Achievers March 2019 Current Affairs Rail Bank WBCS Lic NTPC

কৃষি ক্ষেত্রে:
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় ২ হেক্টরের কম চাষযোগ্য জমি থাকলে কৃষককে ২,০০০ টাকা করে ৩ কিস্তিতে বছরে মোট ৬,০০০ টাকা প্রদান করবে | এই যোজনাটি ২০১৮ সালের ১ ডেসেম্বর থেকে কার্যকর
হবে |

শ্রমিক শ্রেণী :
অসংগঠিত শ্রমিকদের কল্যণে প্রধানমন্ত্রী শ্রম  যোগী মন্ধন নামে এক নতুন পেনসন প্রকল্পের কথা ঘোষণা করা হয়ছে |

স্বাস্থ্য :
হরিয়ানা ২২তম এইমস (AIIMS-All India  Institute of Medical Science) গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে |  ন্যাশনাল হেলথ মিশন প্রকল্পে আগের বছরের ৩০,৬৩৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩২,২৫১ কোটি টাকা করা হয়েছে |



অর্থনৈতিক পরিস্থিতি
2017-18 অর্থবর্ষের প্রথমার্ধে GST প্রণয়ন ও Twin Balance Sheet সমস্যার জন্য অর্থনৈতিক বৃদ্ধি ব্যাহত হয়েছিল |  2017 -18 অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে অর্থনৈতিক বৃদ্ধি দ্রুততর হয়েছে | ফলস্বরূপ, বিশ্ব ব্যাঙ্কের Ease of Doing Business Index এর নিরিখে ভারত 30 ধাপ এগিয়েছে ও বিদেশী বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে |  2019-20 অর্থবর্ষে TBS সমস্যার মোকাবিলা করার জন্য 4R ব্যবস্থার প্রতি জোর দেওয়া হচেছ-Recognition, Resolution, Recapitalisation,Reforms.

বিনিয়োগ ও সঞ্চয়
2000 সালের মধ্যবর্তী সময় থেকে ভারতে বিনিয়োগ ও সঞ্চয়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে |  Gross fixed capital formation ও GDP- র অনুপাত 2003 সালে  ছিল 26.5%, 2007 (35.6%) ও 2017 (26.4%) |সঞ্চয় ও GDP- র অনুপাত 2003 সালে ছিল 29.2%, 2007 (38.3%) ও 2016(29 %) | বেসরকারী  বিনয়োগ ও সরকার সঞ্চয়ের মাত্রা হ্রাসের ফলে 2007 -2017 সালের মধ্যে অনুপাতের এইরূপ হ্রাস হয়েছে |

আবহাওয়া পরিবর্তন
1970-2000 সালের মধ্যে গড় বৃষ্টিপাতের পরিমান খারিফ ও রবি শস্যের মরসুমে যথাক্রমে 26 মিমি ও 33 মিমি হ্রাস পেয়েছে | অসেচযুক্ত এলাকায় এটি কৃষিক্ষেত্রের উপর বিরূপ প্রভাব ফেলেছে | এর ফলে কৃষিক্ষেত্রে সার্বিক আয় হ্রাস পেয়েছে 15-18%, অসেচযুক্ত এলাকায় কৃষি আয় হ্রাস পেয়েছে
20 -25% |

লিঙ্গ বৈষম্য
1970-2014 সালের মধ্যে ভারতের লিঙ্গানুপাত 1060 থেকে বৃদ্ধি পেয়ে হয়ছে 1108 |  ভারতে অন্তিম সন্তান ও প্রথম সন্তানের লিঙ্গানুপাত 1.82, কন্যা অপেক্ষা পুত্র সন্তানের চাহিদা এক্ষেত্রে বেশি | ১.55 এক্ষেত্রে আদর্শ |

অর্থনৈতিক মানদন্ড
GVA: Gross Value Added( At Constant Price) এর মাত্রা 2017-18 অর্থবর্ষে 6.1% যা পূর্ববর্তী বছরে ছিল 6.6% |   per capital income: 2017-18 সালে মাথাপিছু আয় (Real) ও মাথাপিছু আয় (Nominal) বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 80,000 টাকা ও 1,11,782 টাকা |   ভোগ ব্যয় :2012-13 থেকে 2015-16 সালের মধ্যবর্তী সময় ভোগব্যয়ের পরিমান ছিল GDP-র 60% |2016-17সালে তা বেড়ে হয়েছে 95% |

রাজস্ব নীতি
ফিসক্যাল ডেফিসিটে-(i) 2017-18 সালে লক্ষ্যমাত্রা GDP-র 3.2%, যা পূর্ববর্তী বছরে ছিল 3.5% |
(ii) 2017 সালে এপ্রিল- নভেম্বর মাসে রাজস্ব ঘাটতির পরিমান ছিল বাজেটের 112%, পূর্ববর্তী বছরে তা ছিল 85.8% |

বহিরাগত ক্ষেত
কারেন্ট একাউন্ট ডেফিসিট-CAD-র মাত্রা 2016-17 সালে 0.4% থেকে বৃদ্ধি পেয়ে 2017-18 সালের প্রথমার্ধে হয়ছিল 1.8% |  2017 সালের এপ্রিল-ডেসেম্বর সময়কালে বাণিজ্য ঘাটতি 46.4%বৃদ্ধি পেয়েছে |  একই সময়কালে বপ্তানির পরিমান 12.1% বৃদ্ধি পেয়ে হয়েছে 223.5 বিলিয়ন মার্কিন ডলার যেখানে আমদানির পরিমান 21.8% বৃদ্ধি পেয়ে হয়েছে 338.4 বিলিয়ন মার্কিন ডলার |  প্রাইভেট ট্রান্সফার রিসিটের পরিমান 10% বৃদ্ধি পেয়ে হয়েছে 33.5 বিলিয়ন মার্কিন ডলার |

আর্জেন্টিনাপ্রেসিডেন্ট মাউরিসিও ম্যাক্রির  ভারত সফর
১৭-১৮ ফেব্রুয়ারি আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও ম্যাক্রি ভারত সফর করলেন | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে সাদর অভ্যর্থনা জানালেন | মাউরিসিও ম্যাক্রি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাত  করলেন | পরমানু প্রযুক্তি, মহাকাশ গবেধনা , অর্থনীতি, বানিজ্য, কৃষি, বিজ্ঞান, সংস্কৃতি ও পর্যটন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে | ভারত ও আর্জেন্টিনার মধ্যে ১০টি মউ/চুক্তি স্বাক্ষরিত হয়েছে |

চলচ্চিত্র পাইরেসি ও কপিরাইট লঙ্ঘন মোকাবিলায় সিনেমাটোগ্রাফ আইন, ১৯৫২-তে সংশোধন
একজনের বিল -  চলচ্চিত্রের পাইরেসির সমস্যা রোধ করতে ১৯৫২ সালের সিনেমাটোগ্রাফ আইনে সংশোধন আনতে একটি নতুন ধারা ৬এএ সংযোজন করা হয়েছে | এই নতুন ধারায় বলা হয়েছে, লেখকের লিখিত অনুমতি ছাড়া কেউ অডিও -ভিস্যুয়াল রেকর্ডের যন্ত্র ব্যবহার করে জেনেশুনে কোন চলচ্চিত্র বা চলচ্চিত্রের অংশ তৈরি কিংবা তা প্রদর্শন করতে পারবেন না |

একজনের রাজ্য বাজেট : বাংলা ফসল বিনা যোজনা প্রকল্প রাজের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং কেন্দ্রীয় সরকার প্রদেয় (২০শতাংশ) অংশও রাজ্য সরকারই মেটাবে |
পরিবেশ সহায়ক পরিবহন চালুর উদ্দেশ্যে ফেম ইন্ডিয়া প্রকল্পের আওতায় প্রায় ৮০টি নতুন     বিদ্যুৎচালিত বাস চালানো হবে |২০১৯সালের জুনের মধ্যেই তা চালু হবে |
জলধারা প্রকল্পের অধীনে ১০৫টিরও বেশি সুগঠিত ও অত্যাধুনিক যাত্রীবাহী নৌকা তৈরির কাজ চলছে |২০১৯ সালের মাঝামাঝি থেকে সেগুলি কাজে লাগানো যাবে বলে মনে করা হচেছ |
উত্তর ২৪ পরগনায় দেগঙ্গায় হানি হাব তৈরি হচেছ |

তুর্গার জন্য উপদেষ্টা নিয়োগের পথে রাজ্য
পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে রাজ্যের প্রস্তাবিত তুর্গা পাম্প স্টোরেজ জলবিদ্যুৎপ্রকল্পের জন্য ৫,০০০ কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) |কেন্দ্রীয় সরকারের অনুমোদনও মিলেছে |

প্রবাসী তীর্থ দর্শন যোজনা
২২জানুয়ারী নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ মোদী প্রবাসী তীর্থ দর্শন যোজনা চালু করলেন | এই প্রকল্পের আওতায় বিশ্বের বিভিন্ন দেশের সমস্ত প্রবাসী ভারতীয়রা বছরে ২ বার ভারতে সমস্ত ধর্মীয় স্থান দর্শন করতে পারবেন |এই  প্রকল্পের সুবিধা পেতে হলে ভারতীয় বংশোদ্ভূত হতে হবে এবং বয়স ৪৫-৬৫ বছরের মধ্যে হতে হবে |

আইআইটি রোপার ছবির প্রক্রিয়াকরণ ও জ্যামিতিক বিশ্লেষণের মাধ্যমে মুদ্রা নোটের চিহ্নিতকরণে অন্ধ মানুষদের সাহায্য করতে রোশনি নামে এনড্রয়েড এপপ চালু করল | বর্তমান বাজারে ১০, 20,৫০,১০০, ৫০০, ২০০০ নোট রয়েছে | এই নোটগুলির আকার ও র্স্প্শানুভূতি সংক্রান্ত কারণে এবং পুরাতন অন্ধ মানুষদের পক্ষে চিহ্নিতকরণ অসুবিধা হয় |এই এপপ নতুন এবং পুরাতন নোট সম্পর্কে অডিও ইনফরমেশন প্রদান করবে ফলে খুব সহজেই নোট চেনা যাবে |

১৫তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন
মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জগনাউত এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন | নরওয়ের পার্লামেন্টের সদস্য হিমাংশু গুলাটি বিশেষ অতিথি এবং নিউজিল্যান্ডের পার্লামেন্টের সদ্যস কানও য়াল্জিত সিং বক্সি সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন | এই সম্মেলনের এবারের থিম - Role of Indian Diaspora in building New India.

ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক বৈঠক
২২-২৫ জানুয়ারীসুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক বৈঠক অয়োজিত হল
বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট কাটিয়ে অর্থনীতিকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে এই বৈঠকে বিশদ আলোচনা হয়েছে |জার্মানির চ্যান্সেলর এঞ্জেল মর্কেল, জাপানের প্রধানমন্ত্রী শিনজো এবে, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট উলি মাউরের, ইতালির প্রধানমন্ত্রী গুসেপ্পে কন্টে, ইজারায়েলের বেঞ্জামিন নেতানিয়াহন-সহ ৩০টির বেশে দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারের প্রধান প্রতিনিধি, বিভিন্ন সংস্থার সিইও,সেন্ট্রাল ব্যাঙ্কের প্রধেনরা, অর্থনীতিবিদ, মিডিয়ার প্রধান প্রধান ব্যক্তিবর্গগণ এবং আইএম এফ, ডব্লুউটিও, ওইসিডি, বিশ্ব ব্যাঙ্কের মতো আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা -সহ ৩,০০০ -এর বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন |এবারের থিম-Globalization 4.0 :Shaping a Global Architecture in the Age of the Fourth Industrial Revolution.

ব্লুমার্গ ইনভেশেন ইনডেক্স-২০১৯
সম্প্রতি ব্লুবার্গ ইনভেশেন ইনডেক্স- ২০১৯ প্রকাশিত হল |দক্ষিণ কোরিয়া (স্কোর ৮৭.৩৮) শীর্ষস্থান রয়েছে | জার্মানি (স্কোর ৮৭.৩০) ও ফিনল্যান্ড(স্কোর ৮৫.৭০) যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে | ভারত ৫৪তম স্থানে রয়েছে | ভারতের স্কোর করেছে ৪৭.৯৩ |

"Dipa Karmakar : Thesmall Wonder"-
বিশ্বেশ্বর নন্দী, দিগবিজয় সিং দেও ও বিমল মোহন ২৪ জানুয়ারী মুম্বাইয়ে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচিন তেন্ডুলকর ভারতের আর্টিস্টিক জিমন্যাস্ট দীপা কর্মকারের জীবনী " Dipa Karmakar: The small wonder বইটি প্রকাশ করলেন | কোচ বিশ্বেশ্বর নন্দীর তত্ত্বাবধানে আগরতলার মেয়ে দীপা কর্মকার রিও অলিম্পিক ২০১৬তে ফাইনালে চতুর্থ হওয়ার পর কিভাবে পৃথিবী খ্যাত জিমন্যাস্টে পরিনত হয়েছে তা রয়েছে এই বইয়ে | এই বইটির লেখক হলেন বিশ্বেশ্বর নন্দী , দিগবিজয় সিং দেও ও বিমল মোহন |

Undaunted: Saving the Idea of India - পি চিদাম্বরম
৮ফেব্রয়ারি নতুন দিল্লির নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম প্রাক্তন  উপরাষ্ট্রপতি হামিদ আনসারি Undaunted: saving the Idea of India বইটিপ্রকাশ করলেন | বইটির লেখক হলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম | এই বইয়ে দেশের আশঙ্কার পরিস্থিতি এবং কিভাবে সাংবিধানিক মূল্য হুমকির সম্মুখীন হচেছ সেই বিষয়ে অনুচ্ছেদ সংকলন রয়েছে এই বইয়ে |

২১জানুয়ারী: মণিপুর,মেঘালয় ও ত্রিপুরার রাজ্য প্রতিষ্ঠা দিবস
২১জানুয়ারী মণিপুর , মেঘালয় ও ত্রিপুরা ৪৭তমরাজ্যপ্রতিষ্ঠা দিবস উদযাপন করল | ১৯৭২ সালের ২১ জানুয়ারী নর্থ ইস্টার্ন রিজিয়ন (রিঅর্গানাইজেশন)  এক্ট , ১৯৭২ এর অধীনে মণিপুর , মেঘালয় ও ত্রিপুয়া এই তিনটি রাজ্য পূর্ণ রাজের মর্যাদা পায় |

২৪জানুয়ারী :আন্তর্জাতিক শিক্ষা দিবস
২৪ জানুয়ারী বিশ্বজুড়ে আন্তর্জাতিক শিক্ষা দিবস উদযাপিত হল | শান্তি ও উন্নয়নে শিক্ষার মূল্যায়নকে তুলে ধরতে ২০১৮ সালের ৩ ডেসেম্বর ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসসেম্ব্লি ২৪ জানুয়ারকে আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত গ্রহন করেছে |

২৫জানুয়ারী : জাতীয়ভোটার দিবস
২৫ জানুয়ারী দেশজুড়ে জাতীয় ভোটার দিবস উদযাপন হল | ভোটার তালিকায় উপযুক্ত নাম নথিভুক্তকরণ আরো বাড়ানোর উদ্দেশে প্রতি বছর এই দিনটি পালন করা হয় | ১৯৫০ সালে ২৫ জানুয়ারী ভারতের নির্বাচন কমিশন গঠিত হয় | জাতীয় ভোটার দিবস নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবসকে স্মরন করা হয় | এবারের থিম -No voter to be left behind .

৩০ জানুয়ারী: জাতীয় শহিদ দিবস বা সর্বোদয়া দিবস
৩০ জানুয়ারী দেশজুড়ে জাতীয় শহিদ দিবস বা সর্বোদয়া দিবস উদযাপিত হল | পৃথিবী জন্য জলাভূমির গুরুত্ব ও অবদান সম্পর্কে জনসচেতনতা  করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয় | এবারের থিম - Wetlands and Climate Change.

৪ফেব্রুয়ারী : বিশ্ব ক্যান্সার দিবস
৪ফেব্রুয়ারী বিশ্বজুড়ে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপিত হল | সঠিক চিকিৎসরা মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পেতে এবং এই  রোগ সম্পর্কে জনসচেনতা বাড়াতে প্রতি বছর দিনটি পালন করা হয় | এবারের থিম -I am and I will.

৬ফেব্রুয়ারী : ইন্টারন্যাশনাল ডে অফ জিরো টলারেন্স ফর ফিমেল জেনিটাল মিউটিলেশন
৬ফেব্রুয়ারী বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল ডে অফ জিরো টলারেন্স ফর ফিমেল জেনিটাল মিউটিলেশন উদযাপিত | সংকৃতিক , ধর্মীয় বা অন্য কোনও চিকিৎসা বহির্ভূত কারণে মহিলাদের যৌন অঙ্গ - প্রত্যঙ্গ আংশিক বা পুরোপুরি অপসারণ প্রথার বিরুদ্ধে প্রচার চালাতে এবং জনসচেনতা বাড়াতে প্রতিবছর এই দিনটি পালন করা হয় | এবারের থিম - #EndGFM.

১০ফেব্রুয়ারী : বিশ্ব ডালশস্য দিবস
১০ ফেব্রুয়ারী বিশ্বজুড়ে প্রথম  বিশ্ব ডালশস্য দিবস উদযাপিত  হল |স্থায়ীখাদ্য উত্পাদন এবং খাদ্য নিরাপত্তা ও পুষ্টিগত দিক থেকে ডালশস্যর গুরুত্ব তুলে ধরতে এই দিনটি পালন করার উদ্যগ নেওয়া হয়েছে |

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এর নতুন ন্যাভাল এয়ার বেস আইএনএস কোহাসা :
২৪ জানুয়ারী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিগলিপুরে নৌসেন প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা আইএনএস কোহাসা নামে নতুন ন্যাভাল এয়ার বেসের উদ্ধোধন করলেন |এটি প্রতিরক্ষা এবং অসামরিক এয়ার ত্রাফটের জন্য ব্যবহার করা হবে |এটি স্বতন্ত কেন্দ্র হিসাবে কাজ করবে এবং দর্নিয়ারের মত ছোট এয়ারত্তাফ্ত হেলিকপ্টার অপারেশন নিয়ন্ত্রণ করবে |

দুর্যোগ ত্রাণ মহড়া রাহাত
১১-১২ ফেব্রুয়ারী রাজস্থানের আলওয়ার জয়পুর ও কোটায় দুর্যোগ ত্রাণ মহড়া রাহাত আয়োজিত হল | ভারতীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে জয়পুরে সপ্ত শক্তি কমান্ড যৌথ মানবিতেষি সহায়তা ও দুর্যোগ ত্রাণ মহড়া রাহাতের আয়োজন করেছিল | সশস্ত্র বাহিনী , ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট রেসপন্স মেকানিজম , স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অফ রাজস্থান এবং ডিস্ট্রিক এলএমএ এই মহড়ায় অংশগ্রহণ করেছিল |

ভারতীয় বায়ু সেনাবাহিনীতে চিনুক হেলিকপ্টার
ভারতীয় বায়ু সেনাবাহিনীতে চিনুক মিলিটারি হেলিকপ্টার অন্তর্ভুক্ত হতে চলেছে | আমেরিকান অ্যারোস্পেস বোয়িং এই হেলিকপ্টার করা হয় | ৪টি চিনুক মিলিটারি হেলিকপ্টার প্রথম ব্যাচ গুজরাটের মুন্দ্রা বন্দরে পৌছেগেছে |

Saab এবং AAI
২৩ জানুয়ারী ইউডিএএন রিজিওন্যাল কানেক্টিভিটি স্কিমের অধীনে বিমানবন্দরে রক্ষনাবেক্ষণ এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের উন্নয়নে AAI(Airports Authority of India) এবং সুইডিশ অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স কোম্পানি (Saab) মউ স্বাক্ষর করল |

ম্যাসিডোনিয়া এবং ন্যাটো
৬ ফেব্রুয়ারী ন্যাটো মিলিটারি অ্যালায়েন্সের ৩০ তম সদ্যস হবার জন্য ম্যাসিডোনিয়া ন্যাটোর  চুক্তি স্বাক্ষর করল |

সিকিমে১২০বছরপর ছোট কাষ্ঠবাদামিরঙের প্রজাপতি
১৬জানুয়ারী কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ব্খিমে ছোট কাষ্ঠবাদামি রঙের প্রজাপতিআবিষ্কার করলেন সিকিমের গবেষকরা |  ১২০ বছর আগে এই প্রজাপতির সন্ধান পাওয়া গিয়েছিল |  ১৮৮৭ সালে ডি নিকেবিলে নামে একজন বিজ্ঞানী সিকিমে প্রথম ছোট কাষ্ঠবাদামি রঙের এই প্রজাতির প্রজাপতি আবিষ্কার করেছিলেন |  এই প্রজাতির প্রজাপতিটির বৈজ্ঞানিক নাম Lethe nicetella.  Lethe গোষ্ঠীর ক্ষুদ্রতম সদ্যস হল এই প্রজাপতি | এর ডানা প্রায় ৫০ মিলিটারির পর্যন্ত লম্বা হয় |

একটি নতুন বামন গ্যালাস্কি বেডিন-1
হাবল স্পেস টেলিস্কোপ মহাজাগতিক পরিবেশের বেডিন -1নামে একটি নতুন বামল গ্যালাস্কিআবিষ্কার করলেন |

বিশ্বের দীর্ঘতম থ্রিডি প্রিন্টেড কংক্রিট ব্রিজ চীনে
২২ জানুয়ারী চীনে  বিশ্বের দীর্ঘতম থ্রিডি প্রিন্টেড কংক্রিট ব্রিজ চীনে চালু হল | এই ব্রিজটি সাংহাইয়ে  ওয়েনজাওব্যাং নদীতে অবস্থিত | চিনের সিংহুয়া ইউনিভাসিটি প্রফেসর জাই ওয়েগুয় এই ব্রিজটির নকশা  করা হয় | এই ব্রিজটি ২৬.৩ মিটার লম্বা এবং ৩.৬ মিটার চওড়া |

উত্তরপ্রদেশে বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে
২৯ জানুয়ারী উত্তরপ্রদেশ সরকার পশ্চিম উত্তরপ্রদেশের সঙ্গে প্রয়াগরাজের সংযোগ স্থাপনে মিরাট ও প্রয়াগরাজের মধ্যে বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে নির্মান করার অনুমোদন দিল | এই এক্সপ্রেসওয়েটির নাম দেওয়া হয়েছে গঙ্গা এক্সপ্রেসওয়ে | এই এক্স প্রেসওয়েটির লম্বা হবে ৬০০ কিলোমিটার | গঙ্গা এক্সপ্রেসওয়ে মীরাট থেকে শুরু হয়ে অমরোহা - বুলন্দশহর - বদায়ুন- শাহজাহান-কন্নৌজ - উন্নাও রায়বেরেলি - প্রতাপগড় হয়ে প্রয়াগরাজে শেষ হবে |এই এক্সপ্রেসওয়ে নির্মান ব্যয় হবে প্রায় ৩৬,০০০ কোটি টাকা |

সাউথ এশিয়ান নাইট্রোজেন হাব
ব্রিটিশ সরকার ভারত এবং দক্ষিণ এশিয়ার নাইট্রোজেন দুষন  পরীক্ষানিরীক্ষা করেতে সাউথ এশিয়ান নাইট্রোজেন হাব নামে একটি গবেষণাপ্রকল্প চালু করার কথা ঘোষনা করল |ভারত, পাকিস্তান ,বাংলাদেশ,নেপাল , আফগানিস্তান ,শ্রীলঙ্কা,ভুটান ও মালদ্বীপে নাইট্রোজেন দুষণ বিশেষ করে কৃষি ক্ষেত্রে নাইট্রোজেন দুষনে পরীক্ষানিরীক্ষা চালানো হবে এই প্রোজেক্তের মাধ্যমে |

সিওপি-১৩এর ম্যাসকট  গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড
ইউনাইতেড নেশনস কনভেনশনের ১৩তম কনফারেন্স অফ পার্টিজের জন্য পরিযায়ী প্রজাতির  সংরক্ষণে কেন্দ্রীয় সরকার গ্রেটইন্ডিয়ান বাস্তার্দকে ম্যাসকট হিসাবে ঘোষণা করল | আগামী বছরে গুজরাতে  ইউনাইটেড নেশনস কনভেনশনের এই সিওপি -১৩ আয়োজিত হবে |

রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে প্রথম পাঁচে উখ্ত্ক্রশ বাংলা
পশ্চিমবঙ্গের উত্র্ক্রশ বাংলা প্রকল্প রাষ্ট্রসঙ্ঘের চ্যাম্পিয়ন প্রজেক্টের শিরোপা পেল | ক্যাপাসিটি বিল্ডিং বা দক্ষতা বৃদ্ধি বিভাগে গোটা বিশ্বের ১৪৩ টি প্রকল্পের মধ্যে সেরা পাঁচে ঠাই পেয়ে ফাইনাল পর্বে উঠেছে উত্খ্ক্রশ বাংলা |

ভারতরত্ন পুরস্কার -২০১৯
কেন্দ্রীয় সরকার ২০১৯ সালের ভারতরত্ন পুরস্কারের জন্য ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রবণ মুখোপাধ্যায় ,প্রবাদপ্রতিম সংগীতশিল্পী ভুপেন হাজারিকা এবং বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষাবিদ নানাজি দেশমুখের নাম ঘোষণা করেছে | উপরিউক্ত ৩ জনের মধ্যে ভুপেন হাজারিকা ও নানাজি দেশ্মুখ্কে মরনোত্তর এই সমানে ভুষিত করা হতে চলেছে |এই পুরস্কারে সম্মানে স্বরূপ রাষ্ট্রপতির স্বাক্ষর সম্বলিত একটি সনদ  এবং অশ্বত্থ পাতার আকৃতি বিশিস্ট একটি পদক দেওয়া হয় |  ১৯৫৪সালের ২ জানুয়ারী প্রথম এই পুরস্কার প্রদান করা হয়েছিল

লিজিয়ন ডি অনার
৬ ফেব্রুয়ারী ফ্রান্সের সর্বশ্রেষ্ঠ অসামরিক সম্মান লিজিয়ন ডি অনারে ভুষিত হলেন পশ্চিমবঙ্গ যাজকদের প্রধান ফাদার ফ্রাসোয়া ল্যাবোর্দি | এদিন ফ্রান্সের হয়ে তার হাতে পুরস্কার তুলে দেন ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত আলেক্জান্দ্রে জেগলার | তিনি ফরাসি বংসদ্ভুত ভারতীয় নাগরিক | তিনি হাওড়া সাউথ পয়েন্ট সংস্থা প্রতিষ্ঠা করে জাতি -ধর্ম -বর্ণ নির্বিশেষে সমস্ত অসামান্য প্রতিভার শিশুদের উন্নয়নকল্পে দীর্ঘদিন কাজ করেছেন |
পদ্ম পুরস্কার
বুধাদিত্য মুখার্জি   -যন্ত্রসংগীত (সেতার) -পশ্চিমবঙ্গে  -পদ্মভুষন
ইসমাইল ওমর গুয়েল্লে (প্রবাসী) - পাবলিক অ্যাফেয়ার্স - জিবৌতি - পদ্মবিভুষণ
মাম্মেন চান্দি - রক্তবিজ্ঞান-চিকিৎসা - পশ্চিমবঙ্গ - পদ্মশ্রী
স্বপন চৌধুরী  - যন্ত্রসংগীত (তবলা ) পশ্চিমবঙ্গ  - পদ্মশ্রী

৭৩ তম বাফটা অ্যাও য়ার্দ্স
১০ ফেব্রুয়ারী ইংল্যান্ডের রয়্যাল অ্যালবার্ট হলে অনুষ্ঠিত হয়ে গেলে ৭২ তম বাফটা (BAFTA) অ্যাও য়ার্দ্স প্রদানের অনুষ্ঠান | ২০১৮ সালের আন্তর্জাতিক মানের বিভিন্ন চলচ্চিত্রগুলিকে বিচার করে বিভিন্ন বিভাগেপুরস্কার করা হল | এই পুরস্কার প্রদান করে থাকে ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড  টেলিভিশন আর্টস (BAFTA) | এবারের দ্য ফেবারিট চলচ্চিত্রটি সবচেয়ে বেশি (১২টি ) বিভাগ মানোন্নয়ন পেয়েছিল এবং সবচেয়ে বেশি বিভাগ পুরস্কার হয়েছে দ্য ফেবারিট চলচ্চিত্রটি | নিচে এবারের পুরস্কারের সম্পুর্ণ তালিকা দেওয়া হল --
রোমা--প্রাপক / প্রাপিকা
চলচ্চিত্র এর নাম---রোমা(শ্রেষ্ঠ পরিচালক ), দ্য ফেবারিট(শ্রেষ্ঠ অভিনেত্রী ) , দ্য ফেবারিট (শ্রেষ্ঠ অরিজনাল স্কিন প্লে ), রোমা(শ্রেষ্ঠ সিনেমাতোগ্রাফিক ), রোমা(শ্রেষ্ঠ বিদেশী চলচ্চিত্র ) |

৯১ তম অ্যাকাডেমি  (অস্কার) পুরস্কার
শ্রেষ্ঠ চলচ্চিত্র --গ্রিন বুক
শ্রেষ্ঠ পরিচালক -- আলফনসো  কুয়ারন -- রোমা
শ্রেষ্ঠ অভিনেতা --রেমি মালেক --বোহেমিয়ান রেপসোদি
শ্রেষ্ঠ অভিনেত্রী --অলিভিয়া কোলম্যান --দ্য ফেবারিট
শ্রেষ্ঠ সহঅভিনেতা -- রেজিনা কিং -- ইফ বিয়েল স্ট্রিট কুড টক
শ্রেষ্ঠ অ্যানিমেটেড চলচ্চিত্র ( ফিচার ) --স্পাইডারম্যান : ইন টু দ্য স্পাইডার -ভার্স
শ্রেষ্ঠ বিদেশী চলচ্চিত্র --রোমা (মেক্সিকো )

পি ভি সিন্দু -- পিএন বি মেটলাইফ জীবনবীমা সংস্থার বিপণন দূত :
1 ফেব্রুয়ারী পিএনবি মেটলাইফ জীবনবীমা সংস্থার বিপণন দূত হিসাবে নিযুক্ত হলেন ভারতের কিংবদন্তি ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু |অলিম্পিক গেমসে রুপোজয়ী খেলোয়াড় পিএনবি মেটলাইফ জীবনবীমা সংক্তান্ত বিভিন্ন প্রচারাভিযান কর্মসূচিতে অংশগ্রহন করবেন |

ঋষিকুমার শুক্লা --CBI -এর ডিরেক্টর : ২ফেব্রুয়ারীসেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এর ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন ঋষিকুমার শুক্লা | ভারতের প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ,লোকসভার বিরোধী দলনেতা -সহ অন্যান্য সদস্যদের নিয়ে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন নিয়োগ কমিটি ঋষিকুমার শুক্লাকে সিবিআই ডিরেক্টর হিসাবে বেছে নিয়েছে | ১৯৮৩ সালের ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের এই আইপিএস অফিসার এই পদে নিযুক্ত হওয়ায় পূর্বে মধ্যপ্রদেশ পুলিশ হাউজিং -এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত ছিলেন | প্রসঙ্গত উল্লেখ্য , তিনি সিবিআইয়ের ডিরেক্টর হিসাবে পূর্ববর্তী পদাধিকারী আলোক বর্মার স্থলাভিষিক্ত হলেন |

মেরি কম --পুমা র বিপণন দূত :
১৮ ফেব্রুয়ারী ক্রীড়া সরঞ্জাম ও লাইফস্টাইল ব্র্যান্ড প্রস্তুতকারক জার্মান কোম্পানি পুমা র বিপণন দূত হিসাবে নিযুক্ত হলেন ভারতের কিংবদন্তি মহিলা বক্সার এম সি মেরি কম |ওই সংস্থার বিভিন্ন দ্রব্যের বিপণন সংক্তান্ত প্রচারাভিযান তিনি অংশগ্রহন করবেন |

ডি কে জৈন --বিসিসিআই -এর ওম্বাডসম্যান
২১ ফেব্রুয়ারী বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) এর প্রথম ওম্বাডসম্যান হিসাবে নিযুক্ত হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডি কে জৈন |তিনি ক্রীড়া ক্ষেত্রে আর্থিক কিংবা প্রশাসনিক কোনো সমস্যা দেখা দিলে তার সমাধান করতে পারবেন | সুপ্রিম কোর্টের বিচারপতি এস এ ববদি এবং এ এম সাফরের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ডি কে জৈনকে  এই পদে নিযুক্ত করেছেন |

সুমন কুমারী -- পাকিস্তানের দেওয়ানি কোর্টের মহিলা বিচারপতি :
২৯ জানুয়ারী পাকিস্তানের দেওয়ানি কোর্টের প্রথম হিন্দু মহিলা  বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন সুমন কুমারী | তিনি সিন্ধু প্রদেশের কাম্বার সাদাদকোর্টের বাসিন্দা | তিনি হায়দ্রাবাদ থেকে আইনে এলএলবি  ডিগ্রি লাভ করার পর করাচি জাবিস্ত ইউনিভাসিটি থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন | প্রসঙ্গত উল্লখ্য , পাকিস্তানের প্রথম পুরুষ হিন্দু বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন রানা ভগবান দাস (২০০৫-২০০৭) |

বিবিধ
কেন্দ্রীয় যুবকল্যান ও ক্রীড়া মন্তকের অধীনস্থ এগজিকিউটিভ কমিটি আসন্ন ২০২২ সালের ন্যাশনাল গেমসের ম্যাসকট হিসাবে মেখলা চিতাকে (Clouded Leopard ) নির্বাচন করেছ | প্রসঙ্গত উল্লেখ্য , ২০২২ সালের ন্যাশনাল গেমস মেঘালয়ে অনুষ্ঠিত হবে |

মিশরের রাষ্ট্রপতি আবদেল -ফতেহ অল সিসি আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন
হিমালয়ান অঞ্চলে আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাস দেওয়ার জন্য সম্প্রতি কোথায় হিমালয়ান ক্লাউড অবজারভেটরি গড়ে উঠল ?
তেহরি জেলা, উত্তরাখণ্ড |

21 জানুয়ারী, 2019:
PWC সংস্থার রিপোর্ট অনুযায়ী 2019 সালে ব্রিটিশ যুক্তরাজ্যকে অতিক্রম করে ভারত বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে | 2019 সালে ভারতের GDP বৃদ্ধির মাত্রা 7.6% যেখনে ব্রিটিশ যুক্তরাজ্য ও ফ্রান্সের যথাক্রমে 1.6% ও 1.7% |

21জানুয়ারী, 2019 :
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযাই নেপালে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে 200, 500, ও 2,000 টাকার ভারতীয় নোট নিষিদ্ধ ঘোষণা করা হল | শুধুমাত্র 100 টাকার ভারতীয় নোট নেপালে বৈধ | এর ফলে ভারতীয় পর্যটকরা প্রভূত অসুবিধার সম্মুখীন হতে পারেন |

29জানুয়ারী , 2019 :
কৃষকদের দুর্গতি দূর করতে ভারতীয় স্টেট ব্যাংক তাদের Ecowrap রিপোর্ট Universal Basic Income (UBI) -র পরিবর্তে শর্তনিরপেক্ষ ক্যাশ বিতরণের সুপারিশ করল |

3ফেব্রুয়ারী, 2019 :
সংযুক্ত আরব আমিরশাহি ও সৌদি আরব যৌথভাবে 'Aber' নামক একটি কারেন্সি চালু করল | দুই দেশের মধ্যে ব্লকচেনের মাধ্যমে অর্থিক লেনদেন সম্পন্ন করার জন্য এই কারেন্সি ব্যবহৃত হবে |

অর্থনীতি -:
World Steel Report অনুযায়ী ভারত  কোন দেশকে ছাপিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টিল উত্পাদ্ন্কারিতে পরিণত হল ?  (জাপান )
কোন প্রতিষ্ঠান 'The Outbreak Readiness and Business Impact' রিপোর্ট প্রকাশ করল ?   (WEF)


nandosir

I am a civil services teacher. I teach online / offline for UPSC CSE / WBCS

Post a Comment (0)
Previous Post Next Post