে মউ স্বাক্ষর করেছে | মোজাম্বিক ও সোমালিয়া অনুসন্ধ্যান ও উদ্ধারের জন্য পরস্পরের মধ্যে মউ স্বাক্ষর করেছে | এই বৈঠক ২০১৯-২০১১ সাল পর্যন্ত আইওআরএ ভাইস চেয়ারম্যান পদের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ এবং ২০২১-২০২৩ সাল পর্যন্ত চেয়ারম্যান পদে থাকবে |
প্রথম জ্ঞান কুম্ভ অনুষ্ঠান
৩-৪ নভেম্বর হরিদ্বারের পতঞ্জলি যোগপিঠে প্রথম জ্ঞান কুম্ভ অনুষ্ঠান আয়োজিত হল | রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই অনুষ্ঠানের উদ্ধোধন করলেন | শিক্ষার্থীদের মধ্যে ভালো আচরন ও চরিত্র করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে | রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঋষিকেশে এআইআইএমএস -এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে ভাষন দিলেন | উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, উচ্চশিক্ষা মন্ত্রী ধন সিং রাওয়াত এবং স্বামী রামদেব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন |
পঞ্চম বিশ্ব ইন্টারনেট সম্মেলন
৭-৯ নভেম্বর চীন ওয়াজেনে পঞ্চম বিশ্ব ইন্টারনেট সম্মেলন আয়োজিত হল | বিশ্বব্যাপী সাইবার স্পেসের উন্নয়ন, পারস্পরিক সহযোগিতার আদান প্র্দানের উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজিত করা হয়েছিল |
৩৮ তম ভারত -আন্তর্জাতিক বানিজ্য মেলা
১৪-২৭ নভেম্বর নতুন দিল্লির প্রগতি ময়দানে ৩৮ তম ভারত -আন্তর্জাতিক বানিজ্য মেলা অনুষ্ঠিত হল | কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী মহেশ শর্মা এই বানিজ্য মেলার উদ্ধোধন করলেন | ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন এই বানিজ্য মেলার আয়োজিত করেছে | দেশের বিভিন্ন রাজ্যের এবং আন্তর্জাতিক সংস্থা থেকে প্রায় ৮৮ জন অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন | এখানে বিভিন্ন শিল্প ও সংস্থার বিভিন্ন ধরনের পন্য যেমন - অটোমোবা ইল, পাটের পন্য, পোশাক, গৃহস্থালীর বিভিন্ন পন্য, খাদ্য প্রক্রিয়াকরন, সৌন্দর্যের জন্য বিভিন্ন দ্রব্য ও বৈদ্যুতিক পন্য এই মেলার প্রদর্শিত হয়েছিল এবং ক্রয় -বিক্রয় হয়েছে | এবারের থিম - 'Rural Enterprises in India'. এবারের মেলার পার্টনার কান্তি হল আফগানিস্তান | ফোকাস কান্ট্রি হল নেপাল | ঝারখন্ড পার্টনার স্টেট হিসাবে অংশগ্রহন করেছিল |
জলবায়ু পরিবর্তনের উপর BASIC -এর মন্ত্রীপর্যায়ের ২৭ তম বৈঠক
১৯-২০ নভেম্বর নতুন দিল্লিতে জলবায়ু পরিবর্তনের উপর BASIC -এর মন্ত্রীপর্যায়ের ২৭ তম বৈঠক আয়োজিত হল | ভারতের কেন্দীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী Dr. হর্স বর্ধন এই বৈঠকের সভাপতিত্ব করলেন | ভারত -সহ BASIC দেশ ব্রাজিল, দক্ষিন আফ্রিকা, চিনের মন্ত্রীগণ এই বৈঠকে অংশ গ্রহন করেছিল | উন্নয়নশীল দেশগুলিতে জলবায়ু পরিবর্তন বিরুদ্ধে যে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল টা নিশ্চিত করতে এই বৈঠকে আলোচনা হয়েছে |
সপ্তম আন্তর্জাতিক পর্যটন মেলা
২২-২৪ নভেম্বর ত্রিপুরার আগরতলায় সপ্তম আন্তর্জাতিক পর্যটন মেলা আয়োজিত হল | ত্রিপুরা সরকার এই মেলার আয়োজিত করেছে | বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিন আফ্রিকা ও রাশিয়া -সহ বিশ্বের 18 টি দেশের প্রায় ৬০ জন পর্যটন সহকারী এই সম্মেলনে অংশগ্রহন করেছিলেন | উত্তর-পূর্ব রাজ্যগুলি থেকে ৭০ জন এবং ভারতের অন্যান্য রাজ্য থেকে ৩০ জন পর্যটন সহকারী এই সম্মেলনে যোগদান করেছিলেন | উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে পর্যটনের গন্তব্যস্থল হিসেবে জনপ্রিয় করে তুলতে এই মেলার আয়োজিত করা হয়েছিল |
মার্কিন যুক্তরাস্ট্র ও সংযুক্ত আরব আমিরশাহীর সামরিক মহড়া 'আয়রন ম্যাজিক-১৯'
২১ অক্টোবর থেকে ১ নভেম্বর আরব সাগরে মার্কিন যুক্তরাস্ট্র ও সংযুক্ত আরব আমিরশাহীর যৌথ সামরিক মহড়া 'আয়রন ম্যাজিক-১৯' আয়োজিত হল | দু'দেশের সামরিক বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্মর্ক আরো সুদৃড় করার উদ্দেশ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছিল |
ভারতীয় উপকুলরক্ষী বাহিনীর 'আইসিজিএস বরুন'
২৪ অক্টোবর অনিল আম্বানির জাহাজ নির্মান সংস্থা রিলায়েন্স ন্যাভাল অ্যান্ড ইন্জিনিয়ারিং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর প্রশিক্ষন জাহাজ 'আইসিজিএস' বরুন চালু করল | এই জাহাজটির ওজন ৩,০০০ টন | এটি ১০৫ মিটার লম্বা | এটি তৈরী করতে খরচ হয়েছে ২২০ কোটি টাকা | গুজরাটের আমরেলি জেলার পিপাবাব বন্দরে আরএনইএল শিপইয়ার্দে এটি চালু করা হয়েছে | গতিবেগ ২০ নত |2019 সালের মে মাসে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে এই আসিজিএস বরুন |
ন্যাটোর বৃহত্তম সামরিক মহড়া 'ট্রাইডেন্ট জাংক্চার -২০১৮'
২৫ অক্টোবর থেকে ৭ নভেম্বর নরওয়েতে ন্যাত (NATO - North Atlantic Treaty Organization) এর বৃহত্তম সামরিক মহড়া 'ট্রাইডেন্ট জাংক্চার - ২০১৮, আয়োজিত হল | ন্যাটোর ২৯ টি সদস্য দেশ এবং ফিনল্যান্ড ও সুইডেনের প্রায় ৫০,০০০ সৈন্য এই মহড়ার অংশ গ্রহন করেছিল | ন্যাত সদস্যভুক্ত দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরো সুদৃড় করতে এই মহড়ার আয়োজিত করা হয়েছে |
ভারত-জাপান সেনা মহড়া 'ধর্ম গার্জেন' -- ২০১৮
১-১৪ নভেম্বর মিজোরামের ভাইরেনংটে - তে ভারত ও জাপানের সেনাবাহিনীর যৌথ সেনা মহড়া প্রথম 'ধর্ম গার্জেন'- ২০১৮ আয়োজিত হল | দু -দেশের সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং দক্ষতা তৈরী ও অভিজ্ঞতা বিনিময়ের জন্যই মহড়ার আয়োজন করা হয়েছে | শহরাঞ্চলে যুদ্ধকালীন পরিস্থিতিতে যেসব বিপদ দেখা দিতে পারে, সেগুলি মোকাবিলার জন্য দক্ষতা অর্জনের প্রয়োজনেও দু-দেশের সেনাবাহিনী যৌথভাবে প্রশিক্ষন গ্রহন করেছে |
দক্ষিন কোরিয়া ও মার্কিন যুক্তরাস্ট্রের সামুদ্রিক মহড়া
দক্ষিন কোরিয়ার পোহাংয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ওদক্ষিন কোরিয়া সেনাদের নিয়ে সামুদ্রিক মহড়া 'কোরিয়া মেরিন এক্সারসাইজ প্রোগ্রাম'আয়োজিত হল | দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরো সুদৃর করতে এর আয়োজন করা হয়েছিল | ২০১৮ সালের মে মাসে ৬ মাসের জন্য মহড়া স্থগিত রাখা হয়েছিল |
ভারত ও ইন্দ্রনেশিয়ার নৌবাহিনী মহড়া 'সমুদ্র শক্তি'
১২-১৮ নভেম্বর ইন্দ্রনেশিয়ায় ভারতীয় নৌবাহিনী ও ইন্দ্রনেশিয়ার নৌবাহিনী মধ্যে বৌম্হ্রা সমুদ্র শক্তি -২০১৮ আয়োজিত হল | দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরিয় সুদৃর করতে, সামুদ্রিক সহযোগিতা সম্প্রসারণ করতে এবং বিভিন্ন অপারেশন ও পরিচালিত করতে আদান-প্রদান এই মহড়া আয়োজিত করা হয় | উল্লেখ্যে, ভারতীয় নৌবাহিনী আইএনএস রানা মহড়ার অংশগ্রহন করেছে |
সিঙ্গাপুর ও ভারতের দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া SIMBEX-18
১০-২১ নভেম্বর বঙ্গপোসাগর ও আন্দামান সাগরে সিঙ্গাপুরের নৌবাহিনী ও ভারতীয় নৌবাহিনীর দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া SIMBEX -18 আয়োজিত হল | এবছর SIMBEX মহড়ার সিলভার জুবিলি উদযাপন করা হল |
ভারত ও রাশিয়ার যৌথ মহড়া ইন্দ্র -২০১৮
১৮-২৮ নভেম্বর উত্তরপ্রদেশের ঝাসি জেলার বাবিনা ফিন্ড ফায়ারিং রেঞ্জে ভারত ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া ইন্দ্র -২০১৮ আয়োজিত হল | ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃর করতে এই মহড়ার আয়োজিত করা হয় |
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া 'বজ্র প্রহার'
১৯-৩০ নভেম্বর রাজস্থানের জয়পুরে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র-এর যৌথ সামরিক মহড়া 'ব্রজ প্রহার' আয়োজিত হল | দু'দেশের সেনাবাহিনীর মধ্যে সমঝোতা আরো সুদৃর করতে এই মহড়ার আয়োজণ করা হয়েছে |
গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স
৩১ অক্টোবর গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স প্রকাশিত হল | সিঙ্গাপুর ও জার্মানি এই ইনডেক্সে শীর্ষস্থানে রয়েছে | এই দু'টি দেশের পাসপোর্ট হোল্ডাররা ১৬৬টি দেশে ভ্রমন করতে পারবে | ভারত এই ইনডেক্সে ৬৬তম স্থানে রয়েছে | ভারতীয় পাসপোর্ট হোল্ডাররা বিনা ভিসায় ৬৬টি দেশে ভ্রমন করতে পারবে |আফগানিস্থান সর্বশেষ অর্থাৎ ৯১তম স্থানে রয়েছে |
ইজ অফ ডুয়িং বিজনেস রাঙ্কিং ---২০১৯
৩১ অক্টোবর বিশ্ব ব্যাঙ্ক ইজ অফ ডুয়িং বিজনেস রাঙ্কিং -২০১৯ প্রকাশ করল | নিউজিল্যান্ড শীর্ষ স্থানে রয়েছে | সিঙ্গাপুর ও ডেনমার্ক যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে | ভারত ৭৭তম স্থানে রয়েছে | সোমালিয়া সর্বশেষ অর্থাৎ ১৯০তম স্থানে রয়েছে |
কিউএস এশিয়া ইউনিভার্সিটি ---২০১৮
কিউএস ( Quacquarelli Symonds) এশিয়া ইউনিভার্সিটি রাঙ্কিং -২০১৮ প্রকাশ করল | এশিয়ার সর্বশেষ ইউনিভার্সিটি হল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর | দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিভার্সিটি অফ হংকং | নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি তৃতীয় স্থানে রয়েছে | ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনো বোম্বে ভারতীয় ইউনিভার্সিটির মধ্যে প্রথম স্থানে রয়েছে |
পাবলিক ট্রান্সপোর্ট ইনডেক্স
২ নভেম্বর ওলা মবিলিটি ইনস্টিটিউটের ইজ অফ মুভিং ইনডেক্স অনুযায়ী কলকাতা শীর্ষ স্থানে রয়েছে | নতুন দিল্লি ও চেন্নাই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে | ২০টি শহরের ওপর সমীক্ষা করে এই ইনডেক্স তৈরী করা হয়েছে | ৪৩,০০০ -এর বেশি জনগন এই সমীক্ষায় অংশগ্রহন করেছিল |
২১-২৭অক্টোবর : সাইবার নিরাপত্তা সচেতনতা সপ্তাহ
২১-২৭ অক্টোবর এইচডিএফসি ইআরজিও জেনারেল ইনসিওরেন্স কোম্পানি সাইবার নিরাপত্তা সচেতনতা সপ্তাহ চালু করল | '#HackSeLado' থ্মের আওতায় সাইবার নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা তৈরী করা এই সপ্তাহের প্রধান উদ্দেশ্য |
২৭ অক্টোবর :বিশ্ব শ্রবণ -দর্শন ঐতিহ্য দিবস
২৭ অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব শ্রবণ -দর্শন ঐতিহ্য দিবস উদযাপিত হল | ২০০৫ সালে UNESCO ( United Nations Educational, Scientific and Cultural Organization) ২৭ অক্টোবর বিশ্ব শ্রবণ -দর্শন ঐতিহ্য দিবস হিসাবে ঘোষনা করে | অডিওভিসুয়াল ডকুমেন্টের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তুলে ধরতে এবং সেগুলি ডিজিটাল রূপে পরিবর্তন করতে প্রয়োজনিয় পদক্ষেপ নেওয়ার জন্য এই দিনটি পালন করা হয় | এবারের থিম - 'Your Story in Moving'.
৩১ অক্টোবর : ওয়ার্ল্ড সেভিংস ডে বা ওয়ার্ল্ড থ্রিফট ডে
৩১ অক্টোবর বিশ্বজুড়ে ওয়ার্ল্ড সেভিংস ডে বা ওয়ার্ল্ড থ্রিফট ডে উদযাপিত হল | ইতালিতে মিলানোতে প্রথম 'ইন্টারন্যাশনাল সেভিংস ব্যাঙ্ক কংগ্রেস' ( ওয়ার্ল্ড সোসাইটি অফ সেভিংস ব্যাঙ্কস) -এ ওয়ার্ল্ড সেভিংস ডে বা ওয়ার্ল্ড থ্রিফট ডে পালনের উদ্যেগ নেওয়া হয় | ভারতে ৩১ অক্টোবর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসের জন্য ৩০ অক্টোবর ওয়ার্ল্ড সেভিংস ডে বা ওয়ার্ল্ড থ্রিফট ডে পালন করা হয় | ব্যাঙ্কে টাকা সঞ্চয়ের গুরুত্ব ধরে এবং টাকা সঞ্চয় সম্পর্কে জনসচেতনতা তৈরী করতে প্রতিবছর এই দিনটি পালন করা হয় |
৩১ অক্টোবর : রাষ্ট্রীয় একতা দিবস
৩১ অক্টোবর দেশজুড়ে রাষ্ট্রীয় একতা দিবসে উদযাপিত হল | ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীকে স্মরন করে তাকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই দিনটি পালন করা হয় | শক্তিশালী ঐক্যবদ্ধ দেশ গড়ে তোলার জন্য এই দিনটি পালন করা হয় | উল্লেখ্য, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৩তম জন্মবার্ষিকীকে স্মরন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বল্লভভাই প্যাটেলের মূর্তির উন্মোচন করলেন | উচ্চতা ১৮২ মিটার | এটিই বিশ্বের উচ্চতম মূর্তি | এই মূর্তিটি তৈরী করতে খরচ হয়েছে ২৯৮৯ কোটি টাকা | গুজরাটের নর্দমা জেলার কেভাদিয়ায় সর্দার সরোবর বাধের নিকট এই মূর্তি তৈরী করা হয়েছে | এই মূর্তিটি হল 'স্ট্যাচু অফ ইউনিটি' | পদ্মভুষন পুরস্কার জয়ী স্থাপত্যশিল্পী রাম ভি সুতার এই মূর্তির মক্ষ তৈরী করেছেন | সর্দার সরোবর নর্দমা নিগম লিমিটেড এবং লার্সেন অ্যান্ড ট্যুবরো এই তৈরী করেছে |
৫ নভেম্বর : বিশ্ব সুনামি সচেতনতা দিবস
৫ নভেম্বর বিশ্বজুড়ে বিশ্ব সুনামি সচেতনতা দিবস উদযাপিত হল | সুনামি সম্পর্কে সারা বিশ্বের মানুষের মধ্যে সচতনতা তৈরী করার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয় | ২০১৫ সালের ডিসেম্বরে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্ব্লি ৫ নভেম্বরকে বিশ্ব সুনামি সচেতনতা দিবস হিসাবে ঘোষনা করে |
৫ নভেম্বর : আয়ুবের্দ দিবস
৫ নভেম্বর দেশজুড়ে তৃতীয় আয়ুবের্দ দিবস উদযাপিত হল | প্রতি বছর ধন্বন্তরি জয়ন্তীতে এই দিবস পালন করা হয় | আয়ুবের্দ চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা তৈরী করতে এই দিনটি পালন করা হয় | এবারের থিম - 'Ayurveda for Public Health'.
৭ নভেম্বর : জাতীয় ক্যানসার সচেতনতা দিবস
৭ নভেম্বর দেশজুড়ে ক্যানসার সচেতনতা দিবস উদযাপিত হল | ক্যানসার রোগ সম্পর্কে সচেতনতা তৈরী করতে এই দিবস পালন করা হয় | ইন্ডিয়ান সোসাইটি অফ অঙ্কলজি পেনধারাকার মডেল চালু করার জন্য রাজস্থান, মধ্যপ্রদেশ, ওডিসা ও হিমাচল প্রদেশের সঙ্গে হাত মিলিয়েছে | এই মডেলের আওতায় ক্যানসার চিকিৎসা ও কেমোথেরাপি জন্য জেলা হাসপাতালগুলির সরকারী কর্মচারীগুলিকে প্রশিক্ষন দেওয়া হবে |
১১ নভেম্বর : জাতীয় শিক্ষা দিবস
১১ নভেম্বর সারা দেশজুড়ে জাতীয় দিবস উদযাপিত হল | স্বাধীনতা সংগ্রামী, শিক্ষাবিদ, সমাজ সংস্কারকে এবং ভারতের প্র্থম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকীকে স্মরন করে তাকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই দিন পালন করা হয় | ২০০৮ সালে ১১ সেপ্টেম্বর কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ১১ নভেম্বরকে জাতীয় শিক্ষা দিবস হিসাবে ঘোষনা করে |
১২ নভেম্বর : পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডে
১২ নভেম্বর দেশজুড়ে পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং ডে উদযাপিত হল | ১৯৪৭ সালের ১২ নভেম্বর অল ইন্ডিয়া রেডিও ষ্টুডিওতে জাতীয় জনক মহত্মা গান্ধীর প্রথম ও শেষ প্রদর্শনকে স্মরন করে দিনটি পালণ করা হয় | দেশভাগের পর যারা স্থানচ্যুত হয়ে অস্থায়ীভাবে হরিয়ানার কুরক্ষেত্রে বসবাস শুরু করেন তাদেরকে তিনি আহ্বান জানান |
১৪ নভেম্বর : বিশ্ব ডায়াবেটিস দিবস
১৪ নভেম্বর বিশ্বজুড়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত হল | ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রনের জন্য সঠিক পদ্ধতি ও শিক্ষা প্রদান করতে এবং স্বাস্থ্যের উন্নতি ঘটাতে প্রতি বছর এই দিনটি পালন করা হয় | এবারে থিম - 'The Family and Diabetes'. ২০০৭ সালে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্ব্লি A/RES/61/225 রেজুলিউশন পাশের মাধ্যমে বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের উদ্যেগ নেয় |
১৪ নভেম্বর : শিশু দিবস
১৪ নভেম্বর দেশজুড়ে শিশু দিবস উদযাপিত হল | শিশুদের শিক্ষার অধিকারী নিয়ে প্রতি বছর জনসচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয় | শিশু দিবস উপলক্ষ্যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীকে স্মরন করে তাকে শ্রদ্ধা জানানো হয় | শিশু দিবস উপলক্ষ্যে নীতি আয়োগ এবং ইউনিসেফ যৌথভাবে শিশুদের নতুন উদ্ভাবনের দিকে এগিয়ে যেতে উত্সাহিত করতে 'ইউনিসেফ -অটল টিঙ্কারিং ল্যাবহ্যাকাথন' চালু করল | এছাড়া উদ্কাব্ন ক্ষেত্রে প্ল্যাটফর্ম তৈরিতে এআইএম এবং ইউনিসেফ যৌয়্হ্ভাবে ১৪-২০ নভেম্বর শিশু দিবস সপ্তাহ উদযাপিত করল |
১৯ নভেম্বর : বিশ্বটয়লেট দিবস
১৯ নভেম্বর বিশ্বজুড়ে বিশ্ব টয়লেট দিবস উদযাপিত হল | বিশ্বব্যাপী উন্নয়নের জন্য স্যানিটেশনের প্রয়োজনিয়তা সম্পর্কে জনসচেতনতা আরো বাড়াতে এই দিনটি পালন করা হয় | এবারের থিম -When Nature Calls'.
'Notes of a Dream : The Authorized Biography of A.R.Rahman' -কৃষ্ণা ত্রিলোক
3 নভেম্বর মুম্বাইয়ে অস্কারজয়ী সুরকার ও সংগীতজ্ঞ এ আর রহমানের জীবনী 'Notes of a Dream : The Authorized Biography of A.R. Rahman' বইটি প্রকাশিত হল | এই বইটির লেখক হলেন কৃষ্ণা ত্রিলোক | এ আর রহমানের জীবনযাত্রার বিভিন্ন তথ্য -সহ অজানা কিছু তথ্য রয়েছে এই বইয়ে |
'THE VELVET GLOVES' -বালকৃষ্ণ কামাথ
১৭ নভেম্বর মহারাষ্ট্র পুলিশের ডিরেক্টর জেনারেল দত্ত পড়সালগায়্কর 'THE VELVET GLOVES' এই উপন্যাসটি প্রকাশ করলেন | উপন্যাসটির লেখক হলেন প্রাক্তন ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার বালকৃষ্ণ কামাথ |
'Radio Kashmir - In Times of Peace & War' -ডঃ রাজেশ ভাট
২০ নভেম্বর কেন্দীয় উত্তর -পূর্ব উন্নয়ন ( স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ) জন অভিযোগ, পেনশন, পরমানু শক্তি ও মহাকাশ প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং 'Radio Kashmir - in Times of Peace & War' বইটি প্রকাশ করলেন | এই বইটির লেখক হলেন ডঃ রাজেশ ভাট | ১৯৪৭ সালের রেডিও কাশ্মীরের শুরু থেকেই কাশ্মীরের গনতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির জোরদার করতে এবং কাশ্মীরের মানুষকে পরিসেবা প্রদানে রেডিও কাশ্মীরের যে ভুমিকা তার ব্যাখ্যা রয়েছে বই বইয়ে |
'The Fire Burns Blue : A History of Woman's Cricket in India' --করুনা কেশভ ও সিদ্ধান্ত পাঠক
৩০নভেম্বর করুনা কেশভ ও সিদ্ধান্ত পাঠকের লেখা ''The Fire Burns Blue : A History of Woman's Cricket in India' প্রকাশিত হল | মেয়েদের ক্রিকেটের ইতিহাস নিয়ে এই বইটি লেখা হয়েছে | শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ক্রিকেটের সমস্ত বর্ননা রয়েছে এই বইয়ে |
জাপানে খলিফাস্যাটের উত্ক্ষেপণ
29 অক্টোবর জাপান থেকে সংযুক্ত আরব আমিরশাহী প্রথম দেশীয়ভাবে তৈরী খলিফাস্যাট নাম স্যাটেলাইটের উত্ক্ষেপণ করল | এটি পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট | জাপানের তানেগাসিমা স্পেস সেন্টার থেকে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি এবং মিত্সুবিসি হেভি ইন্ডাষ্ট্রিজ এই স্যাটেলাইটটি উত্ক্ষেপণ করেছে | H-2A নাম জাপানি রকেটে করে এই স্যাটেলাইটের উত্ক্ষেপণ করা হয়েছে | এছাড়া এটি জাপানের জন্য গ্রিনহাউস গ্যাস পর্যবেক্ষনের জন্য Ibuki-2 স্যাটেলাইট বহন করে নিয়ে গেছে \
অগ্নি -1 মিসাইলের পরীক্ষামুলক উত্ক্ষেপণ
অগ্নি -1 হল স্বল্প মাত্রার পরমানু বিস্ফোরক বহন সক্ষম ব্যালেস্টিক মিসাইল | অগ্নি -1 ভূমি থেকে মোবাইল | অগ্নি -1 মিসাইলের ওজন 12 টন | লম্বা 15 মিটার | এটি 1 টনেরও বেশি ওয়ারহেড বহনে সক্ষম | এটি 700 কিমি দুরে অবস্থিত বস্তূকে আঘাত হানতে সক্ষম |
ভারতের প্রথম দেশীয় মাইক্রোপ্রসেসর 'শক্তি'
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজের গবেষকরা ভারতের প্রথম দেশীয় মাইক্রোপ্রসেসর 'শক্তি' তৈরী করলেন | মাইক্রোপ্রসেসর ইকোসিস্টেমে অন্যান্য উপকরণ এবং ইন্দাস্ত্রিয়াল গ্রেড মাইক্রোপ্রসেসর উন্নয়নে এটি ব্যবহার করা হবে | এটি সাইবার অ্যাটাক এবং মাইক্রোচিপের আমদানি নির্ভরতা কমাতে হ্রাস করবে | চন্ডিগরে অবস্থীত ইসরোর সেমি কন্ডাক্টর ল্যাবরেটরি ও আইআইটি মাদ্রাজ এটি তৈরী করেছে | এছাড়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজের গবেষকরা সুপার কম্পিউটারের জন্য 'পরশক্তি' নামে উন্নত মানের মাইক্রোপ্রসেসর তৈরির জন্য গবেষনা শুরু করেছেন |
ওজোন স্তর পুনরায় ঠিক হয়ে যাবে
5 নভেম্বর ইউনাইটেড নেশনসের মন্ট্রিল প্রোটোকলের 4 বছরের পর্যালোচনায় জানানো হয়েছে প্রত্যেক দশক অন্তর 1 থেকে 3 শতাংশ ওজোন স্তর পুনরায় ঠিক হয়ে যাবে | ইকুয়েডরের কুইটোতে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এবং ওয়ার্ল্ড মেটিওরোলোজিক্যাল অর্গানাইজেশন এই রিপোর্ট প্রকাশ করেছে | উত্তর হেমিস্ফিয়ারের ওজোন স্তর 2030 সালের মধ্যে, দক্ষিন হেমিস্ফিয়ারের ওজোন স্তর 2050 সালের মধ্যে এবং মেরু আঞ্চলের ওজোন স্তর 2060 সালের মধ্যে পুনরায় ঠিক হয়ে যাবে |
চীনে বিশ্বের প্রথম কৃত্রিম সংবাদ সঞ্চালক
8 নভেম্বর চিনের রাষ্ট্রপরিচালিত জিনহুয়া নামেসংবাদ সংস্থা বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সংবাদ সঞ্চালক চালু করল | এটি ইংরেজি ও চীনা ভাষায় সংবাদ পড়তে সক্ষম | চিনের সার্চ ইঞ্জিন সোগু এবং জিনহুয়া এই সঞ্চালক তৈরী করেছে | চীনে আয়োজিত ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স এই ধরনের দু'টি সংবাদ সঞ্চালক উন্মোচন করা হয়েছে |
পরমানু সাবমেরিন আইএনএস আরিহান্তের প্রথম প্রতিরোধী নজরদারি
দেশীয়ভাবে তৈরী ভারতের প্রথম আইএনএস আরিহান্ত সফলভাবে তার প্রথম প্রতিরোধী নজরদারি সম্পন্ন করল | আইএনএস আরিহান্ত হল দেশীয়ভাবে তৈরী প্রথম পরমানু ক্ষমতা সম্পন্ন ব্যালেস্টিক মিসাইল সাবমেরিন | রাশিয়ার আকুল -1 শ্রেনীর সাবমেরিনের অনুকরণে এটি তৈরী করা হয়েছে | এটির ওজন 6000 টন | লম্বা 110 মিটার, চওড়া 11 মিটার, গতিবেগ 24 নট | আইএনএস আরিহান্ত 12টি সাগরিকা বা কে 15 সাবমেরিন লঞ্চড ব্যালেস্টিক মিসাইল বহন সক্ষম | মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটিশ যুক্তরাজ্য, ফ্রান্স ও চিনের পরে ভারত ষষ্ঠ দেশ হিসাবে আইএনএস আরিহান্ত চালু করল |
ভারতীয় গবেষকরা ত্বকের জন্য বিশেষ জেল তৈরী করল
সম্প্রতি বেঙ্গালুরুর ইনস্টিটিউট ফর স্টেম সেল বায়োলজি অ্যান্ড রিজেনেরিটিভ মেডিসিনের ডঃ প্রবীন কুমার ভেমুলার নেতৃত্বে একদল গবেষক ত্বকের জন্য বিশেষ জেল তৈরী করলেন | কিছু পেস্টিসাইড অনেক সময় মানুষের শরীরে শোষিত হয় যারা ফলে বিভিন্ন রোগ যেমন -স্নায়ুর সমস্যা, হার্টের সমস্যা প্রভৃতি দেখা দেয় | এই জেল ব্যবহার করে এই সমস্ত রোগের থেকে রেহাই পাওয়া যাবে |
চীনে তৈরী হল কৃত্রিম সূর্য
চিনের ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্স EAST(Experimental Advanced Superconducting Tokamak) বা কৃত্রিম সূর্য তৈরী করল | এই কৃত্রিম সূর্যে, আসল সূর্যের মতই নিউক্লিয়ার সংযোজন পদ্ধতিতে তাপ নির্মিত হয় | আসল সূর্যের কেন্দ্রে তাপমাত্রা 1.5 কোটি ডিগ্রী সেলসিয়াস কিন্তু কৃত্রিম সূর্যের তাপমাত্রা 10 কোটি ডিগ্রী সেলসিয়াস |
২০১৮ সালের অক্টোবর -নভেম্বর মাসে স্বাক্ষরিত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মউ /চুক্তি
ভারত এবং ইন্দোনেশিয়া ---২৫ অক্টোবর ---মালাক্কা প্রণালীতে সামুদ্রিক নজরদারির অংশ হিসাবে সামুদ্রিক সহযোগিতার জন্য ভারত এবং ইন্দোনেশিয়া মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে |
কাপুরথালায় ভারতের প্রথম রোবোটিক ডাইনোসর গ্যালারী
২৭ অক্টোবর পাঞ্জাবের কাপুরথালার পুষ্প গুজরাল সায়েন্স সিটিতে ভারতের প্রথম রোবোটিক ডাইনোসর গ্যালারী চালু হল | রাজ্জ ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যেগে এই গ্যালারী তৈরী করা হয়েছে | জলন্ধর-কাপুরথালা সড়কের ধরে ৭২ একর জমির ওপর এটি তৈরী করা হয়েছে | ডাইনোসরের জন্ম বিবর্তনের অদ্বিতীয় গল্প প্রদর্শিত হবে এই গ্যালারিতে | এটি তৈরী করতে খরচ হয়েছে ১.৫ কোটি টাকা |
বিশ্বের প্রথম সার্বভৌম ব্লু বন্ড সেসেলসে
২৯ অক্টোবর সেসেলসে বিশ্বের প্রথম সর্বভৌম ব্লু বন্ড চালু হল | ১৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই ব্লু বন্ডটি সামুদ্রিক ও মত্স্য প্রকল্পের জন্য স্থায়ী ভাবে আর্থিক সহায়তা প্রদান করবে | বালিতে আয়োজিত আওয়ার ওসান কনফারেন্সে সেসেলসের উপরাষ্ট্রপতি ভিনসেন্ট মেরিটন এই বন্ডের ঘোষনা করেন | এই ব্লু বন্ডের জন্য বিশ্ব ব্যাঙ্ক ৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে এবং গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটি ৫ মিলিয়ন মার্কিন ডলার রেয়াটি ঋণ প্রদান করবে |
কোচিন শিপইয়ার্ড ভারতেরপ্রথম বৃহতম ড্রাই ডক
৩০ অক্টোবর কোচিন শিপইয়ার্ড কেন্দ্রীয় সরক প পরিবহন মন্ত্রী নিতিন গড়করি এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ভারতের প্রথম বৃহতম ড্রাই ডকের শিলান্যাস করলেন | এটি তৈরী করতে খরচ হবে ১,৭৯৯ কোটি টাকা | ২০২১ সালের মে মাসে এই ডকের কাজ সম্পুর্ন হবে | এটি ৩১০ মিটার লম্বা ও চওড়া ৭৫ মিটার | গভীরতা ১৩ মিটার | এখানে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ও গ্রিন বেল্ট ডেভেলপমেন্ট রয়েছে |
দিল্লি সরকার ও ভারতীয় রেল হাত মেলাল
1 নভেম্বর দিল্লি সরকার ৫টি ধর্মীয় স্থানে প্রবীন ব্যক্তিদের বিনামূল্যে ভ্রমন প্যাকেজ প্রদানের জন্য ভারতীয় রেলের স্ন্হে হাত মেলাল | এই ভ্রমন প্যাকেজটির নাম দেওয়া হয়েছে 'মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা যোজনা' |দিল্লির নির্বাচনী কেন্দ্রগুলি থেকে ১,১০০ জন প্রবীন ব্যক্তি এই সুবিধা পাবেন | প্রতি বছর ৭৭,০০০ তীর্থযাত্রীর খরচ ভা করবে আম আদমি পার্টি সরকার | এই বছর ডিসেম্বরেই বৈষ্ণ দেবী, হরিদ্বার, অমৃতসর, আজমীর ও আগ্রায় তীর্থযাত্রা শুরু হবে | দিল্লির সফদারজং রেলস্টেশন থেকে এই যাত্রা শুরু হবে |
মথুরায় ভারতের প্রথম হাতিদের জন্য হাসপাতাল
উত্তরপ্রদেশের মথুরায় চুর্মুরা গ্রামে ভারতের প্রথম হাতিদের জন্য হাসপাতাল চালু হল | ওয়াইন্ড লাইফ এসওএস -এর কেয়ার সেন্টার | এবং হাতি সংরক্ষনালয়ের নিকট এই হাসপাতালটি অবস্থিত | এই হাসপাতালে হাতিদের ডিজিটাল এক্স -রে লেজার ট্রিটমেন্ট, থার্মাল ইমাজিং, আলট্রাসোনোগ্রাফি হায়দ্রোথেরাপি -সহ বিভিন্ন ধরনের চিকিৎসা করা হবে |
২০১৯ সালের ভারতীয় প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি সিরিল রামাফোসা
২০১৯ সালের ভারতীয় প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দক্ষিন আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা | দক্ষিন আফ্রিকার দ্বিতীয় রাষ্ট্রনেতা হিসাবে তিনি ভারতীয় প্রজাতন্ত্র দিবস অংশ গ্রহন করেছেন |১৯৯৫ সালে প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা ভারতীয় প্রজাতন্ত্র দিবসে অংশ গ্রহন করেছিলেন |
লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড :
২২ অক্টোবর নতুন দিল্লিতে আয়োজিত এক পুরস্কার বিতরণী সভায় উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু ১৯তম লালবাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড -এ ভুষিত করলেন সিনিয়র অ্যাদভোকেট ফলি এস নৃম্জন | ২০১৮ সালে প্রশাসনিক কাজকর্মে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃত স্বরূপ তাকে এই পুরস্কারে ভুষিত করা হল | প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী ও বিশিষ্ট কংগ্রেস দলনেতা লালবাহাদুর শাস্ত্রীর স্মরন এই পুরস্কার প্রদান করা হয় |
সিওল শান্তি পুরস্কার -২০১৮ :
সিওল শান্তি কমিটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ২০১৮ সালের সিওল শান্তি পুরস্কারে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহন করেছে | আন্তর্জাতিক স্তরে সহযোগিতা বৃদ্ধিতে তার আন্তরিকতা, বিশ্ব আর্থিক বিকাশ ত্বরান্বিত করতে তার বিশেষ ভুমিকা, বিশ্বের দ্রুত বিকাশেশীল অর্থনীতিতে আর্থিক বিকাশে উত্সাহদানের মাধ্যমে ভারতবাসীর জীবনের মনোন্নয়ন ঘটানো এবং সেই সঙ্গে দুর্নীতিদমন তথা সামাজিক সংহতি বজায় রেখে গ্জত্ন্ত্রের অগ্রগতির ধারার আরো এগিয়ে নিয়ে যাওয়ার স্বীকৃতি স্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে | প্রসঙ্গত উল্লেখ্য, কোরিয়া প্রজাতন্ত্রের সিওলে আয়োজিত ২৪তম অলিম্পিক গেমসের সাফল্য উদযাপনের অঙ্গ হিসাবে ১৯৯০ সালে সিওল শান্তি পুরস্কার প্রদান করা শুরু হয় | দ্বিবার্ষিক সিওল শান্তি পুরস্কার সেই সমস্ত ব্যক্তিকে দেওয়া হয়, যারা মানবজাতির সম্প্রীতি বজায় রাখা , রাষ্ট্রের মধ্যে সমন্বসাধন এবং বিশ্ব শান্তিতে অবদান রেখে গভীর প্রভাব ফেলেছেন | অতীতে এই পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন রাষ্ট্রসংঘের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান, জার্মানির চ্যান্সেলর অ্যান্জেলা মর্কেল প্রভৃতি |
মহর্ষি বাল্মিকি জয়ন্তী পুরস্কার :
২৪ অক্টোবর কর্ণাটকের বেঙ্গালুরুর বিধান সৌধতে অনুষ্ঠিত বাল্মিকি জয়ন্তী উত্সব উপলক্ষে 'মহর্ষি বাল্মিকি জয়ন্তী পুরস্কার -২০১৮'তে ভুষিত করা হল ভারতের প্রাক্তিন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়াকে | তপশিলি জাতি এবং উপজাতিদের উন্নয়নকল্পে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ রকে এই পুরস্কারে ভুষিত করা হয় | তিনি ১ জুন ১৯৯৬ থেকে ২১ এপ্রিল ১৯৯৭ পর্যন্ত ভারতের ১১তম প্রধানমন্ত্রী হিসাবে এবং ১১ ডিসেম্বর ১৯৯৪ থেকে ৩১ মে ১৯৯৬ পর্যন্ত কর্ণাটকের ১৪তম মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন |
দশম ইন্দো -রাশিয়া যৌথ সামরিক মহড়া 'Indra 2018' ঝাসিতে আয়োজিত হল 18 নভেম্বর
ওয়ার্ল্ড হেলথ সামিট স্টার্টআপ অ্যাওয়ার্ড -২০১৮ :
২৫ অক্টোবর বার্লিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হেলথ সামিটে ২০১৮ সালের ওয়ার্ল্ড হেলথ সামিট স্টার্টআপ অ্যাওয়ার্ডে ভুষিত হলেন ভারতের নবীন বিজ্ঞানী রুপম শর্মা | দৃষ্টিহীন প্রতিবন্ধীদের সহয়তায় উদ্দেশ্যে বিশ্বের প্রথম ইন্টেলিজেন্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সিস্টেম 'Manovue' -এর আবিষ্কারের জন্য তাকে এই পুরস্কারে ভুষিত করা হল | এর পূর্বে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত ন্যাশনাল ইউথ অ্যাওয়ার্ডে ভুষিত হয়েছিলেন তিনি |
গ্লেটসম্যান অ্যাওয়ার্ড -২০১৮ :
হার্ভার্ড ইউনিভার্সিটি কর্তৃক প্রদত্ত ২০১৮ সালের গ্লেটসম্যান অ্যাওয়ার্ডের জন্য নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাইয়েয় নাম মনোনিত করা হয়েছে | মেয়েদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই পুরস্কারে ভুষিত করা হল | এই ঔর্স্কারের আর্থিক মূল্যস্বরূপ তাকে ১ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার দেওয়া হবে | প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কারে ভুষিত হয়েছিলেন |
ইউএন হিউম্যান রাইটস প্রাইজ --২০১৮ :
আসমা জাহাঙ্গির ---- পাকিস্তান ---- সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরনের বিরুদ্ধে প্রতিবাদ এবং নারী অধিকার রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান |
বিবিসির শ্রেষ্ঠ ১০০টি বিদেশী চলচ্চিত্রের তালিকায় পথের পাঁচালি :
ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (BBS) -এর বিচার সর্বকালের শ্রেষ্ঠ ১০০টি বিদেশী চলচ্চিত্রের তালিকায় সত্যাজিত রায় পরিচালিত পথের পাঁচালি চলচ্চিত্রটি জায়গা করে নিল | এই চলচ্চিত্রটি বিভূতিভূষণ বন্দোপাধ্যায় লেখা পথের পাঁচালি উপন্যাস অবলম্বনে তৈরী হয়েছে | বিবিসি'র ১০০টি চলচ্চিত্রের তালিকায় সারা বিশ্বের ২৪টি দেশের ১৯ টি ভাষায় ৬৭ জন পরিচালকের পরিচালিত চলচ্চিত্রগুলি স্থান পেয়েছে | পথের পাঁচালি চলচ্চিত্রটি সেই তালিকায় ১৫ নম্বর স্থানে রয়েছে | পেস্ন্গ্ত উল্লেখ্য , সত্যজিত রায় ১৯৫৫ সালে এই চলচ্চিত্রটি তৈরী করেছেন |
স্টার্থক্লাইড ইউনিভার্সিটি কর্তৃক প্রদত্ত সাম্মানিক ডক্টরেট ডিগ্রী :
ভারতের প্রতিবন্ধী মহিলা পর্বতারোহী অরুনিমা সিনহা ব্রিটেনের স্টার্থক্লাইড ইউনিভার্সিটি কর্তৃক প্রদত্ত সাম্মানিক ডক্টরেট ডিগ্রিতে ভুষিত হলেন | বিশ্বের প্রথম মহিলা প্রতিবন্ধী পর্বতারোহী হিসাবে তিনি ২১ মে ২০১৩ সালে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন | প্রতিবন্ধী হিসাবে হিমালয় পর্বত জয় করার মতো উল্লেখযোগ্য কর্মের উত্সাহ প্রদানের উদ্দেশ্যে তাকে এই পুরস্কারে ভুষিত করা হল |
গ্লোবাল এডুকেশন অ্যাওয়ার্ড :
ফ্ল্যাগশিপ কোম্পানি মালাবার গ্রুপের অধীনস্থ মালাবার গ্লোল্ড অ্যান্ড ডায়মন্ড কর্তৃক প্রদত্ত গ্লোবাল এডুকেশন অ্যাওয়ার্ডে ভুষিত হলেন বিশিষ্ট গণিতজ্ঞ আনন্দ কুমার | তিনি গনিতের Super 30-র প্রতিষ্ঠাতা | ৮ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণী সভায় তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয় |
লিজিয়ন অফ অনার :
ভারতের বিশিষ্ট ফরাসী ভাষা পন্ডিত জওহরলাল সারিন ফ্রান্সের সর্বশ্রেষ্ঠ অসামরিক সম্মান লিজিয়ন অফ অনার বা চ্যাভেলিয়ার ডি লা লিজিয়ন ডি অনার সম্মানে ভুষিত হলেন | ফরাসী ভাষায় বিদগ্ধ পান্ডিত্যের জন্য এবং ভারত-ফ্রান্সের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভুমিকা গ্রহনের জন্য তাকে এই পুরস্কারে ভুষিত করা হল |ভাতের নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত আলেকজান্ডার জেগলারের মাধ্যমে তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে | তিনি বর্তমানে দিল্লির অ্যালায়েন্স ফ্রানাইজে'র গভনিং বর্দির প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত আছেন | তিনি পাজ্ঞাব ইউনিভার্সিটি, চন্ডিগর ইউনিভার্সিটি থেকে ফরাসী ভাষায় শিক্ষা গ্রহন করেছেন | পরবর্তীকালে প্যারিসের সোরবন্নি ইউনিভার্সিটি থেকে ফরাসী ভাষা শিক্ষা লাভ করেছেন | প্রসঙ্গত উল্লেখ্য, ১৮০২ সালে ফ্রান্সের তত্কালীন শাসক নেপোলিয়ান বোনাপার্ট এই পুরস্কার প্রদানকরা শুরু করেছিলেন |
ইউএস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম --২০১৮ :
১০ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে বিশিষ্ট রক ও রোল সংগীতশিল্পী এলভিস প্রেসলি ( মরনোত্তর) সহ মোট ৭ জনকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম সম্মানে ভুষিত করা হল | এই পুরস্কারটি মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বশ্রেষ্ঠ অসামরিক সম্মান | ১৬ নভেম্বর আয়োজিত এক পুরস্কার বিতরণী সভায় আরো যে জনকে পুরস্কৃত করা হল তারা হলেন -(১)ওরিন হ্যাচ (মার্কিন সিনেটর), (২)মিরিয়াম অ্যাডেলসন (ডাক্তার), (৩)অ্যালেন সি পেজ (বিচারক, অ্যাথলিট ও বিশ্ব মানবতাবাদী), (৪)রজার স্টাউবাচ (ফুটবলার), (৫)অ্যান্তনিন স্ক্যালিয়া (সুপ্রিম কোর্টের বিচারপতি), (৬)জর্জ হার্মান রুথ (বেসবল প্লেয়ার) |
২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব :
শ্রেষ্ঠ চলচ্চিত্র ---দ্য থার্ড ওয়াইফ
শ্রেষ্ঠ পরিচালক --- অরিজিত বিশ্বাস --- সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে
শ্রেষ্ঠ চলচ্চিত্র ---'উইডো অফ সাইলেন্স'
স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড ---ইন্দ্র্দীপ দাশগুপ্ত (পরিচালক) সমীরণ দাশ(প্রযোজক) ---'কেদারা'
বেস্ট ডকুমেন্টরি চলচ্চিত্র ---সে চিজ (Say Cheese)
বেস্ট শর্ট ফিল্ম ---'গোধুল (Gadhul), 'সম্ভবত, লুক অ্যাট দ্য স্কাই
ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম দশ হাজার রানের রেকর্ড গড়লেন কোহলি
২৪ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ দ্রুততম দশ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন বিরাট কোহলি | তিনি এই রান করার সুবাদে ভেঙে দিলেন শচীন তেন্ডুলকারের রেকর্ড | শচীন তেন্ডুলকর ২০০১ সালে ২৫৯টি ইনিংসে ১০ হাজার রান সংগ্রহ করেছিলেন ; সেই জায়গায় বিরাট কোহলি ২০৫টি ইনিংসে এই রান সংগ্রহ করলেন | পূর্বে সৌরভ গাঙ্গুলি ২৬৩টি ইনিংস,রিকি পন্টিং ২৬৬টি ইনিংস এবং জ্যাক ক্যালিস ২৭২টি ইনিংসে ১০ হাজার রান করতে সমর্থ হয়েছিলেন |
অনুর্ধ্ব -১৫ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ
২৫ অক্টোবর থেকে ৩ নভেম্বর নেপালে অনুষ্ঠিত হয়ে গেল অনুর্ধ্ব -১৫ সাফ ফুটবল প্রতিযোগিতা | সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কর্তৃক এই খেলা পরিচালিত হয় | এবারে বাংলাদেশ, পাকিস্তানকে ৩-২ গোলে পরাজিত করে দ্বিতীয় বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে | এর পূর্বে ২০১৬ সালে বাংলাদেশ প্রথমবার সাফ কাপ ফুটবল জয়ের স্বাদ পেয়েছিল | ভারত, নেপালকে ১-০ গলে পরাজিত করে এবারের প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করেছে | বাংলাদেশের নিহত জামান উচ্ছাস ৪টি গোল করে টুর্নামেন্টে 'সর্বাধিক গোলদাতা'র সম্মান পেয়েছেন | অপরদিকে 'বেস্ট প্লেয়ার' হিসাবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের হাসিব খান এবং 'ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে' ভুষিত হয়েছে বাংলাদেশ |
বিশ্বমঞ্চের শীর্ষে মা মেরি
ইতিহাসের পাতায় মেরি কম | বিশ্বের প্রথম মহিলা বক্সার হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশিপে ষষ্ঠবার সোনা জিতলেন এম সি মেরিকম | নতুন দিল্লিতে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপ মহিলাদের ৪৮ কেজি লাইট ফ্লাইওয়েট বিভাগে তিনি ইউক্রেনের হানা ওখোতাকে ৫-০ ফলাফলে পরাজিত করে এই খেতাব জয়লাভ করলেন | সেই সুবাদে তিনি ছুয়ে ফেললেন বিশ্বচ্যাম্পিয়নশিপ পুরুষ ও মহিলাদের সর্বকালীন মিলিত রেকর্ডও | বিশ্ব বক্সিংয়ে ছয়টি সোনা ও একটি রুপোজয়ী কিউবার কিংবদন্তি পুরুষ বক্সার ফেলিক্স স্যাভনের সঙ্গে এখন থেকে একাসনে বিরাজ করবেন মেরি কম | দীর্ঘ আট বছর পর আবার তার মাথায় উঠল বিশ্বসেরার মুকুট | এর আগে ২০০২,২০০৫,২০০৬,২০০৮,২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপ সোনা জিতেছিলেন মেরি |
দাবা
২৮ অক্টোবর ইসলে অফম্যান ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্টেভারতের গ্র্যান্ড মাস্টার এ অধিবণ ইংল্যান্ডের মাইকেল অ্যাডামসকে পরাজিত করে তৃতীয় স্থান অধিকার করলেন | এই প্রতিযোগিতায় চাম্পিয়ন হয়েছেন পোল্যান্ডের রাজস্লোভ ওজটাসজেক এবং দ্বিতীয় স্থান অধিকার করেছেন আজারবাইজানের আরকাদিজ নাইদিশ্চ |
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে যুগ্ম চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান
১৮-২৮ অক্টোবর ওমানের মাস্কটে অনুষ্ঠিত হয়ে গেল ২০১৮ সালের পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিযোগিতা | ফাইনালের দিন ভারী বৃষ্টিজনিত কারনে খেলা সম্ভবপর না হয়ে খেলা পরিচালন কর্তৃকপক্ষ ভারত ও পাকিস্তানকে যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষনা করে | যদিও ভারত পুরো টুর্নামেন্টে কোনো দলের কাছে পরাজিত হয়নি | পাকিস্তান একমাত্র ভারতের কাছে পরাজিত হয়েছিল | ভারতের আকাশদীপ সিং এবারের প্রতিযোগিতায় 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট' সম্মানে ভুষিত হয়েছেন | এবারের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে মালয়েশিয়া | এর পূর্বে ভারত ২০১১ এবং ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল |
রোলেক্স প্যারিস মাস্টার্স টেনিস টুর্নামেন্ট --২০১৮
২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল ২০১৮ সালের রোলেক্স প্যারিস মাস্টার্স টেনিস টুর্নামেন্ট | এটি পুরুষদের একটি পেশাদারী টেনিস টুর্নামেন্ট | নীচে এবারের প্রতিযোগিতার ফলাফল দেওয়া হল -
খেলার বিভাগ বিজয় পরাজিত ফলাফল
পুরুষদের সিঙ্গলস ----------করন কাচানোভ(রাশিয়া)------নোভাক জকোভিচ (সার্বিয়া) -------৭-৫,৬-৪
পুরুষদের ডাবলস ----মার্সেল গ্র্যানোলার্স(স্পেন) এবং -----জেন জুলিয়ান রজার(নেদারল্যান্ডস)---৬-৪,৬-৪
রাজীব রাম(মার্কিন যুক্তরাষ্ট্র) এবং হোরিয়া তেকাও(রোমানিয়া)
বিবিধ
২৯ অক্টোবরের ঘোষনা অনুযায়ী আসন্ন পুরুষদের হকি ওয়ার্ল্ড কাপে অফিসিয়াল পার্টনার হিসাবে টাটা স্টিল অন্তর্ভুক্ত হল | চলতি বছরের ২৮ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ওডিশার ভুবনেশ্বরে অবিস্থিত কলিঙ্গ স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে | টাটা স্টিল হল ভারতের প্রথম বেসরকারি সংস্থা যারা হকি অ্যাকাডেমির সঙ্গে যৌথভাবে গাটছড়া বাধল |
২২ অক্টোবর কোথায় বিশ্ব শান্তি অহিংসা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল, যারা আনুষ্ঠানিক উদ্ধোধন করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ? (মাঙ্গীতুঙ্গী, সাতানাতালুক, মহারাষ্ট্র |
নীতি আয়োগ কর্তৃক আয়োজিত চতুর্থ 'NITI Lecture Series' ২২ অক্টোবর কোথায় অনুষ্ঠিত হয়ে গেল যার থিম ছিল --Al For All : Leveraging Artificial Intelligence for Inclusive Growth' ? (বিজ্ঞান ভবন, নতুন দিল্লি )
২২ অক্টোবর থেকে ৪ নভেম্বর পাকিস্তান ও রাশিয়ার মধ্যে যে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়ে গেল তার নাম কী ? (Druzhba -III)
কেন্দ্রীয় মানব সম্প্ক উন্নয়ন মন্ত্রক স্কুলব্যাগের ভার কমানোর বিষয় পর্যালোচনা করার জন্য কার নেতৃত্বধীন এক্সপার্ট গ্রূপ গঠন করল ? (রঞ্জনা অরোরা )
২১অক্টোবর থেকে ১নভেম্বর পর্যন্ত সংযুক্ত আরবআমিরশাহী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে যে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়ে গেল তার নাম কী ? (Iron Magic-19)
সম্প্রতি কোন ইলেকট্রনিক্স সংস্থা ১৯টি স্টার্টআপ কোম্পানির সঙ্গে যৌথভাবে সারা বিশ্ব জুড়ে "All in Healthcare for Radiology, Ultrasound and Oncology " চালু করেছে ? (ফিলিপস)
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO)বৃহত্তম সামরিক মহড়া "Trident Juncture 2018" কোথায় অনুষ্ঠিত হয়ে গেল ? (নরওয়ে)
মার্কিন যুক্তরাষ্ট্র নৌবাহিনী ও ভারতীয় নৌবাহিনীর মধ্যে আন্টি-সাবমেরিন এক্সারসাইজ ২৪-২৫ অক্টোবর কোথায় অনুষ্ঠিত হয়ে গেল ? (পানাজি, গোয়া)
কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ওক্ষমতায়নমন্ত্রীথাওয়ার চাদ গেহলট সম্প্রতি কোথায় ২০০ কোটি টাকা ব্যয়ে ৫০ একর জায়গা জুড়ে আন্তর্জাতিক মানের ন্যাশনাল স্পোর্টস স্টেডিয়াম গড়ে তোলার কথা ঘোষনা করেছে ? (মেঘালয়)
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতেরব্যাঙ্কিং ব্যবস্থাকেআরো উন্নত করার উদ্দেশ্যেওপেন মার্কেটঅপারেশনস (OMO) -এরমাধ্যমে সম্প্রতি কত পরিমান অর্থ সাহায্যের কথা ঘোষনা করেছে ? (৪০ হাজার কোটি টাকা)
কে, ২০১৮ সালের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল সুন্দরী প্র্তিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন, যে প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছেন ভারতের মিনাক্ষী চৌধরী ? {মারিয়া ক্লারা সোসা (প্যারাগুয়ে)}
২০১৮ সালের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিপ্রতিযোগিতায় বৃষ্টিজনিত কারনে কোনদুই দলকে যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষনা করা হল | (ভারত ও পাকিস্তান)
সম্প্রতি কোথায় ৭২ একর জায়গা জুড়ে ভারতের প্রথম রোবোটিক ডাইনোসোরের গ্যালারী গড়ে উঠেছে ? (কাপুরথালা, পাজ্ঞাব)
১২-১৮ নভেম্বর ভারত ও ইন্দোনেশিয়া নৌবাহিনী মধ্যে যে যৌথ নৌমহড়া অনুষ্ঠিত হয়ে গেল তার নাম কী ? (সমুদ্র শক্তি)
১৪ নভেম্বর ভারতের মহাকাশ গবেষনা সংস্থা ইসরো অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে যে স্যাটেলাইট উত্ক্ষেপণ তার নাম কী ? (GSLV MkIII- D2/GSAT-29)
26অক্টোবর, 2018:
2017-18বর্ষের জন্য Direct Tax Statistics প্রকাশ করল Central Board of Direct Taxes (CBDT) |
মূল বিষয় : (1) বিগত তিন বছর Direct tax GDP বেড়েছে | (2)2017-18 সালের direct tax / GDP অনুপাত দাড়িয়েছে 5.98% যা বিগত 10 বছরের তুলনায় সবচেয়ে প্রশংসনিয় | (3) স্যালারায়েড কর দাতাদের ক্ষেত্রে 37% বৃদ্ধি হয়েছে | (4) কর প্রদানের মাত্রা 26% বৃদ্ধি পেয়েছে |
27অক্টোবর, 2018:
PNB মেটলাইফ AI ভিত্তিক গ্রাহক পরিসেবা অ্যাপ চালু করল জারর নাম 'খুশি' | এটি নির্মান করেছে সিঙ্গাপুরে PNB মেটলাইফের ইনোভেশন সেন্টার লুমার ল্যাব | 'খুশি' গ্রাহক মিত্র বিমা সংক্তান্ত সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম |
30অক্টোবর, 2018 :
ওপেন মার্ক্র্ট অপারেশনের মাধ্যমে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্কিং সিস্টেম 40,000 কোটি টাকার যোগার দিতে চলেছে | গভর্নমেন্ট সিকিউ ক্রয়ের এটি সম্পন্ন করা হবে |
3 নভেম্বর,2018:
বিশ্ব ব্যাঙ্কের ব্যবসার জন্য অনুকুল পরিবেশ 2019 রিপোর্ট অনুযায়ী 190টি দেশের মধ্যে ভারতের স্থান 77 |গত বছর ভারতের স্থান ছিল 100 | 2014 থেকে 2018 সালের মধ্যে ভারত মোট 142টি স্থান এগিয়েছে |
5নভেম্বর,2018:
ঋণ গ্রহীতাদের সমস্ত তথ্য নথিভুক্ত করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ডিজিটাল পাবলিক ক্রেডিট রেজিষ্ট্রি গঠনের সিদ্ধান্ত নিল \ এই রেজিষ্ট্রি গঠন করার জন্য RBI100 কোটি টাকা টার্নওভার সম্বলিত সমস্ত সংস্থাকে Express অফ Interest পাঠিয়েছে |
ব্যাঙ্ক :
কোন ব্যাঙ্ক সম্প্রতি মেঙ্গালুরুতে Wealth hub চালু করল ? (ভারতীয় স্টেট ব্যাঙ্ক)
ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্কিং সিস্টেমে কত টাকার জোগার দিতে চলেছে ? (5,000 কোটি টাকা)
কোন ব্যাঙ্ক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম গঠনের জন্য হিটাচি পেমেন্ট সার্ভিসেস -এর সঙ্গে যুক্ত হল ? (ভারতীয় স্টেট ব্যাঙ্ক)
ঋণগ্রহীতাদের সমস্ত তথ্য নথিভুক্ত করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কী গঠনের সিদ্ধান্ত নিল ? (পাবলিক ক্রেডিট রেজিস্ট্রি)
ডিজিটাল পেমেন্টস সংক্রান্ত সমস্ত অভিযোগ দায়ের করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কী গঠনের সিদ্ধান্ত নিল ? (পেমেন্টস ওমবাডসম্যান)
500 কোটির বেশি NPA সমস্যার সমাধানের জন্য সুনীল মেহেতা কমিটি কী সুপারিশ করল ? (সশক্ত ইন্তিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন)
ব্যবসা -বানিজ্য : কোন দ্রব্যের ফিউচার কন্ট্রাক্ট শুরু করার জন্য সেবী সম্প্রতি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ-এর অনুমোদন পেল ? (তামা)
SME ও শিল্পোদ্যেগিদের প্রশিক্ষন দেওয়ার উদ্দেশ্যে কোন সংস্থা CII -র সঙ্গে চুক্তিবদ্ধ হল ? (হোয়াটসঅ্যাপ)
বিশ্ব ব্যাঙ্কের "Ease of doing Business 2018" রিপোর্ট অনুযায়ী 190টি দেশের মধ্যে ভারতের স্থান কত ? (77)
প্রায় 10 বছর পরে ভারত কোন দেশকে পুনরায় চিনি রপ্তানি করতে চলেছে ? (চীন)
অর্থনৈতিক প্রতিষ্ঠান :
সম্প্রতি কোন সংস্থা জাপানে Pay Pay পরিসেবা চালু করল ? (পেটিএম)
কোন সংস্থা AI ভিত্তিক গ্রাহক পরিসেবা অ্যাপ 'খুশি' চালু করল ? (PNB মেটলাইফ )