এসবিআই জেনারেল ইন্সিয়োরেন্সের ‘সাইবার ডিফেন্স ইন্সিয়োরেন্স’
22 এপ্রিল এসবিআই জেনারেল ইন্সিয়োরেন্সের সাইবার ডিফেন্স ইন্সিয়োরেন্স
চালু করল| সাইবার আক্রমনের ফলে ক্ষতিগ্রস্ত আর্থিক লেনদেনগুলির সুরক্ষা প্রদানের
জন্য সাইবার ডিফেন্স ইন্সিয়োরেন্স চালু করা হয়েছে| এই ইন্সিয়োরেন্স বিভিন্ন ধরনের
সাইবার হুমকি যেমন হ্যাকিং, পরিচয় প্রতারনা, সংবেদনশীল তথ্য প্রকাশ, লেনদেনের
প্রতিবন্ধকতায় সুরক্ষা প্রদান করবে|
এইচডিএফসি ইআরজিও জেনারেল ইন্সিয়োরেন্স কোম্পানি ‘মসকুইটো ডিজিজ প্রোটেকশন
পলিসি’
এইচডিএফসি ইআরজিও জেনারেল ইন্সিয়োরেন্স কোম্পানি ‘মসকুইটো ডিজিজ প্রোটেকশন
পলিসি’চালু করল| মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জাপানি
এনকেফেলাইটিস, কালাজ্বর, লিম্ফ্যাটিক ফিলারিআসিস, জিকা প্রভৃতি থেকে সুরক্ষা
প্রদান করার জন্য এই উদ্যেগ চালু করা হয়েছে|
লোকপাল ওয়েবসাইটের সূচনা
16 মে লোকপাল ওয়েবসাইটের সূচনা হয়েছে| লোকপাল কমিটি সমস্ত সদস্যদের
উপস্থিতিতে ওয়েবসাইটের আনুষ্ঠানিক সূচনা করেন লোকপাল প্রতিষ্ঠানের চেয়ারপার্সন
বিচারপতি পিনাকিচন্দ্র ঘোষ|
বেজিংয়ে দ্বিতীয় ‘বেল্ট অ্যান্ড রোড ফোরাম’
25-27 এপ্রিল চিনের বেজিংয়ে দ্বিতীয় ‘বেল্ট অ্যান্ড রোড ফোরাম’ আয়োজিত
হল| চিনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্য এই সম্মেলন ‘স্টকটেকিং এক্সারসাইজ’
হিসাবে কাজ করবে| চিনের রাষ্ট্রপতি জাই জিংপিং এই সম্মেলনের সভাপতিত্ব করলেন| 126টি
দেশ ও 29টি আন্তর্জাতিক সংস্থা এই সম্মেলনে অংশগ্রহন করেছিলেন| ভারত প্রথমবারের
মতো এইবারের সম্মেলনেও অংশগ্রহন করেননি|
ডব্লিউটিও-র উন্নয়নশীল দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক
13-14 মে নতুন দিল্লিতে ডব্লিউটিও(world trade organization)-র উন্নয়নশীল দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন
করেন|
মহাসাগর সম্মেলন- 2020
2020 সালের 2 থেকে 6 জুন পর্তুগালের লিসবনে মহাসাগর সম্মেলন-2020
আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করল ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি| এবারের থিম- ‘scaling
up ocean based on science and innovation for the implementation of গাল 14:
stocktaking partnership and solutions’.
ভারত-ফ্রান্সের যৌথ নৌমহড়া বরুণ- 2019
1-10 মে গোয়া উপকূলে ভারত ও ফ্রান্সের যৌথ নৌমহড়া ‘বরুণ- 2019’ আয়োজিত
হল|
দক্ষিন চীন সাগরে ‘গ্রুপ সেল’ নৌসেনা মহড়া
3-9 মে দক্ষিন চীন সাগরে ‘গ্রুপ সেল’ নৌসেনা মহড়া আয়োজিত হল| মার্কিন
যুক্তরাষ্ট্র, জাপান, ফিলিপিন্স এবং ভারত এই মহড়ায় অংশ গ্রহন করেছিলেন|
23 এপ্রিল: ইংরাজি ভাষা দিবস
23 এপ্রিল ইংরাজি ভাষা দিবস উদযাপিত হল| উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম ও
মৃত্যু দিবসসরন করে প্রতি বছর এই দিনটি পালন করা হয়|
24 এপ্রিল: জাতীয় পঞ্চায়েতিরাজ দিবস|
29 এপ্রিল: আন্তর্জাতিক নৃত্য দিবস
29 এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত হল|
1 মে: আন্তর্জাতিক শ্রমিক দিবস
1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হল|
3 মে: ওয়ার্ন্ড প্রেস ফ্রিডম ডে
1993 সালে রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলি 3 মে ওয়ার্ন্ড প্রেস
ফ্রিডম ডে হিসাবে ঘোষনা করে|
6-12 মে: রাষ্ট্রসংঘের বিশ্বব্যাপী সড়ক নিরাপত্তা সপ্তাহ
WHO(World Health Organization)'গ্লোবল স্ট্যাটাস রিপোর্ট অন রোড
সেফটি’ প্রকাশ করল| এছাড়া SaveLives-# SpeakUp’ অভিযান চালু করা হয়|
17 মে: বিশ্ব হাইপারটেনশন দিবস
এবারের থিম- Know Your Numbers’.
18 মে: আন্তর্জাতিক জাদুঘর দিবস
18 মে আন্তর্জাতিক জাদুঘর দিবস উদযাপিত হল| সামাজিক উন্নয়নে জাদুঘরের
গুরত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়|
20 মে: বিশ্ব পরিমাপ বিজ্ঞান দিবস
20 মে বিশ্ব পরিমাপ বিজ্ঞান দিবস উদযাপিত হয়| মিটার কনভেনশনের
স্বাক্ষরের বিষয়টি স্মরন করে প্রতি বছর এই দিনটি পালন করা হয়| 1875 সালে 20 মে
মিটার কনভেনশন আয়োজিত হয়েছিল| এবারের থিম- “The International System of Units Fundamentally
better”.
মালয়িতে বিশ্বের প্রথম ম্যালেরিয়ার টিকা
মালয়িতে বিশ্বের প্রথম ম্যালেরিয়ার টিকা RTS চালু হল|
S আবার Mosquirix নামে পরিচিত|
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আফ্রিকার যে তিনটি দেশকে পাইলট প্রোগ্রাম
হিসাবে বেছে নিয়েছে সেগুলি হল- মালয়ি, ঘানা, কেনিয়া|
1987 সালে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল সংস্থা GlaxoSmithKline(GSK)এই
ভ্যাকসিন তৈরী করেছে|
এই পাইলট প্রজেক্টের লক্ষ্য হল তিনটি দেশে প্রতি বছর 3 লক্ষ্য 60
হাজার শিশুকে টিকা দেওয়া|
মালয়িতে 5 মাস থেকে 2 বছর বয়সি শিশুদের এই টিকা দেওয়া হচ্ছে|
বিশ্বের প্রথম ভাসমান পরমানু কেন্দ্রের সফল পরীক্ষা
রাশিয়া সফলভাবে বিশ্বের প্রথম ভাসমান পরমানু কেন্দ্রের সফল পরীক্ষা
সম্পন্ন করল|
এই পরমানু কেন্দ্রটির নাম ‘Akademik Lomonosov’.
এই পরমানু কেন্দ্রটির ক্ষমতা 70 মেগাওয়াট|
আইআইটি বোম্বেতে তৈরী হল ‘অজিত’ মাইক্রোপ্রসেসর
আইআইটি(Indian Institute of Technology)বোম্বের একদল গবেষক এবং
প্রসেসর মানব দেশাই সম্পুর্ন দেশীয়ভাবে তৈরী করলেন ‘অজিত’ নামে বিশ্বের
মাইক্রোপ্রসেসর|
এই মাইক্রোপ্রসেসর চিপটি তৈরী হয়েছে চন্ডিগড়ের সেমি কন্ডাক্টর
ল্যাবরেটরিতে|
ইসরোর রাডার ইমেজিং স্যাটেলাইট RISAT 2BR1
22 মে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ইসরো(ISRO- Indian Space
Research Oraganisation)আধুনিক রাডার ইমেজিং ও যে কোনো ধরনের প্রাথমিক নিরীক্ষনে
সক্ষম ‘RISAT 2BR1’ স্যাটেলাইট উত্ক্ষেপণ করল|
PSLV-C46 করে এই স্যাটেলাইটটি উত্ক্ষেপণ করা হয়ছে|
তৃতীয় সংস্থা হিসেবে মাইক্রোসফটের মূল্য 1 ট্রিলিয়ন মার্কিন ডলার
আইওসি-কে টপকে দেশের সর্ববৃহত সংস্থা রিলায়্যান্স
সংযুক্ত আরব আমিরশাহীর ইতিহাদ এয়ারওয়েজের প্লাস্টিক মুক্ত উড়ান
22 এপ্রিল সংযুক্ত আরব আমিরশাহীর ইতিহাদ এয়ারওয়েজের উপসাগরীয় অঞ্চলে
প্রথম বৃহত এয়ারলাইন হিসেবে প্লাস্টিক মুক্ত উড়ান সম্পন্ন করল| এই উড়ানে কোনোভাবেই
সিঙ্গেল-ইউজ অর্থাৎ একবারের ব্যবহার যোগ্য প্লাস্টিক ব্যবহার করা হয়নি|
ভারতীয় স্টেট ব্যাঙ্কের প্রথম ‘গ্রিন কার লোন’
22 এপ্রিল বসুন্ধরা দিবস উপলক্ষ্যে ভারতীয় স্টেট ব্যাঙ্ক দেশের প্রথম ‘গ্রিন
কার লোন’(বৈদ্যুতিক যানবাহন)চালু করল|
24 বার এভারেস্টে উঠে বিশ্বরেকর্ড কামি রিটার
21 মে ভারতীয় সময় সকাল 6টা 38 মিনিট তিনি 24তম বারের জন্য এভারেস্ট
শৃঙ্গে উঠলেন| সেভেন সামিট ট্রেকসের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ভারতীয় দলের
গাইড হিসেবে এদিন তিনি 24তম বারের জন্য এভারেস্ট শৃঙ্গে উঠেছেন|
ভোলোদিমির ওলেকসান্দ্রোভিচ জেলেনস্কি- ইউক্রেন-এর রাষ্ট্রপতি
জেনারেল টড ডি ওয়াল্টার্স –ন্যাটোর সুপ্রিম অ্যালায়েড কমান্ডার ইউরোপ
লরেন্টিনো কোর্টিজো –পানামার রাষ্ট্রপতি
দিয়া মির্জা এবং জ্যাক মা- জাতিসংঘের নতুন প্রচারক
10 মে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ডকে(SDGs)বাস্তবায়িত করার স্বীকৃতি
স্বরূপ জাতিসংঘ 17 জন নতুন প্রচারক নিযুক্ত করেছে| এই তালিকায় ভারতের বলিউড
অভিনেত্রী দিয়া মির্জা এবং আলিবাবা গ্রূপের প্রধান জ্যাক মা রয়েছেন|
স্কট মরিসন- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট দলের মর্যাদা পেল ইউএসএ
30 এপ্রিল, 2019:
ফিচ রেটিং অনুযায়ী এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক হল
প্রথম কেন্দ্রীয় ব্যাঙ্ক যে সুদ সরলীকরন ব্যবস্থা গ্রহন করল|
1 মে, 2019
BuyUcoin প্রথম ভারতীয় সংস্থা হিসেবে হোলসেল ক্রিপ্তকারেন্সি ট্রেডিং
চালু করল| ‘Free Trading Model’ এর উপর বিষয়টি কাজ করে| ফলস্বরূপ, এটি যেকোনো
ট্রেডিং-এর উপর কোনো চার্জ ধার্য করে না|
2 মে, 2019
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক ও নাবার্ডের সম্পুর্ন
স্বত্ব যথাক্রমে 1450 কোটি ও 20 কোটি টাকার বিনিময়ে কেন্দ্রীয় সরকারকে হস্তান্তর
করল|
13 মে, 2019
মাইক্রোসফট সংস্থাটি তাদের নিজস্ব ব্লকচেন ভিত্তিক পরিষেবা চালু করল
যার নাম Azure Block Chain Service. ফোরাম সংস্থাটি এক্ষেত্রে মাইক্রোসফটকে সহায়তা
করবে|
ব্যাঙ্কিং: কোন ব্যাঙ্ক গোআইবিবোর সহযোগিতায় মাল্টিকারেন্সি কার্ড
চালু করল? (ICICI Bank)
ব্যবসা-বানিজ্য : ভারতের কোন রাজ্য প্রথম বিশ্বের বাজারে মশালা বন্ডে বিনিয়োগ
করল? (কেরল)
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের ফরেন
এক্সচেঞ্জ রিজার্ভ কত বৃদ্ধি পেল? (4.368 বিলিয়ন মার্কিন ডলার)
14তম বার্ষিক ভারত-চীন সীমান্ত বানিজ্য কোথায় আয়োজিত হল? (নাথুলা)
Thank you sir
ReplyDeleteSir khub vlo.....
ReplyDeleteAmi 2018 theke dekh6i....
Sir tobe pdf link share korle vlo hoy.....
Can you give in English....
ReplyDeleteHelp full
ReplyDeleteSir, pdf আকারে দিলে খুব সুবিধা হয়।
ReplyDeleteসব পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগে।
সামনে psc clerk, mislenious পরীক্ষার জন্য কারেন্ট affairs কি, কতটুকু পড়বো, একটু বলে দেবেন pls
This comment has been removed by the author.
Deleteধন্যবাদ স্যার
ReplyDeletePrevious month's er gulo ki vabe pabo
ReplyDeleteBank officer vs wbcs gr c: better job in one word please.
ReplyDeletesir জুন মাসের আচিভার্স এ আরো অনেক ভালো কারেন্ট প্রশ্ন আছে সেগুলি দিন,ভালো থাকবেন,ধন্যবাদ
ReplyDeletethank u
ReplyDeleteSir darun.
ReplyDeleteThank you sir
ReplyDeleteThanks a lot
ReplyDeleteThanks sir
ReplyDeleteSir জানুয়ারীর সংখ্যা দিলে ভালো হয়।
ReplyDeleteSir thank you
ReplyDeleteSir জানুয়ারীর সংখ্যা টা দিলে ভালো হয়।
ReplyDeleteThank you sir
ReplyDeleteThank You sir
ReplyDeleteJANUARY AND MAY UPLOAD KORUN
ReplyDelete