17তম লোকসভার অধ্যক্ষ নিযুক্ত হলেন ওম বিড়লা
কলম্বোতে ইন্ডিয়া হাউসের প্রবাসী ভারতীয় জনগোষ্ঠির সঙ্গে সাক্ষাত
করলেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃর করার জন্য তাদের অবদান তুলে ধরলেন|
নরেন্দ্র মোদী শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি ও দলনেতা মহিন্দা
রাজাপক্ষের সঙ্গে সাক্ষাত করলেন এবং আলোচনা করলেন|
স্বেচ্ছায় আধার দেওয়ার
আইনের অনুমোদন
একনজরে এই সংশোধনী: আধার নম্বর যার আছে, তাঁর অনুমতি সাপেক্ষে এটি
যাচাই করা যেতে পারে|
প্রকৃত আধার নম্বর গোপন রাখতে 12 সংখ্যার আধার নম্বর এবং এর বিকল্প
ভার্চুয়াল পরিচিতি ব্যবহার করা যাবে|
কোনো শিশুর আধার নম্বর থাকলে 18 বছর বয়সের পর সেই আধার নম্বর বাতিল
করার সুযোগ থাকবে|
একমাত্র সংসধে পাশ হওয়া কোনো আইন বা দেশের স্বার্থে কেন্দ্রীয় সরকারের
কোনো নির্দেশসাপেক্ষে একমাত্র পরিচয় যাচাই করা যাবে|
কেওয়াইসি-র জন্য স্বেচ্ছায় আধার নম্বর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে
এই বিলে|
কোনো বেসরকারী প্রতিষ্ঠান আধার দিতে বাধ্য করতে পারবেন না|
আধার নম্বর না দেওয়ার জন্য কোনোরকম পরিষেবা প্রদান থেকে বিরত রাখা
যাবে না|
এই বিলের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ফান্ড প্রতিষ্ঠার
সংস্থান আছে|
আধার আইন লংঘন এবং সেই সংক্তান্ত আবেদনের ক্ষেত্রে আইনি ব্যবস্থার
সংস্থানও আছে এই বিলে|
রাজ্যে এবার ইপিওএস বাধ্যতামুলক রেশন: এবার রেশন ডিলারদের মধ্যে স্বচ্ছতা আনতে
উঠে পড়ে লাগল রাজ্য খাদ্য দফতর প্রথম ধাপ হিসাবে রেশন ডিলারদের ইপিওএস(ইলেকট্রনিক
পয়েন্ট অফ সেল)যন্ত্র ব্যবহারে বাধ্যতামুলক করা হল| পর্যায়ক্রমে রাজ্যের সর্বত্র
এই যন্ত্র ব্যবহার করে ডিলাররা গ্রাহকদের সঙ্গে লেনদেনের হিসাব রাখবেন| আগামী দু’মাসের
মধ্যে সারা রাজ্যে এই যন্ত্রের ব্যবহার চালু হয়ে যাবে| ইপিওএস যন্ত্র ব্যবহারের শর্ত
জাতীয় খাদ্য সুরক্ষা আইনে রয়েছে|
সংযুক্ত আরব আমিরশাহির ‘গোল্ডেন কার্ড’ : সংযুক্ত আরব আমিরশাহির ‘গোল্ডেন কার্ড’
নামে একটি স্থায়ী প্রকল্প চালু করল| ধনী বিনিয়োগকারী এবং শিল্পী, ছাত্র-ছাত্রী, বিজ্ঞানী,
ইঞ্জিনিয়ার এবং চিকিৎসকদের মতো ব্যতিক্রম মেধাবীদের সাহায্য করার জন্য এই গোল্ডেন
কার্ড প্রকল্প চালু করা হয়েছে|
ভারতের প্রথম গাছেদের জন্য অ্যাম্বুলেন্স : 22 মে আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস
উপলক্ষ্যে তামিলনাড়ু চেন্নাইয়ে উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু ভারতের প্রথম
গাছেদের জন্য অ্যাম্বুলেন্স চালু করলেন|
মেঘালয়ে ‘অ্যারোমা মিশন’ : 27 মে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে
সাংমা চিকিৎসা সংক্রান্ত এবং সুগন্ধিযুক্ত গাছ চাষ করার জন্য উত্সাহ জোগাতে একটি
নতুন প্রকল্প ‘অ্যারোমা মিশন’ চালু করলেন|
হায়্দরাবাদে ভারতের প্রথম ‘ব্লকচেন ডিস্ট্রিক’ : তেলেঙ্গানা
হায়দরাবাদে ভারতের প্রথম ‘ব্লকচেন ডিস্ট্রিক’ প্রতিষ্ঠা করতে চলেছে|
মহারাষ্ট্রে সরকারের ‘Chullah’ প্রোজেক্ট :মহারাষ্ট্র সরকার মহিলাদের জন্য রান্নাঘরে
ধোঁয়াহীন পরিবেশ তৈরী করার জন্য পাইলট প্রোজেক্ট ‘Chullah’ চালু করার সিদ্ধান্ত
গ্রহন করল| যে সমস্ত মহিলারা উজ্জ্বলা যোজনা বা এলপিজি বিতরন প্রকল্পের সুবিধা পান
না তাদের এই প্রকল্পের আওতায় আনা হবে|
14তম ইসলামিক সামিট :সম্প্রতি সৌদি আরবের মক্কায় 14তম ইসলামিক সামিট
আয়োজিত হল| আর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন এই সামিটের আয়োজন করেছে| এই সামিটের
নাম দেওয়া হয়েছে ‘মক্কা সামিট’ টুগেদার ফর দ্য ফিউচার|
জি-20 অর্থমন্ত্রী এবং সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নরদের বৈঠক :8-9 জুন জাপানের
ফুফুওকাতে জি-20 অর্থমন্ত্রী এবং সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নরদের বৈঠক আয়োজিত হল|
নীতি আয়োগের পরিচালন পর্ষদের পঞ্চম বৈঠক :15 জুন নতুন দিল্লিতে আয়োজিত হল নীতি
আয়োগের পরিচালন পর্ষদের পঞ্চম বৈঠক| এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা
সীতারামন, সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি এবং নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান
রাজীব কুমার অংশগ্রহন করেছিলেন| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, 2024 সালের
মধ্যেই দেশের অর্থনীতিকে 5 ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে|
2022 সালের মধ্যে নতুন ভারত গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে|
আইএমডি ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস রাঙ্কিং -2019 :ভারত 43তম স্থানে
রয়েছে|
জেন্ডার ইক্যুয়ালিটি ইনডেক্স-2019 :ভারত 95তম স্থানে রয়েছে|
‘My Life My Mission’- বাবা রামদেব :এ বছর আগস্টেই প্রকাশিত হতে চলেছে-
যোগগুরু বাবা রামদেবের আত্মজীবনী ‘My Life My Mission’ বইটি| পেঙ্গুইন রানডাম হাউস
এই বইটি প্রকাশ করবেন|এই বইয়ে রামদেবের কষ্টকর শৈশব, যোগব্যায়ামের প্রতি ভালোবাসা,
সুস্বাস্থ, স্বদেশী অভিযান, পতঞ্জলি গ্রুপের সাফল্য প্রভৃতি রয়েছে| সহকারী লেখক
উদয় মাহুকর|
22 মে : আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস|
28 মে : বিশ্ব ক্ষুধা দিবস : 28 মে বিশ্বজুড়ে নবম বিশ্ব ক্ষুধা দিবস
উদযাপিত হল| বিশ্বজুড়ে 82.1 কোটি মানুষ দীর্ঘদিন ধরে ক্ষুধা নিয়ে জীবনযাপন করেছে, এই
সমস্ত মানুষ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি বছর এই দিনটি পালন
করা হয়|
29 মে : আন্তর্জাতিক এভারেস্ট দিবস :29 মে বিশ্বজুড়ে আন্তর্জাতিক এভারেস্ট
দিবস উদযাপিত হল| 1953 সালের 29 মে প্রথম নেপালের তেনজিং নোরগে এবং নিউজিল্যান্ড-এর
এডমন্ড হিলারি মাউন্ট এভারেস্ট আরোহন করেন|
5 জুন : বিশ্ব পরিবেশ দিবস|
8 জুন : বিশ্ব মহাসাগর দিবস|
14 জুন : বিশ্ব রক্তদাতা দিবস|
20 জুন : বিশ্ব উদ্বাস্ত দিবস|
ভারত ও মায়ানমারের যৌথ নৌমহড়া করপ্যাট|
ভারত ও মায়ানমারের সেনাবাহিনীর ‘অপারেশন সানরাইজ-2’|
ভারতের বায়ু সেনাবাহিনীর ব্রাহ্মোস মিসাইলের উত্ক্ষেপণ :22 মে কার নিকোবর
দ্বীপপুঞ্জ থেকে সুখোই-30 এমকেআই করে ভারতীয় বায়ু সেনাবাহিনী সফলভাবে ব্রাহ্মোস নামে
সুপারসোনিক ক্রুজ মিসাইলের উত্ক্ষেপণ করল|
শব্দের থেকেও বেশি দ্রুতগতি সম্পন্ন আকাশ থেকে ভূমি প্রকৃতির এই মিসাইলটি
300 কিলোমিটার দুরের বস্তুকে আঘাত হানতে সক্ষম|
এটির ওজন 2.5 টন| আকাশ থেকে ভূমি প্রকৃতির এই ব্রাহ্মোস মিসাইলের নতুন
সংস্করণের পরীক্ষা সফল হওয়ায় ভারতীয় বায়ু সেনাবাহিনীর ক্ষমতা কয়েক গুন বৃদ্ধি পেল|
ভারতে হাইপারসোনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিক্যাল মিসাইলের
উত্ক্ষেপণ : 12 জুনন ভারত সফল ভাবে হাইপারসোনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিক্যাল মিসাইলের
উত্ক্ষেপণ করল|
ওডিশা উপকূল থেকে অগ্নি-1 মিসাইল প্ল্যাটফর্ম ব্যবহার করে এই মিসাইলের
উত্ক্ষেপণ করা হয়েছে| মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর ভারত এই প্রযুক্তি ব্যবহার
করেছে|
মহাকাশে নিজস্ব স্টেশন পাঠানোর পরিকল্পনা ইসরোর :ভারত এবার নিজেস্ব
মহাকাশ স্টেশন পাঠানোর পরিকল্পনা গ্রহন করেছে|
13 জুন ইসরোর চেয়ারম্যান কে সিবন এক সাংবাদিক সম্মেলনে জানান ইসরো
নিজস্ব মহাকাশ স্টেশন তৈরির পরিকল্পনা নিচ্ছে|
গগনযান প্রকল্পের পরবর্তী ধাপে এই পরিকল্পনা নেওয়া হয়েছে|
মহাকাশ গবেষনা নিয়ে ইসরো নিত্যনতুন পরিকল্পনা গ্রহন করেছে|
নতুন গ্রহন NGTS-4b :ব্রিটিশ যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়ারউইকের
জ্যোতিষ বিজ্ঞানীরা NGTS(next generation transit survey)-4b নামে একটি
এক্সপ্ল্যানেট আবিস্কার করলেন|
নেপচুনিয়ান ডেজার্ট এই NGTS-4b নামে ‘ফরবিডন প্ল্যানেট’টি পাওয়া যায়|
এটি নেপচুনের থেকে ছোটহলেও পৃথিবীর আয়তনের তিনগুন|
মহাকাশ অভিযান এই প্রথম নাসা কম ক্ষতিকর ‘গ্রিন’ ফুয়েল ব্যবহার করবে: মার্কিন
যুক্তরাস্ট্রের মহাকাশ গবেষনা সংস্থা নাসা
এই প্রথম নতুন ধরনের জ্বালানি ‘গ্রিন’ ফুয়েল আনতে চলেছে|
নন-টক্সিক, হালকা গোলাপী রঙের এই তরল ভবিষ্যতে রকেট জ্বালানি হিসেবে
ব্যবহার করা হতে পারে|
স্পেস এক্স ফ্যালকন হেভি রকেট’র সাহায্যে এই জুনের শেষের দিকে নাসা
চালু করছে এই নতুন জ্বালানি|
ফেসবুকের ডিজিটাল মুদ্রা ‘লিব্রা’: নিজস্ব ‘ডিজিটাল মুদ্রা’ তৈরী করছে
ফেসবুক| শুধু তৈরিই নয়, ডিজিটাল প্ল্যাটফর্মে ক্রিপ্টোকারেন্সি ছাড়ার জন্য
ইতিমধ্যে আটঘাট বেঁধে নেমে পড়েছেন মার্ক জাকারবার্গ| ‘লিব্রা’ নামে এই ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি
বাজারে আসতে পারে আগামী বছরের মধ্যেই| সংস্থার তরফে সিদ্ধান্ত চূড়ান্ত হলেও
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ড ইতিমধ্যেই বাদ সেধেছে|
একনজরে ডিজিটাল মুদ্রা – ক্রিপ্টোকারেন্সি আসলে ডিজিটাল মুদ্রা, যার
বাস্তব কোনো অস্তিত্ব নেই| তবে টাকার মতোই লেনদেন করা যায়| যেমন কোনো জিনিস কিনে
বিক্রেতা যদি নিতে প্রস্তুত থাকে, তাহলে ক্রিপ্টোকারেন্সি দিয়ে টাকা মেটানো যায়|
পেটিএম, ফোন পে, গুগল পে-র অ্যাপ বেসড মানি ট্রান্সফার সিস্টেম, যার
সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সংযোগ করতে হয়| তার পর ব্যাঙ্ক অ্যাকাউন্টারে মাধ্যমে
টাকা ট্রান্সফার করে ক্রিপ্টোকারেন্সি কিনে ওয়ালেটে রাখতে হয়|
2009 সালে বিশ্বের প্রথম ক্রিপ্টোকারেন্সি ‘বিটকয়েন’ চালু হয়|
বর্তমানে অবশ্য ডিজিটাল দুনিয়ায় বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম, রিপল-এর মতো প্রচুর ক্রিপ্টোকারেন্সি
রয়েছে|
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বছরখানেক আগে একটি সাকুর্লারে জানিয়ে
দিয়েছিল, কোনো বানিজ্যিক ব্যাঙ্ক ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত লেনদেন করতে পারবে
না| অর্থাৎ কোনো গ্রাহক ক্রিপ্টোকারেন্সির জন্য টাকার লেনদেন করতে পারবে না|ফলে
তারপর থেকেই ভারতে বন্ধ হয়ে গিয়েছে ক্রিপ্টোকারেন্সি লেনদেন|
আলজেরিয়া ও আর্জেন্টিনা ম্যালেরিয়া মুক্ত দেশ :সম্প্রতি ‘হু’ (WHO-world
Health Oraganization)সরকারিভাবে ঘোষনা করল আলজেরিয়া ও আর্জেন্টিনা ম্যালেরিয়া
মুক্ত দেশ|
বিশ্বের দক্ষিনতম শহর হল পুয়ের্তো উইলিয়ামস :বর্তমানে বিশ্বের
দক্ষিনতম শহর হল চিলির পুয়ের্তো উইলিয়ামস শহরের তালিকায় এটি ঠাই পাওয়ার পরেই এই
দক্ষিনতম শহরের তকমা পেয়েছে|
ইসরোর নতুন বানিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড :কর্ণাটকের
বেঙ্গালুরুতে ইসরোর নতুন বানিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেডের উদ্ধোধন হল|
ভারতীয় মহাকাশ কর্মসূচি বা প্রকল্পগুলিকে বিভিন্ন শিল্পসংস্থার অংশগ্রহন পরিমাপ
করার জন্য এই শাখা খোলা হয়েছে|
উত্তর মেরুতে প্রথম ট্রেন পরিষেবা :6 জুন রাশিয়া উত্তর মেরুতে প্রথম ট্রেন
পরিষেবা চালু করল| রাশিয়ার উত্তর মেরুর অঞ্চলের মধ্য দিয়ে প্রথম পর্যটন ট্রেন পরিষেবা
চালু করা হয়েছে| সেন্ট পিটার্সবার্গ স্টেশন থেকে নরওয়ে পর্যন্ত এই ট্রেন পরিসেবা
চালু করা হয়েছে| এই ট্রেনটির নাম দেওয়া হয়েছে জারেনগোল্ড(জার্মান ভাষায় ‘The Tsar’s
gold’)|
লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ মিউজিয়াম :8 জুন ভারত সরকার ঘোষনা
করল পোর্তুগালের সঙ্গে হাত মিলিয়ে গুজরাটের লোথালে প্রচীন হরপ্পা সভ্যতার নিকটে
ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ মিউজিয়াম স্থাপন করতে চলেছে| 2019 সালের মার্চে
নরেন্দ্র মোদী এই মিউজিয়ামের শিলান্যাস করেন| PPP(Public Private Partnership)মডেলে
এই মিউজিয়াম তৈরী করা হয়|
গুজরাটে ভারতের প্রথম ডাইনোসর মিউজিয়াম |
আন্তর্জাতিক ম্যানবুকার প্রাইজ -2019 :সম্প্রতি ওমানের প্রথম মহিলা ঔপন্যাসিক
তথা লেখিকা হিসাবে 2019 সালের আন্তর্জাতিক ম্যানবুকার প্রাইজ ভুষিত হলেন জোখা
আল-হার্থি| তাঁর লেখা ‘Celestial Bodies’ গ্রন্থের জন্য তিনি এই পুরস্কারে ভুষিত
হলেন|
পুরস্কারের বিভাগ
|
পুরস্কার প্রাপক
|
সংশ্লিষ্ট
চলচ্চিত্র
|
পাম ডি’ওর
|
বং জুন-হো
|
প্যারাসাইট(কোরিয়ান)
|
গ্র্যান্ড প্রিক্স
|
মাতি দিয়প
|
আটলান্টিকস(সেনেগাল)
|
শ্রেষ্ঠ পরিচালক
|
জিন পিয়েরি এবং
লিউক ডারডেন্নি
|
ইয়ং আহমেদ(বেলজিয়াম)
|
শ্রেষ্ঠ অভিনেত্রী
|
এমিলি বেচার
|
লিটিল জো(ইউক-অস্ট্রিয়া)
|
শ্রেষ্ঠ অভিনেতা
|
আন্টানিও
বেন্দারাস
|
পেইন অ্যান্ড
গ্লোরি(স্পেন)
|
শ্রেষ্ঠ স্ক্রিন
প্লে
|
সেলিম সিয়াম্মা
|
পোট্রেট অফ এ লেডি
অন ফায়ার(ফ্রান্স)
|
অ্যামনেস্টি হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড :সম্প্রতি সুইডেনের 16 বছর বয়সি
পরিবেশকর্মী গ্রেট থুনবাদ সম্প্রতি অ্যামনেস্টি হিউম্যান রাইটস অ্যাওয়ার্ডের অ্যাম্বাসাডার
অফ কনসায়েন্স অ্যাওয়ার্ড বিভাগে পুরস্কৃত হলেন| তিনি 2018 সালের নভেম্বর মাসে ‘Friday
For Future’ নামক পরিবেশ আন্দোলন সুইডেন ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল|
54তম জ্ঞানপীঠ পুরস্কার :বিশিষ্ট ইংরেজি ভাষা সাহিত্যিক ও লেখক
অমিতাভ ঘোষ এ দেশের সর্বশ্রেষ্ঠ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কারে ভুষিত হলেন|
নতুন দিল্লিতে আয়োজিত এক পুরস্কার বিতরণী সভায় তাঁকে এই পুরস্কারে ভুষিত করা হয়|
ড্যানি কেয়া হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড :সম্প্রতি ভারতের বিশিষ্ট বলিউড চলচ্চিত্র
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ইউনিসেফ কর্তৃক প্রদত্ত ড্যানি কেয়া হিউম্যানিটারিয়ান
অ্যাওয়ার্ডের মনোনীত হলেন|
ফেমিনা মিস ইন্ডিয়া -2019 :15 জুন মুম্বাইয়ের সর্দার বল্লভভাই
প্যাটেল ইন্দোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এক বর্ণাঢ অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল
2019 সালের ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ সুন্দরী প্রতিযোগিতা| এবারের প্রতিযোগিতায়
শ্রেষ্ঠ সুন্দরীর সম্মানে ভুষিত হলেন রাজস্থানের মডেল তথা চার্টার্ড অ্যাকাউন্টন্টের
ছাত্রী সুমন রাও| তিনি একজন প্রশিক্ষিত কন্থক নৃত্যশিল্পী|
অজিত দোভাল –কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা :3 জুন কেন্দ্রীয় সরকার ভারতের জাতীয়
নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে কেন্দ্রীয় পুর্নমন্ত্রীর মযার্দা দিয়ে তার
কার্যকালের মেয়াদ 5 বছর বৃদ্ধি করল|
শরদ কুমার – সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার :11 জুন কেন্দ্রীয়
সরকার অন্তর্বতিকালীন সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনার হিসাবে শরদ কুমারকে নিযুক্ত
করল|
ভোলোদিমির জেলেনস্কি –ইউক্রেনের প্রসিডেন্ট : 20 মে ইউক্রেনের
ষষ্ঠ প্রসিডেন্ট হিসাবে দায়িত্বভার গ্রহন করলেন ভোলোদিমির জেলেনস্কি| তিনি
পূর্ববর্তী পদাধিকারী পেট্রো পোরেশেঙ্ক’র স্থলাভিষিক্ত হলেন| এবারের নির্বাচনে
তিনি 73%ভোট পেয়ে সরকার গঠনের জন্য সংখ্যারগরিষ্ঠতা অর্জন করেছিলেন|
জোকো উইদোদো – ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট :21 মে ইন্দোনেশিয়ার সপ্তম প্রসিডেন্ট
হিসাবে দ্বিতীয়বারের জন্য পুনর্নিযুক্ত হলেন জোকো উইদোদো| এবারের নির্বাচনে তিনি
55.5% ভোটে পেয়ে প্রবল প্রতিদ্বন্দ্বী প্রার্থী পারবোয়ো সুবিয়ান্ডকে পরাজিত
করেছেন| তিনি 2005-2012 পর্যন্ত সুরাকার্তার 15তম মেয়দ, 2012-2014 পর্যন্ত
জাকার্তার 14তম গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছেন|
সিরিল রামাফোসা –দক্ষিন আফ্রিকার প্রসিডেন্ট :22 মে দক্ষিন
আফ্রিকার পঞ্চম পেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বারের জন্য পুনর্নিযুক্ত হলেন সিরিল
রামাফোসা| এবারের নির্বাচনে তিনি 57.1% ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করেছেন| 2018
সালের 15 ফেব্রুয়ারী প্রথমবার দক্ষিন আফ্রিকার প্রসিডেন্ট হিসাবে পূর্ববর্তী পদাধিকারী
জেকব জুমার স্থলাভিষিক্ত হয়েছিলেন|
আর্থার পিটার মুথারিকা – মালয়ের প্রেসিডেন্ট :28 মে মালয়ের
রাষ্ট্রপতি নির্বাচনে দ্বিতীয়বারের জন্য পুনর্নিবাচিত হলেন ডেমোক্রেটিভ
প্রোগ্রেসিভ পার্টির দলনেতা আর্থার পিটার মুথারিকা| এবারের নির্বাচনে তিনি 38.5%
ভোট পেয়ে প্রবল প্রতিদ্বন্দ্বী প্রার্থী লাজারুস চাকাবেরাকে পরাজিত করেছেন| পূর্বে
2011-2012 পর্যন্ত তিনি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন|
মহম্মদ বুহারি –নাইজেরিয়ার রাষ্ট্রপতি :29 মে নাইজেরিয়ার রাষ্ট্রপতি হিসাবে
দ্বিতীয়বারের জন্য পুনর্বার দায়িত্ব গ্রহন করলেন মহম্মদ বুহারি| অল প্রোগ্রেসিভ
কংগ্রেস দলের এই দলনেতা এবারের নির্বাচনে 56% ভোট পেয়ে প্রবল প্রতিদ্বন্দ্বী
প্রার্থী আতিকু আবুবকরকে পরাজিত করেছেন| পূর্বে 1976-1978 পর্যন্ত সে দেশের
পেট্রোলিয়াম রিসোর্স মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন| 31 ডিসেম্বর 1983 সালে প্রথমবার
প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহন করেছিলেন|
প্রমিলা জয়াপাল – মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের
স্পিকার :5 জুন মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের প্রথম
দক্ষিন এশিয়া-আমেরিকান মহিলা স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন| 2016 সালে তিনি
মার্কিন পার্লামেন্টের এই কক্ষের সদস্য হিসাবে প্রথম নির্বাচিত হয়েছিলেন|
রোমিলা থাপার –আমেরিকান ফিলোজফিক্যাল সোসাইটি সদস্য :6 জুন ভারতের
বিশিষ্ট ঐতিহাসিক এবং লেখিকা রোমিলা থাপার মার্কিন যুক্তরাষ্ট্রের ‘আমেরিকান ফিলোজফিক্যাল
সোসাইটি’(AFS)-এর সদস্য হিসাবে নিযুক্ত হলেন| তিনি জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির
ইতিহাস বিষয়ের অধ্যপিকা| তাঁর রচিত নানা গ্রন্থে সম্রাট অশোক, মৌর্য যুগের ইতিহাস
প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন|
লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ –পালিস্তানের ISI-এর ডিরেক্টর
জেনারেল :16 জুন পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্দেলিজেন্স(ISI)-এর ডিরেক্টর
জেনারেল হিসাবে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ| তিনি পূর্ববর্তী
পদাধিকারী লেফটেন্যান্ট জেনারেল অসীম মুনির-এর স্থলাভিষিক্ত হলেন| এই পদে নিযুক্ত
হওয়ার পূর্বে রিনি ওই সংস্থার আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক প্রধান ছিলেন|
1
|
18 মে সারা
বিশ্বজুড়ে কোন দিবস পালিত হল, যেটি 1998 সালে প্রথম পালন করা হয়েছিল?
|
ত্রিপুরা গ্রামীন
ব্যাঙ্ক
|
2
|
ইটালিয়ান ওপেন
টেনিস প্রতিযোগিতার পুরুষদের সিঙ্গলসে কে, সার্বিয়ার নোভাক জকোভিচকে পরাজিত করে
চ্যাম্পিয়ন হলেন?
|
রাফায়েল নাদাল(স্পেন)
|
3
|
20 মে সারা
বিশ্বজুড়ে কোন দিবস পালিত হল যার এবছরের থিম ছিল –The International Systems of Units-
Fundamentally better?
|
বিশ্ব আবহাওয়া
দিবস
|
4
|
ভারতীয় রিজার্ভ
ব্যাঙ্ক 5 হাজার কোটি টাকার বেশি মূলধন বিশিষ্ট কোন সংস্থানগুলিকে চিফ রিস্ক
অফিসার(CRO)নিয়োগ করার নির্দেশ প্রদান করল?
|
Non-Banking Finance
Companies(NBFCs).
|
5
|
কে, দক্ষিন
আফ্রিকার প্রসিডেন্ট হিসাবে দ্বিতীয়বারের জন্য পুনর্নির্বাচিত হলেন, যিনি এবারের
নির্বাচনে 57.51% ভোট পেয়েছেন?
|
সিরিল রামাফোসা|
|
6
|
কে, ইউক্রেনের ষষ্ঠ
প্রসিডেন্ট হিসাবে পূর্ববর্তী পদাধিকারী পেট্রো পোরোশেঙ্ক’র স্থলাভিষিক্ত হেলন?
|
ভোলোদিমির
জেলেনস্কি
|
7
|
নেপালের কোন শেরপা
চব্বিশবার মাউন্ট এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন?
|
ডাঃ হেমা দিবাকর|
|
8.
|
কে, পাকিস্তানের
রাষ্ট্রদূত হিসাবে ভারতে নিযুক্ত হলেন, যিনি পূর্ববর্তী পদাধিকারী সোহেল
মেহমুদের স্থলাভিষিক্ত হলেন?
|
মইনুল হক|
|
9.
|
রাসকিন বন্ড তাঁর
85 তম জন্মবার্ষিকীতে যে স্মৃতিচারনামূলক গ্রন্থ প্রকাশ করেছেন তার নাম কী?
|
‘Coming Round the
Mountain’.
|
10
|
ওয়ার্ল্ড হেলথ
আর্গানাইজেশন সম্প্রতি কোন দুই দেশকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসাবে ঘোষনা করেছে?
|
আর্জেন্টিনা ও
আলজিরিয়া|
|
dhonyybad sir
ReplyDeleteSir januari সংখ্যা টা দেবেন।
ReplyDeleteThank you sir
ReplyDeletedhonnobad sir ....
ReplyDeleteSir জানুয়ারীর সংখ্যা টা দেবেন ভালো হয়।
ReplyDeleteEta ki pdf akare paowajabe sir?
ReplyDeleteস্যার খুব ভালো লাগলো। উপকৃত হলাম। তবে একেবারে শেষের প্রশ্ন উত্তর গুলোর মধ্যে একটি (7নম্বর) উত্তর ভুল টাইপ হয়েছে। যদি সম্ভব হয় ঠিক করে দেবেন।
ReplyDeleteSir 2019 August achivers er pdf Kobe deben?
ReplyDelete