Achievers August 2019 current affairs bank psc rail wbcs ntpc wbsedcl


2019-20 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট: আন্তর্জাতিক অর্থ ভান্ডারের ওয়ার্ল্ড ইকনোমিক আউটলুক বা সারা বিশ্বের আর্থিক পূর্বাভাস সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে 2019 সালে ভারতের জিডিপির বিকাশ হার গিয়ে দাঁড়াবে 7.3% এ|

কেন্দ্রীয় বাজেটের প্রস্তাবনা ও পরিকল্পনা:-
চলতি দশকের জন্য 10 দফা পরিকল্পনা: জন-অংশীদারিত্বের মাধ্যমে ‘টিম ইন্ডিয়া’ গঠন : ন্যুনতম সরকার, সর্বাধিক প্রশাসন|

 
দূষনমুক্ত ভারত গড়ে তোলার মাধ্যমে ‘গ্রিন মাদার আর্থ’ এবং ‘ব্লু স্কাইজ’ লক্ষ্য অর্জন|
গগনাযান ও চন্দ্রযান-সহ বিভিন্ন মহাকাশ ও উপগ্রহ প্রেরণ কর্মসূচির সূচনা|
জল, জল ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন ও দূষনমুক্ত নদ-নদী|
নীল অর্থনীতি|
আত্মনির্ভরশীলতা এবং খাদ্যশস্য, ডাল, তৈলবীজ, ফলমূল ও শাকসবজি রপ্তানি|
আয়ুষ্মান ভারত কর্মসূচির মাধ্যমে এক সুস্থ, সবল সমাজ গড়ে তোলা| সেইসঙ্গে, মহিলা ও শিশুদের সুস্বাস্থ্য, নাগরিকদের নিরাপত্তায় গুরুত্ব|

পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হয়ে ওঠার লক্ষ্যে- চলতি বছরের ভারতীয় অর্থনীতি 3 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হয়ে উঠেবে|
বিনিয়োগের প্রয়োজন রয়েছে- পরিকাঠামো ক্ষেত্র, ডিজিটাল অর্থনীতি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সাংস্থায় কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে| মুদ্রা যোজনার মাধ্যমে সাধারন জীবনযাত্রায় পরিবর্তন| সহজে ব্যবসা-বানিজ্যের সুবিধা|

অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যবস্থা- বার্ষিক লেনদেনের পরিমান 1 লক্ষ 50 কোটি টাকার কম এমন 3 কোটি খুচরো ব্যবসায়ী ও ছোটো বিক্রেতাদের জন্য পেনশনের ব্যবস্থা|
প্রকল্প সামিল হওয়া প্রক্রিয়া অত্যন্ত সরল ও সহজ| প্রয়োজন কেবল আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও স্বঘোষণাপত্রের|
‘ফেম’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে তিন বছরের জন্য 10000 কোটি টাকা বরাদ্দ|
‘ফেম’ প্রকল্পের আওতায় আধুনিক ব্যাটারিচালিত এবং নথিভুক্ত ই-যানবাহনগুলিকে উত্সাহিত করার প্রস্তাব|

গ্রামীন ভারত- আগ্রহী সমস্ত গ্রামীন পরিবারকে 2022 সালের মধ্যে বিদ্যুৎ ও দূষনমুক্ত রান্নার জ্বালানি প্রদান|
প্রধানমন্ত্রী আবাস যোজনা(গ্রামীন) কর্মসূচির আওতায় 2022 সালের মধ্যে ‘সকলের জন্য আবাসন’|

কৃষি- 2019-20 অর্থবর্ষে কৃষিক্ষেত্রে 1.39 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে| সেইসঙ্গে পিএম-কিষাণ প্রকল্পের জন্য বরাদ্দ আরো 75,000 কোটি টাকা করা হয়েছে|
এবারেরে বাজেটে স্বল্পমেয়াদি কৃষিঋণে সুদ মুকুবের জন্য 18,000 কোটি টাকা খরচের প্রস্তাব করা হয়েছে|

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা- সব মরশুমের উপযোগী সড়ক নির্মাণ করে 2022 সালের মধ্যে 97% জনপদে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যমাত্রা|
দূষণমুক্ত প্রযুক্তি, বর্জ্য প্লাস্টিক ও কোল্ড মিক্স প্রযুক্তিকে কাজে লাগিয়ে যোজনার মাধ্যমে 30000 কিলোমিটার সড়ক নির্মাণ|
ঐতিহ্যবাহী শিল্পগুলির মানোন্নয়ন ও পুনরুজ্জীবনের জন্য বিশেষ প্রকল্প-এই প্রকল্পের মাধ্যমে 2019-20 অর্থবর্ষে 100টি নতুন ক্লাস্টার গঠনের প্রস্তাব| গুরুত্ব দেওয়া হবে, বাঁশ, মধু ও খাদি শিল্পক্ষেত্রে| 50000 শিল্পীকে

অর্থনীতির মূলস্রোতে যুক্ত করার পরিকল্পনা|
গ্রামীন শিল্প ও শিল্পোদ্যোগ তথা উদ্ভাবন ক্ষেত্রের প্রসারে বিশেষ প্রকল্প- কয়েকটি রাজ্য জিরো বাজেট ফামিং কর্মসূচি শুরু হয়েছে|

ভারতে জল নিরাপত্তা- 2024 সালের মধ্যে সমস্ত গ্রামীন পরিবারে পাইপবাহিত জল পৌঁছে দিতে ‘জল জীবন মিশন’| ‘হর ঘর জল’ এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে|

শহরাঞ্চলীয় ভারত-
প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহরাঞ্চল: আগামী 2 অক্টোবর গান্ধিজির জন্মবার্ষিকীতে রাজঘাটে গান্ধী দর্শনে রাষ্ট্রীয় স্বচ্ছতা কেন্দ্র উদ্ধোধন করা হবে|

শিক্ষা- শিক্ষাক্ষেত্রে নতুন পলিসি আনার কথা ঘোষণা করা হয়েছে|
আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তৈরী করার জন্য 400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে|
বিদেশি ছাত্রছাত্রীদের ভারতে উচ্চশিক্ষা গ্রহন আরও আকৃষ্ট করতে স্টাডি ইন ইন্ডিয়া বা ভারতে শিক্ষা গ্রহন কর্মসূচির প্রস্তাব| 

মহাকাশ গবেষণা- নতুন একটি রাষ্ট্রয়ত্ত উদ্যোগ হিসেবে নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড(এনএসআইএল)-কে মহাকাশ দপ্তরের বানিজ্য বিভাগের সঙ্গে অন্তর্ভুক্ত করা হচ্ছে|
স্টার্ট-আপ ইন্ডিয়া প্রকল্প 2025 সাল পর্যন্ত চালিয়ে যাওয়ার প্রস্তাব| চাহিদা-ভিত্তিক বানিজ্যিক কাজকর্মে আর্থিক সহায়তা প্রদান করবে ব্যাঙ্কগুলি|

সহজে জীবনযাপন-  প্রায় 30 লক্ষ শ্রমিক প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন প্রকল্প সামিল হয়েছেন| এই প্রকল্পের মাধ্যমে অসংগঠিত ও অপ্রচলিত ক্ষেত্রে কর্মরত 60 বছর বয়সের বেশি শ্রমিকদের মাসিক 3000 টাকা পেনশন দেওয়া হয়ে থাকে|

নারী তু নারায়ণী/মহিলা- মহিলা কেন্দ্রিক নীতি প্রণয়নের পরিবর্তে মহিলা পরিচালিত উদ্যোগের প্রতি গুরুত্ব|
লিঙ্গ-ভিত্তিক বাজেট তৈরির জন্য সরকার ও বেসরকারী ক্ষেত্রের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠনের প্রস্তাব|
জন ধন ব্যাঙ্ক অ্যাকাউন্টধারী স্বনির্ভর গোষ্ঠির মহিলা সদস্যদের 5000 টাকা পর্যন্ত ওভারড্রাফটে অনুমতি|
মুদ্রা যোজনার আওতায় স্বনির্ভর গোষ্ঠীর একজন মহিলাকে 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সহায়তা|

রেল- 2020 সালের মধ্যে ডেডিকেটেড ফ্রেট করিডরের প্রকল্প শেষ করা হবে| 

ব্যাঙ্কিং ও আর্থিক ক্ষেত্র- রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কগুলিকে 70,000 কোটি টাকা জোগানের প্রস্তাব, উদ্দেশ্য, ঋণদান বাড়ানো|
ব্যাঙ্ক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে অর্থ বিলে এ ধরনের প্রতিষ্ঠানগুলির নিয়ন্ত্রমূলক রিজার্ভ ব্যাঙ্ককে দেওয়ার প্রস্তাব|

রাষ্ট্রায়ত্ত উদ্যোগ সম্পর্কিত বিভিন্ন ব্যবস্থা- 2019-20 অর্থবর্ষে 1 লক্ষ 5 হাজার কোটি টাকা বিলগ্নি করণের লক্ষ্যমাত্রা|
রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে সরকারের অংশীদারিত্ব 51% এর নিচে কমিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে| তবে, সরকারি নিয়ন্ত্রন অক্ষুন্ন রাখা হবে|
1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা ও 20 টাকার নতুন কয়েন ছাড়ার প্রস্তাব| স্বল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের জন্যও কয়েনের আর্থিক মূল্য বুঝতে থাকছে বিশেষ ব্যবস্থা| 

2019-20 অর্থবর্ষে বাজেটের বরাদ্দ- মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রামের জন্য বরাদ্দ করা হয়েছে 60,000 কোটি টাকা|
সবুজ বিপ্লবে বরাদ্দ করা হয়েছে 12,561 কোটি টাকা|
শ্বেত বিপ্লবে বরাদ্দ করা হয়েছে 2,240 কোটি টাকা|
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি(পিএম- কিষাণ)প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 75,000 কোটি টাকা|

অর্থনৈতিক সমীক্ষা- 2018-19
‘Blue-sky thinking’নীতি অনুযায়ী 8% GDP সম্বলিত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে ভারতীয় অর্থনীতি 2025 সালের মধ্যে 5 লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত হবে| এটাই বর্তমান কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য|
                    মূল বিষয়
-প্রথম খন্ড-
 রোবট নয়, মানুষের জন্য নীতি প্রণয়ন : আচরণগত অর্থনীতির প্রকৃত মানুষের সঙ্গে যন্ত্র মানবের পার্থক্য চিহ্নিত করে, সাধারণ মানুষদের জন্য নীতি প্রণয়ন করাই আসল উদ্দেশ্য|
গুরুত্বপূর্ন যোজনার পুনর্নবীকরণ : বেটি বাঁচাও বেটি পড়াও থেকে নাম পরিবর্তিত হয়ে বদলাও রাখা হয়েছে(বেটি আপকি ধন লক্ষ্মী অউর বিজয় লক্ষ্মী)|
স্বচ্ছ ভারত এখন সুন্দর ভারত|
LPG ভর্তুকির জন্য Give it up এখন হয়েছে Think about the subsidy|
Tax evasion থেকে এখন Tax Compliance|

পুনর্নবীকরণযোগ্য শক্তির সাহায্য বৃদ্ধি সুনিশ্চিত করা: বিশ্বের মধ্যে ভারত বায়ুশক্তির নিরিখে চতুর্থ, সৌর শক্তির নিরিখে পঞ্চম, পুনর্নবীকরণযোগ্য শক্তির ভিত্তিতে পঞ্চম স্থান অধিকার করে|

-দ্বিতীয় খন্ড-
দেশের অর্থনৈতিক পরিস্থিতি : আগের থেকে কিছুটা বাড়লেও মাত্রাছাড়া নয় চলতি খাতে বিদেশি মুদ্রা লেনদেনের ঘাটতি(2.1%)|

ফিসক্যাল ব্যবস্থা: 2020-21 অর্থবর্ষে রাজস্ব ঘাটতির মাত্রা 3% ধার্য করা হয়েছে|
2024-25 সালের মধ্যে GDP-র সাপেক্ষে ধারের পরিমাণ 40% ধার্য করা হয়েছে|

মূল্যবৃদ্ধি: খুচরো মূল্যবৃদ্ধির নিরিখে Food inflation-এর মাত্রা বিগত 2 বছর ধরে 2% এর নীচে বিদ্যমান|

সাস্টেনেবল ডেভেলপমেন্ট : ভারতের কম্পোজিট SDG স্কোর 42, রাজ্যের স্কোর 57 ও কেন্দ্র শাসিত অঞ্চলের স্কোর 68|

2018-19 অনুযায়ী ভারতের আমদানি-রপ্তানি পরিমাণ: রপ্তানি- 23,07,663 কোটি টাকা|
আমদানি- 35,94,373 কোটি টাকা|
সর্বাধিক রপ্তানিকৃত দ্রব্য- পেট্রোল জাত দ্রব্য, মূল্যবান পাথর, সোনা ও মূল্যবান ধাতু|
সর্বাধিক আমদানিকৃত দ্রব্য- অপরিশোধিত তৈল, মুক্তো, সোনা, মূল্যবান পাথর|
ভারতের প্রধান বানিজ্যিক অংশীদার-মার্কিন যুক্তরাষ্ট্র চীন, হংকং, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব|

কৃষি ও খাদ্য: GVA-র সাপেক্ষে Gross Capital Formation(GCP) 2017-18 সালে ছিল 15.2% যা 2016-17 সালে ছিল 15.6%|

 শিল্প ও পরিকাঠামো : 8টি মূল শিল্পের সম্মিলিত বৃদ্ধির হার 4.3%(2018-19 সালে)বিশ্ব ব্যাঙ্কের Ease of Doing Business(2019)অনুযায়ী ভারতের স্থান 190টি  দেশের মধ্যে 77|

প্রস্তাবিত সমাধান: পরিকাঠামোর মতই ডেটাকে ‘পাবলিক গুড’ করার প্রস্তাব|
ভর্তুকি ছাঁটাই, স্বচ্ছ দেশ গড়ার মত কাজের জন্য অস্ত্র হতে পারে অর্থনীতি কৌশলে অভ্যাস বদল|

14তম জি-20 সামিট: 28-29 জুন জাপানের ওসাকায় 14তম জি-20 সামিট আয়োজিত হল| এই  সামিটে সভাপতিত্ব করলেন জাপানের প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে|এবারের থিম- ‘Human-centred future soceity’| বিশ্বব্যাপী বানিজ্য ও আর্থিক বৃদ্ধি, কর আরোপ-সহ বিশ্ব অর্থনীতি, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, শক্তি ও পরিবেশ, সোসাইটি ফাইভ পয়েন্ট জিরো, পরিকাঠামোর উন্নয়ন, স্বাস্থ্য জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক প্লাস্টিক বর্জ প্রভৃতি নিয়ে আলোচনা হয়েছে| এছাড়াও জি-20 সামিটের ফাঁকে ব্রিকস নেত্রীবৃন্দের সাধারন বৈঠকে বিশেষ আলোচনা হয়েছে ও যৌথ বিবৃতি পেশ হয়েছে|

সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিতে রাজ্যে ‘ঐক্যশ্রী’ : পশ্চিমবঙ্গ সরকার সংখ্যালঘু ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়ার জন্য ‘ঐক্যশ্রী’ নামে নতুন প্রকল্প হাতে নিয়েছে| এই প্রকল্পের জন্য নতুন পোর্টাল চালু হয়ে গেছে| এর ফলে কেন্দ্রের ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল আর ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত করার কোনো প্রয়োজন নেই|  ঐক্যশ্রী প্রকল্পের সমস্ত টাকা দেবে রাজ্য সরকার|

ফ্লিপকার্ট ‘গ্রোথ ক্যাপিটাল’ প্রোগ্রামের পুনর্গঠন করল: ই-কর্মাস সংস্থা ফ্লিপকার্ট ‘গ্রোথ ক্যাপিটাল’ নামে ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পের বিক্রয়কারী মূলধন জোগান বিষয়ক প্রোগ্রামের পুনর্গঠন করল| দেশজুড়ে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উন্নয়নে এই প্রোগ্রামটিকে ব্যবহার করা হবে|

সংযুক্ত আরব আমিরশাহির ‘goAML’: 23 জুন সংযুক্ত আরব আমিরশাহির সেন্ট্রাল ব্যাঙ্ক ঘোষণা করল তার ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট একটি নতুন প্ল্যাটফর্ম ‘goAML’(global operations Anti-Money Laundering)চালু করল| সংগঠিত অর্থনৈতিক বিষয়ক দুর্নীতি ও অপরাধগুলি রুখতে ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম এটি তৈরী করেছে|

পাঞ্জাবের ‘সরবত সেহাত বিমা যোজনা’: এই জুলাই থেকেই পাঞ্জাব সরকার রাজ্যে সর্বজনীন স্বাস্থ্য বিমা প্রকল্প ‘সরবত সেহাত বিমা যোজনা’ চালু করার সিদ্ধান্ত গ্রহন করল| এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রত্যেকটি পরিবারকে বার্ষিক 5লক্ষ টাকার বিমা প্রদান করা হবে|

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সিএমএস ওয়েবসাইট|
উত্তরপ্রদেশে  ‘দস্তক অভিযান’ : 1 জুলাই উত্তরপ্রদেশ সরকার রাজ্যে দস্তক অভিযান চালু করল| মারাত্মক অ্যাকিউট এনসেফালাইটিস সিন্ড্রোম ও জাপানি এনসেফালাইটিস রোগ নির্মূলের উদ্দেশ্য এই অভিযান চালু করেছে|

রিলায়েন্স জিও ফেসবুক যৌথভাবে ‘ডিজিটাল উড়ান’ চালু করল: রিলায়েন্স জিও ফেসবুক যৌথভাবে একটি ডিজিটাল শিক্ষামূলক উদ্যোগ ডিজিটাল উড়ান চালু করল| যারা প্রথম ইন্টারনেট ব্যবহার করবেন তাদের জন্য ডিজিটাল শিক্ষা ও ইন্টারনেটের সমঝোতা প্রদান করার জন্য এই উদ্যোগ গ্রহন করা হয়েছে| 

হ্যানলি পাসপোর্ট ইনডেক্স 2019 : এই ইনডেক্সে জাপান ও সিঙ্গাপুর যৌথভাবে শীর্ষস্থান রয়েছে| দক্ষিন কোরিয়া, ফিনল্যান্ড ও জার্মানি দ্বিতীয় স্থানে রয়েছে| ডেনমার্ক, ইতালি এবং লুক্সেমবার্গ তৃতীয় স্থানে রয়েছে| ভারত 86তম স্থানে রয়েছে|

বাংলাদেশ আন্তর্জাতিক থিয়েটার উত্সব|
নতুন দিল্লিতে ইন্টারন্যাশনাল পুলিশ এক্সপো-2019 : 19-20 জুলাই নতুন দিল্লির প্রগতি ময়দানে ইন্টারন্যাশনাল পুলিশ এক্সপো-2019 আয়োজিত হল| এবারের থিম-‘Challenges to strengthen peace and security’|

NAM-এর মন্ত্রী পর্যায়ের বৈঠক :  20-21 জুলাই ভেনেজুলেয়ার কারাকাসে NAM(Non Aligned Movement)-এর কোঅর্ডিনেটিং ব্যুরোর মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজিত হল| এবারের থিম –‘Promotion and Consolidation of Peace through Respect for International Law’| জলবায়ু পরিবর্তন, ডিজিটাল প্রযুক্তি এবং সন্ত্রাসবাদ নিয়ে বিষদ আলোচনা হয়েছে|

ভারতীয় নৌবাহিনীর ‘অপারেশন সংকল্প’ : 21 জুন ভারতীয় নৌবাহিনী ওমান উপসাগরে অপারেশন সংকল্প চালু করল| 

ভারত ও চীনের সামরিক মহড়া হ্যান্ড-ইন-হ্যান্ড : এবছর ডিসেম্বরে মেঘালয়ের শিলংয়ের নিকট উমরুইয়ে ভারত ও চীনের অষ্টম সামরিক মহড়া হ্যান্ড-ইন-হ্যান্ড আয়োজিত হবে| সন্ত্রাসবাদ দমন, যৌথ কমান্ড পোস্ট গঠন, ত্রান ও মানবহিতৈষি ক্রিয়াকলাপের বিষয়ে এই মহড়ায় জোর দেওয়া হবে|

21 জুন: আন্তর্জাতিক যোগ দিবস : 21 জুন বিশ্বজুড়ে পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস আয়োজিত হল| 
ইউনাইটেড নেশনসের এবারের থিম –‘Yoga for Climate Action’ এবং ভারতীয় আয়ুষ মন্ত্রকের থিম- ‘Yoga for Heart’|

21 জুন: বিশ্ব সংগীত দিবস : 21 জুন বিশ্বজুড়ে বিশ্ব সংগীত দিবস উদযাপিত হল| সংগীতের গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়| 1982 সালে ফ্রান্সে আয়োজিত একটি সংগীত উত্সবের পর এটি ‘Fete de la Musique’ নামে পরিচিত হয়, এর অর্থ ‘ফেস্টিভ্যাল অফ মিউজিক’| এবারের থিম- ‘Music at the intersections’|

23 জুন: আন্তর্জাতিক অলিম্পিক দিবস :  23 জুন বিশ্বজুড়ে আন্তর্জাতিক অলিম্পিক দিবস উদযাপিত হল| 1894 সালের 23 জানুয়ারী প্যারিসের সরবোনে আধুনিক অলিম্পিক শুরু হয়| এই দিনটিকে স্মরন করে প্রতি বছর আন্তর্জাতিক অলিম্পিক দিবস উদযাপিত হয়|

29 জুন: আন্তর্জাতিক ক্রান্তীয় দিবস|
29 জুন জাতীয় পরিসংখ্যান দিবস|
1 জুলাই: জিএসটি দিবস : 1 জুলাই দেশজুড়ে জিএসটি(Goods and Services Tax) দিবস উদযাপিত হল| 2017 সালের 1 জুলাই সারা দেশজুড়ে জিএসটি চালু হয়| এই দিনটিকে স্মরন করেই জিএসটি দিবস পালিত হয়| 2018 সালে প্রথম এই দিবস উদযাপিত হয়|

1 জুলাই: জাতীয় ডাক্তার(চিকিৎসক) দিবস|
11 জুলাই: বিশ্ব জনসংখ্যা দিবস|
12 জুলাই: জল সঞ্চয় দিবস :  12 জুলাই পশ্চিমবঙ্গ সরকার প্রথম জল সঞ্চয় দিবস উদযাপিত করল|
23 জুলাই: জাতীয় সম্প্রচার দিবস : 23 জুলাই দেশজুড়ে জাতীয় সম্প্রচার দিবস উদযাপিত হল|1927 সালে 23 জুলাই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানীর অধীনে বম্বে স্টেশন থেকে প্রথম বেতার সম্প্রচার হয়েছিল|
যাদের মধ্যে মউ/চুক্তি স্বাক্ষরিত হয়েছে
তারিখ
যে যে বিষয়ে মউ/চুক্তি স্বাক্ষরিত হয়েছে
ইসরো এবং গ্লাভকোসমোস
27 জুন
গগনযান অভিযানের জন্য ভারতীয় মহাকাশচারীদের প্রশিক্ষন দিতে রাশিয়ার গ্লাভকোসমোস সংস্থার সঙ্গে ইসরো একটি চুক্তি স্বাক্ষর করল|
ভারত সরকার, কেরল সরকার এবং বিশ্ব ব্যাঙ্ক
29 জুন
কেরলের পুনরুজ্জীবন প্রকল্পে সহায়তার জন্য 250 মিলিয়ন মার্কিন ডলার ঋণ নেওয়ার জন্য বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে ভারত ও কেরল সরকার একটি ঋণ চুক্তি স্বাক্ষর করল|

‘Lessons  Life Taught Me, Unknowingly’-অনুপম খের| 
2024 সালের দুই অভিযাত্রিকে নিয়ে চন্দ্রপৃষ্ঠে চাঁদের দেবী ‘আর্তিমিস’ : এই 2024 সালের মধ্যে চাঁদে নাসার প্রথম মহিলা মহাকাশচারী অভিযান করতে চলেছে|
চাঁদে প্রথম মহিলা অভিযাত্রী নিয়ে অবতরণকারী এই অভিযানের নামকরন করা হয়েছে গ্রিক পুরাণের চাঁদের দেবী আর্তেমিসের নাম অনুসারে|

চন্দ্রযান-2 সম্পর্কিত তথ্য : চন্দ্রযান-2 মূলত 4টি মূল অংশে বিভক্ত| (i)জিএসএলভি মার্ক-থ্রি এম1 বা বাহুবলী (ii)অরবিটার(2379 কেজি) (iii)ল্যান্ডার-বিক্রম(1471 কেজি) ও (iv)রোভার-প্রজ্ঞান(27 কেজি)|
(i)জিএসএলভি মার্ক-থ্রি এম1 বা বাহুবলী- এর সঙ্গেই চন্দ্রযান-2 মূল অংশটি সংযুক্ত আছে| এর কাজ হল অরবিটার, ল্যান্ডার ও রোভার-সহ মূল অংশটিকে পৃথিবীর কক্ষপথে প্রতিস্থাপিত করা| কঠিন জ্বালানি সমৃদ্ধ এস200 পিপি ও এস200 পিএম এর ওপর ভর করে চন্দ্রযান-2 এর যাত্রা শুরু হয়| এর পর কাজ শুরু করে তরল জ্বালানি সমৃদ্ধ এল110 ও সবার পরে পৃথিবীর কক্ষপথ পর্যন্ত বহনের কাজটি সম্পন্ন করে ক্রায়োজেনিক জ্বালানি সমৃদ্ধ সি25|
(ii)অরবিটার- এর কাজ হল রোভার-সহ ল্যান্ডারটিকে পৃথিবীর কক্ষপথ থেকে চাঁদের কক্ষপথে প্রতিস্থাপিত করা ও ভারতের স্পেস স্টেশনের সঙ্গে ল্যান্ডার এবং রোভারের সংযোগ রক্ষা করা ও সঙ্গের উচ্চমানের ক্যামেরায় তোলা বিভিন্ন ছবি ভারতীয় স্পেস স্টেশনে পাঠানো|
(iii)ল্যান্ডার- চার পা বিশিষ্ট ল্যান্ডার যার নাম বিক্রম| এর কাজ হল চাঁদের মাটিতে সুষ্ঠভাবে রোভার-সহ ল্যান্ড করা|
(iv)রোভার- ছয় পা বিশিষ্ট রোভার যার নাম হল প্রজ্ঞান| এর মূল কাজ হল চন্দ্রের মাটি পরীক্ষা করে সমস্ত রকম তথ্য ভারতের স্পেস স্টেশনে সরবরাহ করা|
চন্দ্রযান-2 অভিযানের জন্য ব্যয় হয়েছে 978 কোটি টাকা|
চন্দ্রযান-2 এর প্রোজেক্ট ডিরেক্টর হলেন মুথাইয়া বনিতা এবং মিশন ডিরেক্টর হলেন ঋতু কারিধাল|

তেলেঙ্গানায় বিশ্বের বৃহত্তম বহুমুখী প্রকল্প ‘কালেশ্বরম লিফট ইরিগেশন প্রোজেক্ট’ : 21 জুন মহারাষ্ট্রে এবং ছত্তিশগড় সীমান্তর কাছাকছি জয়শঙ্কর-ভূপালপল্লি জেলায় মেদিগড়ায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও বিশ্বের বৃহত্তম বহুমুখী প্রকল্প ‘কালেশ্বরম লিফট ইরিগেশন প্রোজেক্ট’-এর প্রথম ধাপের উদ্বোধন করলেন|

কেন্দ্রীয় সরকারের যক্ষ্মা রোগ নির্মূলে ‘ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান’ : কেন্দ্রীয় সরকার 2025 সালের মধ্যে দেশ থেকে যক্ষ্মা রোগ নির্মূলের জন্য একটি উন্নতমানের ‘ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান’ তৈরী করেছে|

প্রথম ইথানল চালিত বাইক আনল টিভিএস|
 তামিলনাড়ুর রাজ্য প্রজাপতি ‘তামিল ইয়োম্যান’ বা ‘তামিল মরভান’ : পশ্চিমঘাট পর্বতের বিশেষ প্রজাতির  প্রজাপতি ‘তামিল ইয়োম্যান’ বা ‘তামিল মরভান’-কে তামিলনাড়ুর রাজ্য প্রজাপতি হিসেবে ঘোষণা করা হল| এর বিজ্ঞানসম্মত নাম Cirrochroa thais| এই প্রজাপতিটির বর্ণ হলুদ ও গাড় বাদামি|

গোলাপি শহর জয়পুর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেল|
ভারতের প্রথম গোরু অভয়ারন্য মধ্যপ্রদেশে : মধ্যপ্রদেশের আগরমালওয়া জেলাতে ভারতের প্রথম গোরু অভয়ারন্য
প্রতিষ্ঠিত হল নাম দেওয়া হয়েছে কামধেনু গো অভয়ারন্য| এর অভয়ারন্যে প্রায় 4,000 গোরু থাকতে পারে|

রেডইঙ্ক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন জার্নালিজম : ভারতের বিশিষ্ট সাংবাদিক তথা লেখিকা রচনা খাইরা| 2019 সালের রেডইঙ্ক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন জার্নালিজম সম্মানের ‘জার্নালিস্ট অফ দ্য ইয়ার-2019’ বিভাগে পুরস্কৃত হলেন| ভারতের ‘Unique Identification Authority of India’(UIDAI)এবং আধার পরিষেবা সংক্রান্ত বিষয়ে আর্টিক্যাল লেখার জন্য তাঁকে এই পুরস্কারে ভুষিত করা হল|

গান্ধী-ম্যান্ডেলা পিস মেডেল-2019 : প্রথম পুরস্কার প্রাপকরা হলেন বিশিষ্ট বৌদ্ধিস্ট শিক্ষাগুরু থিচ নাট হ্যানয়| তিনি একজন বিশ্বমাপের আধ্যাত্মিক ধর্মগুরু,, কবি এবং শান্তিকামী মানুষ|

মেলবোর্নের লা ট্রোবা ইউনিভার্সিটি কর্তৃক প্রদত্ত সাম্মানিক ডক্টরেট ডিগ্রি : শাহরুখ খান অস্ট্রেলিয়ার মেলবোর্নের লা ট্রোবা ইউনিভার্সিটি কর্তৃক প্রদত্ত সাম্মানিক ডক্টরেট ডিগ্রিতে ভুষিত হলেন|

সংগীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড -2018 :
নৃত্য
ভারতনাট্যম
রাধা শ্রীধর
কত্থক
ঈশিরা এবং মৌলিক শাহ(যুগ্মভাবে)
মণিপুরি
আখম লক্ষ্মীদেবী
কুচিপুডি
পশুমূর্তি রামালিঙ্গা শাস্ত্রী
ওডিশা
সুরূপা সেন
শাস্ত্রীয়
তাঙ্কেশ্বর হাজারিকা বোরবায়ান
মোহিনীআট্যাম
গোপীকা ভার্মা
সমসাময়িক নৃত্য
দীপক মজুমদার
ছ+ঔ
তপন কুমার পট্টনায়্ক

অমিতাভ কান্ত –নীতি আয়োগের সিইও|
অরবিন্দ কুমার –ইন্টেলিজেন্স ব্যুরো;র প্রধান|
ক্রিস্টিন লেগার্ডি –ECB –এর প্রেসিডেন্ট|
ডেভিড লিপ্টন –IMF-এর প্রধান|
অংশুলা কান্ত-বিশ্ব ব্যাঙ্কের এমডি এবং সিএফও |
বিরাট কোহলি ব্যাটম্যান হিসেবে দ্রুততম 20,000 রান করলেন|

ফরাসি গ্রাপি-2019 : ফ্রান্সের লে ক্যাসেলেটের পল রিচার্ড সার্কিটে আয়োজিত ফরাসি গ্রাপি-2019 এ জয়ী হলেন পঞ্চমবারের ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন মার্সিডিজের লুইস হ্যামিলটন|

গিরিশ এ কৌশিক ভারতের 63তম গ্রান্ডমাস্টার : হাঙ্গেরিতে আয়োজিত ব্যালেটন আন্তর্জাতিক দাবা উত্সব কর্ণাটকের মাইসোরের 22 বছর বয়সি গিরিশ এ কৌশিক ভারতের 63তম গ্রান্ডমাস্টারের তকমা পেলেন| তেজকুমার এম এস এবং স্ট্যানি জি এর পর কর্ণাটকের তৃতীয় গ্রান্ডমাস্টার হলেন গিরিশ এ কৌশিক|

গল্ফ : গল্ফের জুনিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ভারতের অর্জুন ভাট| ক্যালিফোর্নিয়ায় পাম ডেজার্টে অনুষ্ঠিত ফাইনালে অর্জুন পরাজিত করেন তাইওয়ানের জেরেমি চেনকে| 40টি দেশের 637 জন গল্ফার এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন|

হিমা দাসের 5টি সোনা হয়: হিমা দাস চলতি মরশুমে 5টি সোনা জিতলেন| 2 জুলাই পোল্যান্ডে পোজেনান অ্যাথলেটিক্স প্রিক্সে 200 মিটার(23.65 সেঃ), 7 জুলাই পোল্যান্ডে কুতনো অ্যাথলেটিক্স মিটে 200 মিটার(23.97 সেঃ), 13 জুলাই চেক রিপাবলিকের ক্লাদনো অ্যাথলেটিক্স মিটে 200 মিটার(23.43 সেঃ), 17 জুলাই তাবর অ্যাথলেটিক্স মিটে 200 মিটার(23.25 সেঃ), 20 জুলাই চেক রিপাবলিকে মহিলাদের নোভ মেস্টো নাড মেটুজি গ্র্যান্ড পিক্সে 400 মিটারে(52.09 সেঃ)ভারতকে সোনা এনে দেন| উল্লেখ্য, ক্লাদনো অ্যাথলেটিক্স মিটে মহম্মদ আনাস ছেলেদের 400 মিটার দৌড়ে 45.21 সেকেন্ডে সোনার পদক পেয়েছেন|

এক নজরে 2019 এর বিশ্বকাপ-
খেলার স্থান – ইংল্যান্ড ও ওয়েলস|
চাম্পিয়ান- ইংল্যান্ড(প্রথম বার)|
রানার্স আপ- নিউজিল্যান্ড
একক ইনিংসে সর্বাধিক রান – ডেভিড ওয়ার্নার(অস্ট্রেলিয়া),166 রান বাংলাদেশের বিরুদ্ধে|
সর্বাধিক মোট রান- রোহিত শর্মা(ভারত), 648 রান
সর্বাধিক উইকেট সংগ্রহকারী – মিচেল স্টার্ফ(অস্ট্রেলিয়া), 27টি
প্লেয়ার অফ দ্যা সিরিজ – কেন উইলিয়ামসন(নিউজিল্যান্ড)
সর্বাধিক শতরান – রোহিত শর্মা(ভারত), 5টি শতরান

উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা-2019-
খেলার বিভাগ
বিজয়ী 
পরাজিত
ফলাফল
পুরুষদের সিঙ্গলস
নোভাক জকোভিচ(সার্বিয়া)
রজার ফেডেরার(সুইটজারল্যান্ড)
7-6(7-5), 1-6, 7-6(7-4), 4-6, 13-12(7-3)
মহিলাদের সিঙ্গলস
সিমোনা হালেপ(রোমানিয়া)
সেরেনা উইলিয়ামস(মার্কিন যুক্তরাষ্ট্র)
6-2, 6-2
পুরুষদের ডাবলস
জুয়ান সেবাস্টিয়ান কাবাল ও রবার্ট ফারহা(কলম্বিয়া)
নিকোলাস মাহুত ও এডওয়ার্ড রজার ভ্যাসেলিন(ফ্রান্স)
6-7(5-7), 7-6(7-5), 7-6(8-6), 6-7(5-7), 6-3
মহিলাদের ডাবলস
সেই-সু-উয়ে(তাইপেই) এবং বার্বোরা ক্রেজসিকোভা(চেক প্রজাতন্ত্র)
গ্যাব্রিয়েলা ডাব্রোস্কি(কানাডা) এবং যু ইফান(চীন)
6-2, 6-4
মিক্সড ডাবলস
ইভান ডোডিগ(ক্রোয়েশিয়া) এবং ল্যাতিশা চ্যান(তাইপেই)
রবার্ট লিন্ডটেড(সুইডেন) এবং জেলেনা ওস্তাপেঙ্ক(লাটভিয়া)
6-2, 6-3

1
কোন রেল স্টেশন ভারতের প্রথম গ্রিন এবং ক্লিন রেল স্টেশনের তকমা পেল, যেটি গুজরাটে অবস্থিত?
উধানা রেল স্টেশন|
2
কোন দেশে 35তম মেন’স এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ বা মেন’স এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ-2019 আয়োজিত হল?
কাতারের দোহা|
3
কাতারের দোহায় আয়োজিত 35তম মেন’স এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ জয়লাভ করলেন কোন ভারতীয় স্নুকার খেলোয়াড়?
পঙ্কজ আদবানি|
4
আধুনিক অলিম্পিক গেমসের শুরুকে স্মরন করে 23 জুন কোন দিবস উদযাপিত হয়?
আন্তর্জাতিক অলিম্পিক দিবস|
5
রাজ্যে বন্যা নিয়ন্ত্রন ব্যবস্থা আরো শক্তিশালী করার জন্য কোন রাজ্য সরকার ‘ফ্লাড হ্যাজার্ড অ্যাটলাস’ প্রকাশ করল?
ওডিশা সরকার|
6
কোন দেশের মহিলা হকি দল এফএই এইচ ওমেন’স সিরিজ ফাইনাল হিরোশিমা-2019 এ জাপানকে হারিয়ে জয়লাভ করেছে?
ভারতীয় মহিলা হকি দল|

7
ইম্ফল যুদ্ধের 75তম বার্ষিকীকে স্মরন করে কোন মণিপুরকে ‘ইম্ফল পিস মিউজিয়াম’ উপহার দিল?
জাপান|
8
24 জুন দক্ষিন কোরিয়া ও ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি যৌথভাবে কোন উদ্যোগ চালু করেছে?
জয়পুর ফুট কোরিয়া|
9
26 জুন কোথায় 2019 সালের BIMSTEC(Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical Economic Cooperation)দিবস আয়োজিত হল?
বাংলাদেশের ঢাকা|
10
কোন বিমা সংস্থা মোবিকুইকের সঙ্গে গাটছড়া বেধে সর্বনিম্ন 20 টাকা প্রিমিয়ামে চিকিৎসা বিমা প্রদান করার জন্য ‘Shampoo-sachet’ চালু করল?
ম্যাক্সবুপা|
11
26 জুলাই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কোন সংস্থাকে অলিম্পিক স্টেটাস থেকে বরখাস্ত করেছে?
ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনকে|
12
কোথায় পঞ্চম ব্ল্যাক ফরেস্ট কাপ আয়োজিত হল?
জার্মানির স্কয়েননিঙ্গেন|

13
2018 সালের মে মাসে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি এ/আরইএস/72/278 রেজোলিউশন সংযোজনের মাধ্যমে 30 জুন তারিখকে কোন দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়?
আন্তর্জাতিক সংসদীয় দিবস|
14
জি-20 সামিট চলাকালীন ইন্দ্রনেশিয়া ও দক্ষিন আফ্রিকার পাশাপাশি কোন দেশ ‘ডিজিটাল ইকনমি’র ওপর ‘ওসাকা ট্র্যাক’ বর্জন করল?
ভারত|
15
1 জুলাই দেশজুড়ে কোন দিবস উদযাপিত হল, যার থিম ছিল ‘Zero tolerance to violence against doctors and clinical establishment’?
জাতীয় চিকিৎসক দিবস|


 3 জুয়ালি, 2019 : ফিনান্সিয়াল ইন্সট্রুমেন্টাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক Financial Benchmaek Adiministrator(FBA)গঠনের সিদ্ধান্ত নিল|

 4 জুলাই, 2019: ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন(IBA)নতুন এডুকেশন লোন স্কিম চালু করল| ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ প্রতিটি বানিজ্যিক ব্যাঙ্ককেই তা অনুসরণ করতে হবে|

6 জুলাই, 2019: টাকা তছরুপির হাত থেকে ছোট ব্যাঙ্কগুলিকে রক্ষা করার জন্য ওরাকল সংস্থা নিয়ে এল crime mitigation solution|

11 জুলাই, 2019: ভারতের ফরেক্স রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 426.42 বিলিয়ন মার্কিন ডলার| শুধুমাত্র জুন মাসেই এটি বেড়েছে 4.215 বিলিয়ন মার্কিন ডলার|

12 জুলাই, 2019: NSSO-র সার্ভে অনুযায়ী ভারতের বেকারত্বের হার 6.1%| ভারতীয় রাজ্যগুলির মধ্যে নাগাল্যান্ডে বেকারত্বের হার সর্বাধিক|

19 জুলাই, 2019: কর্নাটক ব্যাঙ্ক NPA রিকভারির জন্য একটি ওয়েব টুল চালু করল, যার নাম Vasool-so-fast| এর মাধ্যমে রিকভারি প্রসেসকে ডিজিটাইজ করা হবে|

ব্যাঙ্ক :
1.      লুক্সেমবার্গ স্টক এক্সচেঞ্জ থেকে কোন ব্যাঙ্ক তাদের GDR তুলে নীল?  (HDFC bank)
2.      নিয়ন্ত্রন ব্যবস্থা উন্নত করার জন্য ভারতীয় রিজার্ভ  ব্যাঙ্ক কী চালু করল?  (উত্কর্ষ 2022)

অর্থনীতি : 1. Google, Apple, Facebook, Amazon-এর উপর GAFA কর প্রয়োগ করল কোন দেশ?  (ফ্রান্স)
2.ভারত-রুশ Strategic Economic Dialogue কোথায় অনুষ্ঠিত হল?  (নতুন দিল্লি)
3.NSSO-র সার্ভে অনুযায়ী ভারতে বেকারত্বের হার কত?  (6.1%)

ব্যবসা-বানিজ্য: 1.ফেসবুকের সহযোগিতায় রিলায়্যান্স জিও প্রথমবার ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য কী ব্যবস্থা গ্রহন করল?  (Digital Udaan)
nandosir

I am a civil services teacher. I teach online / offline for UPSC CSE / WBCS

7 Comments

  1. খুবই উপকারী

    ReplyDelete
  2. Thank you sir...very valuable summary...

    ReplyDelete
  3. Sir জানুয়ারির সংখ্যা টা দিয়ে দিলে ভালো হতো।
    ওটা missing আছে।

    ReplyDelete
  4. Sir....upsc.... Yer janno achiever porbo....?
    ???

    ReplyDelete
  5. Home page dara August 2019 Achivers pdf payechi.thanks sir!!!!

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post