Achievers November 2019 Current Affairs WBCS RAIL BANK SSC CHSL


পাতা 4
1 স্বছ ভারত অভিযানের সফলতার জন্য বিল ও মিলিন্ডা গেট ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড 2019 প্রদান করেছে|

পাতা 6
2 উপরাষ্ট্রপতি এম ভেন্কাইয়ানাইডুকে কোমোরসের সর্বোচ্চ নাগরিক সম্মান The order of the green crescent  প্রদান করলেন সে দেশের রাষ্ট্রপতি অজলি আসৌমানি|


পাতা 7
3 ভারতের প্রথম মেগা বিজ্ঞান প্রদর্শনী সাইন্স সিটিতে চলছে|4 থেকে 31 novembar|CREN এর বিভিন্ন গবেষণায় ভারতীয় বিজ্ঞানীদের ভুমিকা তুলে ধরা হয়েছে|
4 জাপানি মিয়াওকি পদ্ধতিতে কম জায়গায় বনাঞ্চল তৈরী করা হচ্ছে|হাওড়া জেলার শ্যামপুর ব্লকে|এটি থুনবার্গ বনাঞ্চল তৈরী বলা হয়|বেল হরিতকি বয়রা প্রভৃতি দেশীয় গাছ লাগানো হবে|
5 পশ্চিমবঙ্গের উন্নতির জন্য ভিশন-20 : রাজ্যের সার্বিক উন্নয়ন, নাগরিক পরিষেবার উন্নতি প্রভৃতির বর্তমান ও 10 বছর ও 20 বছর পরে চাহিদা কেমন হবে তার জন্য প্রস্তুতির জন্য রাজ্যসরকার ভিশন 10 এবং ভিশন 20 গ্রহণ করেছেন|

পাতা 8
6 ওডিশা সরকার অপুষ্টি সম্পর্কে সচেতনতা তৈরী করতে TIKKI Mausi নামে মাসকট শুরু করেছেন|
7 ভারতীয় সেনাবাহিনী OASIS (OFFICERS AUTOMATED and STRUCTURED INFORMATION SYSTEM) চালু করেছে| এটির মাধ্যমে সেনাবাহিনীর অফিসারদের তথ্য জানা যাবে| 

পাতা 12
8 দ্বিতীয় India China informal summit আয়োজিত হয়েছিল 11-12 অক্টোবর তামিলনাড়ুর মহাবলীপূরমে| প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী ও চীনা রাষ্ট্রপতি শি জিনপিং অংশ নিয়েছিলেন|

পাতা 14
9 সম্প্রতি G20 ভুক্ত দেশগুলির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যঙ্কের গভর্ণরদের বৈঠক আয়োজিত হয়েছিল আমেরিকার ওয়াশিংটন ডিসি শহরে|
10 world ডিজিটাল competitiveness রাঙ্কিংয়ে ভারত 44| USA -1
11 IMD স্মার্ট সিটি ইনডেক্স| ভারতের HYDERABAD – 67| সিঙ্গাপুর – 1
12. গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স (মিলিটারি ক্ষমতা) ভারত – 4, USA – 1 RUSSIA – 2 ও চীন – 3
13. নীতি আয়োগ school শিক্ষার গুনমান সূচক প্রকাশ করেছে| (SEQI)কেরল -1, শিক্ষাদান পরিকাঠামো সহ বিভিন্ন সুযোগসুবিধা এবং শিক্ষা সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থাপনা এইদুটি বিষয়ের ওপর তৈরী কয়েছে এই ইনডেক্সটি|

পাতা 15
14. গ্লোবাল COMPETITIVENESS index 4.0 ভারতের স্থান – 68 | সিঙ্গাপুর – 1
15. হেনলি পাসপোর্ট index:ভারত – 82, জাপান ও সিঙ্গাপুর যৌথভাবে – 1
16. গ্লোবল হাঙ্গার(ক্ষুধা সূচক) ইনডেক্স – ভারত 102.

পাতা 17
17 জাপানের সাসিবতে ভারত, জাপান ও আমেরিকা ত্রিপাক্ষিক নৌমহড়া 23তম মালাবার 2019 আয়োজিত হয়েছিলো|
18. ভারত ও কাজাখস্তান যৌথ সামরিক মহড়া কান্দিজ 2019 আয়োজিত হয়েছে|

পাতা 18
19. ইন্দো মঙ্গোলিয়ান যৌথ মহড়া NOMADIC ELEPHANT XIV অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়েছে
20. ভারত ও মালদ্বীপের যৌথ সামরিক মহড়া Ekuverin 2019 আয়োজিত হয়েছে|
21 ভারত ও বাংলাদেশের যৌথ নৌমহড়া করপাট 2019 আয়োজিত হয়েছে|
22. ভারত ও আমেরিকার যৌথ সামরিক মহড়া বজ্রপ্রহার|
23. ভারত ও জাপানের মধ্যে যৌথ সামরিক মহড়া ধর্ম গার্জিয়ান|

পাতা 19
29সেপ্টেম্বর international coastal cleanup day (মহাসাগর সংরক্ষণ দিবস ও সৈকত পরিস্কার করার লক্ষ্যে এই দিবস পালন করা হয়)
30 26শে september আন্তর্জাতিক পরমানু অস্ত্র বর্জন দিবস
31. 26শে সেপ্টেম্বর world meritime day| Theme – empowering women in the maritime community|
32. 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস

পাতা 20
33. 29শে september বিশ্ব হৃত্পিন্ড দিবস
34. 1 অক্টোবর world vegeterian day
35. অক্টোবর – স্তন ক্যান্সার সচেতনতা মাস|
36. 2 অক্টোবর – international day of non violence/ গান্ধি জয়ন্তী
37. 4 অক্টোবর world animal day
38. 5 অক্টোবর world টিচার্স day
39. 7 অক্টোবর world কটন day 

পাতা 21
40. 11 অক্টোবর world ওবেসিটি day
41. 12 অক্টোবর world মাইগ্রেটরি বার্ড day|

পাতা 22
42. 15 অক্টোবর world student day
43. 16 অক্টোবর world food day
44. 20 অক্টোবর জাতীয় সংহতি দিবস (national solidarity day)


পাতা 23

45. বিল গেটস এর লেখা বই “HOW TO AVOID A CLIMATE DISASTER: THE SOLUTIONS WE HAVE AND THE  BREAKTHROUGH WE NEED টি 2020 সালের জুন মাসে প্রকাশ হবে|

46. ‘Lal Bahadur শাস্ত্রী: Politics and Beyond’ – বইটি লিখেছেন সন্দীপ শাস্ত্রী|

“Mind Master: Winning Lessons from a Champion’s Life”—বইটি লিখেছেন বিশ্বনাথন আনন্দ|


পাতা 24
47. মাহিন্দ্রা টিভিএস এর পরে এক্সাইড কোম্পনি ভারতে ই রিক্সা তৈরী করছে|

পাতা 25
48. সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তিতে ব্রাহ্মস ক্ষেপনাস্ত্র তৈরী করেছে DRDO, প্রায় 290 কিমি যেতে পারে|ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরী এটি|
49. DF-41 (Dongefng 41) বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী intercontinental ballestic missile, তৈরী করেছে চীন|
50. ভারতের নিজস্ব জিপিএস ব্যবস্থা ইসরো তৈরী করেছে|8টি কৃত্রিম উপগ্রহ দ্বারা তৈরী NAVIC সিস্টেমের সাহায্যে এটি কার্যকারী করা হয়েছে|

পাতা 26
51. ভারতের সর্বপ্রথম e-Waste ক্লিনিক গড়ে উঠতে চলেছে|

পাতা 28
52. ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস 2019
 a বেস্ট ফিফা মেন প্লেয়ার – লিওনেল মেসি (আর্জেন্টিনা) বার্সেলোনা FC ক্লাব
b বেস্ট ফিফা মেন কোচ – মেগান রাপিনো (আমেরিকা) রেগান FC ক্লাব
c বেস্ট ফিফা মেন গোলকিপার – সারী ভন ভিনেন্দাল (নেদারল্যান্ড) আটলেটিকো মাদ্রিদ ফেমিনিনো
d ফিফা ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড – মার্সেলো বিল্সা এবং লিডস ইউনাইটেড স্কোয়াড
53. বিশিষ্ট পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ ভূষিতহলেন – রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড| পুরস্কার মূল্য 10 লক্ষ সুইডিশ ক্রোনা|

পাতা 29
54. ভারতীয় চলচিত্রে সর্বোচ্চ সম্মান দাদাসাহেবফালকে পুরস্কার 2019 দেয়া হয়েছে অমিতাভ বচ্চন  মহাশয়কে|এতে একটি স্বর্ণকমলপদক, একটি শাল ও নগদ 10 লক্ষ টাকা দেয়া হয়|
55. শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার -2019 দেয়া হয় – জীবন বিজ্ঞান, রসায়ন, পরিবেশ বিজ্ঞান, গণিত, চিকিত্সা, পদার্থ বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে| আর্থ এটমোসফিয়ার , ওসান and প্ল্যানেটারি সাইন্সে এই পুরস্কার পেয়েছেন- ডক্টর সুবিমল ঘোষ (IIT BOMBAY)|

পাতা 30
56. উপরাষ্ট্রপতি এম ভেন্কাইয়ানাইডু বিশিষ্ট তেলেগু সাহিত্যিক ডক্টর K SHIBYA REDDYকে 2018 সালের সরস্বতী সম্মান প্রদান করেছেন| PAKKAKAI OTTIGILITE কাব্যগ্রন্থটির জন্য| ভারতীয় সংবিধানে স্বীকৃত 22টি ভাষার মধ্যে সাহিত্য সৃষ্টিকারীদের মধ্যে সর্বশ্রেষ্ট সাহিত্যিককে এই পুরস্কার দেয়া হয়|

পাতা 31
57. স্বচ্ছতা অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড দেয়া হয়েছে- সচিন তেন্ডুলকারকে| ইনি ভারতরত্ন|
58. UNHCR নানসেন RUFUGEE অ্যাওয়ার্ড দেয়া হয়েছে- আজিজবেক অসুরোভ কে| দেড় লক্ষ মার্কিন ডলার ও স্মারক দেয়া হয়েছে|
59. international CHILDRENS Peace Prize 2019 দেয়া হবে- গ্রেটা থুনবার্গ ও ডাইভিনা মালৌম|

পাতা 32
60. ম্যানবুকার প্রাইজ যুগ্মভাবে পেয়েছেন- কানাডার মার্গারেট অটউড (গ্রন্থ – The Testamad) ও ব্রিটেনের বার্নার্দিন এভারিস্ত (গ্রন্থ – Girl, Women, Other)

পাতা 33
61. ইন্দিরা গান্ধি জাতীয় সংহতি পুরস্কার – বিশিস্ট পরিবেশবিদ চন্ডিপ্রসাদ ভাট| তাঁর প্রতিষ্টানের নাম – দাসলি গ্রাম স্বরাজ্য সংঘ

পাতা 34
20তম নেক্সা আইফা অ্যাওয়ার্ডস 2019 
পুরস্কারেরবিভাগ         পুরস্কার প্রাপক      চলচিত্র নাম
শ্রেষ্ঠ চলচিত্র -            রাজি                      রাজি 
শ্রেষ্ঠঅভিনেতা              রনবীর সিংহ         পদ্মাবত
শ্রেষ্ঠ  অভিনেত্রী            আলিয়া ভাট          রাজি 
শ্রেষ্ঠপরিচালক         শ্রীরামরাঘবন       অন্ধাধুন 
শ্রেষ্ঠ গায়ক           অরিজিত সিংহ     রাজি 
শ্রেষ্ঠ গায়িকা           হর্ষদীপ কৌড়      রাজি 

নোবেল পুরস্কার 
পুরস্কার হিসাবে দেওয়া হয় 90লক্ষ সুইডিশ ক্রোনা|ডিপ্লোমা ও সোনার পদক দেওয়া হয়|
কোন কোন বিভাগে পুরস্কার দেওয়া হয় - 1901 সাল থেকে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিত্সাবিজ্ঞান,সাহিত্য ও শান্তিতে |

নোবল পুরস্কার প্রাপক 2019 
পদার্থবিদ্যা-জেমস পিবলস, দিদিয়ের কেলজ, মাইকেল মেয়র
রসায়ন --জন বি গুড এনাফ, আকিরা য়শিনো, এম স্টানলি উইটিংহাম 
চিকিত্সাবিজ্ঞান -- উইলিয়াম জি কায়্লীন জুনিয়র, স্যার পিটার জে রাটক্লিফ, গ্রেগ এল সেমেন্জা
সাহিত্য - পিটার হান্দকে
শান্তিতে - অবি আহমেদ আলি 
অথনীতি - মাইকেল ক্রেমার, অভিজিত বিনায়ক বন্দোপাধায়, এস্থার দুফলো|

পাতা 41 
রাজীব সিনহা - পশ্চিমবঙ্গের মুখ্য সচিব 

পাতা 43
শারদ অরবিন্দ ববদে- ভারতের 47তম প্রধান বিচারপতি |

পাতা 44
সৌরভ গাঙ্গুলী -- BCCI এর প্রেসিডেন্ট
P V Sindhu - VISA এর বিপণন দূত
সেবাস্টিয়ান কো -- IIAF এর প্রেসিডেন্ট

পাতা 45
ইয়ালিতজা অপ্রিসিও -UNESCO শুভেচ্ছাদূত
আন্টোনিও কোস্টা - পর্তুগালের প্রধানমন্ত্রী
কেইস সায়েদ - টিউনিশিয়ার রাষ্ট্রপতি

পাতা 50
ইউনাইটেড world রাঙ্কিং এ ভারতের দীপক পুনিয়া 86 KG বিভাগে প্রথম হয়েছেন|
সুলতান of জহর কাপ হকি টুর্নামেন্ট - ইংল্যান্ড ভারতকে 2-1 গোলে পরাজিত করেছে
মহিলাদের অনুর্ধ 15 সাফ কাপ ফুটবলে ভারত চ্যাম্পিয়ন বাংলাদেশ পরাজিত|
অনুর্ধ 18 সাফ কাপ ফুটবলে ভারত চ্যাম্পিয়ন বাংলাদেশ পরাজিত|

পাতা 51
ভারতেরআব্দুল কাদের খান 53তম এশিয়ান বডিবিল্ডিং and ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সিলভার মেডেল পেয়েছেন| 

পাতা 52 
2019সালের সিঙ্গাপুর গ্রান পি ফর্মুলা one কার রেসিং - চ্যাম্পিয়ন সেবাস্টিয়ান ভেতেল - টিম ফেরারি | 


জেনারেল বিপিন রাওয়াত—চিফ অফ ডিফেন্স স্টাফ
অনুমুলা গিতেশ শর্মা – ভারতীয় হাই কমিসনার অস্ট্রেলিয়া

কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপরাধ ও অপরাধী চিন্হিত করার জন্য যে মোবাইল আয়প চালু করলেন – E-Beat Book
কোনরাজ্য PATA (Pacific Asia Travel Association) gold পুরস্কার পেয়েছে – কেরল
ভারতীয় বিমান বাহিনীর 26 তম প্রধান – রাকেশ কুমার সিংহ ভাদুরিয়া
ভারতীয় চলচিত্র গাল্লিবয় 2020 সালের অস্কার পুরস্কারের জন্য প্রাথমিক পর্বে মনোনীত হয়েছে
22 september—world রাইনো day – Rohit4Rhinos Campaign
2019 সালের গৌরী লঙ্কেশ পুরস্কার পেয়েছেন – রবিশ কুমার
দাভো কার্নিকা – 7টি মহাদেশের সর্বোচ্ছ 6টি শৃঙ্গ জয় করেছেন
ফোর্বস কর্তিক প্রকাশিত World’s best regarded companies list 2019 এ ইনফোসিস কোম্পানি বিশ্বে তৃতীয় ও ভারতে প্রথম স্থান
Ramansat -2 – নাসা উত্ক্ষেপণ করেছে – ভারতীয় ছাত্র আবাল শিকার তৈরী করেছেন
সুইডেনের গ্রেটা থুনবার্গ—2019 সালের রাইট লিভলি হুড পুরস্কার পেয়েছেন
ভারত জাপান ও আমেরিকার মধ্যে যৌথ মহড়া – মালাবার 2019 অনুষ্ঠিত হয়েছে সাসেবো জাপানে|
29শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট day
কোন ট্রেন লেট হলে যাত্রীদের ক্ষতিপূরণ দেয় – তেজস এক্সপ্রেস
ভারতীয় ক্রিকেট advisor পদ থেকে ইস্তফা দিয়েছেন – কপিল দেব
প্লাস্টিক বর্জ থেকে ডিজেল তৈরির কারখানা – মথুরা উত্তরপ্রদেশ
10 অক্টোবর – world মেন্টাল health day – theme – সুইসাইড প্রিভেনশন
ভারতের প্রথম গার্বেজ কাফে – ছত্তিসগড়
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক – ক্ষুদ্র রপ্তানিকারকরা 25 কোটি টাকার বদলে এখন 40 কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে|
UCO Bank চালু করলো – Ucash and DIGI LOCKER| এর মাধ্যমে গ্রাহকরা debit card ব্যবহার না করেই মোবাইল ব্যাঙ্কিং দ্বারা এটিএম থেকে টাকা তুলতে পারবেন
সেবির নির্দেশ অনুসার ভারতের স্মার্টসিটি গুলি কোন বন্ডের মাধ্যমে মূলধন জোগার করতে পারবে Muni Bond

Novermber মাসের achivers current অ্যাফেয়ার্স শেষ |
Prepared by Nando Sir for 'Study with us' YouTube Channel


nandosir

I am a civil services teacher. I teach online / offline for UPSC CSE / WBCS

6 Comments

  1. sir next part ta ki apni upload korechen? November mount current affairs ta

    ReplyDelete
  2. অবশিষ্ট অংশ কবে আসবে স্যার?

    ReplyDelete
  3. Sr December ta jmn vbe diachen Sai vbe dile onk subidhe hoy.

    ReplyDelete
  4. 23 por seriol no vul ache ..29 sep date nki cerial no bujhte prchi na..aktu clear Kore bole dile vlo hoto.

    ReplyDelete
  5. Sir 2019 er January to Dec carent affoir Dila Valo hoi

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post