জম্মু ও
কাশ্মীর 370 ও 35 A ধারা বাতিল
5 আগস্ট রাজ্যসভায় ও
6 আগস্ট লোকসভায় পাশ হল জম্মু ও কাশ্মীর বিভাজনের প্রস্তাব সংক্রান্ত বিল| এই বিলে
370 নং ও 35 A নং ধারা বাতিল করা হয়েছে| দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের
প্রস্তাব দেওয়া হয়েছে| একটি জম্মু ও কাশ্মীর অপরটি লাদাখ| কেন্দ্রশাসিত অঞ্চল
হিসাবে জম্মু ও কাশ্মীরে পৃথক বিধানসভা থাকবে| তবে লাদাখে বিধানসভা থাকবে না| এই
পৃথক মর্যাদা 31 অক্টোবর 2019 থেকে কার্যকর হবে|
370 নং ধারা: প্রাথমিকভাবে 1954 সালের জম্মু ও কাশ্মীরের
সংবিধান রাষ্ট্রপতির আদেশ/নির্দেশানুযায়ী কার্যকর হলেও তা জম্মু ও কাশ্মীর গণপরিষদ
দ্বারা গৃহীত হয় 1956 সালের 17 নভেম্বর ও তা কার্যকর হয় 1957 সালের 26 জানুয়ারী|
35 A [35 (ক)] ধারা:
1954 সালে Presidential Order অনুযায়ী 370
নং ধারায় 35A সংযুক্ত হয় যা ভারতীয় সংবিধানের মূল অধ্যায়ের সঙ্গে সম্পর্কযুক্ত নয়|
গিনি সফর (1-3 আগস্ট
) : রামনাথ কোবিন্দকে গিনির সর্বোচ্চ
পুরস্কার ‘দ্য ন্যাশনাল অডার অফ মেরিট’-এ ভুষিত করা হয়েছে|
গুরুত্বপূর্ন খনিজ
সম্পদ সরবরাহে ‘কাবিল’: রাষ্ট্রায়ত্ব
তিনটি কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানী লিমিটেড (ন্যালকো),
হিন্দুস্থান কপার লিমিটেড (HCL)এবং মিনারেল এক্সপ্লোরেশন কোম্পানী লিমিটেড (MECL)যৌথ
অংশিদারিত্বে একটি সংস্থা গড়ে তুলেছে| এই সংস্থাটির নাম খনিজ বিদেশ ইন্ডিয়া
লিমিটেড (কাবিল)|
কাবিলের গুরুত্ব: ‘কাবিল’ দেশে এই ধরনের কৌশলগত খনিজ পদার্থের
চাহিদা মেটাতে সেগুলি চিহ্নিত করে বিদেশে উত্তোলন এবং ব্যবহারের উপযোগী করার কাজটি
সম্পন্ন করবে|
এরফলে, ব্যবসা-বানিজ্যের
সুযোগ আরও তৈরী হবে| উৎপাদনকারী দেশগুলির সঙ্গে সরকারী পর্যায়ে অংশিদারিত্বের
মাধ্যমে এগুলি আমদানি করা যাবে|
নতুন এই সংস্থাটি
অষ্ট্রেলিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় খনিজ সমৃদ্ধ দেশগুলির সঙ্গে অংশিদারিত্ব
গড়ে তুলবে| ভারতীয় খনি বিশেষজ্ঞরা সেখানে খনিজ সম্পদ উত্তোলন এবং সেগুলির সংশোধন
প্রক্রিয়ার কাজ করবে|
এরফলে ওই দেশগুলির
সঙ্গে পারস্পরিক স্বার্থ বজায় রেখে নতুন নতুন আর্থিক সুযোগ সৃষ্টি হবে| নতুন এই
সংস্থায় ন্যালকো, HCL, MECL-এর 40 : 30 : 30 অংশিদারিত্ব থাকবে|
বন্যা সতর্কীকরণে
বিশেষ অ্যাপ এল সেচ দপ্তর: বর্ষার মরশুমে বৃষ্টির সম্ভাব্য পরিমাণ এবং
নদীগুলির জলতলের উচ্চতা-সহ হাজারো প্রয়োজনিয় তথ্য জনগণকে জানান দিতে বিশেষ অ্যাপ
আনল পশ্চিমবঙ্গ সেচ দপ্তর| পোশাকি নাম বন্যা সতর্কীকরণ অ্যাপ| সেচমন্ত্রী শুভেন্দু
অধিকারীর নির্দেশে সম্প্রতি এই অ্যাপ চালু করা হয়েছে| অ্যানড্রয়েড ফোনের গুগল
প্লে-স্টোরে গিয়ে ‘আইডব্লিউ ফ্লাড অ্যালার্ট’(IWD FLOOD ALERT)টাইপ করে এই অ্যাপ
ডাউনলোড করতে হবে| যেখানে মূলত তিন ধরনের তথ্য মিলবে| (1)রাজ্যের কোথায় ভারী থেকে
অতিভারী বৃষ্টি হতে পারে| (2)উত্তরবঙ্গের নদীগুলির জলস্তরের সূচক| (3)রাজ্যের
সমস্ত নদীগুলির বিপদসীমা সংক্রান্ত সতর্কীকরণ|
নারী পাচার ও
বাল্যবিবাহ রোধে কার্যকর ভুমিকা পশ্চিমবঙ্গের : পশ্চিমবঙ্গ সরকার মানব পাচার ও বাল্যবিবাহ রুখতে
স্বয়ংসিদ্ধ নামে একটি প্রকল্প চালু করেছে| প্রসঙ্গত, স্কুল পড়ুয়াদের নিয়ে রাজ্যের
বিভিন্ন প্রান্তে তৈরী করা হয়েছে স্বয়ংসিদ্ধা গোষ্ঠী| ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত এই
গোষ্ঠী মানব পাচার ও বাল্যবিবাহ রোধে এলাকায় নজরদারি চালায় ও শিশু অধিকার রক্ষা
কমিটি এবং পুলিশকে তথ্য সরবরাহ করে|
4টি রাজ্যে ‘এক দেশ
এক রেশন কার্ড’ চালু হল: তেলেঙ্গানা,
অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটে প্রায় পাইলট প্রোজেক্ট হিসেবে ‘এক দেশ এক রেশন
কার্ড’ প্রকল্প চালু হল|
ফ্লিপকার্ট ‘Samarth’
চালু করল: 31 জুলাই কেন্দ্রীয়
অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর এবং ফ্লিপকার্ট গ্রুপের চিফ
এগজিকিউটিভ অফিসার কল্যাণ কৃষ্ণমূর্তি ফ্লিপকার্টের বিশেষ উদ্যোগ ‘Samarth’ চালু করলেন|তাঁত শিল্পী,
কারিগর ও হস্তশিল্পীদের সাহায্য করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে|
পশ্চিমবঙ্গ সরকারের ‘সেভ গ্রিন, স্টে ক্লিন’ অভিযান : পশ্চিমবঙ্গ সরকার কলকাতায় ‘সেভ গ্রিন, স্টে ক্লিন’
অভিযান চালু করল| সবুজায়ন বজায় রাখতে এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে এই অভিযান
চালু করা হয়েছে|
কেন্দ্রীয় সরকারের
মোবাইল অ্যাপ ‘মেঘদূত’: 2 আগস্ট
কেন্দ্রীয় ভূবিজ্ঞান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ হর্ষ বর্ধন মেঘদূত নামে
নতুন মোবাইল অ্যাপ চালু করলেন|
মহারাষ্ট্রে বিশ্বের
প্রথম আল্ট্রা-ফাস্ট হাইপারলুপ প্রোজেক্ট : মহারাষ্ট্রে বিশ্বের মধ্যে প্রথম আলট্রা-ফাস্ট
হাইপারলুপ চালু করল ভারত| এই প্রযুক্তির মূল্য 10 বিলিয়ন মার্কিন ডলার| মুম্বাই
থেকে পুণে পর্যন্ত 117.5 কিমি পর্যন্ত এই প্রকল্পটি বিস্তৃত থাকবে| হাইপারলুপটি
প্রায় প্রতি ঘন্টায় 1200 কিমি গতিবেগে চলবে|
অ্যামাজন ‘JEE Ready’
অ্যাপ চালু করল: প্রযুক্তি
ও ই-কর্মাস সংস্থা অ্যামাজন IIT-JEE(Indian Institute of Technology –Joint Entrance
Examination)প্রস্তুতির জন্য JEE Ready অ্যাপ চালু করল| এই অ্যাপের মাধ্যমে
ছাত্রছাত্রীরা বিনামূল্যের অল ইন্ডিয়া মক টেস্টে অংশগ্রহন করতে পারবো|
প্রধানমন্ত্রী লঘু
ব্যাপারী মান-ধন যোজনা: এই
প্রকল্পের আওতায় ছোট দোকানদার, খুচরো বিক্রেতা ও স্বনির্ভর গোষ্ঠির যে সমস্ত
ব্যক্তির বয়স 60 বছর হবে, তাঁদের মাসিক 3000 টাকা পেনশন দেওয়া হবে| এই প্রকল্পটি
হল প্রধানমন্ত্রী শ্রমযোগী মান-ধন যোজনার সম্প্রসারণ|
জম্মুতে মিশন রিচ
আউট: 10 আগস্ট ভারতীয়
সেনাবাহিনী জম্মুতে ‘মিশন রিচ আউট মডেল নামে এক বিশেষ উদ্যোগ চালু করল| জম্মু ও কাশ্মীর
পুনর্গঠন ও 370 নং ধারা বিলোপের পর ওই অঞ্চলের প্রাথমিক প্রয়োজনীয়তা ও অপরিহার্য পরিষেবা
নিশ্চিত করার জন্য এই উদ্যোগ গ্রহন করা হয়েছে|
কেন্দ্রীয় সরকারের
নতুন অ্যাপ ‘Uber for tractors’ : কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রক কৃষকরা যাতে সাশ্রয়ী মূল্যে খামারের
প্রয়োজনীয় উপকরণ ভাড়া করতে পারে তার জন্য নতুন অ্যাপ ‘Uber for tractors’
চালু করতে চলছে| কৃষকরা এই অ্যাপের মধ্যমে ভাড়া নিয়ে কৃষিজ উপকরণ ব্যবহার করতে
পারবেন|
হুয়েই-এর HarmonyOS :
চীনের টেলিফোন সংস্থা হুয়েই নিজস্ব অপারেটিং
সিস্টেম HarmonyOS বা HongMeng চালু করল|
ব্রিকস বিদেশ
মন্ত্রীদের বৈঠক: 25-26
জুলাই ব্রাজিলের রিও-ডি জেনেরিওতে ব্রিকস বিদেশ মন্ত্রীদের বৈঠক আয়োজিত হল|
কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ প্রতিমন্ত্রী জেনারেল(অবসরপ্রাপ্ত)ভি কে সিং ভারতীয়
প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন| ব্রিকস সদস্য দেশগুলির মধ্যে সন্ত্রাসবাদ কার্যকলাপগুলি
বৈঠক আলোচনা হয়েছে|
ই-গর্ভন্যান্সের উপর
22তম জাতীয় সম্মেলন: এবারের
থিম- ‘Digital India: Success to Excellence’|
জলবায়ু পরিবর্তনের
ওপর বেসিকের মন্ত্রীপর্যায়ের 28তম বৈঠক: 14-16 আগস্ট ব্রাজিলের সাও পাওলোতে বেসিক(BASIC-Brazil,
South Africa, India and China)সদস্যভুক্ত দেশগুলির মন্ত্রিপর্যায়ের 28তম বৈঠক
আয়োজিত হল|এই বৈঠক মূলত জলবায়ু পরিবর্তনের বিষয় নিয়ে আয়োজিত হল| জলবায়ু পরিবর্তনে
UNFCCC, কিয়োটো প্রোটোকল, প্যারিস চুক্তি বাস্তবায়ন ও প্রয়োজনিয় পদক্ষেপ গ্রহণের
বিষয় নিয়ে আলোচনা হয়েছে|
ভারতীয় নৌবাহিনীর
নৌমহড়া মিলন: 2020 সালের মার্চে
বিশাখাপত্তনমে ভারতীয় নৌবাহিনী বহুপাক্ষিক নৌমহড়া আয়োজন করতে চলেছে| 1995 সালে
প্রথম এই মহড়া শুরু হয়| ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের নৈবাহিনী এই মহড়ায় অংশগ্রহন
করেছিল|
28 জুলাই: বিশ্ব
হেপাটাইটিস দিবস: থিম-‘Invest
in Eliminating Hepatitis’|
28 জুলাই : বিশ্ব
প্রকৃতি সংরক্ষণ দিবস|
29 জুলাই: বিশ্ব
ব্যাঘ্র দিবস: 2010
সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ব্যাঘ্র দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়| সাম্প্রতিক
2018 সালের সমীক্ষা অনুযায়ী ভারতে 2967টি বাঘ রয়েছে|
1-7 আগস্ট: ওয়ার্ল্ড
ব্রেস্টফিডিং উইক: এবারের থিম- Empower Parents, Enable Breastfeeding’|
6 আগস্ট : হিরোশিমা
দিবস :6 আগস্ট হিরোশিমা
দিবস উদযাপিত হল| 1985 সালের 6 আগস্ট মর্কিন যুক্তরাষ্ট্রের বোমারু বিমান এনোলা গে
লিটল বয় নামে প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করে| এর ফলে প্রচুর মানুষ আহত ও নিহত
হন, তাঁদের স্মরণ করে শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়|
9 আগস্ট : বিশ্ব
আদিমবাসী দিবস: এবারের
থিম- Indigenous Languages’|
9 আগস্ট: নাগাসাকি
দিবস: 9 আগস্ট ‘নাগাসারিক
দিবস’ উদযাপিত হল| দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1945 সালে 9 আগস্ট জাপানের
নাগাসাকি শহরে মার্কিন যুক্তরাষ্ট্র ‘ফ্যাট ম্যান’ নামে একটি পারমাণবিক বোমা
নিক্ষেপ করে| এর ফলে প্রচুর মানুষ আহত ও নিহত হন, তাঁদের স্মরণ করে প্রতি বছর এই
দিনটি পালন করা হয়|
12 আগস্ট:
আন্তর্জাতিক যুব দিবস|
12 আগস্ট : বিশ্ব
হস্তী দিবস: 12 আগস্ট বিশ্বজুড়ে
বিশ্ব হস্তী দিবস উদযাপিত হল| শান্ত স্বভাবের প্রাণী হাতি সংরক্ষণে জনগণকে সচেতন করতে
প্রতি বছর এই দিনটি পালন করা হয়| হাতি ভারতের ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল| 2012
সালে প্রথম হস্তী দিবস উদযাপিত হয়|
13 আগস্ট : বিশ্ব
অঙ্গদান দিবস: 13
আগস্ট বিশ্বজুড়ে ‘বিশ্ব অঙ্গদান দিবস’ উদযাপিত হল| জনগণকে তাঁদের অমূল্য অঙ্গদান
করার জন্য উৎসাহিত করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়| উল্লেখ্য, কিডনি, ফুসফুস,
হৃৎপিন্ড, চক্ষু, লিভার, অগ্ন্যাশয়, কর্নিয়া, ক্ষুদ্রান্ত, চর্মকলা, অস্থিকলা,
হৃৎপিন্ডের ভালভ, শিরা প্রভৃতি অঙ্গগুলি দান করা যায়| 2017 সালের রিপোর্ট অনুযায়ী অঙ্গদানে
স্পেন বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ স্থানে রয়েছে| পোর্তুগাল দ্বিতীয় স্থানে রয়েছে|
15 আগস্ট: 73তম স্বাধীনতা
দিবস|
20 আগস্ট : বিশ্ব
মশা দিবস|
Resurgent India-বিমল
জালান: 6 আগস্ট নতুন
দিল্লিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গর্ভনর বিমল জালানের লেখা ‘Resurgent
India’ বইটি প্রকাশিত হল|
The Book of gutsy Women’-
হিলারি ক্লিনটন ও চেলসিয়া ক্লিনটন |
Sridevi: Girl Woman
Superstar –সত্যার্থ নায়েক|
ভারতে বিনামূল্যের
ওয়াই-ফাই আনছে সিসকো|
ভারতের প্রথম সৌরযান
‘Aditya-L1’ : 23
জুলাই ইসরো (ISRO- Indian Space Research Organisation)ঘোষণা করল 2020-এর উৎক্ষেপণ
করা হবে|
ভারতের প্রথম সৌরযান
হল Aditya-L1|
এই সৌরযান সূর্যের
বাইরের স্তর করোনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে|
অন্ধ্রপ্রদেশের
শ্রীহরিকোটা থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল(PSLV-XL)-এ করে এই সৌরযানের
উৎক্ষেপণ করা হবে|
পৃথিবী থেকে 15 লক্ষ
কিলোমিটার দূরে অবস্থিত ল্যাগারাঙ্গিয়ানপয়েন্ট 1 এর কাছাকাছি হ্যালো কক্ষপথে Aditya-L1
প্রতিস্থাপন করা হবে|
প্রথম বানিজ্যিক
রকেটের উৎক্ষেপণ চীনের : চীনা
স্টার্ট-আপ আইস্পেস প্রথম বানিজ্যিক সংস্থা হিসেবে হাইপারবোলা-1 এর উৎক্ষেপণ করল|
নীতি আয়োগ ও
হোয়াটসঅ্যাপ গাটছড়া বাঁধল: সম্প্রতি
নীতি আয়োগ ও হোয়াটসঅ্যাপ ওমেন এন্টারপ্রেনারশিপ প্লাটফর্মের অধীনে ভারতে মহিলা
শিল্পপতির উন্নয়নে, নতুন দিল্লিতে হোয়াটসঅ্যাপ ‘Gareway To A Billion Opportunities’
নামে একটি টেবিল বুক প্রকাশ করেছে| এই বইয়ে সারা ভারত জুড়ে হৃদয়স্পর্শী গল্পের
সঙ্কলন রয়েছে|
জর্ডন প্রথম জলের
তলায় মিলিটারি মিউজিয়াম চালু করল|
বিশ্বের সব থেকে
পাতলা সোনা ব্রিটেনে :ব্রিটিশ
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লিডসে বিজ্ঞানীরা দাবি করল তারা বিশ্বের মধ্যে সব
থেকে পাতলা সোনা আবিষ্কার করেছেন| এই সোনাটির নাম দেওয়া হয়েছে ‘ন্যানোসিউড’|
বিশ্বের
সর্বোচ্চ হ্রদ কাজিন সারা : সম্প্রতি নেপালের মানাং জেলায় কাজিন সারা নামে
একটি হ্রদ আবিষ্কৃত হল| এটি বিশ্বের সর্বোচ্চ হ্রদের তকমা পেয়েছে| এটি 5,200 মিটার
উঁচুতে অবস্থিত|
শ্রীচৈতন্য
মহাপ্রভুর জন্য বিশ্বের প্রথম মিউজিয়াম কলকাতায় : 13 আগস্ট মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়
কলকাতায় শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্য বিশ্বের প্রথম মিউজিয়ামের উদ্বোধন করলেন| ষোড়শ শতকের
সন্যাসী ও সমাজ সংস্কারক শ্রীচৈতন্যকে এটি উৎসর্গ করা হয়েছে|
রমন ম্যাগসাইসাই
অ্যাওয়ার্ড -2019 :
সম্প্রতি রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন কর্তৃক 2019 সালের রমন ম্যাগসাইসাই
অ্যাওয়ার্ড প্রাপকদের নাম ঘোষনা করা হল| সরকারী সেবা, জনসেবা, সামাজিক নেতৃত্ব,
সাংবাদিকতা, সাহিত্য, যোগাযোগে উদ্ভাবনী কুলাকুশল, শান্তি, আন্তর্জাতিক সমন্বয়
প্রভৃতি ক্ষেত্রে অসামান্য অবদানকারী ব্যক্তিদের এই পুরস্কারে ভুমিকা করা হয়|
রবীশ কুমার – ভারত –
প্রতিবাদহীনদের মুখে প্রতিবাদী ভাষা স্থাপনের সাংবাদিকতায় জোর দেওয়া|
চার্লি চ্যাপলিন অ্যাওয়ার্ড
-2019 : ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন(BAFTA)কর্তৃক
প্রদত্ত চার্লি চ্যাপলিন অ্যাওয়ার্ড-2019 এ ভুষিত হলেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা
স্টিভ কুগান|
পুরস্কারের বিভাগ
|
প্রাপক/ প্রাপিকা
|
সংশ্লিষ্ট চলচ্চিত্র
|
পুরস্কার মূল্য
|
শ্রেষ্ঠ চলচ্চিত্র (ফিচার)
|
পরিচালক –অভিষেক সাহা,
প্রযোজক- সারথি প্রোডাকশন এলএলপি
|
‘হেল্লারো’ (গুজরাটি)
|
স্বর্ণকমল এবং 2.5 লক্ষ টাকা
|
ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড ফর বেস্ট ডেবিউ
ফ্লিম অফ অ্যা ডিরেক্টর
|
পরিচালক- সুধাকর রেড্ডি একান্তি
প্রযোজক – Mrudganada Films
|
‘নাল’(মারাঠি)
|
স্বর্ণকমল এবং 1.25 লক্ষ টাকা
|
শ্রেষ্ঠ জনপ্রিয় চলচ্চিত্র
|
পরিচালক- অমিত শর্মা
প্রযোজক- জংলি পিকচার লিমিটেড
|
‘বাধাই হো’(হিন্দি)
|
স্বর্ণকমল এবং 2 লক্ষ টাকা
|
শ্রেষ্ঠ পরিচালক
|
পরিচালক- আদিত্য ধর
|
উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক (হিন্দি)
|
স্বর্ণকমল এবং 2.5 লক্ষ টাকা
|
শ্রেষ্ঠ অভিনেতা
|
আয়ুষ্মান খুরানা
|
অন্ধাধুন(হিন্দি)
|
রজতকমল এবং 50 হাজার টাকা
|
শ্রেষ্ঠ ডায়লগ রাইটার
|
চূর্ণি গাঙ্গুলি
|
তারিখ(বাংলা)
|
রজতকমল এবং 50 হাজার টাকা
|
শ্রেষ্ঠ অভিনেতা
|
কীর্তি সুরেশ
|
মহানতী (তেলুগু)
|
রজতকমল এবং 50 হাজার টাকা
|
অধীন রঞ্জন চৌধুরি-
PAC-এর চেয়ারম্যান : 26
জুলাই লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লা পাবলিক অ্যাকাউন্টস কমিটির(PAC)চেয়ারম্যান হিসাবে
অধীর রঞ্জন চৌধুরিকে নিযুক্ত করলেন| তিনি একজন অভিজ্ঞ ও বর্ষীয়ান কংগ্রেস দলনেতা| প্রসঙ্গত
উল্লেখ্য, পাবলিক অ্যাকাউন্টস কমিটির মোট
সদস্য সংখ্যা 22 জন (লোকসভার 15 জন এবং রাজ্যসভার 7 জন সদস্য)|অধীর রঞ্জন চৌধুরি
বর্তমানে লোকসভার বিরোধী দলনেতা হিসাবেও নিযুক্ত আছেন|
জগদীপ ধাঙ্কার –পশ্চিমবঙ্গের
রাজ্যপাল : 30 জুলাই
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন জগদীপ
ধাঙ্কার| তিনি পূর্ববতী পদাধিকারী কেশরীনাথ ত্রিপাঠির স্থলাভিষিক্ত হলেন|
প্রীতি প্যাটেল –
ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রী : 25
জুলাই ব্রিটেনের মহিলা স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন প্রথম ভারতীয়
বংশোদ্ভুত রাজনীতিবিদ প্রীতি প্যাটেল|
মদন লোকুর –ফিজির
সুপ্রিম কোর্টের বিচারপতি : 12
আগস্ট ফিজি’র সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন ভারতীয় সুপ্রিম
কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুর| 1999 সালে দিল্লি হাইকোর্টের স্থায়ী
বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন| 2012 সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে
দায়িত্বভার গ্রহন করেন এবং 30 ডিসেম্বর, 2018 সালে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন|
পি টি ঊষা- AAA –এর অ্যাথলিট
কমিশনের সদস্য|
কানাডিয়ান ওপেন
টেনিস প্রতিযোগিতা -2019
খেলার বিভাগ
|
বিজয়ী
|
পরাজিত
|
ফলাফল
|
পুরুষদের সিঙ্গলস
|
রাফায়েল নাদাল (স্পেন)
|
ড্যানিল মেদভেদেভ (রাশিয়া)
|
6-3, 6-0
|
মহিলাদের সিঙ্গলস
|
বিয়াঙ্কা অ্যান্ড্রেসকিউ (কানাডা)
|
সেরেনা উইলিয়ামস (USA)
|
3-1, ret
|
1
|
কেন্দ্রীয় সরকার পোল্ট্রি শিল্পে ব্যবহৃত কোন
অ্যান্টিবায়োটিককে নিষিদ্ধ ঘোষনা করেছে যা নতুন প্রাণী উৎপাদন কিংবা অ্যাকোয়া
ফামিং-এর ক্ষেত্রে ব্যবহার করা হত?
|
‘Colistin’ antibiotic.
|
2
|
কেন্দ্রীয় অরন্য ও পরিবেশ মন্ত্রক Wild Life (Protection)Act.
1972 অনুযায়ী সম্প্রতি কোন প্রানীকে হিমাচল প্রদেশের সিমলা মিউনিসিপ্যাল
কর্পোরেশন এলাকায় ‘ভার্মিন’ হিসাবে ঘোষনা করেছে?
|
বানর (Rhesus Macaque).
|
3
|
বাংলাদেশের বাংলাদেশ জুটমিলস কর্পোরেশন (BJMC)এর
বিজ্ঞানীগণ প্লাস্টিকের বিকল্প হিসাবে যে ‘low cost biodegradable cellulose
sheets’ আবিষ্কার করেছে তার নাম কী?
|
সোনালি (sonali).
|
4
|
সম্প্রতি প্রকাশিত ‘ফরচুন গ্লোবাল-500’ -এর তালিকায়
ভারতের কোন কোম্পানি ভারতের মধ্যে প্রথম তথা বিশ্বের মধ্যে 106তম স্থানে রয়েছে?
|
রুটজার ওয়েলসেন হাউয়ার|
|
5
|
কে, প্রথম ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ হিসাবে
ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী পদে পূর্ববতী পদাধিকারী সাজিদ জাভিদের স্থলাভিত্তিক
হলেন?
|
প্রীতি প্যাটেল|
|
6
|
28 জুলাই সারা বিশ্ব জুড়ে কোন দিবস পালিত হল?
|
World Nature Conservation Day.
|
7
|
মহারাষ্ট্র সরকার অপরাধী নির্ধারণ সংক্রান্ত
বিষয়ে সঠিকভাবে তদন্ত করার জন্য সম্প্রতি যে পরিষেবা চালু করেছে তার নাম কী?
|
Automated Multi-Modal Biometric Identification
System (AMBIS)|
|
8
|
সম্প্রতি প্রকাশিত ‘Water Stress Index -2019’ অনুযায়ী
ভারত কততম অর্থনীতি সমৃদ্ধ দেশ?
|
46তম
|
9
|
রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড -2019 এ ভুষিত হলেন
কোন ভারতীয় যিনি NDTV এর এগজিকিউটিভ এডিটর হিসাবে নিযুক্ত আছেন?
|
রবীশ কুমার|
|
10
|
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন
পুরস্কারে ভূষিত হলেন যেটি সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ অসামরিক সম্মান?
|
অর্ডার অফ জায়েদ|
|
11
|
এবছর 12-14 অক্টোবর জম্মু ও কাশ্মীরের কোথায়
গ্লোবাল ইনভেস্টর্স সামিট-2019 আয়োজিত হতে চলেছ?
|
শ্রীনগর|
|
12
|
ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কোন নদীতে
অবৈধভাবে বালি খননের বিষয় দেখাশোনা করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে?
|
যমুনা নদীতে|
|
13
|
দীর্ঘতম তথ্যচিত্র হিসেবে কোন বায়োপিকটি গিনেস
ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে স্থান পেল?
|
100 years of chrysostom|
|
14
|
21 আগস্ট চালু হওয়া স্টেট রুফটপ সোলার অ্যাট্রাকটিভনেস
ইনডেক্স(SARAL)-2019 এ কোন রাজ্য শীর্ষ স্থানে রয়েছে?
|
কর্ণাটক|
|
31 জুলাই, 2019 : 36তম GST কাউন্সিল মিটিং নতুন দিল্লিতে আয়োজিত
হল| ইলেকট্রিক ভেহিকলের ক্ষেত্রে GST –টির হার 18% থেকে 5% -এ হ্রাস করা হল|
7 আগস্ট, 2019 : ভারতীয় ডাক বিভাগের রিপোর্ট অনুযায়ী Indian Post
Payments Bank –গুলিকে স্মল সেভিংস ব্যাঙ্ক রুপান্তরিত করা হবে| MSME ক্ষেত্রকে
সাহায্য করার জন্য এই উদ্যোগ গ্রহন করা হচ্ছে|
বিনিয়োগকারীদের
সুবিধার্থে PMS বাজার ও ইবিক্সক্যাশ সংস্থাদ্বয় যৌথভাবে ভারতের প্রথম PMS &
AIF Tracking Portal চালু করল|
10 আগস্ট, 2019 : বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী 2.73 ট্রিলিয়ন
মার্কিন ডলার Global GDP সহযোগ বিশ্বের সপ্তম বৃহত্তম অর্থনীতি হল ভারত| মার্কিন
যুক্তরাষ্ট্র এক্ষেত্রে শীর্ষস্থান অধিকার করেছে|( Global GDP- $ 20.5 ট্রিলিয়ন)|
The Confederation of
All India Traders (CAIT)HDFCব্যাঙ্ক, মাস্টারকার্ড ও কমন সার্ভিস সেন্টার(CSC)এর
সহযোগিতায় ‘ডিজি ব্যাপারী সফল ব্যাপারী’ উদ্যোগ নীল| দেশে ডিজিটাল লেনদেনের প্রসার
ঘটানোই এর মূল উদ্দেশ্য|
সামাজিক শিল্পোদ্যোগীদের
সাহায্যার্থে DBS ব্যাঙ্ক সোশ্যাল আলফা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হল| এই চুক্তি
অনুযায়ী Even cargo, Trust circle ও Incredible devices এই তিনটি ভেঞ্চারকে 1 কোটি
টাকার অনুদান দেবে DBS ব্যাঙ্ক|
B2B পেমেন্ট স্টার্ট-
আপ এনক্যাশ MSME ক্ষেত্রের জন্য ভারতের প্রথম কর্পোরেশন ক্রেডিট কার্ড চালু করল
যার নাম Freedom card|
1. ডেনমার্কের কোন ব্যাঙ্ক বিশ্বের প্রথম Negative Interest Rate গৃহঋণ ব্যবস্থা চালু করল?
–Jyske Bank|
2. RBI সম্প্রতি কোন বিদেশ ব্যাঙ্কের ভারতে কার্যালয়
স্থাপনের অনুমতি দিল? – Bank of China|
ধন্যবাদ স্যার। খুব উপকৃত হচ্ছি। আপনি আমাদের জন্য এইভাবে চালিয়ে যান।
ReplyDeleteBaki maser glo koi.....ki kore sglo pbo...
Deletethank you dada. very helpfull
Deleteদারুণ!
ReplyDeleteতবে YouTube এ video থেকে দাগ দেওয়ার সময় মনে হতো , Sir আমাদের সামনে বসে আছেন।
Thank u sir
ReplyDeleteAugest month erta dela valo hoy
ReplyDeletePeyachi sir
ReplyDeleteExcellent sir this is very helpful for us
ReplyDeleteখুব ভালো
ReplyDeleteAugust er ta pelam Na ?
ReplyDeleteNovember 2019 dile valo hoi
ReplyDeleteThank you sir..
ReplyDelete