1. দেশের সেনা প্রধান ও কতোতম - General Mukund Naravane
2. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ও কতোতম -- Sharad Arvind Bobde 47th
3. Hunger Index - ভারতের স্থান কতো 102
4. Ease of doing business - ভারতের স্থানকতো -- 63 (2019) Published by - World Bank Group
5. 107তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস - কোথায় অনুষ্ঠিত হয়েছে (Bengaluru)
6. রোহিণী 200 রকেটের উৎক্ষেপণ - কোথায় যাবে -- SUN
7. গঙ্গাযান - মানব বহনকারী মহাকাশ যান| চন্দ্রযান - 3 (2020 তে উত্ক্ষেপণ হবে )
8. সরস্বতী সম্মান কে পেলেন 2019 - বিশিষ্ট সিন্ধি সাহিত্যিক ব্যাস দেব মহী| তিনি ‘চেকবুক’ গ্রন্থের জন্য এই পুরস্কারে ভুষিত হলেন|
9. 77 তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস -2020 শ্রেষ্ঠ অভিনেতা (ড্রামা)
জোয়াকুইন ফোনিক্স জোকার
10. চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি-SBI-এর ম্যানেজিং ডিরেক্টর |
11. হিলার ক্লিন্টন –ব্রিটেনের কুইন’স ইউনিভার্সিটির চ্যান্সেলর |
উমারো মোক্তার সিসোকো এম্বালো –গিনি বিসাউ-এর রাষ্ট্রপতি |
জোড়ান মিলানোভিচ –ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি |
পেড্রো সানচেজ পেরেজ কাস্টজন –স্পেনের প্রধানমন্ত্রী |
সাই ইং-ওয়েন – তাইওয়ানের রাষ্ট্রপতি |
রবার্ট অ্যাবেলা – মাল্টার প্রধানমন্ত্রী |
মিখাইল ভ্লাদিমিরোভিচ মিশুস্টিন –রাশিয়ার প্রধানমন্ত্রী |
হরিশ সালভে – ইংল্যান্ডের রানির কাউন্সেল |
ক্যাটরিনা সাকেল্লারোপোলু – গ্রিসের রাষ্ট্রপতি |
12 ‘The Third : How Markets and the State Leave the Community Behind’- রঘুরাম গোবিন্দ রাজন |
13. জ্ঞানপীঠ পুরস্কার-2019 : 29 নভেম্বর 2019 সালের 55তম ‘জ্ঞানপীঠ পুরস্কারে’ পুরস্কৃত হলেন জনপ্রিয় মালায়ালম কবি ও প্রাবন্ধিক আক্কিথাম অচ্যুতান নাম্বোথিরি |
14. রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড-2019 : দাভি কোপেনাওয়া ইয়ানোমামি ব্রাজিলের একজন পরিবেশ রক্ষাকর্মী| তাকে ব্রাজিলের দলাই ‘লামা অফ দ্য রেন ফরেস্ট’ নামে ডাকা হয়| গ্রেট থুনবার্গ হলেন সুইডেনের একজন স্কুল শিক্ষার্থী, যিনি মাত্র 15 বছর বয়সে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য সুইডেন সংসদের বাইরে প্রতিবাদ শুরু করেন| গুয়ো জিয়ানমেই হলেন চীনের প্রাক্তন আইনজীবী, যিনি চীনের মহিলাদের অধিকার রক্ষায় দীর্ঘদিন কাজ করেছেন| অ্যামিনাতৌ হায়দার হলেন পশ্চিম সাহারার একজন বিশিষ্ট মানবাধিকার কর্মী, যাকে ‘পশ্চিম সাহারার গান্ধী’ বলা হয়| প্রসঙ্গত উল্লেখ্য, পৃথিবীর জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত ক্ষেত্র এবং মানবাধিকার রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ| প্রত্যেক প্রাপককে একটি শংসাপত্র এবং নগদ দুই লক্ষ ইউরো প্রদান করা হয়| এই পুরস্কারটি ‘বিকল্প নোবেল’ পুরস্কার হিসাবে বিবেচিত হয়|
15.সুন্দর পিচাই –অ্যালফাবেট ইঙ্কের সিইও |
ফিফা ওয়ার্ল্ড রাঙ্কিং : ভারত গতবারের চেয়ে দু’ধাপ নেমে বর্তমানে 108তম স্থানে রয়েছে, তবে পূর্বের মতো বেলজিয়াম প্রথম স্থান, ফ্রান্স দ্বিতীয় ও ব্রাজিল তৃতীয় স্থানে রয়েছে| 2020 সালের তৃতীয় ‘খেলা ইন্ডিয়া ইয়ুথ গেমস’ অনুষ্ঠিত হতে চলেছে অসমের গুয়াহাটিতে | 2023 সালের ‘এফআইএইচ মেনস হকি ওয়ার্ল্ড কাপ’ অনুষ্ঠিত হতে চলেছে ওডিশাতে |
16. কেন্দ্রীয় সরকার ‘Air Quality Index(AQI)’ পরিমাপের জন্য সম্প্রতি কোন অ্যাপ্লিকেশন চালু করেছে? –Sameer Application .
17. 22 নভেম্বর ভারতের মাটিতে প্রথম কলকাতার ইডেন গার্ডেনে গোলাপি বলে দিনরাত্রির টেস্ট ম্যাচ শুরু হল|
18 14 নভেম্বর : ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে |
19 নভেম্বর : ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে |
20. দীপিকা পাড়ুকোন এবং পি ভি সিন্ধু –ভারত কি লক্ষ্মী-এর প্রচারাভিযান দূত : 22 অক্টোবর কেন্দ্রীয় সরকার কর্তৃক ‘ভারত কি লক্ষ্মী ইনিশিয়েটিভে’র প্রচারাভিযান দূত হিসাবে নিযুক্ত হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন |
21. এন জি রাজাপাক্ষে –শ্রীলঙ্কার প্রেসিডেন্ট |
মাহিন্দা রাজাপাক্ষে – শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী |
22. জাপানে অনুষ্ঠিত 2019 সালের ‘জোজো গল্ফ চ্যাম্পিয়নশিপে’মার্কিন যুক্তরাষ্ট্রের কোন গলফার চ্যাম্পিয়ন হলেন?- টাইগার উডস |
23. 7 নভেম্বর প্রয়াত আধুনিক বাংলা সাহিত্যের বিশিষ্ট মহিলা সাহিত্যিকের নাম কী, যিনি 2000 সালে ‘পদ্মশ্রী’, 1999 সালে ‘সাহিত্য অ্যাকাডেমি’ পুরস্কারে ভুষিত হয়েছিলেন?- নবনীতা দেবসেন |
24 ক্রোয়েশিয়ার কোন ফুটবলার তথা রিয়েল মাদ্রিদের মিডফিল্ডার 2019 সালের ‘গোল্ডেন ফুট অ্যাওয়ার্ডে’ ভুষিত হলেন? –লুকা মডরিচ |
25. সম্প্রতি G20 ভুক্ত দেশগুলির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যঙ্কের গভর্ণরদের বৈঠক আয়োজিত হয়েছিল আমেরিকার ওয়াশিংটন ডিসি শহরে|
26. HDI index -- 129
27. বিল গেটস এর লেখা বই “HOW TO AVOID A CLIMATE DISASTER: THE SOLUTIONS WE HAVE AND THE BREAKTHROUGH WE NEED” টি 2020 সালের জুন মাসে প্রকাশ হবে|
‘Lal Bahadur শাস্ত্রী: Politics and Beyond’ – বইটি লিখেছেন সন্দীপ শাস্ত্রী|
“Mind Master: Winning Lessons from a Champion’s Life”—বইটি লিখেছেন বিশ্বনাথন আনন্দ|
28. স্বচ্ছতা অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড দেয়া হয়েছে- সচিন তেন্ডুলকারকে| ইনি ভারতরত্ন| UNHCR নানসেন RUFUGEE অ্যাওয়ার্ড দেয়া হয়েছে- আজিজবেক অসুরোভ কে| দেড় লক্ষ মার্কিন ডলার ও স্মারক দেয়া হয়েছে|
international CHILDRENS Peace Prize 2019 দেয়া হবে- গ্রেটা থুনবার্গ ও ডাইভিনা মালৌম|
30. সৌরভ গাঙ্গুলী -- BCCI এর প্রেসিডেন্ট
31. 2019সালের সিঙ্গাপুর গ্রান পি ফর্মুলা one কার রেসিং - চ্যাম্পিয়ন সেবাস্টিয়ান ভেতেল - টিম ফেরারি |
32. 45তম জি-7 সামিট : স্থান-ফ্রান্সে বিয়ারিৎজ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘বায়োডাইভাসিটি, ওসিয়ান, ক্লাইম্যাট’-এর ওপর ভাষণ দিয়েছেন|
33. Obama: The Call of History’ –পিটার বেকার: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার অফিসের কর্মজীবনের তথ্য নিয়ে পিটার বেকারের লেখা বইটি হল Obama: The Call of History’|
‘Savakar : Echoes from forgotten past 1883-1924’ বিক্রম সম্পত: সম্প্রতি বিক্রম সম্পতের লেখা ‘Savakar : Echoes from forgotten past 1883-1924’ বইটি প্রকাশিত হল| এই বইয়ে দার্শনিক ও স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকারের 1883 জন্ম 1924 সালের রত্নগিরিতে শর্তসাপেক্ষে মুক্তি পর্যন্ত জীবনের তথ্য রয়েছে|
Big Billion Start up: The Untold Flipkart Sorty’ –মিহির দালাল : মিহির দালালের লেখা Big Billion Start up: The Untold Flipkart Sorty’|
34. 29আগস্ট : জাতীয় ক্রীড়া দিবস
35. শ্রীলঙ্কায় দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ টাওয়ার : শ্রীলঙ্কার কলম্বোতে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ টাওয়ারের উন্মোচন হল|
এই টাউওয়ারটির নাম ‘লোটাস টাওয়ার’|
36. গন্ডার সংরক্ষণের সচেতনতা বৃদ্ধির জন্য WWF এবং Animal Planet টিভি চ্যানেল যৌথভাবে যে প্রচারাভিযান শুরু করেছে, তার নাম কী এবং যার বিপণন দূত হিসাবে নিযুক্ত হয়েছেন ক্রিকেটার রোহিত শর্মা? –Rohit4RhinosCampaign.
37. 76তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন লায়ন ফর বেস্ট ফিল্ম’ বিভাগে পুরস্কৃত হল কোন চলচ্চিত্রটি? – ‘জোকার’(ইউএসএ)|
38. জম্মু ও কাশ্মীর 370 ও 35 A ধারা বাতিল
39.29 জুলাই: বিশ্ব ব্যাঘ্র দিবস
40. জর্ডন প্রথম জলের তলায় মিলিটারি মিউজিয়াম চালু করল|
41. রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড -2019 : সম্প্রতি রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন কর্তৃক 2019 সালের রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড প্রাপকদের নাম ঘোষনা করা হল| সরকারী সেবা, জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য, যোগাযোগে উদ্ভাবনী কুলাকুশল, শান্তি, আন্তর্জাতিক সমন্বয় প্রভৃতি ক্ষেত্রে অসামান্য অবদানকারী ব্যক্তিদের এই পুরস্কারে ভুমিকা করা হয়|
রবীশ কুমার – ভারত – প্রতিবাদহীনদের মুখে প্রতিবাদী ভাষা স্থাপনের সাংবাদিকতায় জোর দেওয়া|
42. অধীন রঞ্জন চৌধুরি- PAC-এর চেয়ারম্যান
43. জগদীপ ধাঙ্কার –পশ্চিমবঙ্গের রাজ্যপাল : 30 জুলাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন জগদীপ ধাঙ্কার| তিনি পূর্ববতী পদাধিকারী কেশরীনাথ ত্রিপাঠির স্থলাভিষিক্ত হলেন|
প্রীতি প্যাটেল – ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রী : 25 জুলাই ব্রিটেনের মহিলা স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন প্রথম ভারতীয় বংশোদ্ভুত রাজনীতিবিদ প্রীতি প্যাটেল|
44. ডেনমার্কের কোন ব্যাঙ্ক বিশ্বের প্রথম Negative Interest Rate গৃহঋণ ব্যবস্থা চালু করল? –Jyske Bank| RBI সম্প্রতি কোন বিদেশ ব্যাঙ্কের ভারতে কার্যালয় স্থাপনের অনুমতি দিল? – Bank of China|
45.কোন বাঙালি অর্থনীতিতে সম্প্রতিনোবেল পেয়েছেন -- অভিজিত বিনায়ক বন্দপাধ্যায়
আগামী 7/10 দিনে আরো কিছু যোগ করা হবে |এই সাইটে আসার জন্য ধন্যবাদ |
2. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ও কতোতম -- Sharad Arvind Bobde 47th
3. Hunger Index - ভারতের স্থান কতো 102
4. Ease of doing business - ভারতের স্থানকতো -- 63 (2019) Published by - World Bank Group
5. 107তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস - কোথায় অনুষ্ঠিত হয়েছে (Bengaluru)
6. রোহিণী 200 রকেটের উৎক্ষেপণ - কোথায় যাবে -- SUN
7. গঙ্গাযান - মানব বহনকারী মহাকাশ যান| চন্দ্রযান - 3 (2020 তে উত্ক্ষেপণ হবে )
8. সরস্বতী সম্মান কে পেলেন 2019 - বিশিষ্ট সিন্ধি সাহিত্যিক ব্যাস দেব মহী| তিনি ‘চেকবুক’ গ্রন্থের জন্য এই পুরস্কারে ভুষিত হলেন|
9. 77 তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস -2020 শ্রেষ্ঠ অভিনেতা (ড্রামা)
জোয়াকুইন ফোনিক্স জোকার
10. চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি-SBI-এর ম্যানেজিং ডিরেক্টর |
11. হিলার ক্লিন্টন –ব্রিটেনের কুইন’স ইউনিভার্সিটির চ্যান্সেলর |
উমারো মোক্তার সিসোকো এম্বালো –গিনি বিসাউ-এর রাষ্ট্রপতি |
জোড়ান মিলানোভিচ –ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি |
পেড্রো সানচেজ পেরেজ কাস্টজন –স্পেনের প্রধানমন্ত্রী |
সাই ইং-ওয়েন – তাইওয়ানের রাষ্ট্রপতি |
রবার্ট অ্যাবেলা – মাল্টার প্রধানমন্ত্রী |
মিখাইল ভ্লাদিমিরোভিচ মিশুস্টিন –রাশিয়ার প্রধানমন্ত্রী |
হরিশ সালভে – ইংল্যান্ডের রানির কাউন্সেল |
ক্যাটরিনা সাকেল্লারোপোলু – গ্রিসের রাষ্ট্রপতি |
12 ‘The Third : How Markets and the State Leave the Community Behind’- রঘুরাম গোবিন্দ রাজন |
13. জ্ঞানপীঠ পুরস্কার-2019 : 29 নভেম্বর 2019 সালের 55তম ‘জ্ঞানপীঠ পুরস্কারে’ পুরস্কৃত হলেন জনপ্রিয় মালায়ালম কবি ও প্রাবন্ধিক আক্কিথাম অচ্যুতান নাম্বোথিরি |
14. রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড-2019 : দাভি কোপেনাওয়া ইয়ানোমামি ব্রাজিলের একজন পরিবেশ রক্ষাকর্মী| তাকে ব্রাজিলের দলাই ‘লামা অফ দ্য রেন ফরেস্ট’ নামে ডাকা হয়| গ্রেট থুনবার্গ হলেন সুইডেনের একজন স্কুল শিক্ষার্থী, যিনি মাত্র 15 বছর বয়সে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য সুইডেন সংসদের বাইরে প্রতিবাদ শুরু করেন| গুয়ো জিয়ানমেই হলেন চীনের প্রাক্তন আইনজীবী, যিনি চীনের মহিলাদের অধিকার রক্ষায় দীর্ঘদিন কাজ করেছেন| অ্যামিনাতৌ হায়দার হলেন পশ্চিম সাহারার একজন বিশিষ্ট মানবাধিকার কর্মী, যাকে ‘পশ্চিম সাহারার গান্ধী’ বলা হয়| প্রসঙ্গত উল্লেখ্য, পৃথিবীর জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত ক্ষেত্র এবং মানবাধিকার রক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ| প্রত্যেক প্রাপককে একটি শংসাপত্র এবং নগদ দুই লক্ষ ইউরো প্রদান করা হয়| এই পুরস্কারটি ‘বিকল্প নোবেল’ পুরস্কার হিসাবে বিবেচিত হয়|
15.সুন্দর পিচাই –অ্যালফাবেট ইঙ্কের সিইও |
ফিফা ওয়ার্ল্ড রাঙ্কিং : ভারত গতবারের চেয়ে দু’ধাপ নেমে বর্তমানে 108তম স্থানে রয়েছে, তবে পূর্বের মতো বেলজিয়াম প্রথম স্থান, ফ্রান্স দ্বিতীয় ও ব্রাজিল তৃতীয় স্থানে রয়েছে| 2020 সালের তৃতীয় ‘খেলা ইন্ডিয়া ইয়ুথ গেমস’ অনুষ্ঠিত হতে চলেছে অসমের গুয়াহাটিতে | 2023 সালের ‘এফআইএইচ মেনস হকি ওয়ার্ল্ড কাপ’ অনুষ্ঠিত হতে চলেছে ওডিশাতে |
16. কেন্দ্রীয় সরকার ‘Air Quality Index(AQI)’ পরিমাপের জন্য সম্প্রতি কোন অ্যাপ্লিকেশন চালু করেছে? –Sameer Application .
17. 22 নভেম্বর ভারতের মাটিতে প্রথম কলকাতার ইডেন গার্ডেনে গোলাপি বলে দিনরাত্রির টেস্ট ম্যাচ শুরু হল|
18 14 নভেম্বর : ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে |
19 নভেম্বর : ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে |
20. দীপিকা পাড়ুকোন এবং পি ভি সিন্ধু –ভারত কি লক্ষ্মী-এর প্রচারাভিযান দূত : 22 অক্টোবর কেন্দ্রীয় সরকার কর্তৃক ‘ভারত কি লক্ষ্মী ইনিশিয়েটিভে’র প্রচারাভিযান দূত হিসাবে নিযুক্ত হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন |
21. এন জি রাজাপাক্ষে –শ্রীলঙ্কার প্রেসিডেন্ট |
মাহিন্দা রাজাপাক্ষে – শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী |
22. জাপানে অনুষ্ঠিত 2019 সালের ‘জোজো গল্ফ চ্যাম্পিয়নশিপে’মার্কিন যুক্তরাষ্ট্রের কোন গলফার চ্যাম্পিয়ন হলেন?- টাইগার উডস |
23. 7 নভেম্বর প্রয়াত আধুনিক বাংলা সাহিত্যের বিশিষ্ট মহিলা সাহিত্যিকের নাম কী, যিনি 2000 সালে ‘পদ্মশ্রী’, 1999 সালে ‘সাহিত্য অ্যাকাডেমি’ পুরস্কারে ভুষিত হয়েছিলেন?- নবনীতা দেবসেন |
24 ক্রোয়েশিয়ার কোন ফুটবলার তথা রিয়েল মাদ্রিদের মিডফিল্ডার 2019 সালের ‘গোল্ডেন ফুট অ্যাওয়ার্ডে’ ভুষিত হলেন? –লুকা মডরিচ |
25. সম্প্রতি G20 ভুক্ত দেশগুলির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যঙ্কের গভর্ণরদের বৈঠক আয়োজিত হয়েছিল আমেরিকার ওয়াশিংটন ডিসি শহরে|
26. HDI index -- 129
27. বিল গেটস এর লেখা বই “HOW TO AVOID A CLIMATE DISASTER: THE SOLUTIONS WE HAVE AND THE BREAKTHROUGH WE NEED” টি 2020 সালের জুন মাসে প্রকাশ হবে|
‘Lal Bahadur শাস্ত্রী: Politics and Beyond’ – বইটি লিখেছেন সন্দীপ শাস্ত্রী|
“Mind Master: Winning Lessons from a Champion’s Life”—বইটি লিখেছেন বিশ্বনাথন আনন্দ|
28. স্বচ্ছতা অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড দেয়া হয়েছে- সচিন তেন্ডুলকারকে| ইনি ভারতরত্ন| UNHCR নানসেন RUFUGEE অ্যাওয়ার্ড দেয়া হয়েছে- আজিজবেক অসুরোভ কে| দেড় লক্ষ মার্কিন ডলার ও স্মারক দেয়া হয়েছে|
international CHILDRENS Peace Prize 2019 দেয়া হবে- গ্রেটা থুনবার্গ ও ডাইভিনা মালৌম|
30. সৌরভ গাঙ্গুলী -- BCCI এর প্রেসিডেন্ট
31. 2019সালের সিঙ্গাপুর গ্রান পি ফর্মুলা one কার রেসিং - চ্যাম্পিয়ন সেবাস্টিয়ান ভেতেল - টিম ফেরারি |
32. 45তম জি-7 সামিট : স্থান-ফ্রান্সে বিয়ারিৎজ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘বায়োডাইভাসিটি, ওসিয়ান, ক্লাইম্যাট’-এর ওপর ভাষণ দিয়েছেন|
33. Obama: The Call of History’ –পিটার বেকার: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার অফিসের কর্মজীবনের তথ্য নিয়ে পিটার বেকারের লেখা বইটি হল Obama: The Call of History’|
‘Savakar : Echoes from forgotten past 1883-1924’ বিক্রম সম্পত: সম্প্রতি বিক্রম সম্পতের লেখা ‘Savakar : Echoes from forgotten past 1883-1924’ বইটি প্রকাশিত হল| এই বইয়ে দার্শনিক ও স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকারের 1883 জন্ম 1924 সালের রত্নগিরিতে শর্তসাপেক্ষে মুক্তি পর্যন্ত জীবনের তথ্য রয়েছে|
Big Billion Start up: The Untold Flipkart Sorty’ –মিহির দালাল : মিহির দালালের লেখা Big Billion Start up: The Untold Flipkart Sorty’|
34. 29আগস্ট : জাতীয় ক্রীড়া দিবস
35. শ্রীলঙ্কায় দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ টাওয়ার : শ্রীলঙ্কার কলম্বোতে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ টাওয়ারের উন্মোচন হল|
এই টাউওয়ারটির নাম ‘লোটাস টাওয়ার’|
36. গন্ডার সংরক্ষণের সচেতনতা বৃদ্ধির জন্য WWF এবং Animal Planet টিভি চ্যানেল যৌথভাবে যে প্রচারাভিযান শুরু করেছে, তার নাম কী এবং যার বিপণন দূত হিসাবে নিযুক্ত হয়েছেন ক্রিকেটার রোহিত শর্মা? –Rohit4RhinosCampaign.
37. 76তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন লায়ন ফর বেস্ট ফিল্ম’ বিভাগে পুরস্কৃত হল কোন চলচ্চিত্রটি? – ‘জোকার’(ইউএসএ)|
38. জম্মু ও কাশ্মীর 370 ও 35 A ধারা বাতিল
39.29 জুলাই: বিশ্ব ব্যাঘ্র দিবস
40. জর্ডন প্রথম জলের তলায় মিলিটারি মিউজিয়াম চালু করল|
41. রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড -2019 : সম্প্রতি রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন কর্তৃক 2019 সালের রমন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড প্রাপকদের নাম ঘোষনা করা হল| সরকারী সেবা, জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য, যোগাযোগে উদ্ভাবনী কুলাকুশল, শান্তি, আন্তর্জাতিক সমন্বয় প্রভৃতি ক্ষেত্রে অসামান্য অবদানকারী ব্যক্তিদের এই পুরস্কারে ভুমিকা করা হয়|
রবীশ কুমার – ভারত – প্রতিবাদহীনদের মুখে প্রতিবাদী ভাষা স্থাপনের সাংবাদিকতায় জোর দেওয়া|
42. অধীন রঞ্জন চৌধুরি- PAC-এর চেয়ারম্যান
43. জগদীপ ধাঙ্কার –পশ্চিমবঙ্গের রাজ্যপাল : 30 জুলাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন জগদীপ ধাঙ্কার| তিনি পূর্ববতী পদাধিকারী কেশরীনাথ ত্রিপাঠির স্থলাভিষিক্ত হলেন|
প্রীতি প্যাটেল – ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রী : 25 জুলাই ব্রিটেনের মহিলা স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন প্রথম ভারতীয় বংশোদ্ভুত রাজনীতিবিদ প্রীতি প্যাটেল|
44. ডেনমার্কের কোন ব্যাঙ্ক বিশ্বের প্রথম Negative Interest Rate গৃহঋণ ব্যবস্থা চালু করল? –Jyske Bank| RBI সম্প্রতি কোন বিদেশ ব্যাঙ্কের ভারতে কার্যালয় স্থাপনের অনুমতি দিল? – Bank of China|
45.কোন বাঙালি অর্থনীতিতে সম্প্রতিনোবেল পেয়েছেন -- অভিজিত বিনায়ক বন্দপাধ্যায়
আগামী 7/10 দিনে আরো কিছু যোগ করা হবে |এই সাইটে আসার জন্য ধন্যবাদ |