আরবিআই-এর মনি অ্যাপ
– 1 জানুয়ারী আরবিআই এর গর্ভনর শক্তিকান্ত
দাস মনি (MANI –Mobile Aided Note Identifrer)অ্যাপ চালু করলেন| দৃষ্টিহীনদের জন্য
মুদ্রা নোটের চিহ্নিতকরণ সাহায্য করবে এই মনি অ্যাপ| মোবাইল ক্যামেরা ব্যবহার করে
মুদ্রা নোট স্ক্যান করা যাবে| এই অ্যাপের উল্লেখযোগ্য বিশেষ বৈশিষ্ট্য হল ইনস্টল
করার পর অফলাইনেও ব্যবহার করা যাবে|
‘ওয়ান নেশন, ওয়ান
রেশন কার্ড’ – 20 জানুয়ারী
উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী রাম বিলাস পাসওয়ান ঘোষনা করলেন 2020
সালের 1 জুন থেকে দেশব্যাপী ‘ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড’ চালু হয়ে যাবে| 2020
সালের 1 জানুয়ারী অনুযায়ী মধ্যপ্রদেশ, গোয়া, ত্রিপুরাসহ 12টি রাজ্যে ‘ওয়ান নেশন,
ওয়ান রেশন কার্ড’ চালু রয়েছে|
2020 হল
ইন্টারন্যাশনাল ইয়ার অফ নার্স অ্যান্ড মিডওয়াইফ – ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2020 সালের ইন্টারন্যাশনাল
ইয়ার অফ নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসাবে ঘোষনা করল| ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে তাঁর
200তম জন্মবার্ষিকীতে সম্মান জানানোর উদ্দেশ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই
স্বীকৃতি প্রদান করেছে|
ওয়ার্ল্ড ব্রেইল ডে
– প্রতি বছর 4 জানুয়ারী সারাবিশ্বে ওয়ার্ল্ড
ব্রেইল ডে পালিত হয়| লুইস ব্রেইল যিনি অন্ধ মানুষদের পড়া ও লেখার জন্য লিপি
আবিষ্কার করেছিলেন তাকে তাঁর জন্মদিনে সম্মান জানানোর জন্য ইউনাইটেড নেশনস এই
দিবসটি পালন করে থাকে|
9 জানুয়ারী :
প্রবাসী ভারতীয় দিবস -9
জানুয়ারী দেশজুড়ে প্রবাসী ভারতীয় দিবস উদযাপিত হল| ভারতের উন্নয়নে প্রবাসী ভারতীয়দের
অবদান তুলে ধরতে প্রতি বছর এই দিবটি পালন করে হয়| 1915 সালের 9 জানুয়ারী ভারতের
স্বাধীনতা সংগ্রামী ও প্রবাদ প্রতীম নেতা মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে
ভারতে এসেছিলেন| এই দিনটিকে স্মরণ করে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়|
10 জানুয়ারী :
ওয়ার্ল্ড হিন্দি ডে – 10
জানুয়ারী বিশ্বজুড়ে ওয়ার্ল্ড হিন্দি ডে উদযাপিত হল| বিশ্বব্যাপী হিন্দি
ভাষাকে তুলে ধরতে এই ভাষা প্রচারের লক্ষ্যে প্রতি বছর এই দিনটি পালন করা হয়| 2006
সালে প্রথম এই দিবস উদযাপন করা হয়|
12 জানুয়ারী :
ন্যাশনাল ইয়ুথ ডে – 12
জানুয়ারী দেশজুড়ে ন্যাশনাল ইয়ুথ ডে উদযাপিত হল| সমাজ সংস্কারক, দার্শনিক, চিন্তাশীল
ও যুব আইকন স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীকে স্মরণ করে তাঁকে শ্রদ্ধা জানাতে
প্রতিবছর এই দিনটি পালন করা হয়| এই দিনটি যুব দিবস নামে পরিচিত| এবারের থিম-
‘Channelizing Youth Power for Nation Building’ |
15 জানুয়ারী : সেনা
দিবস - 15 জানুয়ারী দেশজুড়ে
72তম সেনা দিবসউদযাপিত হল| দেশের জন্য যে সমস্ত ভারতীয় সেনা যুদ্ধে প্রাণ হারিয়েছে
তাঁদের এই সম্মান জানানোর হয়| 1949 সালের 15 জানুয়ারী প্রথম ভারতীয় কমান্ডার ইন-চিফ
হিসেবে লেফটেন্যান্ট জেনারেল কে এম কারিয়াপ্পা দায়িত্ব্ভাবে গ্রহন করেন| প্রতি বছর
এই দিনটিকে স্মরণ করে দেশজুড়ে সেনা দিবস উদযাপন করা হয়|
107তম ভারতীয়
বিজ্ঞান কংগ্রেস -3-7
জানুয়ারী কর্ণাটকের বেঙ্গালুরুতে ইউনিভাসিটি অফ এগ্রিকালচার সায়েন্সেস-এ 107তম
ভারতীয় বিজ্ঞান কংগ্রেস আয়োজিত হল| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কংগ্রেসের
উদ্ধোধন করলেন| এছাড়া তিনি আই-স্টেম (I-STEM) পোর্টালের সূচনা করলেন|
ওয়ার্ল্ড ফিউচার
এনার্জি সামিট-2020 – 13-16 জানুয়ারী
সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবিতে আবুধাবি ন্যাশনাল এগজিবিশন সেন্টারে দশম ওয়ার্ল্ড
ফিউচার এনার্জি সামিট আয়োজন হল|
যাদের মধ্যে মউ / চুক্তি
স্বাক্ষরিত হয়েছে – ভারতীয়
সেনাবাহিনী এবং রাশিয়া |
যে যে বিষয়ে মউ /
চুক্তি স্বাক্ষরিত হয়েছে – 7.5
লক্ষের বেশি AK-203 অ্যাসল্ট রাইফেল ক্রয় করার জন্য রাশিয়ার সঙ্গে ভারতীয়
সেনাবাহিনী একমাসের মধ্যে মউ স্বাক্ষর করতে চলেছে|
রোহিণী 200 রকেটের
উৎক্ষেপণ – সম্প্রতি কেরলের
থুম্বা থেকে ইসরোর অধীন একটি প্রধান মহাকাশ গবেষণা সংস্থা বিক্রম সারাভাই স্পেস
সেন্টার সফলভাবে রোহিণী 200 নামে একটি শব্দায়মান রকেটের উৎক্ষেপণ করল|
সূর্য গ্রহণের সময়
পৃথিবীর উপরিভাগের বায়ুমন্ডলে কীরূপে পরিবর্তন হয় তা গবেষণা করার জন্য এই রকেটের উৎক্ষেপণ
করা হয়েছে|
2020 সালের ‘চন্দ্রযান-3’
অভিযান – 1 জানুয়ারী ইসরোর
চেয়ারম্যান কে সিবন জার্নান 2020 সালেই ‘চন্দ্রযান-3’ এর অভিযান হবে|
এই ‘চন্দ্রযান-3’ তে
প্রোপালসান মডিউলের সঙ্গে থাকবে একটি ল্যান্ডার ঐ একটি রোভার|
এছাড়া কোন মহাকাশচারী
ছাড়া এবছরই গগনযান এর মহড়া হবে|
2020 সালে 25টির
বেশি মহাকাশ অভিযানের লক্ষ্য নিয়েছে ইসরো|
জিস্যাট-30
স্যাটেলাইটের উৎক্ষেপণ – 17
জানুয়ারী সফলভাবে জিস্যাট-30(Geosynchromous Satellites) স্যাটেলাইটের উৎক্ষেপণ
করা হয়েছে|
এটি উচ্চমানের
দুরদর্শন টেলিকমিউনিকেশন প সম্প্রচার পরিষেবা প্রদান করবে|
অরুণাচলপ্রদেশে 3টি
নতুন প্রজাতির ব্যাঙ – 15
জানুয়ারী জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা অরুণাচলপ্রদেশে 3টি নতুন
প্রজাতির ব্যাঙ আবিষ্কার করলেন|
অরুণাচলপ্রদেশে
নিম্ন, সুবনসিরি জেলায় টেলি ভেলি ওয়াইল্ডলাইফ স্যাঙ্কুচুয়ারিতে এই নতুন প্রজাতির
ব্যাঙ পাওয়া গেছে|
এই নতুন প্রজাতির
ক্ষুদ্র ব্যাঙগুলির নাম ‘Liurana himalayana Liurana indica এবং Liurana minuta’|
প্রগতি ময়দান মেট্রো
স্টেশনের নতুন নাম সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন |
সরস্বতী সম্মান-2019
– 17 জানুয়ারী, 2020 তারিখে কে কে বিড়লা
ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত 2019 সালের সরস্বতী সম্মানে ভুষিত হলেন বিশিষ্ট সিন্ধি
সাহিত্যিক ব্যাস দেব মহী| তিনি ‘চেকবুক’ গ্রন্থের জন্য এই পুরস্কারে ভুষিত হলেন|
অর্ডার অফ অস্টেলিয়া
সম্মান – 17 জানুয়ারী
অস্ট্রেলিয়া সর্বোচ্চ অসামরিক সম্মান ‘অর্ডার অফ অস্ট্রেলিয়া’ সম্মানে ভুষিত হলেন
ভারতের বায়ো ফার্মাসিউটিক্যাল কোম্পানী ‘বায়োকন’-এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান
কিরণ মজুমদার শাহ|
77 তম গোল্ডেন গ্লোব
অ্যাওয়ার্ডস -2020
মোশন পিকচার্স
পুরস্কারের বিভাগ
|
প্রাপক/ প্রাপিকা
|
সংশ্লিষ্ট চলচ্চিত্র
|
শ্রেষ্ঠ অভিনেতা (ড্রামা)
|
জোয়াকুইন ফোনিক্স
|
জোকার
|
শ্রেষ্ঠ অভিনেত্রী (ড্রামা)
|
রেনি জেলওয়েজার
|
জুডি
|
শ্রেষ্ঠ সহ অভিনেতা
|
ব্রাড পিট
|
ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড
|
শ্রেষ্ঠ সহ অভিনেত্রী
|
লোরা ডার্ন
|
ম্যারেজ স্টোরি
|
বিসিসিআই বার্ষিক পুরস্কার-2018-19 – শ্রেষ্ঠ আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার পুনম যাদব |
স্পোর্টস ষ্টার অ্যাসেস
অ্যাওয়ার্ড-2020 – লাইফটাইম
অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড –কপিলদেব (ক্রিকেট)
স্পোর্টসম্যান অফ
দ্য ইয়ার –রোহিত শর্মা(ক্রিকেট)|
14তম রামনাথ
গোয়েঙ্কা এক্সিলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ড – প্রিন্ট মিডিয়া
রিপোর্টিং ফ্রম
কনফ্লিক্ট জোন – দীপঙ্কর ঘোষ |
ফোটো জার্নালিজম –
সি সুরেশ কুমার |
পদ্ম পুরস্কার -2020:-
উমেশ সিনহা-ভারতের
ডিপুটি ইলেকশন কমিশনার |
সুরেশচন্দ্র শর্মা –ন্যাশনাল
মেডিকেল কমিশনের চেয়ারম্যান |
এ পি মহেশ্বরী –CRPF-এর
ডিজি |
চাল্লা শ্রীনিবাসুলু
শেট্টি-SBI-এর ম্যানেজিং ডিরেক্টর |
হিলার ক্লিন্টন –ব্রিটেনের
কুইন’স ইউনিভার্সিটির চ্যান্সেলর |
উমারো মোক্তার
সিসোকো এম্বালো –গিনি বিসাউ-এর রাষ্ট্রপতি |
জোড়ান মিলানোভিচ –ক্রোয়েশিয়ার
রাষ্ট্রপতি |
পেড্রো সানচেজ পেরেজ
কাস্টজন –স্পেনের প্রধানমন্ত্রী |
সাই ইং-ওয়েন – তাইওয়ানের
রাষ্ট্রপতি |
রবার্ট অ্যাবেলা –
মাল্টার প্রধানমন্ত্রী |
মিখাইল
ভ্লাদিমিরোভিচ মিশুস্টিন –রাশিয়ার প্রধানমন্ত্রী |
হরিশ সালভে –
ইংল্যান্ডের রানির কাউন্সেল |
ক্যাটরিনা সাকেল্লারোপোলু
– গ্রিসের রাষ্ট্রপতি |
ঐতিহ্যের মোহনবাগান
মিশে গেল এটিকে’র সঙ্গে -16
জানুয়ারী এক যুগান্তকারী চুক্তিতে মিশে গেল দুই ক্লাব -130 বছরের মোহনবাগান এবং 6
বছরের এটিকে| দুই ক্লাবের যে সংযুক্তিকরণ হচ্ছে তাতে এটিকে’র শেয়ার থাকছে 80% এবং
সবুজ-মেরুনের থাকছে 20%| মোহনবাগান আর শুধু মোহনবাগান থাকল না, পরের মরশুম থেকে সব
টুর্নামেন্টে ঐতিহ্যবাহী এই ক্লাব খেলবে এটিকে-মোহনবাগান নাম দিয়ে|
1. সম্প্রতি প্র্কাশিত স্বচ্ছ সর্বেক্ষণ লিগ 2020
রাঙ্কিং-এ ‘দশ লক্ষ জনসংখ্যা’ বিভাগে প্রথম স্থানে কোন শহর আছে? –ইন্দোর,
মধ্যপ্রদেশ |
2. সম্প্রতি দেশের প্রথম কোন রাজ্য বিধানসভা
Citizenship Amendment Act বিরোধী আইন পাস করল? – কেরল |
3. সম্প্রতি পোর্তুগালের কোন পেশাদারি ফুটবলার 11তম
দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ডস-এ এই নিয়ে টানা চারবার-সহ মোট ছয়বার ভূষিত হলেন? –ক্রিশ্চিয়ানো
রোনাল্ডো |
4. সম্প্রতি নিউজিল্যান্ডের কোন ব্যাটসম্যান বিশ্বের
সপ্তম ক্রিকেটার হিসাবে এক ওভার ছ’টি ছয় মারার কৃতিত্ব অর্জন করলেন? –লিও
কার্টার |
5. সম্প্রতি কোথায় সে রাজ্যের প্রথম কচ্ছপ পুনর্বাসন
কেন্দ্র গড়ে উঠল যেখানে প্রায় একসঙ্গে 500 কচ্ছপকে পুনর্বাসন করা যাবে? –
ভাগলপুর ফরেস্ট ডিভিশন |
6. ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো 2022 সাল নাগাদ
যে ইন্ডিয়া ডেটা রিলে স্যাটেলাইট সিস্টেম (IDRSS) সিরিজের স্যাটেলাইট উৎক্ষেপণ
করতে চলেছে তার নাম কী? –Gaganyaan Satellite .
7. খাদ্য সরবরাহকারী স্টার্টআপ সংস্থা জোমাট’কে
সম্প্রতি কোন সংস্থা 350 মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে অধিগ্রহণ করল? –উবের
ইটস |
21 ডিসেম্বর , 2019
– Indian Council of Agricultual Research নাবার্ডের সঙ্গে কৃষি ও চাষ বিষয়ক
গবেষণার জন্য মউ চুক্তি স্বাক্ষর করল| এরফলে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ বাড়বে|
গবেষণার বিষয়বস্তু হল কৃষি পদ্ধতিতে উন্নত প্রযুক্তির ব্যবহার |
22 জিসেম্বর, 2019 -
24 x 7 NEFT transaction অব্যাহত রাখার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
Intra-day Liquidity Facility-র ব্যবস্থা করল, যা Liquidity Support নামে পরিচিত|
26 ডিসেম্বর ,
2019 – দীর্ঘমেয়াদী সুদের
হার কমানোর জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মার্কিন যুক্তরাষ্ট্রের আদলে Operation
Twist ধারণার প্রবর্তন করল| এর মাধ্যমে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ক্রমাগত Open
Market Operations Mechanism এর সাহায্যে সরকারী বন্ড ক্রয় বিক্রয় করবে| এরফলে
মার্কেটের লিক্যুইডিটি পজিশন ভাল হবে|
জম্মু ও
কাশ্মীর এবং লাদাখের কেন্দ্র শাসিত অঞ্চলগুলির প্রধান ব্যাঙ্ক হিসেবে ভারতীয়
রিজার্ভ ব্যাঙ্ক J & K Bnak এবং এসবিআইকে নিযুক্ত করল|
30 ডিসেম্বর,
2019 – Reliance
Industries এবং TCS এর পর HDFC bank তৃতীয় ভারতীয় কোম্পানী হিসেবে 100 বিলিয়ন মার্কিন
ডলার এর Market Capitalization এর মাত্র অতিক্রম করল|
কমার্শিয়াল
ভেহিকল ফিনান্সিং এর জন্য অশোক লেল্যান্ড এবং ইয়েস ব্যাঙ্ক চুক্তিবদ্ধ হল| এই
ব্যবস্থায় দুবছরের জন্য ভেহিকল লোন পাওয়া যাবে|
31 ডিসেম্বর,
2019 – রাট 8টা থেকে
সকাল 8টার মধ্যে 10000 টাকার বেশি এটিএম উইথড্রয়ালের ক্ষেত্রে OTP ব্যবস্থা চালু
করল ভারতীয় স্টেট ব্যাঙ্ক| এই ব্যবস্থা 1 জানুয়ারী 2020 থেকে চালু হবে|
ব্যাঙ্কিং –
1.
KYC তে নতুন কী বদল আনল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ?- Video Based
Identification Process .
2.
FASTag বিক্রয় করার জন্য কোন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হল CSC?-
পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক |
অর্থনীতি –
1. 15তম Global Risk Report 2020 প্রকাশ করল
কোন সংস্থা? –World Economic Forum .
অর্থনৈতিক প্রতিষ্ঠান –
1. দ্রুত এবং সুরক্ষিত পেমেন্টস জন্য NPCI কী
ব্যবস্থা নীল?- ব্লকচেন ভিত্তিক বজ্রা প্ল্যাটফর্ম চালু করল |
2. কোন সমবায় ব্যাঙ্ক প্রথম স্মল ফিনান্স
ব্যাঙ্কে পরিবর্তিত হল? –শিবালিকা মার্কেন্টাইল সমবায় ব্যাঙ্ক |
3. বিমা সংস্থাগুলির জন্য কী ধরনের পরিষেবা
বাধ্যতামূলক করল IRDAI? –আরোগ্য সঞ্জীবনী |
ব্যবসা-বানিজ্য-
1. কোন সংস্থা AI ভিত্তিক Knowledge Hub চালু
করল? – National Stock Exchange .
এগুলো pdf পাওয়ার কোনো ব্যবস্থা আছে কী?
ReplyDeleteNa
DeleteKhub helpful Sir
DeleteReally good and effective for competitive exams,,
ReplyDeleteAprail please load koro
ReplyDelete