Achievers September 2019 current affairs for wbcs rail bank ntpc group d


জম্মু ও কাশ্মীর 370 ও 35 A ধারা বাতিল
5 আগস্ট রাজ্যসভায় ও 6 আগস্ট লোকসভায় পাশ হল জম্মু ও কাশ্মীর বিভাজনের প্রস্তাব সংক্রান্ত বিল| এই বিলে 370 নং ও 35 A নং ধারা বাতিল করা হয়েছে| দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে| একটি জম্মু ও কাশ্মীর অপরটি লাদাখ| কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে জম্মু ও কাশ্মীরে পৃথক বিধানসভা থাকবে| তবে লাদাখে বিধানসভা থাকবে না| এই পৃথক মর্যাদা 31 অক্টোবর 2019 থেকে কার্যকর হবে|


370 নং ধারা: প্রাথমিকভাবে 1954 সালের জম্মু ও কাশ্মীরের সংবিধান রাষ্ট্রপতির আদেশ/নির্দেশানুযায়ী কার্যকর হলেও তা জম্মু ও কাশ্মীর গণপরিষদ দ্বারা গৃহীত হয় 1956 সালের 17 নভেম্বর ও তা কার্যকর হয় 1957 সালের 26 জানুয়ারী|

35 A [35 (ক)] ধারা: 1954 সালে Presidential Order অনুযায়ী 370 নং ধারায় 35A সংযুক্ত হয় যা ভারতীয় সংবিধানের মূল অধ্যায়ের সঙ্গে সম্পর্কযুক্ত নয়|

গিনি সফর (1-3 আগস্ট ) : রামনাথ কোবিন্দকে গিনির সর্বোচ্চ পুরস্কার ‘দ্য ন্যাশনাল অডার অফ মেরিট’-এ ভুষিত করা হয়েছে| 

গুরুত্বপূর্ন খনিজ সম্পদ সরবরাহে ‘কাবিল’: রাষ্ট্রায়ত্ব তিনটি কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানী লিমিটেড (ন্যালকো), হিন্দুস্থান কপার লিমিটেড (HCL)এবং মিনারেল এক্সপ্লোরেশন কোম্পানী লিমিটেড (MECL)যৌথ অংশিদারিত্বে একটি সংস্থা গড়ে তুলেছে| এই সংস্থাটির নাম খনিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেড (কাবিল)|

কাবিলের গুরুত্ব: ‘কাবিল’ দেশে এই ধরনের কৌশলগত খনিজ পদার্থের চাহিদা মেটাতে সেগুলি চিহ্নিত করে বিদেশে উত্তোলন এবং ব্যবহারের উপযোগী করার কাজটি সম্পন্ন করবে|
এরফলে, ব্যবসা-বানিজ্যের সুযোগ আরও তৈরী হবে| উৎপাদনকারী দেশগুলির সঙ্গে সরকারী পর্যায়ে অংশিদারিত্বের মাধ্যমে এগুলি আমদানি করা যাবে|
নতুন এই সংস্থাটি অষ্ট্রেলিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় খনিজ সমৃদ্ধ দেশগুলির সঙ্গে অংশিদারিত্ব গড়ে তুলবে| ভারতীয় খনি বিশেষজ্ঞরা সেখানে খনিজ সম্পদ উত্তোলন এবং সেগুলির সংশোধন প্রক্রিয়ার কাজ করবে|
এরফলে ওই দেশগুলির সঙ্গে পারস্পরিক স্বার্থ বজায় রেখে নতুন নতুন আর্থিক সুযোগ সৃষ্টি হবে| নতুন এই সংস্থায় ন্যালকো, HCL, MECL-এর 40 : 30 : 30 অংশিদারিত্ব থাকবে|

বন্যা সতর্কীকরণে বিশেষ অ্যাপ এল সেচ দপ্তর:  বর্ষার মরশুমে বৃষ্টির সম্ভাব্য পরিমাণ এবং নদীগুলির জলতলের উচ্চতা-সহ হাজারো প্রয়োজনিয় তথ্য জনগণকে জানান দিতে বিশেষ অ্যাপ আনল পশ্চিমবঙ্গ সেচ দপ্তর| পোশাকি নাম বন্যা সতর্কীকরণ অ্যাপ| সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সম্প্রতি এই অ্যাপ চালু করা হয়েছে| অ্যানড্রয়েড ফোনের গুগল প্লে-স্টোরে গিয়ে ‘আইডব্লিউ ফ্লাড অ্যালার্ট’(IWD FLOOD ALERT)টাইপ করে এই অ্যাপ ডাউনলোড করতে হবে| যেখানে মূলত তিন ধরনের তথ্য মিলবে| (1)রাজ্যের কোথায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে| (2)উত্তরবঙ্গের নদীগুলির জলস্তরের সূচক| (3)রাজ্যের সমস্ত নদীগুলির বিপদসীমা সংক্রান্ত সতর্কীকরণ|

নারী পাচার ও বাল্যবিবাহ রোধে কার্যকর ভুমিকা পশ্চিমবঙ্গের : পশ্চিমবঙ্গ সরকার মানব পাচার ও বাল্যবিবাহ রুখতে স্বয়ংসিদ্ধ নামে একটি প্রকল্প চালু করেছে| প্রসঙ্গত, স্কুল পড়ুয়াদের নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৈরী করা হয়েছে স্বয়ংসিদ্ধা গোষ্ঠী| ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত এই গোষ্ঠী মানব পাচার ও বাল্যবিবাহ রোধে এলাকায় নজরদারি চালায় ও শিশু অধিকার রক্ষা কমিটি এবং পুলিশকে তথ্য সরবরাহ করে|

4টি রাজ্যে ‘এক দেশ এক রেশন কার্ড’ চালু হল: তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটে প্রায় পাইলট প্রোজেক্ট হিসেবে ‘এক দেশ এক রেশন কার্ড’ প্রকল্প চালু হল| 

ফ্লিপকার্ট ‘Samarth’ চালু করল: 31 জুলাই কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর এবং ফ্লিপকার্ট গ্রুপের চিফ এগজিকিউটিভ অফিসার কল্যাণ কৃষ্ণমূর্তি ফ্লিপকার্টের  বিশেষ উদ্যোগ ‘Samarth’ চালু করলেন|তাঁত শিল্পী, কারিগর ও হস্তশিল্পীদের সাহায্য করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে|

পশ্চিমবঙ্গ সরকারের  ‘সেভ গ্রিন, স্টে ক্লিন’ অভিযান : পশ্চিমবঙ্গ সরকার কলকাতায় ‘সেভ গ্রিন, স্টে ক্লিন’ অভিযান চালু করল| সবুজায়ন বজায় রাখতে এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে এই অভিযান চালু করা হয়েছে|

কেন্দ্রীয় সরকারের মোবাইল অ্যাপ ‘মেঘদূত’: 2 আগস্ট কেন্দ্রীয় ভূবিজ্ঞান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডঃ হর্ষ বর্ধন মেঘদূত নামে নতুন মোবাইল অ্যাপ চালু করলেন|

মহারাষ্ট্রে বিশ্বের প্রথম আল্ট্রা-ফাস্ট হাইপারলুপ প্রোজেক্ট : মহারাষ্ট্রে বিশ্বের মধ্যে প্রথম আলট্রা-ফাস্ট হাইপারলুপ চালু করল ভারত| এই প্রযুক্তির মূল্য 10 বিলিয়ন মার্কিন ডলার| মুম্বাই থেকে পুণে পর্যন্ত 117.5 কিমি পর্যন্ত এই প্রকল্পটি বিস্তৃত থাকবে| হাইপারলুপটি প্রায় প্রতি ঘন্টায় 1200 কিমি গতিবেগে চলবে|

অ্যামাজন ‘JEE Ready’ অ্যাপ চালু করল: প্রযুক্তি ও ই-কর্মাস সংস্থা অ্যামাজন IIT-JEE(Indian Institute of Technology –Joint Entrance Examination)প্রস্তুতির জন্য JEE Ready অ্যাপ চালু করল| এই অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীরা বিনামূল্যের অল ইন্ডিয়া মক টেস্টে অংশগ্রহন করতে পারবো|

প্রধানমন্ত্রী লঘু ব্যাপারী মান-ধন যোজনা: এই প্রকল্পের আওতায় ছোট দোকানদার, খুচরো বিক্রেতা ও স্বনির্ভর গোষ্ঠির যে সমস্ত ব্যক্তির বয়স 60 বছর হবে, তাঁদের মাসিক 3000 টাকা পেনশন দেওয়া হবে| এই প্রকল্পটি হল প্রধানমন্ত্রী শ্রমযোগী মান-ধন যোজনার সম্প্রসারণ|  

জম্মুতে মিশন রিচ আউট: 10 আগস্ট ভারতীয় সেনাবাহিনী জম্মুতে ‘মিশন রিচ আউট মডেল নামে এক বিশেষ উদ্যোগ চালু করল| জম্মু ও কাশ্মীর পুনর্গঠন ও 370 নং ধারা বিলোপের পর ওই অঞ্চলের প্রাথমিক প্রয়োজনীয়তা ও অপরিহার্য পরিষেবা নিশ্চিত করার জন্য এই উদ্যোগ গ্রহন করা হয়েছে|

কেন্দ্রীয় সরকারের নতুন অ্যাপ ‘Uber for tractors’ : কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রক কৃষকরা যাতে সাশ্রয়ী মূল্যে খামারের প্রয়োজনীয় উপকরণ ভাড়া করতে পারে তার জন্য নতুন অ্যাপ Uber for tractors’ চালু করতে চলছে| কৃষকরা এই অ্যাপের মধ্যমে ভাড়া নিয়ে কৃষিজ উপকরণ ব্যবহার করতে পারবেন|

হুয়েই-এর HarmonyOS :  চীনের টেলিফোন সংস্থা হুয়েই নিজস্ব অপারেটিং সিস্টেম HarmonyOS বা HongMeng চালু করল|

ব্রিকস বিদেশ মন্ত্রীদের বৈঠক: 25-26 জুলাই ব্রাজিলের রিও-ডি জেনেরিওতে ব্রিকস বিদেশ মন্ত্রীদের বৈঠক আয়োজিত হল| কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ প্রতিমন্ত্রী জেনারেল(অবসরপ্রাপ্ত)ভি কে সিং ভারতীয় প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন| ব্রিকস সদস্য দেশগুলির মধ্যে সন্ত্রাসবাদ কার্যকলাপগুলি বৈঠক আলোচনা হয়েছে|

ই-গর্ভন্যান্সের উপর 22তম জাতীয় সম্মেলন: এবারের থিম- ‘Digital India: Success to Excellence’| 

জলবায়ু পরিবর্তনের ওপর বেসিকের মন্ত্রীপর্যায়ের 28তম বৈঠক: 14-16 আগস্ট ব্রাজিলের সাও পাওলোতে বেসিক(BASIC-Brazil, South Africa, India and China)সদস্যভুক্ত দেশগুলির মন্ত্রিপর্যায়ের 28তম বৈঠক আয়োজিত হল|এই বৈঠক মূলত জলবায়ু পরিবর্তনের বিষয় নিয়ে আয়োজিত হল| জলবায়ু পরিবর্তনে UNFCCC, কিয়োটো প্রোটোকল, প্যারিস চুক্তি বাস্তবায়ন ও প্রয়োজনিয় পদক্ষেপ গ্রহণের বিষয় নিয়ে আলোচনা হয়েছে|

ভারতীয় নৌবাহিনীর নৌমহড়া মিলন: 2020 সালের মার্চে বিশাখাপত্তনমে ভারতীয় নৌবাহিনী বহুপাক্ষিক নৌমহড়া আয়োজন করতে চলেছে| 1995 সালে প্রথম এই মহড়া শুরু হয়| ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের নৈবাহিনী এই মহড়ায় অংশগ্রহন করেছিল|

28 জুলাই: বিশ্ব হেপাটাইটিস দিবস: থিম-‘Invest in Eliminating Hepatitis’|

28 জুলাই : বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস|

29 জুলাই: বিশ্ব ব্যাঘ্র দিবস: 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ব্যাঘ্র দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়| সাম্প্রতিক 2018 সালের সমীক্ষা অনুযায়ী ভারতে 2967টি বাঘ রয়েছে|

1-7 আগস্ট: ওয়ার্ল্ড  ব্রেস্টফিডিং উইক: এবারের থিম- Empower Parents, Enable Breastfeeding’|

6 আগস্ট : হিরোশিমা দিবস :6 আগস্ট হিরোশিমা দিবস উদযাপিত হল| 1985 সালের 6 আগস্ট মর্কিন যুক্তরাষ্ট্রের বোমারু বিমান এনোলা গে লিটল বয় নামে প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করে| এর ফলে প্রচুর মানুষ আহত ও নিহত হন, তাঁদের স্মরণ করে শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়|

9 আগস্ট : বিশ্ব আদিমবাসী দিবস: এবারের থিম- Indigenous Languages’|

9 আগস্ট: নাগাসাকি দিবস: 9 আগস্ট ‘নাগাসারিক দিবস’ উদযাপিত হল| দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1945 সালে 9 আগস্ট জাপানের নাগাসাকি শহরে মার্কিন যুক্তরাষ্ট্র ‘ফ্যাট ম্যান’ নামে একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে| এর ফলে প্রচুর মানুষ আহত ও নিহত হন, তাঁদের স্মরণ করে প্রতি বছর এই দিনটি পালন করা হয়|

12 আগস্ট: আন্তর্জাতিক যুব দিবস|

12 আগস্ট : বিশ্ব হস্তী দিবস: 12 আগস্ট বিশ্বজুড়ে বিশ্ব হস্তী দিবস উদযাপিত হল| শান্ত স্বভাবের প্রাণী হাতি সংরক্ষণে জনগণকে সচেতন করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়| হাতি ভারতের ন্যাশনাল হেরিটেজ অ্যানিমেল| 2012 সালে প্রথম হস্তী দিবস উদযাপিত হয়|

13 আগস্ট : বিশ্ব অঙ্গদান দিবস: 13 আগস্ট বিশ্বজুড়ে ‘বিশ্ব অঙ্গদান দিবস’ উদযাপিত হল| জনগণকে তাঁদের অমূল্য অঙ্গদান করার জন্য উৎসাহিত করতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়| উল্লেখ্য, কিডনি, ফুসফুস, হৃৎপিন্ড, চক্ষু, লিভার, অগ্ন্যাশয়, কর্নিয়া, ক্ষুদ্রান্ত, চর্মকলা, অস্থিকলা, হৃৎপিন্ডের ভালভ, শিরা প্রভৃতি অঙ্গগুলি দান করা যায়| 2017 সালের রিপোর্ট অনুযায়ী অঙ্গদানে স্পেন বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ স্থানে রয়েছে| পোর্তুগাল দ্বিতীয় স্থানে রয়েছে|

15 আগস্ট: 73তম স্বাধীনতা দিবস| 

20 আগস্ট : বিশ্ব মশা দিবস|

Resurgent India-বিমল জালান: 6 আগস্ট নতুন দিল্লিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গর্ভনর বিমল জালানের লেখা ‘Resurgent India’ বইটি প্রকাশিত হল|

The Book of gutsy Women’- হিলারি ক্লিনটন ও চেলসিয়া ক্লিনটন |
Sridevi: Girl Woman Superstar –সত্যার্থ নায়েক|

ভারতে বিনামূল্যের ওয়াই-ফাই আনছে সিসকো|

ভারতের প্রথম সৌরযান ‘Aditya-L1’ : 23 জুলাই ইসরো (ISRO- Indian Space Research Organisation)ঘোষণা করল 2020-এর উৎক্ষেপণ করা হবে|
ভারতের প্রথম সৌরযান হল Aditya-L1|
এই সৌরযান সূর্যের বাইরের স্তর করোনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে|
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল(PSLV-XL)-এ করে এই সৌরযানের উৎক্ষেপণ করা হবে|
পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত ল্যাগারাঙ্গিয়ানপয়েন্ট 1 এর কাছাকাছি হ্যালো কক্ষপথে Aditya-L1 প্রতিস্থাপন করা হবে|

প্রথম বানিজ্যিক রকেটের উৎক্ষেপণ চীনের : চীনা স্টার্ট-আপ আইস্পেস প্রথম বানিজ্যিক সংস্থা হিসেবে হাইপারবোলা-1 এর উৎক্ষেপণ করল|

নীতি আয়োগ ও হোয়াটসঅ্যাপ গাটছড়া বাঁধল: সম্প্রতি নীতি আয়োগ ও হোয়াটসঅ্যাপ ওমেন এন্টারপ্রেনারশিপ প্লাটফর্মের অধীনে ভারতে মহিলা শিল্পপতির উন্নয়নে, নতুন দিল্লিতে হোয়াটসঅ্যাপ ‘Gareway To A Billion Opportunities’ নামে একটি টেবিল বুক প্রকাশ করেছে| এই বইয়ে সারা ভারত জুড়ে হৃদয়স্পর্শী গল্পের সঙ্কলন রয়েছে|

জর্ডন প্রথম জলের তলায় মিলিটারি মিউজিয়াম চালু করল| 

বিশ্বের সব থেকে পাতলা সোনা ব্রিটেনে :ব্রিটিশ যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লিডসে বিজ্ঞানীরা দাবি করল তারা বিশ্বের মধ্যে সব থেকে পাতলা সোনা আবিষ্কার করেছেন| এই সোনাটির নাম দেওয়া হয়েছে ‘ন্যানোসিউড’|

 বিশ্বের সর্বোচ্চ হ্রদ কাজিন সারা : সম্প্রতি নেপালের মানাং জেলায় কাজিন সারা নামে একটি হ্রদ আবিষ্কৃত হল| এটি বিশ্বের সর্বোচ্চ হ্রদের তকমা পেয়েছে| এটি 5,200 মিটার উঁচুতে অবস্থিত|

শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্য বিশ্বের প্রথম মিউজিয়াম কলকাতায় : 13 আগস্ট মুখ্যমন্ত্রী মমতা 
বন্দ্যোপাধ্যায় কলকাতায় শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্য বিশ্বের প্রথম মিউজিয়ামের উদ্বোধন করলেন| ষোড়শ শতকের সন্যাসী ও সমাজ সংস্কারক শ্রীচৈতন্যকে এটি উৎসর্গ করা হয়েছে|

রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড -2019 : সম্প্রতি রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন কর্তৃক 2019 সালের রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড প্রাপকদের নাম ঘোষনা করা হল| সরকারী সেবা, জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য, যোগাযোগে উদ্ভাবনী কুলাকুশল, শান্তি, আন্তর্জাতিক সমন্বয় প্রভৃতি ক্ষেত্রে অসামান্য অবদানকারী ব্যক্তিদের এই পুরস্কারে ভুমিকা করা হয়| 
রবীশ কুমার – ভারত – প্রতিবাদহীনদের মুখে প্রতিবাদী ভাষা স্থাপনের সাংবাদিকতায় জোর দেওয়া|

চার্লি চ্যাপলিন অ্যাওয়ার্ড -2019 :  ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন(BAFTA)কর্তৃক প্রদত্ত চার্লি চ্যাপলিন অ্যাওয়ার্ড-2019 এ ভুষিত হলেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা স্টিভ কুগান|
পুরস্কারের বিভাগ
প্রাপক/ প্রাপিকা
সংশ্লিষ্ট চলচ্চিত্র
পুরস্কার মূল্য
শ্রেষ্ঠ চলচ্চিত্র (ফিচার)
পরিচালক –অভিষেক সাহা, 
প্রযোজক- সারথি প্রোডাকশন এলএলপি
‘হেল্লারো’ (গুজরাটি)
স্বর্ণকমল এবং 2.5 লক্ষ টাকা
ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড ফর বেস্ট ডেবিউ ফ্লিম অফ অ্যা ডিরেক্টর
পরিচালক- সুধাকর রেড্ডি একান্তি
প্রযোজক – Mrudganada Films
‘নাল’(মারাঠি)
স্বর্ণকমল এবং 1.25 লক্ষ টাকা
শ্রেষ্ঠ  জনপ্রিয় চলচ্চিত্র
পরিচালক- অমিত শর্মা
প্রযোজক- জংলি পিকচার লিমিটেড
‘বাধাই হো’(হিন্দি)
স্বর্ণকমল এবং 2 লক্ষ টাকা
শ্রেষ্ঠ পরিচালক
পরিচালক- আদিত্য ধর
উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক (হিন্দি)
স্বর্ণকমল এবং 2.5 লক্ষ টাকা
শ্রেষ্ঠ অভিনেতা
আয়ুষ্মান খুরানা
অন্ধাধুন(হিন্দি)
রজতকমল এবং 50 হাজার টাকা
শ্রেষ্ঠ ডায়লগ রাইটার
চূর্ণি গাঙ্গুলি
তারিখ(বাংলা)
রজতকমল এবং 50 হাজার টাকা
শ্রেষ্ঠ অভিনেতা
কীর্তি সুরেশ
মহানতী (তেলুগু)
রজতকমল এবং 50 হাজার টাকা

অধীন রঞ্জন চৌধুরি- PAC-এর চেয়ারম্যান : 26 জুলাই লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লা পাবলিক অ্যাকাউন্টস কমিটির(PAC)চেয়ারম্যান হিসাবে অধীর রঞ্জন চৌধুরিকে নিযুক্ত করলেন| তিনি একজন অভিজ্ঞ ও বর্ষীয়ান কংগ্রেস দলনেতা| প্রসঙ্গত উল্লেখ্য, পাবলিক অ্যাকাউন্টস  কমিটির মোট সদস্য সংখ্যা 22 জন (লোকসভার 15 জন এবং রাজ্যসভার 7 জন সদস্য)|অধীর রঞ্জন চৌধুরি বর্তমানে লোকসভার বিরোধী দলনেতা হিসাবেও নিযুক্ত আছেন|

জগদীপ ধাঙ্কার –পশ্চিমবঙ্গের রাজ্যপাল : 30 জুলাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন জগদীপ ধাঙ্কার| তিনি পূর্ববতী পদাধিকারী কেশরীনাথ ত্রিপাঠির স্থলাভিষিক্ত হলেন|

প্রীতি প্যাটেল – ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রী : 25 জুলাই ব্রিটেনের মহিলা স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন প্রথম ভারতীয় বংশোদ্ভুত রাজনীতিবিদ প্রীতি প্যাটেল|

মদন লোকুর –ফিজির সুপ্রিম কোর্টের বিচারপতি : 12 আগস্ট ফিজি’র সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন ভারতীয় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুর| 1999 সালে দিল্লি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন| 2012 সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দায়িত্বভার গ্রহন করেন এবং 30 ডিসেম্বর, 2018 সালে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন|
পি টি ঊষা- AAA –এর অ্যাথলিট কমিশনের সদস্য|

কানাডিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতা -2019
খেলার বিভাগ
বিজয়ী
পরাজিত
ফলাফল
পুরুষদের সিঙ্গলস  
রাফায়েল নাদাল (স্পেন)
ড্যানিল মেদভেদেভ (রাশিয়া)
6-3, 6-0
মহিলাদের সিঙ্গলস
বিয়াঙ্কা অ্যান্ড্রেসকিউ (কানাডা)
সেরেনা উইলিয়ামস (USA)
3-1, ret

1
কেন্দ্রীয় সরকার পোল্ট্রি শিল্পে ব্যবহৃত কোন অ্যান্টিবায়োটিককে নিষিদ্ধ ঘোষনা করেছে যা নতুন প্রাণী উৎপাদন কিংবা অ্যাকোয়া ফামিং-এর ক্ষেত্রে ব্যবহার করা হত?
‘Colistin’ antibiotic.
2
কেন্দ্রীয় অরন্য ও পরিবেশ মন্ত্রক Wild Life (Protection)Act. 1972 অনুযায়ী সম্প্রতি কোন প্রানীকে হিমাচল প্রদেশের সিমলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় ‘ভার্মিন’ হিসাবে ঘোষনা করেছে?
বানর (Rhesus Macaque).
3
বাংলাদেশের বাংলাদেশ জুটমিলস কর্পোরেশন (BJMC)এর বিজ্ঞানীগণ প্লাস্টিকের বিকল্প হিসাবে যে ‘low cost biodegradable cellulose sheets’ আবিষ্কার করেছে তার নাম কী?
সোনালি (sonali).
4
সম্প্রতি প্রকাশিত ‘ফরচুন গ্লোবাল-500’ -এর তালিকায় ভারতের কোন কোম্পানি ভারতের মধ্যে প্রথম তথা বিশ্বের মধ্যে 106তম স্থানে রয়েছে?
রুটজার ওয়েলসেন হাউয়ার|
5
কে, প্রথম ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ হিসাবে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী পদে পূর্ববতী পদাধিকারী সাজিদ জাভিদের স্থলাভিত্তিক হলেন?
প্রীতি প্যাটেল|
6
28 জুলাই সারা বিশ্ব জুড়ে কোন দিবস পালিত হল?
World Nature Conservation Day.
7
মহারাষ্ট্র সরকার অপরাধী নির্ধারণ সংক্রান্ত বিষয়ে সঠিকভাবে তদন্ত করার জন্য সম্প্রতি যে পরিষেবা চালু করেছে তার নাম কী?
Automated Multi-Modal Biometric Identification System (AMBIS)|
8
সম্প্রতি প্রকাশিত ‘Water Stress Index -2019’ অনুযায়ী ভারত কততম অর্থনীতি সমৃদ্ধ দেশ?
46তম
9
রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড -2019 এ ভুষিত হলেন কোন ভারতীয় যিনি NDTV এর এগজিকিউটিভ এডিটর হিসাবে নিযুক্ত আছেন?
রবীশ কুমার|
10
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন পুরস্কারে ভূষিত হলেন যেটি সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ অসামরিক সম্মান?
অর্ডার অফ জায়েদ|
11
এবছর 12-14 অক্টোবর জম্মু ও কাশ্মীরের কোথায় গ্লোবাল ইনভেস্টর্স সামিট-2019 আয়োজিত হতে চলেছ?
শ্রীনগর|
12
ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কোন নদীতে অবৈধভাবে বালি খননের বিষয় দেখাশোনা করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে?
যমুনা নদীতে|
13
দীর্ঘতম তথ্যচিত্র হিসেবে কোন বায়োপিকটি গিনেস ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে স্থান পেল?
100 years of chrysostom|
14
21 আগস্ট চালু হওয়া স্টেট রুফটপ সোলার অ্যাট্রাকটিভনেস ইনডেক্স(SARAL)-2019 এ কোন রাজ্য শীর্ষ স্থানে রয়েছে?
কর্ণাটক|

31 জুলাই, 2019 : 36তম GST কাউন্সিল মিটিং নতুন দিল্লিতে আয়োজিত হল| ইলেকট্রিক ভেহিকলের ক্ষেত্রে GST –টির হার 18% থেকে 5% -এ হ্রাস করা হল|
7 আগস্ট, 2019 : ভারতীয় ডাক বিভাগের রিপোর্ট অনুযায়ী Indian Post Payments Bank –গুলিকে স্মল সেভিংস ব্যাঙ্ক রুপান্তরিত করা হবে| MSME ক্ষেত্রকে সাহায্য করার জন্য এই উদ্যোগ গ্রহন করা হচ্ছে|
বিনিয়োগকারীদের সুবিধার্থে PMS বাজার ও ইবিক্সক্যাশ সংস্থাদ্বয় যৌথভাবে ভারতের প্রথম PMS & AIF Tracking Portal চালু করল|
10 আগস্ট, 2019 : বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী 2.73 ট্রিলিয়ন মার্কিন ডলার Global GDP সহযোগ বিশ্বের সপ্তম বৃহত্তম অর্থনীতি হল ভারত| মার্কিন যুক্তরাষ্ট্র এক্ষেত্রে শীর্ষস্থান অধিকার করেছে|( Global GDP- $ 20.5 ট্রিলিয়ন)|
The Confederation of All India Traders (CAIT)HDFCব্যাঙ্ক, মাস্টারকার্ড ও কমন সার্ভিস সেন্টার(CSC)এর সহযোগিতায় ‘ডিজি ব্যাপারী সফল ব্যাপারী’ উদ্যোগ নীল| দেশে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটানোই এর মূল উদ্দেশ্য|
সামাজিক শিল্পোদ্যোগীদের সাহায্যার্থে DBS ব্যাঙ্ক সোশ্যাল আলফা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হল| এই চুক্তি অনুযায়ী Even cargo, Trust circle ও Incredible devices এই তিনটি ভেঞ্চারকে 1 কোটি টাকার অনুদান দেবে DBS ব্যাঙ্ক|
B2B পেমেন্ট স্টার্ট- আপ এনক্যাশ MSME ক্ষেত্রের জন্য ভারতের প্রথম কর্পোরেশন ক্রেডিট কার্ড চালু করল যার নাম Freedom card|
1.      ডেনমার্কের কোন ব্যাঙ্ক বিশ্বের প্রথম Negative Interest Rate গৃহঋণ ব্যবস্থা চালু করল? –Jyske Bank|
2.      RBI সম্প্রতি কোন বিদেশ ব্যাঙ্কের ভারতে কার্যালয় স্থাপনের অনুমতি দিল? – Bank of China|
nandosir

I am a civil services teacher. I teach online / offline for UPSC CSE / WBCS

12 Comments

  1. ধন্যবাদ স্যার। খুব উপকৃত হচ্ছি। আপনি আমাদের জন্য এইভাবে চালিয়ে যান।

    ReplyDelete
  2. দারুণ!
    তবে YouTube এ video থেকে দাগ দেওয়ার সময় মনে হতো , Sir আমাদের সামনে বসে আছেন।

    ReplyDelete
  3. Augest month erta dela valo hoy

    ReplyDelete
  4. Excellent sir this is very helpful for us

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post