দেশের দ্রুততম 'ট্রেন ১৮'
পরীক্ষার প্রায় শেষ পর্যায় ভারতের দ্রুততম ট্রেন 'ট্রেন ১৮' | নয়াদিল্লি থেকে বারানসী ৭৫০ কিমি যাত্রা মাত্র আট ঘন্টায় সম্পুর্ন করবে এই ট্রেন | উচ্চ গতিসম্পন্ন পুরো ট্রেনটি একসঙ্গে সংযুক্ত এবং আলাদা কোনো পুলার ইঞ্জিন নেই | 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্প তৈরী এটি ভারতের প্রথম এবং দ্রুততম ট্রেন | ট্রেনের ভেতরে রয়েছে সেন্সর যুক্ত দরজা | ভেতরের ডিজাইনও অন্যান্য ট্রেনের থেকে আলাদা | তার সঙ্গে রয়েছে প্রত্যেক আসনের উপরে সেন্সর যুক্ত লাইট | লাইটের কাছে আঙ্গুল নিয়ে গেলেই জ্বলে উঠবে সেটি | মোবাইল ও ল্যাপটপ চার্জের ব্যবস্তা রয়েছে আসনের পাশেই | যাতে পাশের যাত্রীরা কোনো অসুবিধা না হয় সেই জন্যই এই ব্যবস্থা | এইসঙ্গে বিমানের মতো বায়োটয়লেটও রয়েছে এই ট্রেনে | সর্বাধিক ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে চালানোর অনুমতি দেওয়া হয়েছে | প্রযুক্ত এবং পরিকাঠামোর উন্নতির সঙ্গে সঙ্গে ট্রেনের গতিবেগ ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে এই ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের |
দেশে প্রথমবার তিনটি ব্যাঙ্কের সংযুক্তিতে অনুমোদন
দেশে প্রথমবার তিনটি রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্ককে একত্রিত করে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক গঠন করতে চলেছে কেন্দ্রীয় সরকার | বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্ককে ব্যাঙ্ক অফ বরোদা'র সঙ্গে সংযুক্তির প্রস্তাবে অনুমোদন দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের কেন্দ্রীয় মন্ত্রিসভা |বিশ্ববাজারে ব্যাঙ্ক অফ বরোদাকে আরো প্রতিযোগিতামূলক করে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সরকারী বিবৃতিতে জানানো হয়েছে | আগামী ১ এপ্রিল থেকে এই তিনটি ব্যাঙ্কের সংযুক্তি কার্যকর হবে | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আইসিআইসিআই ব্যাঙ্কের পর এই তিনটি ব্যাঙ্ক একত্রিত হয়ে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক হিসাবে পরিচয় পাবে | এই সংযুক্তিকরনের পর বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্ক 'ট্রান্সফারর' ব্যাঙ্ক হিসাবে এবং ব্যাঙ্ক অফ বরোডা 'ট্রান্সফারি' ব্যাঙ্ক হিসাবে কাজ করবে |
আগ্রায় গঙ্গাজল -সহ একাধিক উন্নয়ন প্রকল্প
আগ্রায় আরো নিরাপদ ও পর্যাপ্ত জল সরবরাহের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গাজল প্রকল্পের সূচনা করলেন | আগ্রাকে পর্যাটকবান্ধব স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলা হচ্ছে | আগ্রা স্মার্ট শহরে ইন্টিগ্রেটড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার গড়ে তোলা হবে | আগ্রায় এস এন মেডিকেল কলেজের মানোন্নয়নের সূচনা করা হয়েছে | পঞ্চধারা -- উন্নয়নের পাঁচটি দিক,দেশের অগ্রগতির মূল চাবিকাঠি | আগ্রার জন্য ২,৯০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করা হয়েছে |
উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ বিল পাশ
৮ জানুয়ারী লোকসভায় উচ্চবর্ণের জন্য সংরক্ষন প্রদানের লক্ষ্যে সংবিধানের ১২৪ তম সংশোধনী বিল পাশ হল | উচ্চবর্ণ বা জেনারেল ক্যাটাগরির পিছিয়ে পড়া অংশের জন্য সরকারী চাকরির ও শিক্ষা প্রতিষ্ঠানে ১০ শতাংশ সংরক্ষন দেওয়া বিষয়ে এই বিল পাশ করা হয়েছে | সরকারী চাকরি ও শিক্ষাক্ষেত্রে উচ্চবর্ণ বা জেনারেল ক্যাটাগরিতে আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের জন্য বিলে ৫৪৩ সদস্যের মধ্যে লোকসভায় ৩২৩ টি ভোট পরেছে বিলের পক্ষে | বিপক্ষে পরেছে ৩ টি ভোট | ৯ জানুয়ারী এই বিল রাজ্যসভায় পাশ হয় | পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষের কম বা ৫ একরের কম কৃষিজমি থাকলে সংরক্ষনের সুবিধা পাবেন যুবক -যুবতীরা | এরফলে সংরক্ষন বেড়ে ৬০ শতাংশ হতে চলেছে | সুপ্রিম কোর্টের বেধে দেওয়া সংরক্ষনের সর্ব্বোচ্চ সীমা ৫০ শতাংশের বেশি হয়ে যাচ্ছে এই সংরক্ষন |
অমুসলিম শরনার্থীদের নাগরিকত্ব দিতে বিল লোকসভায়
এই সুবিধা পাবেন শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ এবং পার্সি ধর্মের মানুষেরা | মুসলমান ধর্মালম্বীরা নয় |
দেশে আরও ৩ টি নতুন এইমস স্থাপনের প্রস্তাব মঞ্জুর
দেশে আরও তিনটি নতুন এইমস স্থাপনের প্রস্তাব মঞ্জুর করলে কেন্দ্রীয় মন্ত্রিসভা | ১০ জানুয়ারী নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় | নতুন ৩ টি এইমসের মধ্যে দু'টি হবে যথাক্রমে জম্বু ও কাশ্মীরের সাম্বা ও পুলওয়ামায় এবং একটি হবে গুজরাটের রাজকোট | জম্বু ও কাশ্মীরের সাম্বায় এইমস গড়ে তুলতে ব্যয় হবে ১,৬৬১ কোটি টাকা, পুলওয়ামায় ১,৮২৮ কোটি টাকা এবং গুজরাটের রাজকোটে এইমস তৈরীতে খরচ হবে ১,১৯৫ কোটি টাকা | প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সুরক্ষা যোজনায় আওতায় নতুন এই তিনটি এইমস গড়ে তোলা হবে |
ভারতের সেরা দশে বাকুড়া
বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষ্যে জাতীয় স্তরের প্রতিযোগিতায় দেশের মধ্যে সেরা দশে জায়গা করে নিয়েছে বাকুড়া জেলা | ১৬ জানুয়ারী মুম্বাইয়ে আনুষ্ঠানিক ভাবে তার পুরস্কার নিলেন বাকুড়া জেলাশাসক উমাশঙ্কর এস | এদিন সেখানে জেলাশাসকের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন স্বচ্ছ ভারত মিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর অক্ষর কুমার | প্রতিযোগিতায় সেরা দশে স্থাপ পেয়েছে এই রাজ্যের মুর্শিদাবাদও | মুর্শিদাবাদ জেলারও জেলাশাসক পি উলগানাথ্ন অক্ষর কুমারের হাত থেকে পুরস্কার নেন |
রাজ্যে দীর্ঘতম উড়ালপুল সম্প্রীতি
১১ জানুয়ারী জিঞ্জিরাবাজার থেকে বাটা মোড় পর্যন্ত ৬,৮৫ কিমি দীর্ঘ রাজ্যে দীর্ঘতম উড়াল্পুলের উদ্ধোধন হল | এই উড়ালপুলটির নাম সম্প্রীতি উড়ালপুল | এই উড়ালপুলটির কাজ শুরু হয়েছিল ২০১৫ সালের এপ্রিলে | এই উড়ালপুলটি তৈরী করতে খরচ হয়েছে ৩৩০ কোটি টাকা | মহেশতলা, বজবজ, পুজালী পুরসভার প্রায় ১০ লখ মানুষ উপকৃত হবেন | এছাড়া মোমিনপুর, বেহালা, আলিপুর অঞ্চলের বাসিন্দা উপকৃত হবে | দিনে আনুমানিক প্রায় ৪০,০০০ গাড়ি চলে বজবজ ট্রাঙ্ক রোডে | এই উড়ালপুলের ফলে যানবাহনের চাপ অনেকটাই কমবে | এই উড়ালপুলের সুবাদে ইতিমধ্যেই বাটা, ম্হেশতলার মতো এলাকায় গড়ে উঠেছে বাটানগর রিভারসাইড টাউনশিপ, ইডেন সিটি ও গ্রিন্ফিল্ড সিটির মতো বড় আবাসন |
মেয়েদের জন্য ম্হিলাচালিত ট্যাক্সি
মহিলা যাত্রীরা সুরক্ষার কথা ভেবে কলকাতার পথে এ বার চালু হচ্ছে 'পিঙ্ক ট্যাক্সি' | প্রবীন পুরুষরা অবশ্য এতে চড়তে পারবেন | তবে এর বাইরে অন্য কেউ উঠবেন কি না, সেই সিদ্ধান্ত মহিলা চালকই নেবেন | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য পরিবহন দপ্তরে গতিধারা প্রকল্পের মাধ্যমে এই বিশেষ ট্যাক্সি চালু করতে উদ্যোগী হয়েছে |
পশ্চিমবঙ্গে কৃষকবন্ধু প্রকল্প
১ জানুয়ারী থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হল দু'টি নয়া জোড়া প্রকল্প কৃষকবন্ধু | এই প্রকল্পের আওতায় চাষের কাজে কৃষকদের বছরে একর প্রতি ৫,০০০ টাকা অমুদান দেওয়া হবে | বছরে দু'টি কিস্তিতে সমানভাবে এই টাকা দেওয়া হবে কোনো কৃষকদের এক একরের কম পরিমান জমি থাকলে তার জমির অঙ্কের অনুপাতে সহায়তা পাবে এছাড়া ১৮-৬০ বছর বয়সী কোনো কৃষক ও খেতমজুরের স্বভাবিক বা অস্বাভাবিক মৃত্যু হলে রাজ্য সরকারের তরফ বিমা প্রকল্পে তার পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে | ১ ফেব্রুয়ারী থেকে কৃষক ও খেতমজুরেরা এই প্রকল্প আবেদন করতে পারবে | এই জন্য রাজ্য সরকারের ব্যয় হবে ৭,০০০ কোটি টাকা |
কেন্দ্রীয় সরকারের বিশ্বব্যাপী পরিবেশ সুবিধা প্রকল্প'গ্রিন -এন'
কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যান প্রতিমন্ত্রী পরষত্তম রূপলা ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকার বিশ্বব্যাপী পরিবেশ সুবিধা সহায়তা প্রকল্প 'গ্রিন-এজি :ট্রান্সফ্মিং ইন্ডিয়ান এগ্রিকালচার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট বেনিফিটস অ্যান্ড দি কনজারভেশন অফ ক্রিটিক্যাল বায়ডাইভাসির্টি অ্যান্ড ফরেস্ট ল্যান্ডস্কেপ' চালু করেছে |ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন(AFO) এর সঙ্গে সম্পিলিত ভাবে কেন্দীয় সরকার এই প্রকল্প চালু করেছে | ভারতীয় কৃষিক্ষেত্রে সুস্থায়ী জমি ব্যবস্থাপনা উদ্দেশ্যে, হাতে কলমে প্রয়োগ, জীববৈচিত্র্য এবং জলবায়ু পরিবর্তনের ধারা বজায় রাখতে এই প্রকল্প চালু করা হয়েছে |
সিআইআই পার্টনারশীপ সামিট-- ২০১৯
১২-১৩ জানুয়ারী মুম্বাইয়ে সিআইআই পার্টনারশিপ সামিট -২০১৯ আয়োজিত হল | উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু এই সামিটের উদ্ধোধন করলেন | মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও এবং কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রী সুরেশ প্রভু এই সামিটে অংশগ্রহন করেছিলেন | কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, প্রতিরক্ষা, অ্যারোনটিক্স, পুনর্নবিকরণ শক্তি, পর্যটন প্রভৃতির ওপর উন্নয়ন ও লগ্নিতে এই সামিটে আলোচনা হয়েছে | এই সম্মেলনের উদ্বোধন অধিবেশনে থিম ছিল - 'New India : Rising to Global Occasions'. ৪০ টি দেশের প্রায় ১,০০০ -এর বেশি প্রতিনিধি অংশগ্রহন করেছিলেন |
কুম্ভ মেলা -২০১৯
১৫ জানুয়ারী উত্তরপ্রদেশের পৌরানিক ত্রিবেনী সঙ্গম অর্থাৎ গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে কুম্ভ মেলা -২০১৯ শুরু হল | টানা ৫৫ দিন চলবে এই কুম্ভ মেলা | এবারের কুম্ভ মেলায় ভক্তদের স্লোগান 'Chalo Kumbh Chale'. কুম্ভ অথরিটি সুসজ্জিত ২০ লক্ষ বর্গ ফুটের এই মেলা চত্বরকে 'পেন্ট মাই সিটি' নাম দিয়েছে | ১৫ টি রাজ্য সরকারের দফতর;কেন্দ্রীয় সরকারের ২৮ টি দফতর এবং ৬ টি কেন্দ্রীয় ,মন্ত্রক এই মেলার রক্ষনাবেক্ষনের দায়িত্ব রয়েছে | সরাসরি বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, আর্দ্রতা ও উষ্ণতা -সহ আবহাওয়ার তথ্য প্রদান করার জন্য 'কুম্ভ মেলা ওয়েদার সার্ভিস' অ্যাপ চালু করা হয়েছে উল্লেখ্য, ৪ মার্চ পর্যন্ত চালু থাকবে |
তামিলনাডুতে পোংল উত্সব
১৫-১৮ জানুয়ারী তামিলনাড়ুতে নবান্ন উত্সব পোংল উদযাপিত হল | পোংল শব্দের অর্থ সেদ্ধ করা | চাল দুধের মধ্য দিয়ে সেদ্ধ করে প্রথমে সূর্যকে অর্পন করা হয়, তারপর গরুকে প্রদান করে সর্বশেষে পরিবার ও বন্ধুবান্ধবদের দেওয়া হয় | পোংলের প্রথম দিনে ইন্দ্র দেবতাকে পূজা করা হয় এবং একে ভোগী পোংল বলা হয় | দ্বিতীয় দিনের সূর্য দেবতাকে পূজা করা হয় এঅব্গ সূর্য পোংল বলা হয় | তৃতীয় দিনে জাল্লিকাট্টু উত্সব শুরু হয় ইং গবাদি পশুকে উত্সর্গ করা হয় | একে মাত্টু পোংল বলে | চতুর্থ দিনে বছরের শেষ উত্সব হিসেবে স্মরন করা হয় এবং একে কানাম পোংল বা থিরুভল্লুভাব দিবস বলে |
হেনলি পাসপোর্ট ইনডেক্স
১০ জানুয়ারী হেনল পাসপোর্ট ইনডেক্স রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবথেকে পাওয়ারফুল পাসপোর্টের দেশ হল জাপান | জাপানের নাগরিকরা সারা বিশ্বের প্রায় ১৯০ টি দেশে ভ্রমন করতে পারবেন | সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া যথাক্রমে দ্বিতীয় স্থানে রয়েছে | ভারত এই ইনডেক্সে ৭৯ তম স্থানে রয়েছে | ভারতের নাগরিকরা ৬১ টি দেশে ভ্রমন করতে পারবে | আফগানিস্তান ও ইরাক সর্বশেষ (১০৪ তম) স্থানে রয়েছে | এই দু'টি দেশের নাগরিকরা ৩০ টি দেশে ভ্রমন করতে পারবে |
ইজ অফ ডুয়িং বিজনেস -২০১৮
এশিয়া কম্পিটিটিভ্নেস ইনস্টিটিউট ইজ অফ ডুয়িং বিজনেস -২০১৮ প্রকাশ করল |অন্ধ্রপ্রদেশ এই ইনডেক্সে শীর্ষস্থানে রয়েছে | মহারাষ্ট্র দ্বিতীয় স্থানে রয়েছে, দিল্লি তৃতীয় স্থানে রয়েছে |
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নন্দন নীলেকানি কমিটি
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পর্যায়ের নন্দন নীলেকানি কমিটি তৈরী করল | দেশজুড়ে ডিজিটাল পেমেন্টের বিষয়ে নিরাপত্তা ও সুরক্ষা আরো শক্তিশালী করতে পরামর্স প্রদান করবে এই কমিটি | এই কমিটির প্রধান দায়িত্বে থাকবেন ইন্ফফোসিসের নন -এগজিকিউটিভ চেয়ারম্যান নন্দন নীলেকানি | এই কমিটির অন্যান্য সদস্য হলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি গভর্নর এইচ আর খান, বিজয়া ব্যাঙ্কের প্রাক্তন এমডি ও সিইও কিশোর সানসি, ইস্পাত ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রাক্তন প্রাক্তন সচিব অরুনা শর্মা এবং আইআইএম আহমেদাবাদের সেন্টার ফর ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড এন্টারপ্রেইনারশিপ(CIIE) -এর চিফ ইনোভেশন অফিসার সঞ্জয় জৈন |
জিএসটি কাউন্সিলের সুশীল মোদী কমিটি
জিএসটি কাউন্সিল 7 সদস্যের সুশীল মোদী কমিটি তৈরী করার সিদ্ধান্ত গ্রহন করল | জিএসটি চালু হওয়ার পররাজস্বগুটির রাজস্বের ঘাটতি দেখাশোনা করতে এবং রাজস্ব সংগ্রহ বাড়াতে প্রয়োজনিয় পদক্ষেপ গ্রহনে সুপারিশ প্রদান করবে এই কমিটি | এই কমিটির প্রধান দায়িত্বে থাকবেন বিহারের উপ -মুখ্যমন্ত্রী ও অর্থ মন্ত্রী সুশীল মোদী | কমিটির অন্যান্য সদস্যের হলেন পাঞ্জাবের অর্থমন্ত্রী মনপ্রিত সিংহ বাদল, কেরলের অর্থমন্ত্রী থমাস ইসাক, কর্ণাটকের গ্রামোন্নয়ন মন্ত্রী কৃষ্ণ বি গৌড়া, ওডিশার অর্থমন্ত্রী শশীভুষন বেহারা,হরিয়ানার কর বিষয়ক মন্ত্রী ক্যাপ্টেন অভিমন্যু এবং গোয়ার পঞ্চায়েত মন্ত্রী মুউবিন গোডিনহো |
৪ জানুয়ারী :বিশ্ব ব্রেইল দিবস
৪ জানুয়ারী বিশ্বজুড়ে বিশ্ব ব্রেইল দিবস উদ্জপিত হল | ব্রেইল স্ত্রিপ্ট বা ব্রেইল কোডের আবিষ্কর্তা লুইস ব্রেইলের জন্মবার্ষিকীতে তাকে স্মরন করে শ্রদ্ধা জানাতে প্রতিবছর এই দিনটি পালন করা হয় | ব্রেইন ল্যাঙ্গুয়েজের গুরুত্ব ছড়িয়ে দিতে এবং ব্রেইল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দৃষ্টিহীন মানুষের কাজ ও পড়াশোনায় সাহায্যের জন্য জনসচেত্ন্তা তৈরী করতে এই দিনটির গুরুত্ব অপরিসীম | ১৮০৯ সালের ৪ জানুয়ারী ফ্রান্সে লুইস ব্রেইল জন্মগ্রহন করেন এবং মাত্র ৩ বছরে বয়সে দুর্ঘটনার কারণে দৃষ্টিশক্তি হারান |
৯ জানুয়ারী : প্রবাসী ভারতীয় দিবস
৯ জানুয়ারী দেশ্জুড়ে প্রবাসী ভারতীয় দিবস উদযাপিত হল |ভারতের উন্নয়নে প্রবাসী ভারতীয়দের অবদান তুলে ধরতে প্রতি বছর এই দিনটি পালন করা হয় | ১৯১৫ সালে ৯ জানুয়ারী ভারতের স্বাধীনতা সংগ্রামী ও প্রবাদপ্রতিম নেতা মহাত্মা গান্ধী সখিন আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন | এই দিনটিকে স্মরন ক্রেই প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় | ২০০৩ সালে তত্কালীন সরকার প্রথম প্রবাসী ভারতীয় দিবস উদযাপন করেছিল |
১২ জানুয়ারী: জাতীয় যুব দিবস
১২জানুয়ারী দেশজুড়ে জাতীয় যুব দিবস উদযাপিত হল | সমাজ সংস্কারক, দার্শনিক, চিন্তাশীল ব্যক্তি ও আইকন স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাকে স্মরন করে সম্মান জানাতে প্রতি বছর এই দিনটি পালন করা হয় | এই দিনটি উপলক্ষ্যে স্বামী বিবেকানন্দের দার্শনিকতা ও চিন্তাশীল বিষয়গুলিকে তুলে ধরা হয় | যা যুবসমাজকে উন্নয়নের পথ দেখাবে | যুব দিবস উপলক্ষ্যে নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত 'Nayee Dishanyen, Naye Nirman, Naya Bharat' নামে একটি হ্যান্ডবুক প্রকাশ করলেন |
১৫ জানুয়ারী :সেনা দিবস
১৫ জানুয়ারী ভারতে সেনা দিবস উদযাপিত হল | ১৯৪৯ সালের ১৫ জানুয়ারী প্রথম ভারতীয় কমান্ডার ইন -চিফ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল কে এম কারিয়াপ্পা দায়িত্বভার গ্রহন করেন | প্রতি বছর এই দিনটিকে স্মরন করে দেশজুড়ে সেনা দিবস উদযাপন করা হয় | এই দিবস উপলক্ষ্যে উত্সাহী ও সাহসী ভারতীয় দেনাবাহিনী যারা দেশকে রক্ষার জন্য নিজের জীবন উত্সর্গ করেন তাদের সম্মান ও অভিবাদন প্রদর্শন করা হয় |
২৪জানুয়ারী :জাতীয় শিশুকন্যা দিবস
২৪ জানুয়ারী দেশজুড়ে জাতীয় শিশুকন্যা দিবস উদযাপিত হল | লিঙ্গানুপাত সম্পর্কে এবং মেয়েদের ক্ষমতায়নে জনগনকে আরো সচেতন করতে তুলতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়ে থাকে | এই দিন উপলক্ষ্যে লিঙ্গানুপাত এবং মেয়েদের ক্ষমতায়ন বিভিন্ন ধরনের প্র্চারকার্য চালানো হয় | শিশুকন্যাদের ক্ষমতায়নে বিভিন্ন ধরনের প্রকল্প ও অভিযান চালু করা হয়েছে | এবারের থিম - 'Empowering Girls for a Brighter Tomorrow'.
অতিপরিবাহিনী পদার্থ ল্যান্থানাম হাইড্রাইড
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ভূ- পদার্থ বিজ্ঞানী রাসেল হেমলের নেতৃত্বে গবেষক দল অতিপরিবাহী পদার্থ ল্যান্থানাম হাইড্রাইড তৈরী করলেন | ল্যান্থানাম মৌলের সঙ্গে হাইদ্রোজেন মৌলের জোর বন্ধনেই এই অতিপরিবাহী পদার্থ ল্যান্থানাম হাইড্রাইড তৈরী করা হয়েছে | এই ল্যান্থানাম হাইড্রাইড ঘরের স্বাভাবিক তাপমাত্রাতেই অতিপরিবাহী হয়ে ওঠে | বাইরে থেকে প্রচুর পরিমানে চাপ দিয়ে ওই ল্যান্থানাম হাইড্রাইড বা ওই ধরনের কোনো পদার্থের মধ্যে কোনো মৌলের পরমাণুকে ঢুকিয়ে দিয়েও সেই চাপ দেওয়া যেতে পারে, যা সেই অতিপরিবাহী পদার্থের ব্যবহারকে আরো কার্যকারী করে তুলতে পারে |
ক্যান্সার কোশ নিধনে নয়া রাসায়নিক, সিবিএল 0137
মার্কিন যুক্তরাস্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকের গবেষকরা দাবি করলেন ফুসফুসের ক্যান্সারের চিকিৎসায় অত্যন্ত কার্যকর রাসাযনিক পদার্থ সিবিএল 0137 আবিষ্কার করেছেন | এই গবেষনার সঙ্গে যুক্ত বাঙালি গবেষক শর্মিষ্ঠা দে জানিয়েছেন, যারা ফুসফুসের স্মল সেল ক্যান্সারে ভুগছেন, তাদের ক্ষেত্রে এই চিকিৎসা পদ্ধতি খুবই কার্যকর | সাধারণত প্ল্যাটিনাম নির্ভর যে কেমোথেরাপি সিসপ্ল্যাটিন ব্যবহার করা হয় তার সঙ্গে সিবিএল 0137 রাসায়নিক প্রয়োগ করলে সেটি অনেক বেশি কার্যকর হয় |
দেশে আসছে বৈদ্যুতিক মোটরবাইক
দেশে চালু হতে চলেছে বৈদ্যুতিক মোটরবাইক | পুনে স্টার্ট আপ সংস্থা টর্ক মোটরস এই বিদ্যুৎচালিত মোটরবাইক টর্ক টি৬এক্স চালু করতে চলেছে | সম্পুর্ন দেশীয় ভাবে তৈরী এই মোটরবাইকে ৬ কিলোওয়াটের ইলেকট্রিক মোটর লাগানো থাকছে, যা সর্ব্বোচ্চ ২৭ নিউটন মিটার টর্ক তৈরী করার পাশাপাশি ঘন্টায় ১০০ কিলোমিটার গতি তুলে দেবে অনায়াসে | একই সঙ্গে টর্ক টি৬এক্স মোটরবাইকে থাকছে অভিনব 'ফাস্ট চাজিং' এর সুবিধা, যার সাহায্যে মাত্র এক ঘন্টা চার্জ দেওয়া সম্ভব হলেই এর অত্যাধুনিক প্রযুক্তির ব্যাটারির ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে | ফলে লম্বা সফরের ক্ষেত্রে গতি এবং মাইলেজ -এর সুবিধার পাশাপাশি রি -ফুয়েলিং এর জন্যও অল্প সময় ব্যয় করতে হবে |
'We are displaced : My Journey and Stories from Refugee Girls Around the World' -মালালা ইউসুফজাই
পাকিস্তানের সমাজকর্মী ও শান্তিতে নোবেল পুরস্কার প্রাপক মালালা ইউসুফজাইয়েয় লেখা বইটি হল 'We are displaced : My Journey and Stories from Refugee Girls Around the World'. এই বইয়ে মালালা ইউসুফজাই বিশ্বের বিভিন্ন রিফিউজি ক্যাম্পে ভ্রমন করে সেখানকার মেয়েদের সঙ্গে সাক্ষাত করে তার অভিজ্ঞতা কথা বর্ননা করেছেন |
'A Crusade Against Corruption' -মনোহর মনোজ
৬ জানুয়ারী নতুন দিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে রাজ্যসভার ভাইস চেয়ারম্যান হরিবংশ নারায়ন সিং ' A Crusade Against Corruption' বইটি প্রকাশ করলেন | বইটির লেখক হলেন মনোহর মনোজ | ভারতের দুর্নীতির ওপর ১৫ বছরের তথ্য এনসাইক্লোপিডিয়া আকারে লেখা রয়েছে |
থাইল্যান্ড -এর ক্রান্তীয় ঘুর্নিঝড় 'পাবুক' আছড়ে পড়ল
৫ জানুয়ারী থাইল্যান্ডের দক্ষিন অংশে ক্রান্তীয় ঘূর্ণিঝড় 'পাবুক' আছড়ে পড়ল | প্রবল ঝড় ও বৃষ্টির দরুন প্রায় ৩০,০০০ মানুষ ঘরছাড়া হয়েছে | পাবুকের গতিবেগ ছিল ঘন্টায় ৭৫ কিলোমিটার |
ভারতের প্রথম রাজ্য হিসাবে সিকিমে ইউনিভার্সাল বেসিক ইনকাম চালু হতে চলেছে
বর্তমানে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট শাসিত সরকার ২০১৯ -এ রাজ্জ বিধানসভায় ইউনিভার্সাল বেসিক ইনকাম আনার বিষয়টি ঘোষনা করলে | সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২ সালের মধ্যে এই প্রকল্প সিকিমে চালু হয়ে যাবে | ফলে আর্থিক ও সামাজিক অবস্থান অনুযায়ী সিকিম রাজ্যের প্রত্যেকটি পরিবারের একটি নির্দিষ্ট পরিমান আয়ের ব্যবস্থা হবে |
এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া 'সিঙ্গল ইউজ' প্লাস্টিক নিষিদ্ধ করল
এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া 'সিঙ্গল ইউজ' অর্থাৎ একবার ব্যবহারের প্লাস্টিক দ্রব্য নিষিদ্ধ করল | দেশজুড়ে ১২৯ টি বিমানবন্দরে একবার ব্যবহারের প্লাস্টিক দ্রব্য যেমন প্লাস্টিকের ছুরি;চামচ,স্ট্র প্লেট ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে |কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার মূল্যায়ন অনুসারে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ১৬ টি বিমানবন্দরকে 'সিঙ্গল ইউজ প্লাসিক ফ্রি' হিসাবে ঘোষনা করেছে |
২০২০ সালের জন্য ওয়ার্ন্ড ক্যাপিটাল অফ আর্কিটেকচার তকমা পেল রিও ডি জেনেরিও
১৮ জানুয়ারী UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization) ব্রাজিলের শহর রিও ডি জেনেরিওকে ২০২০ সালের জন্য ওয়ার্ন্ড ক্যাপিটাল অফ আর্কিটেকচারের তকমা প্রদান করল | UNESCO এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ আর্কিটেক্ট দ্বারা চালু প্রকল্পে প্যারিস এবং মেলবর্নকে হারিয়ে রিও ডি জেনেরিও প্রথম এই শিরোনাম জিতল |
ভারতীয় চলচ্চিত্রের জাতীয় সংগ্রহশালা
১৯ জানুয়ারী মুন্বাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় চলচ্চিত্র জাতীয় সংগ্রহশালা উদ্ধোধন করলেন | উদ্ধোধনী অনুষ্ঠানে ম্হারাদ্ত্রের রাজ্যপাল সি বিদ্যাসাগররাও, রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ -সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন | ভারতীয় চলচ্চিত্রের এই জাতীয় সংগ্রহশালাটি তরুণ প্রজন্মকে ভারতীয় সিনেমা সম্বন্ধে জানতে ও বুঝতে সাহায্য করবে | এই সংগ্রহশালায় ভারতীয় বিনোদন শিল্পের ইতিহাস সম্বন্ধে বিস্তারিত বিবরন রয়েছে | চলচ্চিত্র ব্যক্তিত্বদের সুনাম অর্জনের আগে | তাদের জীবন সংগ্রামের কাহিনিও রয়েছে |
লিজিয়ন অফ অনার অ্যাওয়ার্ড :
১ জানুয়ারী ফ্রান্সের জাতীয় ফুটবল দল সে দেশের সর্বশ্রেষ্ঠ অসামরিক সম্মান লিজিয়ন অফ অনারে ভুষিত হল | ২০১৮ সালে ফিফা বিশ্বকাপে ক্রোয়শিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এই সম্মানে ভুষিত করা হল | ফ্রান্সের জাতীয় ফুটবল দলের সমস্ত খেলোয়াড় -সহ মেম্বার প্যানেলের ৪০২ জনকে এই সম্মানে ভুষিত করা হয়েছে |
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক কর্তৃক পুরস্কৃত ফুড ডেলিভারি বয় :
সম্প্রতি কেন্দ্রীয় শ্রম কর্মসংস্থান মন্ত্রক কর্তৃক এক লক্ষ টাকা মূল্যে পুরস্কৃত হলেন ফুড ডেলিভারি বয় মিস্টার সিদ্দারামেশ্বর সিদ্দারাম হুমানাবাদী | ২০১৮ সালের ১৭ ডিসেম্বর মুম্বাইয়ে অন্ধেরী ইএসআইসি হসপিটালে আগুনের কবল থেকে ১০ জন লোককে বাচানোর স্বীকৃতি স্বরূপ তাকে আর্থিক পুরস্কারে ভুষিত করা হয়েছে | ১ জানুয়ারী কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী সন্তোষ গাওয়ার তাকে এই পুরস্কারে ভুষিত করেন |
লাইফটাইম অ্যাচিভ্মেন্ট অ্যাওয়ার্ড :
১০ জানুয়ারী মুম্বাইয়ে আয়োজিত এক পুরস্কার বিতরণী সভায় দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া (ICSI) অ্যাওয়ার্ডের ট্রান্সলেতিং এক্সিলেন্স ইন কর্পোরেট গভরন্যান্স ইন টু রিয়েলিটি বিভাগে পুরস্কৃত হলেন গোদরেজ গ্রুপের চেয়ারম্যান আদি গোদরেজ | এদিন যৌথভাবে 'ICSI' ন্যাশনাল অ্যাওয়ার্ডস অফ এক্সিলেন্স ইন কর্পোরেট গভরন্যান্স' -এ ভুষিত হয়েছে যে সমস্ত কোম্পানিগুলি সেগুলি হল - Cipla Ltd, Dabur India Ltd, ACC Ltd, Hindustan Unilever Ltd, Indian Oil Corp, Tata Metaliks Ltd and Indian Hotel Co. Ltd | 'সিএসআর এক্সিলেন্স অ্যাওয়ার্দসে'র এমাজিং ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে জিএমআর হায়দ্রাবাদ ইন্টার্নেটন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড, মিডিয়াম ক্যাটাগরিতে ভুষিত হয়েছে টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড এবং লার্জ ক্যাটাগরিতে ভুষিত হয়েছে অম্বুজা সিমেন্ট লিমিটেড |
সিডনি ক্রিকেট গ্রাউন্ডের সাম্মানিক সদস্য :
১১ জানুয়ারী ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার বিরাট কহলি এবং রবি শাস্ত্রী অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের সাম্মানিক সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন | পর্বে ভারতের শচীন তেন্ডুলকার এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা আন্তর্জাতিক মানের ক্রিকেটার হিসাবে এর সদস্য পেয়েছিলেন |
সাম্মানিক জেনারেল rank:
১২ জানুয়ারী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নেপাল সেনাবাহিনীর প্রধান পূর্ণচন্দ্র থাপাকে সাম্মানিক জেনারেল rank ( ভারতীয় সেনাবাহিনীর সর্ব্বোচ্চ rank -এর পদাধিকারী ) সম্মানে ভুধিত করলেন | ভারতের সঙ্গে নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি এবং শক্র মোকাবিলা ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃত স্বরূপ তাকে এই সম্মানে ভুষিত করা হল |
সুশীল দেবীসাহিত্য পুরস্কার :
১২ জানুয়ারী অনুষ্ঠিত ভুপাল সাহিত্য এবং শিল্প উত্সবে বিশিষ্ঠ সাহিতিজ্ক নমিতা গোখলে 'সুশীল দেবী সাহিত্য পুরস্কারে' ভুষিত হলেন | তার লেখা Things to Leave Behind' গ্রন্থের জন্য তিনি এই পুরস্কারে ভুষিত হলেন | তিনি 'মহিলাদের লেখা বেস্ট বুক অফ ফিকশন' বিভাগে এই পুরস্কারে ভুষিত হলেন |
ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড :
১৪ জানুয়ারী নতুন দিল্লিতে আয়োজিত এক পুরস্কার বিতরণী সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ডে 'ভুষিত হলেন | বিপণন ক্ষেত্রে 'ট্রিপল পি' - People, Profit and Planet কে গুরত্ব দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই পুরস্কারে ভুষিত করা হল | প্রসঙ্গত উল্লেখ্য, বিপণন ক্ষেত্রের উল্লেখযোগ্য পথপ্রদর্শক প্রফেসর ফিলিপ কোটলারের স্মৃতির উদ্দেশ্যে এই পুরস্কার প্রদান করা হয় |
গান্ধী শান্তিপুরস্কার -২০১৮ :
১৭ জানুয়ারী ২০১৮ সালের গান্ধী শান্তি পুরস্কারে ভুষিত হলেন জাপানের ইয়োহী সাসাকাওয়া | তিনি ওয়ার্ন্ড হেলথ অর্গানাইজেশন শুভেচ্ছা দূত হিসাবে নিযুক্ত আছেন | ভারত -সহ সারা বিশ্ব্জুরি কুষ্ঠ রোগ নির্মূলের বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি এই পুরস্কারে ভুষিত হলেন | প্রসঙ্গত উল্লেখ্য, গান্ধী শান্তি পুরস্কার হল ভারত সরকার কর্তৃক প্রদত্ত মহাত্ম গান্ধীর নামাঙ্কিত একটি বার্ষিক আন্তর্জাতিক পুরস্কার | ১৯৯৫ সালে মহাত্মা গান্ধীর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে গান্ধীজির মতাদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত অর্থ -সামাজিক বা রাজনৈতিক পরিবর্তন সাধনের ক্ষেত্রে বিশেষ অবেদনের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি এই পুরস্কার প্রদান করা হয় | এইই পুরস্কারের সম্মান স্বরূপ নগদ এক কোটি টাকা, একটি স্মারক ও একটি মানপত্র প্রদান করা হয় | ১৯৯৫ সালে প্রথম এই পুরস্কার পেয়েছিলেন তাঞ্জানিয়ার রাষ্ট্রপতি জুলিয়াস নিয়েরেরে এবং ২০১৭ সালে এই পুরস্কারের প্রাপক ছিল ভারতের একাল অভিযান ট্রাস্ট |
মেরি কম --১৬ তম টাটা মুম্বাই ম্যারাথনের ইভেন্ট অ্যাম্বাসাদার :
২০ জানুয়ারী ১৬ তম টাটা মুম্বাই ম্যারাথনের ইভেন্ট অ্যাম্বাসাদার হিসাবে নিযুক্ত হলেন ভারতের কিংবদন্তি মহিলা এম সি মেরি কম | তিনি বর্তমানে ভারতীয় পার্লামেন্টের উচ্চ্কক্ষ রাজ্যসভার মনোনিত সদস্য হিসাবে নিযুক্ত আছেন | প্রসঙ্গত উল্লেখ্য,১৬ তম টাটা মুম্বাই ম্যারাথন ২০ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে |
গীতা গোপিনাথ -IMF -এর প্রধান অর্থনীতিবিদ :
৮ জানুয়ারী ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (IMF) -এর ১১ তম প্রধান অর্থনীতিবিদ হিসাবে নিযুক্ত হলেন ভারতীয় বংশদ্ভুত অর্থনীতিবিদ গীতা গোপিনাথ | তিনি প্রথম মহিলা হিসাবে এই গুরুত্বপর্ন পদে নিযুক্ত হলেন | তিনি পূর্ববর্তী পদাধিকারী মৌরিস অবসফিন্ডের স্থলাভিষিক্ত হলেন | তিনি হার্ভার্ড ইউনিভাসির্টির ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যান্ড ইকনমিকস বিষয়ে অধ্যাপিকা হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন |
নিকোলাস মাদুরো --ভেনেজুয়েলার রাষ্ট্রপতি :
১১ জানুয়ারী ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয়বারের জন্য পুন্র্নিযুক্ত হলেন নিকোলাস মাদুরো | ২০১৩ সালের ৫ মার্চ তিনি ভেনেজুয়েলার ৪৬ তম রাষ্ট্রপতি হিসাবে প্রথমবারের জন্য নির্বাচিত হয়েছিলেন | বর্তমানে তিনি নন- অ্যালাইন্ড মুভমেন্টের সেক্রেটারি জেনারেল হিসাবেও নিযুক্ত আছেন | ২০১২-১৩ পর্যন্ত তিনি ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি, ২০০৬-১৩ পর্যন্ত বিদেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন |
বিরেন্দ্র প্রসাদ বৈশ্য -- আসন ২০২০ অলিম্পিক গেমসে ভারতের চিফ ডি মিশন :
১১ জানুয়ারী আসন্ন ২০২০ অলিম্পিক গেমসে ভারতের চিফ ডি মিশন হিসাবে নিযুক্ত হলেন ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশনের প্রেসিডেন্ট বিরেন্দ্র প্রসাদ বৈশ্য | বর্তমানে তিনি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন -এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত আছেন | প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালের অলিম্পিক গেমস ২৪ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে |
আসিফ সঙ্গদ খোসা -- পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি :
১৭ জানুয়ারী পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন আসিফ সঙ্গদ খোসা | তিনি পূর্ববর্তী পদাধিকারী সাকিব নিসারের স্থলাভিষিক্ত হলেন | টিই ২০১৬ সাল থেকে পাকিস্তান সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন | দীর্ঘদিন তিনি লাহোর হাইকোর্ট এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে দক্ষতার সহিত কাজ করেছেন |
অ্যান্দ্রী রাজোলিনা -- মাদাগাস্কারের রাষ্ট্রপতি :
১৯ জানুয়ারী মাদাগাস্কারের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহন করলেন অ্যান্দ্রী রাজোলিনা | তিনি পূর্ববতী পদাধিকারী হ্যারি রাজাওনারিমাম্পিয়ানিনার স্থলাভিষিক্ত হলেন | পূর্বে ২০০৯-২০১৪ পর্যন্ত হাই ট্রানজিশনাল অথরিটি অফ মাদাগাস্কারের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন |
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১৯ হাজার রান করার কৃতিত্ব বিরাটের
৩ জানুয়ারী অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ভারত -অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টার প্রথম দিনে এক বিরল কৃতিত্ব অর্জন করলেন বিরাট কোহলি | তিনি ৩৯৯ তম ইনিংসে ১৯ হাজার রান পূর্ণ করার সঙ্গে শচীন তেন্ডুলকরের অর্জিত রেকর্ডকে ভেঙে ফেলেন | শচীন তেন্ডুলকর পূর্বে ৪৩২ টি ইনিংসে ১৯ হাজার রান সংগ্রহ করার কৃতিত্ব অর্জন করেছেন | ভারতীয় ক্রিকেটার বাদে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও দক্ষিন আফ্রিকার জ্যাক ক্যালিস যথাক্রমে ৪৩৩ ও ৪৪৪ ও ৪৫৮ টি ইনিংস খেলে এই রান সংগ্রহ করার কৃতিত্ব অর্জন করেছেন |
টেনিস কোর্ট থেকে অবসর নিলেন অ্যান্দী মারে
১১ জানুয়ারী ব্রিটেনের কিংবদন্তি টেনিস তারকা অ্যান্দী মারে টেনিস কোর্ট থেকে সম্পূর্ন রূপে অবসর নেওয়ার কথা ঘোষনা করলেন | ৩১ বছর বয়সী এই টেনিস তারকা সমগ্র ক্রীড়া জীবনে ৯ টি সিঙ্গলস গ্র্যান্ড স্লাম খেতাব ( অস্ট্রেলিয়াণ ওপেন -২০১০, ২০১১,২০১৩, ২০১৫, ২০১৬, ফ্রেঞ্চ ওপেন - ২০১৬, উইম্বলডন ওপেন ২০১৩, ২০১৬, ইউএস ওপেন-- ২০১২ ) এবং ৪ টি ডাবলস গ্র্যান্ড স্লাম খেতাব জয়লাভ করেছেন | এছাড়াও ২০১২ সালে লন্ডন অলিম্পিক, ২০১৬ সালে রিও -ডি জেনেরিও অলিম্পিকে পুরুষদের সিঙ্গলসে সোনার মেডেল জয়লাভ করেছেন |
2019 -এর Group 77 সভায় প্রতিনিধিত্বকরছে প্যালেস্টাইন
ভারতের মহাকাশ গবেষনা সংস্থা ইসরো ছাত্রছাত্রীদের মহাকাশ বিজ্ঞানে উত্সাহ দানের উদ্দেশ্যে সম্প্রতি যে মহাকাশ গবেষনার প্লাটফর্ম চালু করেছে, তার নাম কী? (Samwad with Students)
কোন আইআইটির বিজ্ঞানীরা দুধের বিশুদ্ধতা নির্ণয় করার জন্য এক 'পেপার কিট' আবিষ্কার করেছে ? ( গুয়াহটি আইআইটি )
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কোন দেশের সেনাবাহিনীর প্রধানকে ভারতীয় সেনাবাহিনীর সর্ব্বোচ্চ rank 'সাম্মানিক জেনারেল' সম্মান -এ ভুষিত করলেন ? (নেপাল -- সেনাবাহিনীর প্রধান পূর্ণচন্দ্র থাপা )
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপণন ক্ষেত্রে ট্রিপল পি -People, Profit and Planet -কে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি কোন পুরস্কারে ভুষিত হলেন ? (ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড )
3 জানুয়ারী, 2019 :
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 18তম ফিসক্যাল স্টেবিলিটি রিপোর্ট পেশ করল | রিপোর্টটি তৈরী করেছে Financial Stability and Development Council (FSDC) এর সব কমিটি | রিপোর্টটিতে ফিনান্সিয়াল স্টেবিলিটির প্রয়োজনীয়তা, অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্ব ও অর্থনৈতিক ক্ষেত্রের উন্নয়ন ও নিয়ন্ত্রন বিষয়ে আলোকপাত করা হয়েছে |
5 জানুয়ারী, 2019 :
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের "Report on Trend and Progress অফ Banking in India 2017-18" এর রিপোর্ট অনুযায়ী 2018 সালে ভারতীয় ব্যাঙ্কিং ক্ষেত্রে জালিয়াতির পরিমান পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় বেড়ে গেছে |
6 জানুয়ার, 2019 : ইউরোপে ব্যবসার প্রসারের জন্য Google, Apple, Facebook ও Amazon সংস্থাগুলি যাতে যথাযথ কর প্রদান করে তার জন্য ফ্রান্স 'GAFA Tax' এর সূচনা করল | কেন্দ্রীয় সরকার তিনিটি আঞ্চলিক গ্রামীন ব্যাঙ্ক -- পাঞ্জাব গ্রামীন ব্যাঙ্ক, মালওয়া গ্রামীন ব্যাঙ্ক ও সুতলেজগ্রামীন ব্যাঙ্কের সংযুক্তিকরনের অনুমোদন দিল |
11 জানুয়ারী, 2019 :
ডিজিটাল পেমেন্টের প্রসারের উদ্দেশ্যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 5 সদস্য বিশিষ্ঠ একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে, যার কার্যনির্বাহী প্রধান হলেন নন্দন নিলেকেনি | ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সুরক্ষা বিষয়টিও এই কমিটি তত্ত্বাবধাণ করবে |
12 জানুয়ারী, 2019 :
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া মানি মার্টকে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি Peer to Peer সার্টিফিকেট প্রদান করল | এর ফলে 2018 -19 সালের মধ্যে ইন্ডিয়া মানিমার্ট 100 কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদান করতে পারবে |
ব্যাঙ্কিং :
শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাঙ্কের ভারতীয় রিজার্র্ভ ব্যাঙ্ক কত টাকার SWAP দিল ? ( 400 মিলিয়ন মার্কিন ডলার )
ভারতীয়রিজার্ভ ব্যাঙ্ক MSME বিষয়ক যে বিশেষজ্ঞ কমিটি গঠন করল তার কার্যনির্বাহী প্রধান কে ? (ইউ কে সিন্হা)
অর্থনীতি :
GST ছাড়ের ক্ষেত্রে টার্নওভারের ঊর্ধ্বসীমা কত ধার্য করা হল ? (20 লাখ টাকা থেকে বাড়িয়ে 40 লাখ টাকা )
পরীক্ষার প্রায় শেষ পর্যায় ভারতের দ্রুততম ট্রেন 'ট্রেন ১৮' | নয়াদিল্লি থেকে বারানসী ৭৫০ কিমি যাত্রা মাত্র আট ঘন্টায় সম্পুর্ন করবে এই ট্রেন | উচ্চ গতিসম্পন্ন পুরো ট্রেনটি একসঙ্গে সংযুক্ত এবং আলাদা কোনো পুলার ইঞ্জিন নেই | 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্প তৈরী এটি ভারতের প্রথম এবং দ্রুততম ট্রেন | ট্রেনের ভেতরে রয়েছে সেন্সর যুক্ত দরজা | ভেতরের ডিজাইনও অন্যান্য ট্রেনের থেকে আলাদা | তার সঙ্গে রয়েছে প্রত্যেক আসনের উপরে সেন্সর যুক্ত লাইট | লাইটের কাছে আঙ্গুল নিয়ে গেলেই জ্বলে উঠবে সেটি | মোবাইল ও ল্যাপটপ চার্জের ব্যবস্তা রয়েছে আসনের পাশেই | যাতে পাশের যাত্রীরা কোনো অসুবিধা না হয় সেই জন্যই এই ব্যবস্থা | এইসঙ্গে বিমানের মতো বায়োটয়লেটও রয়েছে এই ট্রেনে | সর্বাধিক ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে চালানোর অনুমতি দেওয়া হয়েছে | প্রযুক্ত এবং পরিকাঠামোর উন্নতির সঙ্গে সঙ্গে ট্রেনের গতিবেগ ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে এই ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের |
দেশে প্রথমবার তিনটি ব্যাঙ্কের সংযুক্তিতে অনুমোদন
দেশে প্রথমবার তিনটি রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্ককে একত্রিত করে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক গঠন করতে চলেছে কেন্দ্রীয় সরকার | বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্ককে ব্যাঙ্ক অফ বরোদা'র সঙ্গে সংযুক্তির প্রস্তাবে অনুমোদন দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের কেন্দ্রীয় মন্ত্রিসভা |বিশ্ববাজারে ব্যাঙ্ক অফ বরোদাকে আরো প্রতিযোগিতামূলক করে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সরকারী বিবৃতিতে জানানো হয়েছে | আগামী ১ এপ্রিল থেকে এই তিনটি ব্যাঙ্কের সংযুক্তি কার্যকর হবে | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আইসিআইসিআই ব্যাঙ্কের পর এই তিনটি ব্যাঙ্ক একত্রিত হয়ে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক হিসাবে পরিচয় পাবে | এই সংযুক্তিকরনের পর বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্ক 'ট্রান্সফারর' ব্যাঙ্ক হিসাবে এবং ব্যাঙ্ক অফ বরোডা 'ট্রান্সফারি' ব্যাঙ্ক হিসাবে কাজ করবে |
আগ্রায় গঙ্গাজল -সহ একাধিক উন্নয়ন প্রকল্প
আগ্রায় আরো নিরাপদ ও পর্যাপ্ত জল সরবরাহের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গাজল প্রকল্পের সূচনা করলেন | আগ্রাকে পর্যাটকবান্ধব স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলা হচ্ছে | আগ্রা স্মার্ট শহরে ইন্টিগ্রেটড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার গড়ে তোলা হবে | আগ্রায় এস এন মেডিকেল কলেজের মানোন্নয়নের সূচনা করা হয়েছে | পঞ্চধারা -- উন্নয়নের পাঁচটি দিক,দেশের অগ্রগতির মূল চাবিকাঠি | আগ্রার জন্য ২,৯০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করা হয়েছে |
উচ্চবর্ণের জন্য ১০ শতাংশ বিল পাশ
৮ জানুয়ারী লোকসভায় উচ্চবর্ণের জন্য সংরক্ষন প্রদানের লক্ষ্যে সংবিধানের ১২৪ তম সংশোধনী বিল পাশ হল | উচ্চবর্ণ বা জেনারেল ক্যাটাগরির পিছিয়ে পড়া অংশের জন্য সরকারী চাকরির ও শিক্ষা প্রতিষ্ঠানে ১০ শতাংশ সংরক্ষন দেওয়া বিষয়ে এই বিল পাশ করা হয়েছে | সরকারী চাকরি ও শিক্ষাক্ষেত্রে উচ্চবর্ণ বা জেনারেল ক্যাটাগরিতে আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের জন্য বিলে ৫৪৩ সদস্যের মধ্যে লোকসভায় ৩২৩ টি ভোট পরেছে বিলের পক্ষে | বিপক্ষে পরেছে ৩ টি ভোট | ৯ জানুয়ারী এই বিল রাজ্যসভায় পাশ হয় | পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষের কম বা ৫ একরের কম কৃষিজমি থাকলে সংরক্ষনের সুবিধা পাবেন যুবক -যুবতীরা | এরফলে সংরক্ষন বেড়ে ৬০ শতাংশ হতে চলেছে | সুপ্রিম কোর্টের বেধে দেওয়া সংরক্ষনের সর্ব্বোচ্চ সীমা ৫০ শতাংশের বেশি হয়ে যাচ্ছে এই সংরক্ষন |
অমুসলিম শরনার্থীদের নাগরিকত্ব দিতে বিল লোকসভায়
এই সুবিধা পাবেন শুধুমাত্র হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ এবং পার্সি ধর্মের মানুষেরা | মুসলমান ধর্মালম্বীরা নয় |
দেশে আরও ৩ টি নতুন এইমস স্থাপনের প্রস্তাব মঞ্জুর
দেশে আরও তিনটি নতুন এইমস স্থাপনের প্রস্তাব মঞ্জুর করলে কেন্দ্রীয় মন্ত্রিসভা | ১০ জানুয়ারী নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় | নতুন ৩ টি এইমসের মধ্যে দু'টি হবে যথাক্রমে জম্বু ও কাশ্মীরের সাম্বা ও পুলওয়ামায় এবং একটি হবে গুজরাটের রাজকোট | জম্বু ও কাশ্মীরের সাম্বায় এইমস গড়ে তুলতে ব্যয় হবে ১,৬৬১ কোটি টাকা, পুলওয়ামায় ১,৮২৮ কোটি টাকা এবং গুজরাটের রাজকোটে এইমস তৈরীতে খরচ হবে ১,১৯৫ কোটি টাকা | প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সুরক্ষা যোজনায় আওতায় নতুন এই তিনটি এইমস গড়ে তোলা হবে |
ভারতের সেরা দশে বাকুড়া
বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষ্যে জাতীয় স্তরের প্রতিযোগিতায় দেশের মধ্যে সেরা দশে জায়গা করে নিয়েছে বাকুড়া জেলা | ১৬ জানুয়ারী মুম্বাইয়ে আনুষ্ঠানিক ভাবে তার পুরস্কার নিলেন বাকুড়া জেলাশাসক উমাশঙ্কর এস | এদিন সেখানে জেলাশাসকের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন স্বচ্ছ ভারত মিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর অক্ষর কুমার | প্রতিযোগিতায় সেরা দশে স্থাপ পেয়েছে এই রাজ্যের মুর্শিদাবাদও | মুর্শিদাবাদ জেলারও জেলাশাসক পি উলগানাথ্ন অক্ষর কুমারের হাত থেকে পুরস্কার নেন |
রাজ্যে দীর্ঘতম উড়ালপুল সম্প্রীতি
১১ জানুয়ারী জিঞ্জিরাবাজার থেকে বাটা মোড় পর্যন্ত ৬,৮৫ কিমি দীর্ঘ রাজ্যে দীর্ঘতম উড়াল্পুলের উদ্ধোধন হল | এই উড়ালপুলটির নাম সম্প্রীতি উড়ালপুল | এই উড়ালপুলটির কাজ শুরু হয়েছিল ২০১৫ সালের এপ্রিলে | এই উড়ালপুলটি তৈরী করতে খরচ হয়েছে ৩৩০ কোটি টাকা | মহেশতলা, বজবজ, পুজালী পুরসভার প্রায় ১০ লখ মানুষ উপকৃত হবেন | এছাড়া মোমিনপুর, বেহালা, আলিপুর অঞ্চলের বাসিন্দা উপকৃত হবে | দিনে আনুমানিক প্রায় ৪০,০০০ গাড়ি চলে বজবজ ট্রাঙ্ক রোডে | এই উড়ালপুলের ফলে যানবাহনের চাপ অনেকটাই কমবে | এই উড়ালপুলের সুবাদে ইতিমধ্যেই বাটা, ম্হেশতলার মতো এলাকায় গড়ে উঠেছে বাটানগর রিভারসাইড টাউনশিপ, ইডেন সিটি ও গ্রিন্ফিল্ড সিটির মতো বড় আবাসন |
মেয়েদের জন্য ম্হিলাচালিত ট্যাক্সি
মহিলা যাত্রীরা সুরক্ষার কথা ভেবে কলকাতার পথে এ বার চালু হচ্ছে 'পিঙ্ক ট্যাক্সি' | প্রবীন পুরুষরা অবশ্য এতে চড়তে পারবেন | তবে এর বাইরে অন্য কেউ উঠবেন কি না, সেই সিদ্ধান্ত মহিলা চালকই নেবেন | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য পরিবহন দপ্তরে গতিধারা প্রকল্পের মাধ্যমে এই বিশেষ ট্যাক্সি চালু করতে উদ্যোগী হয়েছে |
পশ্চিমবঙ্গে কৃষকবন্ধু প্রকল্প
১ জানুয়ারী থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হল দু'টি নয়া জোড়া প্রকল্প কৃষকবন্ধু | এই প্রকল্পের আওতায় চাষের কাজে কৃষকদের বছরে একর প্রতি ৫,০০০ টাকা অমুদান দেওয়া হবে | বছরে দু'টি কিস্তিতে সমানভাবে এই টাকা দেওয়া হবে কোনো কৃষকদের এক একরের কম পরিমান জমি থাকলে তার জমির অঙ্কের অনুপাতে সহায়তা পাবে এছাড়া ১৮-৬০ বছর বয়সী কোনো কৃষক ও খেতমজুরের স্বভাবিক বা অস্বাভাবিক মৃত্যু হলে রাজ্য সরকারের তরফ বিমা প্রকল্পে তার পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে | ১ ফেব্রুয়ারী থেকে কৃষক ও খেতমজুরেরা এই প্রকল্প আবেদন করতে পারবে | এই জন্য রাজ্য সরকারের ব্যয় হবে ৭,০০০ কোটি টাকা |
কেন্দ্রীয় সরকারের বিশ্বব্যাপী পরিবেশ সুবিধা প্রকল্প'গ্রিন -এন'
কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যান প্রতিমন্ত্রী পরষত্তম রূপলা ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকার বিশ্বব্যাপী পরিবেশ সুবিধা সহায়তা প্রকল্প 'গ্রিন-এজি :ট্রান্সফ্মিং ইন্ডিয়ান এগ্রিকালচার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট বেনিফিটস অ্যান্ড দি কনজারভেশন অফ ক্রিটিক্যাল বায়ডাইভাসির্টি অ্যান্ড ফরেস্ট ল্যান্ডস্কেপ' চালু করেছে |ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন(AFO) এর সঙ্গে সম্পিলিত ভাবে কেন্দীয় সরকার এই প্রকল্প চালু করেছে | ভারতীয় কৃষিক্ষেত্রে সুস্থায়ী জমি ব্যবস্থাপনা উদ্দেশ্যে, হাতে কলমে প্রয়োগ, জীববৈচিত্র্য এবং জলবায়ু পরিবর্তনের ধারা বজায় রাখতে এই প্রকল্প চালু করা হয়েছে |
সিআইআই পার্টনারশীপ সামিট-- ২০১৯
১২-১৩ জানুয়ারী মুম্বাইয়ে সিআইআই পার্টনারশিপ সামিট -২০১৯ আয়োজিত হল | উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু এই সামিটের উদ্ধোধন করলেন | মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও এবং কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রী সুরেশ প্রভু এই সামিটে অংশগ্রহন করেছিলেন | কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, প্রতিরক্ষা, অ্যারোনটিক্স, পুনর্নবিকরণ শক্তি, পর্যটন প্রভৃতির ওপর উন্নয়ন ও লগ্নিতে এই সামিটে আলোচনা হয়েছে | এই সম্মেলনের উদ্বোধন অধিবেশনে থিম ছিল - 'New India : Rising to Global Occasions'. ৪০ টি দেশের প্রায় ১,০০০ -এর বেশি প্রতিনিধি অংশগ্রহন করেছিলেন |
কুম্ভ মেলা -২০১৯
১৫ জানুয়ারী উত্তরপ্রদেশের পৌরানিক ত্রিবেনী সঙ্গম অর্থাৎ গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে কুম্ভ মেলা -২০১৯ শুরু হল | টানা ৫৫ দিন চলবে এই কুম্ভ মেলা | এবারের কুম্ভ মেলায় ভক্তদের স্লোগান 'Chalo Kumbh Chale'. কুম্ভ অথরিটি সুসজ্জিত ২০ লক্ষ বর্গ ফুটের এই মেলা চত্বরকে 'পেন্ট মাই সিটি' নাম দিয়েছে | ১৫ টি রাজ্য সরকারের দফতর;কেন্দ্রীয় সরকারের ২৮ টি দফতর এবং ৬ টি কেন্দ্রীয় ,মন্ত্রক এই মেলার রক্ষনাবেক্ষনের দায়িত্ব রয়েছে | সরাসরি বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, আর্দ্রতা ও উষ্ণতা -সহ আবহাওয়ার তথ্য প্রদান করার জন্য 'কুম্ভ মেলা ওয়েদার সার্ভিস' অ্যাপ চালু করা হয়েছে উল্লেখ্য, ৪ মার্চ পর্যন্ত চালু থাকবে |
তামিলনাডুতে পোংল উত্সব
১৫-১৮ জানুয়ারী তামিলনাড়ুতে নবান্ন উত্সব পোংল উদযাপিত হল | পোংল শব্দের অর্থ সেদ্ধ করা | চাল দুধের মধ্য দিয়ে সেদ্ধ করে প্রথমে সূর্যকে অর্পন করা হয়, তারপর গরুকে প্রদান করে সর্বশেষে পরিবার ও বন্ধুবান্ধবদের দেওয়া হয় | পোংলের প্রথম দিনে ইন্দ্র দেবতাকে পূজা করা হয় এবং একে ভোগী পোংল বলা হয় | দ্বিতীয় দিনের সূর্য দেবতাকে পূজা করা হয় এঅব্গ সূর্য পোংল বলা হয় | তৃতীয় দিনে জাল্লিকাট্টু উত্সব শুরু হয় ইং গবাদি পশুকে উত্সর্গ করা হয় | একে মাত্টু পোংল বলে | চতুর্থ দিনে বছরের শেষ উত্সব হিসেবে স্মরন করা হয় এবং একে কানাম পোংল বা থিরুভল্লুভাব দিবস বলে |
হেনলি পাসপোর্ট ইনডেক্স
১০ জানুয়ারী হেনল পাসপোর্ট ইনডেক্স রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবথেকে পাওয়ারফুল পাসপোর্টের দেশ হল জাপান | জাপানের নাগরিকরা সারা বিশ্বের প্রায় ১৯০ টি দেশে ভ্রমন করতে পারবেন | সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া যথাক্রমে দ্বিতীয় স্থানে রয়েছে | ভারত এই ইনডেক্সে ৭৯ তম স্থানে রয়েছে | ভারতের নাগরিকরা ৬১ টি দেশে ভ্রমন করতে পারবে | আফগানিস্তান ও ইরাক সর্বশেষ (১০৪ তম) স্থানে রয়েছে | এই দু'টি দেশের নাগরিকরা ৩০ টি দেশে ভ্রমন করতে পারবে |
ইজ অফ ডুয়িং বিজনেস -২০১৮
এশিয়া কম্পিটিটিভ্নেস ইনস্টিটিউট ইজ অফ ডুয়িং বিজনেস -২০১৮ প্রকাশ করল |অন্ধ্রপ্রদেশ এই ইনডেক্সে শীর্ষস্থানে রয়েছে | মহারাষ্ট্র দ্বিতীয় স্থানে রয়েছে, দিল্লি তৃতীয় স্থানে রয়েছে |
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নন্দন নীলেকানি কমিটি
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পর্যায়ের নন্দন নীলেকানি কমিটি তৈরী করল | দেশজুড়ে ডিজিটাল পেমেন্টের বিষয়ে নিরাপত্তা ও সুরক্ষা আরো শক্তিশালী করতে পরামর্স প্রদান করবে এই কমিটি | এই কমিটির প্রধান দায়িত্বে থাকবেন ইন্ফফোসিসের নন -এগজিকিউটিভ চেয়ারম্যান নন্দন নীলেকানি | এই কমিটির অন্যান্য সদস্য হলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি গভর্নর এইচ আর খান, বিজয়া ব্যাঙ্কের প্রাক্তন এমডি ও সিইও কিশোর সানসি, ইস্পাত ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রাক্তন প্রাক্তন সচিব অরুনা শর্মা এবং আইআইএম আহমেদাবাদের সেন্টার ফর ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড এন্টারপ্রেইনারশিপ(CIIE) -এর চিফ ইনোভেশন অফিসার সঞ্জয় জৈন |
জিএসটি কাউন্সিলের সুশীল মোদী কমিটি
জিএসটি কাউন্সিল 7 সদস্যের সুশীল মোদী কমিটি তৈরী করার সিদ্ধান্ত গ্রহন করল | জিএসটি চালু হওয়ার পররাজস্বগুটির রাজস্বের ঘাটতি দেখাশোনা করতে এবং রাজস্ব সংগ্রহ বাড়াতে প্রয়োজনিয় পদক্ষেপ গ্রহনে সুপারিশ প্রদান করবে এই কমিটি | এই কমিটির প্রধান দায়িত্বে থাকবেন বিহারের উপ -মুখ্যমন্ত্রী ও অর্থ মন্ত্রী সুশীল মোদী | কমিটির অন্যান্য সদস্যের হলেন পাঞ্জাবের অর্থমন্ত্রী মনপ্রিত সিংহ বাদল, কেরলের অর্থমন্ত্রী থমাস ইসাক, কর্ণাটকের গ্রামোন্নয়ন মন্ত্রী কৃষ্ণ বি গৌড়া, ওডিশার অর্থমন্ত্রী শশীভুষন বেহারা,হরিয়ানার কর বিষয়ক মন্ত্রী ক্যাপ্টেন অভিমন্যু এবং গোয়ার পঞ্চায়েত মন্ত্রী মুউবিন গোডিনহো |
৪ জানুয়ারী :বিশ্ব ব্রেইল দিবস
৪ জানুয়ারী বিশ্বজুড়ে বিশ্ব ব্রেইল দিবস উদ্জপিত হল | ব্রেইল স্ত্রিপ্ট বা ব্রেইল কোডের আবিষ্কর্তা লুইস ব্রেইলের জন্মবার্ষিকীতে তাকে স্মরন করে শ্রদ্ধা জানাতে প্রতিবছর এই দিনটি পালন করা হয় | ব্রেইন ল্যাঙ্গুয়েজের গুরুত্ব ছড়িয়ে দিতে এবং ব্রেইল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দৃষ্টিহীন মানুষের কাজ ও পড়াশোনায় সাহায্যের জন্য জনসচেত্ন্তা তৈরী করতে এই দিনটির গুরুত্ব অপরিসীম | ১৮০৯ সালের ৪ জানুয়ারী ফ্রান্সে লুইস ব্রেইল জন্মগ্রহন করেন এবং মাত্র ৩ বছরে বয়সে দুর্ঘটনার কারণে দৃষ্টিশক্তি হারান |
৯ জানুয়ারী : প্রবাসী ভারতীয় দিবস
৯ জানুয়ারী দেশ্জুড়ে প্রবাসী ভারতীয় দিবস উদযাপিত হল |ভারতের উন্নয়নে প্রবাসী ভারতীয়দের অবদান তুলে ধরতে প্রতি বছর এই দিনটি পালন করা হয় | ১৯১৫ সালে ৯ জানুয়ারী ভারতের স্বাধীনতা সংগ্রামী ও প্রবাদপ্রতিম নেতা মহাত্মা গান্ধী সখিন আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন | এই দিনটিকে স্মরন ক্রেই প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় | ২০০৩ সালে তত্কালীন সরকার প্রথম প্রবাসী ভারতীয় দিবস উদযাপন করেছিল |
১২ জানুয়ারী: জাতীয় যুব দিবস
১২জানুয়ারী দেশজুড়ে জাতীয় যুব দিবস উদযাপিত হল | সমাজ সংস্কারক, দার্শনিক, চিন্তাশীল ব্যক্তি ও আইকন স্বামী বিবেকানন্দের জন্মদিনে তাকে স্মরন করে সম্মান জানাতে প্রতি বছর এই দিনটি পালন করা হয় | এই দিনটি উপলক্ষ্যে স্বামী বিবেকানন্দের দার্শনিকতা ও চিন্তাশীল বিষয়গুলিকে তুলে ধরা হয় | যা যুবসমাজকে উন্নয়নের পথ দেখাবে | যুব দিবস উপলক্ষ্যে নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত 'Nayee Dishanyen, Naye Nirman, Naya Bharat' নামে একটি হ্যান্ডবুক প্রকাশ করলেন |
১৫ জানুয়ারী :সেনা দিবস
১৫ জানুয়ারী ভারতে সেনা দিবস উদযাপিত হল | ১৯৪৯ সালের ১৫ জানুয়ারী প্রথম ভারতীয় কমান্ডার ইন -চিফ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল কে এম কারিয়াপ্পা দায়িত্বভার গ্রহন করেন | প্রতি বছর এই দিনটিকে স্মরন করে দেশজুড়ে সেনা দিবস উদযাপন করা হয় | এই দিবস উপলক্ষ্যে উত্সাহী ও সাহসী ভারতীয় দেনাবাহিনী যারা দেশকে রক্ষার জন্য নিজের জীবন উত্সর্গ করেন তাদের সম্মান ও অভিবাদন প্রদর্শন করা হয় |
২৪জানুয়ারী :জাতীয় শিশুকন্যা দিবস
২৪ জানুয়ারী দেশজুড়ে জাতীয় শিশুকন্যা দিবস উদযাপিত হল | লিঙ্গানুপাত সম্পর্কে এবং মেয়েদের ক্ষমতায়নে জনগনকে আরো সচেতন করতে তুলতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়ে থাকে | এই দিন উপলক্ষ্যে লিঙ্গানুপাত এবং মেয়েদের ক্ষমতায়ন বিভিন্ন ধরনের প্র্চারকার্য চালানো হয় | শিশুকন্যাদের ক্ষমতায়নে বিভিন্ন ধরনের প্রকল্প ও অভিযান চালু করা হয়েছে | এবারের থিম - 'Empowering Girls for a Brighter Tomorrow'.
অতিপরিবাহিনী পদার্থ ল্যান্থানাম হাইড্রাইড
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ভূ- পদার্থ বিজ্ঞানী রাসেল হেমলের নেতৃত্বে গবেষক দল অতিপরিবাহী পদার্থ ল্যান্থানাম হাইড্রাইড তৈরী করলেন | ল্যান্থানাম মৌলের সঙ্গে হাইদ্রোজেন মৌলের জোর বন্ধনেই এই অতিপরিবাহী পদার্থ ল্যান্থানাম হাইড্রাইড তৈরী করা হয়েছে | এই ল্যান্থানাম হাইড্রাইড ঘরের স্বাভাবিক তাপমাত্রাতেই অতিপরিবাহী হয়ে ওঠে | বাইরে থেকে প্রচুর পরিমানে চাপ দিয়ে ওই ল্যান্থানাম হাইড্রাইড বা ওই ধরনের কোনো পদার্থের মধ্যে কোনো মৌলের পরমাণুকে ঢুকিয়ে দিয়েও সেই চাপ দেওয়া যেতে পারে, যা সেই অতিপরিবাহী পদার্থের ব্যবহারকে আরো কার্যকারী করে তুলতে পারে |
ক্যান্সার কোশ নিধনে নয়া রাসায়নিক, সিবিএল 0137
মার্কিন যুক্তরাস্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকের গবেষকরা দাবি করলেন ফুসফুসের ক্যান্সারের চিকিৎসায় অত্যন্ত কার্যকর রাসাযনিক পদার্থ সিবিএল 0137 আবিষ্কার করেছেন | এই গবেষনার সঙ্গে যুক্ত বাঙালি গবেষক শর্মিষ্ঠা দে জানিয়েছেন, যারা ফুসফুসের স্মল সেল ক্যান্সারে ভুগছেন, তাদের ক্ষেত্রে এই চিকিৎসা পদ্ধতি খুবই কার্যকর | সাধারণত প্ল্যাটিনাম নির্ভর যে কেমোথেরাপি সিসপ্ল্যাটিন ব্যবহার করা হয় তার সঙ্গে সিবিএল 0137 রাসায়নিক প্রয়োগ করলে সেটি অনেক বেশি কার্যকর হয় |
দেশে আসছে বৈদ্যুতিক মোটরবাইক
দেশে চালু হতে চলেছে বৈদ্যুতিক মোটরবাইক | পুনে স্টার্ট আপ সংস্থা টর্ক মোটরস এই বিদ্যুৎচালিত মোটরবাইক টর্ক টি৬এক্স চালু করতে চলেছে | সম্পুর্ন দেশীয় ভাবে তৈরী এই মোটরবাইকে ৬ কিলোওয়াটের ইলেকট্রিক মোটর লাগানো থাকছে, যা সর্ব্বোচ্চ ২৭ নিউটন মিটার টর্ক তৈরী করার পাশাপাশি ঘন্টায় ১০০ কিলোমিটার গতি তুলে দেবে অনায়াসে | একই সঙ্গে টর্ক টি৬এক্স মোটরবাইকে থাকছে অভিনব 'ফাস্ট চাজিং' এর সুবিধা, যার সাহায্যে মাত্র এক ঘন্টা চার্জ দেওয়া সম্ভব হলেই এর অত্যাধুনিক প্রযুক্তির ব্যাটারির ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে | ফলে লম্বা সফরের ক্ষেত্রে গতি এবং মাইলেজ -এর সুবিধার পাশাপাশি রি -ফুয়েলিং এর জন্যও অল্প সময় ব্যয় করতে হবে |
'We are displaced : My Journey and Stories from Refugee Girls Around the World' -মালালা ইউসুফজাই
পাকিস্তানের সমাজকর্মী ও শান্তিতে নোবেল পুরস্কার প্রাপক মালালা ইউসুফজাইয়েয় লেখা বইটি হল 'We are displaced : My Journey and Stories from Refugee Girls Around the World'. এই বইয়ে মালালা ইউসুফজাই বিশ্বের বিভিন্ন রিফিউজি ক্যাম্পে ভ্রমন করে সেখানকার মেয়েদের সঙ্গে সাক্ষাত করে তার অভিজ্ঞতা কথা বর্ননা করেছেন |
'A Crusade Against Corruption' -মনোহর মনোজ
৬ জানুয়ারী নতুন দিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে রাজ্যসভার ভাইস চেয়ারম্যান হরিবংশ নারায়ন সিং ' A Crusade Against Corruption' বইটি প্রকাশ করলেন | বইটির লেখক হলেন মনোহর মনোজ | ভারতের দুর্নীতির ওপর ১৫ বছরের তথ্য এনসাইক্লোপিডিয়া আকারে লেখা রয়েছে |
থাইল্যান্ড -এর ক্রান্তীয় ঘুর্নিঝড় 'পাবুক' আছড়ে পড়ল
৫ জানুয়ারী থাইল্যান্ডের দক্ষিন অংশে ক্রান্তীয় ঘূর্ণিঝড় 'পাবুক' আছড়ে পড়ল | প্রবল ঝড় ও বৃষ্টির দরুন প্রায় ৩০,০০০ মানুষ ঘরছাড়া হয়েছে | পাবুকের গতিবেগ ছিল ঘন্টায় ৭৫ কিলোমিটার |
ভারতের প্রথম রাজ্য হিসাবে সিকিমে ইউনিভার্সাল বেসিক ইনকাম চালু হতে চলেছে
বর্তমানে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট শাসিত সরকার ২০১৯ -এ রাজ্জ বিধানসভায় ইউনিভার্সাল বেসিক ইনকাম আনার বিষয়টি ঘোষনা করলে | সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২ সালের মধ্যে এই প্রকল্প সিকিমে চালু হয়ে যাবে | ফলে আর্থিক ও সামাজিক অবস্থান অনুযায়ী সিকিম রাজ্যের প্রত্যেকটি পরিবারের একটি নির্দিষ্ট পরিমান আয়ের ব্যবস্থা হবে |
এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া 'সিঙ্গল ইউজ' প্লাস্টিক নিষিদ্ধ করল
এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া 'সিঙ্গল ইউজ' অর্থাৎ একবার ব্যবহারের প্লাস্টিক দ্রব্য নিষিদ্ধ করল | দেশজুড়ে ১২৯ টি বিমানবন্দরে একবার ব্যবহারের প্লাস্টিক দ্রব্য যেমন প্লাস্টিকের ছুরি;চামচ,স্ট্র প্লেট ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে |কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার মূল্যায়ন অনুসারে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ১৬ টি বিমানবন্দরকে 'সিঙ্গল ইউজ প্লাসিক ফ্রি' হিসাবে ঘোষনা করেছে |
২০২০ সালের জন্য ওয়ার্ন্ড ক্যাপিটাল অফ আর্কিটেকচার তকমা পেল রিও ডি জেনেরিও
১৮ জানুয়ারী UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization) ব্রাজিলের শহর রিও ডি জেনেরিওকে ২০২০ সালের জন্য ওয়ার্ন্ড ক্যাপিটাল অফ আর্কিটেকচারের তকমা প্রদান করল | UNESCO এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ আর্কিটেক্ট দ্বারা চালু প্রকল্পে প্যারিস এবং মেলবর্নকে হারিয়ে রিও ডি জেনেরিও প্রথম এই শিরোনাম জিতল |
ভারতীয় চলচ্চিত্রের জাতীয় সংগ্রহশালা
১৯ জানুয়ারী মুন্বাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় চলচ্চিত্র জাতীয় সংগ্রহশালা উদ্ধোধন করলেন | উদ্ধোধনী অনুষ্ঠানে ম্হারাদ্ত্রের রাজ্যপাল সি বিদ্যাসাগররাও, রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ -সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন | ভারতীয় চলচ্চিত্রের এই জাতীয় সংগ্রহশালাটি তরুণ প্রজন্মকে ভারতীয় সিনেমা সম্বন্ধে জানতে ও বুঝতে সাহায্য করবে | এই সংগ্রহশালায় ভারতীয় বিনোদন শিল্পের ইতিহাস সম্বন্ধে বিস্তারিত বিবরন রয়েছে | চলচ্চিত্র ব্যক্তিত্বদের সুনাম অর্জনের আগে | তাদের জীবন সংগ্রামের কাহিনিও রয়েছে |
লিজিয়ন অফ অনার অ্যাওয়ার্ড :
১ জানুয়ারী ফ্রান্সের জাতীয় ফুটবল দল সে দেশের সর্বশ্রেষ্ঠ অসামরিক সম্মান লিজিয়ন অফ অনারে ভুষিত হল | ২০১৮ সালে ফিফা বিশ্বকাপে ক্রোয়শিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এই সম্মানে ভুষিত করা হল | ফ্রান্সের জাতীয় ফুটবল দলের সমস্ত খেলোয়াড় -সহ মেম্বার প্যানেলের ৪০২ জনকে এই সম্মানে ভুষিত করা হয়েছে |
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক কর্তৃক পুরস্কৃত ফুড ডেলিভারি বয় :
সম্প্রতি কেন্দ্রীয় শ্রম কর্মসংস্থান মন্ত্রক কর্তৃক এক লক্ষ টাকা মূল্যে পুরস্কৃত হলেন ফুড ডেলিভারি বয় মিস্টার সিদ্দারামেশ্বর সিদ্দারাম হুমানাবাদী | ২০১৮ সালের ১৭ ডিসেম্বর মুম্বাইয়ে অন্ধেরী ইএসআইসি হসপিটালে আগুনের কবল থেকে ১০ জন লোককে বাচানোর স্বীকৃতি স্বরূপ তাকে আর্থিক পুরস্কারে ভুষিত করা হয়েছে | ১ জানুয়ারী কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী সন্তোষ গাওয়ার তাকে এই পুরস্কারে ভুষিত করেন |
লাইফটাইম অ্যাচিভ্মেন্ট অ্যাওয়ার্ড :
১০ জানুয়ারী মুম্বাইয়ে আয়োজিত এক পুরস্কার বিতরণী সভায় দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া (ICSI) অ্যাওয়ার্ডের ট্রান্সলেতিং এক্সিলেন্স ইন কর্পোরেট গভরন্যান্স ইন টু রিয়েলিটি বিভাগে পুরস্কৃত হলেন গোদরেজ গ্রুপের চেয়ারম্যান আদি গোদরেজ | এদিন যৌথভাবে 'ICSI' ন্যাশনাল অ্যাওয়ার্ডস অফ এক্সিলেন্স ইন কর্পোরেট গভরন্যান্স' -এ ভুষিত হয়েছে যে সমস্ত কোম্পানিগুলি সেগুলি হল - Cipla Ltd, Dabur India Ltd, ACC Ltd, Hindustan Unilever Ltd, Indian Oil Corp, Tata Metaliks Ltd and Indian Hotel Co. Ltd | 'সিএসআর এক্সিলেন্স অ্যাওয়ার্দসে'র এমাজিং ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে জিএমআর হায়দ্রাবাদ ইন্টার্নেটন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড, মিডিয়াম ক্যাটাগরিতে ভুষিত হয়েছে টাটা পাওয়ার কোম্পানি লিমিটেড এবং লার্জ ক্যাটাগরিতে ভুষিত হয়েছে অম্বুজা সিমেন্ট লিমিটেড |
সিডনি ক্রিকেট গ্রাউন্ডের সাম্মানিক সদস্য :
১১ জানুয়ারী ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার বিরাট কহলি এবং রবি শাস্ত্রী অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের সাম্মানিক সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন | পর্বে ভারতের শচীন তেন্ডুলকার এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা আন্তর্জাতিক মানের ক্রিকেটার হিসাবে এর সদস্য পেয়েছিলেন |
সাম্মানিক জেনারেল rank:
১২ জানুয়ারী নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নেপাল সেনাবাহিনীর প্রধান পূর্ণচন্দ্র থাপাকে সাম্মানিক জেনারেল rank ( ভারতীয় সেনাবাহিনীর সর্ব্বোচ্চ rank -এর পদাধিকারী ) সম্মানে ভুধিত করলেন | ভারতের সঙ্গে নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি এবং শক্র মোকাবিলা ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃত স্বরূপ তাকে এই সম্মানে ভুষিত করা হল |
সুশীল দেবীসাহিত্য পুরস্কার :
১২ জানুয়ারী অনুষ্ঠিত ভুপাল সাহিত্য এবং শিল্প উত্সবে বিশিষ্ঠ সাহিতিজ্ক নমিতা গোখলে 'সুশীল দেবী সাহিত্য পুরস্কারে' ভুষিত হলেন | তার লেখা Things to Leave Behind' গ্রন্থের জন্য তিনি এই পুরস্কারে ভুষিত হলেন | তিনি 'মহিলাদের লেখা বেস্ট বুক অফ ফিকশন' বিভাগে এই পুরস্কারে ভুষিত হলেন |
ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড :
১৪ জানুয়ারী নতুন দিল্লিতে আয়োজিত এক পুরস্কার বিতরণী সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ডে 'ভুষিত হলেন | বিপণন ক্ষেত্রে 'ট্রিপল পি' - People, Profit and Planet কে গুরত্ব দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই পুরস্কারে ভুষিত করা হল | প্রসঙ্গত উল্লেখ্য, বিপণন ক্ষেত্রের উল্লেখযোগ্য পথপ্রদর্শক প্রফেসর ফিলিপ কোটলারের স্মৃতির উদ্দেশ্যে এই পুরস্কার প্রদান করা হয় |
গান্ধী শান্তিপুরস্কার -২০১৮ :
১৭ জানুয়ারী ২০১৮ সালের গান্ধী শান্তি পুরস্কারে ভুষিত হলেন জাপানের ইয়োহী সাসাকাওয়া | তিনি ওয়ার্ন্ড হেলথ অর্গানাইজেশন শুভেচ্ছা দূত হিসাবে নিযুক্ত আছেন | ভারত -সহ সারা বিশ্ব্জুরি কুষ্ঠ রোগ নির্মূলের বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি এই পুরস্কারে ভুষিত হলেন | প্রসঙ্গত উল্লেখ্য, গান্ধী শান্তি পুরস্কার হল ভারত সরকার কর্তৃক প্রদত্ত মহাত্ম গান্ধীর নামাঙ্কিত একটি বার্ষিক আন্তর্জাতিক পুরস্কার | ১৯৯৫ সালে মহাত্মা গান্ধীর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে গান্ধীজির মতাদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত অর্থ -সামাজিক বা রাজনৈতিক পরিবর্তন সাধনের ক্ষেত্রে বিশেষ অবেদনের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি এই পুরস্কার প্রদান করা হয় | এইই পুরস্কারের সম্মান স্বরূপ নগদ এক কোটি টাকা, একটি স্মারক ও একটি মানপত্র প্রদান করা হয় | ১৯৯৫ সালে প্রথম এই পুরস্কার পেয়েছিলেন তাঞ্জানিয়ার রাষ্ট্রপতি জুলিয়াস নিয়েরেরে এবং ২০১৭ সালে এই পুরস্কারের প্রাপক ছিল ভারতের একাল অভিযান ট্রাস্ট |
মেরি কম --১৬ তম টাটা মুম্বাই ম্যারাথনের ইভেন্ট অ্যাম্বাসাদার :
২০ জানুয়ারী ১৬ তম টাটা মুম্বাই ম্যারাথনের ইভেন্ট অ্যাম্বাসাদার হিসাবে নিযুক্ত হলেন ভারতের কিংবদন্তি মহিলা এম সি মেরি কম | তিনি বর্তমানে ভারতীয় পার্লামেন্টের উচ্চ্কক্ষ রাজ্যসভার মনোনিত সদস্য হিসাবে নিযুক্ত আছেন | প্রসঙ্গত উল্লেখ্য,১৬ তম টাটা মুম্বাই ম্যারাথন ২০ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছে |
গীতা গোপিনাথ -IMF -এর প্রধান অর্থনীতিবিদ :
৮ জানুয়ারী ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (IMF) -এর ১১ তম প্রধান অর্থনীতিবিদ হিসাবে নিযুক্ত হলেন ভারতীয় বংশদ্ভুত অর্থনীতিবিদ গীতা গোপিনাথ | তিনি প্রথম মহিলা হিসাবে এই গুরুত্বপর্ন পদে নিযুক্ত হলেন | তিনি পূর্ববর্তী পদাধিকারী মৌরিস অবসফিন্ডের স্থলাভিষিক্ত হলেন | তিনি হার্ভার্ড ইউনিভাসির্টির ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যান্ড ইকনমিকস বিষয়ে অধ্যাপিকা হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন |
নিকোলাস মাদুরো --ভেনেজুয়েলার রাষ্ট্রপতি :
১১ জানুয়ারী ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয়বারের জন্য পুন্র্নিযুক্ত হলেন নিকোলাস মাদুরো | ২০১৩ সালের ৫ মার্চ তিনি ভেনেজুয়েলার ৪৬ তম রাষ্ট্রপতি হিসাবে প্রথমবারের জন্য নির্বাচিত হয়েছিলেন | বর্তমানে তিনি নন- অ্যালাইন্ড মুভমেন্টের সেক্রেটারি জেনারেল হিসাবেও নিযুক্ত আছেন | ২০১২-১৩ পর্যন্ত তিনি ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি, ২০০৬-১৩ পর্যন্ত বিদেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন |
বিরেন্দ্র প্রসাদ বৈশ্য -- আসন ২০২০ অলিম্পিক গেমসে ভারতের চিফ ডি মিশন :
১১ জানুয়ারী আসন্ন ২০২০ অলিম্পিক গেমসে ভারতের চিফ ডি মিশন হিসাবে নিযুক্ত হলেন ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশনের প্রেসিডেন্ট বিরেন্দ্র প্রসাদ বৈশ্য | বর্তমানে তিনি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন -এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত আছেন | প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালের অলিম্পিক গেমস ২৪ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে |
আসিফ সঙ্গদ খোসা -- পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি :
১৭ জানুয়ারী পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন আসিফ সঙ্গদ খোসা | তিনি পূর্ববর্তী পদাধিকারী সাকিব নিসারের স্থলাভিষিক্ত হলেন | টিই ২০১৬ সাল থেকে পাকিস্তান সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন | দীর্ঘদিন তিনি লাহোর হাইকোর্ট এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে দক্ষতার সহিত কাজ করেছেন |
অ্যান্দ্রী রাজোলিনা -- মাদাগাস্কারের রাষ্ট্রপতি :
১৯ জানুয়ারী মাদাগাস্কারের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহন করলেন অ্যান্দ্রী রাজোলিনা | তিনি পূর্ববতী পদাধিকারী হ্যারি রাজাওনারিমাম্পিয়ানিনার স্থলাভিষিক্ত হলেন | পূর্বে ২০০৯-২০১৪ পর্যন্ত হাই ট্রানজিশনাল অথরিটি অফ মাদাগাস্কারের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন |
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১৯ হাজার রান করার কৃতিত্ব বিরাটের
৩ জানুয়ারী অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ভারত -অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টার প্রথম দিনে এক বিরল কৃতিত্ব অর্জন করলেন বিরাট কোহলি | তিনি ৩৯৯ তম ইনিংসে ১৯ হাজার রান পূর্ণ করার সঙ্গে শচীন তেন্ডুলকরের অর্জিত রেকর্ডকে ভেঙে ফেলেন | শচীন তেন্ডুলকর পূর্বে ৪৩২ টি ইনিংসে ১৯ হাজার রান সংগ্রহ করার কৃতিত্ব অর্জন করেছেন | ভারতীয় ক্রিকেটার বাদে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও দক্ষিন আফ্রিকার জ্যাক ক্যালিস যথাক্রমে ৪৩৩ ও ৪৪৪ ও ৪৫৮ টি ইনিংস খেলে এই রান সংগ্রহ করার কৃতিত্ব অর্জন করেছেন |
টেনিস কোর্ট থেকে অবসর নিলেন অ্যান্দী মারে
১১ জানুয়ারী ব্রিটেনের কিংবদন্তি টেনিস তারকা অ্যান্দী মারে টেনিস কোর্ট থেকে সম্পূর্ন রূপে অবসর নেওয়ার কথা ঘোষনা করলেন | ৩১ বছর বয়সী এই টেনিস তারকা সমগ্র ক্রীড়া জীবনে ৯ টি সিঙ্গলস গ্র্যান্ড স্লাম খেতাব ( অস্ট্রেলিয়াণ ওপেন -২০১০, ২০১১,২০১৩, ২০১৫, ২০১৬, ফ্রেঞ্চ ওপেন - ২০১৬, উইম্বলডন ওপেন ২০১৩, ২০১৬, ইউএস ওপেন-- ২০১২ ) এবং ৪ টি ডাবলস গ্র্যান্ড স্লাম খেতাব জয়লাভ করেছেন | এছাড়াও ২০১২ সালে লন্ডন অলিম্পিক, ২০১৬ সালে রিও -ডি জেনেরিও অলিম্পিকে পুরুষদের সিঙ্গলসে সোনার মেডেল জয়লাভ করেছেন |
2019 -এর Group 77 সভায় প্রতিনিধিত্বকরছে প্যালেস্টাইন
ভারতের মহাকাশ গবেষনা সংস্থা ইসরো ছাত্রছাত্রীদের মহাকাশ বিজ্ঞানে উত্সাহ দানের উদ্দেশ্যে সম্প্রতি যে মহাকাশ গবেষনার প্লাটফর্ম চালু করেছে, তার নাম কী? (Samwad with Students)
কোন আইআইটির বিজ্ঞানীরা দুধের বিশুদ্ধতা নির্ণয় করার জন্য এক 'পেপার কিট' আবিষ্কার করেছে ? ( গুয়াহটি আইআইটি )
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কোন দেশের সেনাবাহিনীর প্রধানকে ভারতীয় সেনাবাহিনীর সর্ব্বোচ্চ rank 'সাম্মানিক জেনারেল' সম্মান -এ ভুষিত করলেন ? (নেপাল -- সেনাবাহিনীর প্রধান পূর্ণচন্দ্র থাপা )
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপণন ক্ষেত্রে ট্রিপল পি -People, Profit and Planet -কে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি কোন পুরস্কারে ভুষিত হলেন ? (ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড )
3 জানুয়ারী, 2019 :
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 18তম ফিসক্যাল স্টেবিলিটি রিপোর্ট পেশ করল | রিপোর্টটি তৈরী করেছে Financial Stability and Development Council (FSDC) এর সব কমিটি | রিপোর্টটিতে ফিনান্সিয়াল স্টেবিলিটির প্রয়োজনীয়তা, অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্ব ও অর্থনৈতিক ক্ষেত্রের উন্নয়ন ও নিয়ন্ত্রন বিষয়ে আলোকপাত করা হয়েছে |
5 জানুয়ারী, 2019 :
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের "Report on Trend and Progress অফ Banking in India 2017-18" এর রিপোর্ট অনুযায়ী 2018 সালে ভারতীয় ব্যাঙ্কিং ক্ষেত্রে জালিয়াতির পরিমান পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় বেড়ে গেছে |
6 জানুয়ার, 2019 : ইউরোপে ব্যবসার প্রসারের জন্য Google, Apple, Facebook ও Amazon সংস্থাগুলি যাতে যথাযথ কর প্রদান করে তার জন্য ফ্রান্স 'GAFA Tax' এর সূচনা করল | কেন্দ্রীয় সরকার তিনিটি আঞ্চলিক গ্রামীন ব্যাঙ্ক -- পাঞ্জাব গ্রামীন ব্যাঙ্ক, মালওয়া গ্রামীন ব্যাঙ্ক ও সুতলেজগ্রামীন ব্যাঙ্কের সংযুক্তিকরনের অনুমোদন দিল |
11 জানুয়ারী, 2019 :
ডিজিটাল পেমেন্টের প্রসারের উদ্দেশ্যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 5 সদস্য বিশিষ্ঠ একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে, যার কার্যনির্বাহী প্রধান হলেন নন্দন নিলেকেনি | ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সুরক্ষা বিষয়টিও এই কমিটি তত্ত্বাবধাণ করবে |
12 জানুয়ারী, 2019 :
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া মানি মার্টকে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি Peer to Peer সার্টিফিকেট প্রদান করল | এর ফলে 2018 -19 সালের মধ্যে ইন্ডিয়া মানিমার্ট 100 কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদান করতে পারবে |
ব্যাঙ্কিং :
শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাঙ্কের ভারতীয় রিজার্র্ভ ব্যাঙ্ক কত টাকার SWAP দিল ? ( 400 মিলিয়ন মার্কিন ডলার )
ভারতীয়রিজার্ভ ব্যাঙ্ক MSME বিষয়ক যে বিশেষজ্ঞ কমিটি গঠন করল তার কার্যনির্বাহী প্রধান কে ? (ইউ কে সিন্হা)
অর্থনীতি :
GST ছাড়ের ক্ষেত্রে টার্নওভারের ঊর্ধ্বসীমা কত ধার্য করা হল ? (20 লাখ টাকা থেকে বাড়িয়ে 40 লাখ টাকা )