Achievers February 2020 Magazine থেকে কী কী পড়তে হবে || WBCS ও অনান্য পরীক্ষার জন্য

আরবিআই-এর মনি অ্যাপ – 1 জানুয়ারী আরবিআই এর গর্ভনর শক্তিকান্ত দাস মনি (MANI –Mobile Aided Note Identifrer)অ্যাপ চালু করলেন| দৃষ্টিহীনদের জন্য মুদ্রা নোটের চিহ্নিতকরণ সাহায্য করবে এই মনি অ্যাপ| মোবাইল ক্যামেরা ব্যবহার করে মুদ্রা নোট স্ক্যান করা যাবে| এই অ্যাপের উল্লেখযোগ্য বিশেষ বৈশিষ্ট্য হল ইনস্টল করার পর অফলাইনেও ব্যবহার করা যাবে|
‘ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড’ – 20 জানুয়ারী উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী রাম বিলাস পাসওয়ান ঘোষনা করলেন 2020 সালের 1 জুন থেকে দেশব্যাপী ‘ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড’ চালু হয়ে যাবে| 2020 সালের 1 জানুয়ারী অনুযায়ী মধ্যপ্রদেশ, গোয়া, ত্রিপুরাসহ 12টি রাজ্যে ‘ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড’ চালু রয়েছে|


2020 হল ইন্টারন্যাশনাল ইয়ার অফ নার্স অ্যান্ড মিডওয়াইফ – ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 2020 সালের ইন্টারন্যাশনাল ইয়ার অফ নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসাবে ঘোষনা করল| ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে তাঁর 200তম জন্মবার্ষিকীতে সম্মান জানানোর উদ্দেশ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই স্বীকৃতি প্রদান করেছে|
ওয়ার্ল্ড ব্রেইল ডে – প্রতি বছর 4 জানুয়ারী সারাবিশ্বে ওয়ার্ল্ড ব্রেইল ডে পালিত হয়| লুইস ব্রেইল যিনি অন্ধ মানুষদের পড়া ও লেখার জন্য লিপি আবিষ্কার করেছিলেন তাকে তাঁর জন্মদিনে সম্মান জানানোর জন্য ইউনাইটেড নেশনস এই দিবসটি পালন করে থাকে|

9 জানুয়ারী : প্রবাসী ভারতীয় দিবস -9 জানুয়ারী দেশজুড়ে প্রবাসী ভারতীয় দিবস উদযাপিত হল| ভারতের উন্নয়নে প্রবাসী ভারতীয়দের অবদান তুলে ধরতে প্রতি বছর এই দিবটি পালন করে হয়| 1915 সালের 9 জানুয়ারী ভারতের স্বাধীনতা সংগ্রামী ও প্রবাদ প্রতীম নেতা মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এসেছিলেন| এই দিনটিকে স্মরণ করে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়|
10 জানুয়ারী : ওয়ার্ল্ড হিন্দি ডে – 10 জানুয়ারী বিশ্বজুড়ে ওয়ার্ল্ড হিন্দি ডে উদযাপিত হল| বিশ্বব্যাপী হিন্দি ভাষাকে তুলে ধরতে এই ভাষা প্রচারের লক্ষ্যে প্রতি বছর এই দিনটি পালন করা হয়| 2006 সালে প্রথম এই দিবস উদযাপন করা হয়|
12 জানুয়ারী : ন্যাশনাল ইয়ুথ ডে – 12 জানুয়ারী দেশজুড়ে ন্যাশনাল ইয়ুথ ডে উদযাপিত হল| সমাজ সংস্কারক, দার্শনিক, চিন্তাশীল ও যুব আইকন স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীকে স্মরণ করে তাঁকে শ্রদ্ধা জানাতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়| এই দিনটি যুব দিবস নামে পরিচিত| এবারের থিম- ‘Channelizing Youth Power for Nation Building’ |
15 জানুয়ারী : সেনা দিবস - 15 জানুয়ারী দেশজুড়ে 72তম সেনা দিবসউদযাপিত হল| দেশের জন্য যে সমস্ত ভারতীয় সেনা যুদ্ধে প্রাণ হারিয়েছে তাঁদের এই সম্মান জানানোর হয়| 1949 সালের 15 জানুয়ারী প্রথম ভারতীয় কমান্ডার ইন-চিফ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল কে এম কারিয়াপ্পা দায়িত্ব্ভাবে গ্রহন করেন| প্রতি বছর এই দিনটিকে স্মরণ করে দেশজুড়ে সেনা দিবস উদযাপন করা হয়|
107তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস -3-7 জানুয়ারী কর্ণাটকের বেঙ্গালুরুতে ইউনিভাসিটি অফ এগ্রিকালচার সায়েন্সেস-এ 107তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস আয়োজিত হল| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কংগ্রেসের উদ্ধোধন করলেন| এছাড়া তিনি আই-স্টেম (I-STEM) পোর্টালের সূচনা করলেন|
ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট-2020 – 13-16 জানুয়ারী সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবিতে আবুধাবি ন্যাশনাল এগজিবিশন সেন্টারে দশম ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট আয়োজন হল|
যাদের মধ্যে মউ / চুক্তি স্বাক্ষরিত হয়েছে – ভারতীয় সেনাবাহিনী এবং রাশিয়া |
যে যে বিষয়ে মউ / চুক্তি স্বাক্ষরিত হয়েছে – 7.5 লক্ষের বেশি AK-203 অ্যাসল্ট রাইফেল ক্রয় করার জন্য রাশিয়ার সঙ্গে ভারতীয় সেনাবাহিনী একমাসের মধ্যে মউ স্বাক্ষর করতে চলেছে|
রোহিণী 200 রকেটের উৎক্ষেপণ – সম্প্রতি কেরলের থুম্বা থেকে ইসরোর অধীন একটি প্রধান মহাকাশ গবেষণা সংস্থা বিক্রম সারাভাই স্পেস সেন্টার সফলভাবে রোহিণী 200 নামে একটি শব্দায়মান রকেটের উৎক্ষেপণ করল|
সূর্য গ্রহণের সময় পৃথিবীর উপরিভাগের বায়ুমন্ডলে কীরূপে পরিবর্তন হয় তা গবেষণা করার জন্য এই রকেটের উৎক্ষেপণ করা হয়েছে|
2020 সালের ‘চন্দ্রযান-3’ অভিযান – 1 জানুয়ারী ইসরোর চেয়ারম্যান কে সিবন জার্নান 2020 সালেই ‘চন্দ্রযান-3’ এর অভিযান হবে|
এই ‘চন্দ্রযান-3’ তে প্রোপালসান মডিউলের সঙ্গে থাকবে একটি ল্যান্ডার ঐ একটি রোভার|
এছাড়া কোন মহাকাশচারী ছাড়া এবছরই গগনযান এর মহড়া হবে|
2020 সালে 25টির বেশি মহাকাশ অভিযানের লক্ষ্য নিয়েছে ইসরো|
জিস্যাট-30 স্যাটেলাইটের উৎক্ষেপণ – 17 জানুয়ারী সফলভাবে জিস্যাট-30(Geosynchromous Satellites) স্যাটেলাইটের উৎক্ষেপণ করা হয়েছে|
এটি উচ্চমানের দুরদর্শন টেলিকমিউনিকেশন প সম্প্রচার পরিষেবা প্রদান করবে|
অরুণাচলপ্রদেশে 3টি নতুন প্রজাতির ব্যাঙ – 15 জানুয়ারী জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা অরুণাচলপ্রদেশে 3টি নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কার করলেন|
অরুণাচলপ্রদেশে নিম্ন, সুবনসিরি জেলায় টেলি ভেলি ওয়াইল্ডলাইফ স্যাঙ্কুচুয়ারিতে এই নতুন প্রজাতির ব্যাঙ পাওয়া গেছে|
এই নতুন প্রজাতির ক্ষুদ্র ব্যাঙগুলির নাম ‘Liurana himalayana Liurana indica এবং Liurana minuta’|
প্রগতি ময়দান মেট্রো স্টেশনের নতুন নাম সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন |
সরস্বতী সম্মান-2019 – 17 জানুয়ারী, 2020 তারিখে কে কে বিড়লা ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত 2019 সালের সরস্বতী সম্মানে ভুষিত হলেন বিশিষ্ট সিন্ধি সাহিত্যিক ব্যাস দেব মহী| তিনি ‘চেকবুক’ গ্রন্থের জন্য এই পুরস্কারে ভুষিত হলেন|
অর্ডার অফ অস্টেলিয়া সম্মান – 17 জানুয়ারী অস্ট্রেলিয়া সর্বোচ্চ অসামরিক সম্মান ‘অর্ডার অফ অস্ট্রেলিয়া’ সম্মানে ভুষিত হলেন ভারতের বায়ো ফার্মাসিউটিক্যাল কোম্পানী ‘বায়োকন’-এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান কিরণ মজুমদার শাহ|
77 তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস -2020
মোশন পিকচার্স
পুরস্কারের বিভাগ
প্রাপক/ প্রাপিকা
সংশ্লিষ্ট চলচ্চিত্র
শ্রেষ্ঠ অভিনেতা (ড্রামা)
জোয়াকুইন ফোনিক্স
জোকার
শ্রেষ্ঠ অভিনেত্রী (ড্রামা)
রেনি জেলওয়েজার
জুডি
শ্রেষ্ঠ সহ অভিনেতা
ব্রাড পিট
ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড
শ্রেষ্ঠ সহ অভিনেত্রী
লোরা ডার্ন
ম্যারেজ স্টোরি 

বিসিসিআই বার্ষিক পুরস্কার-2018-19 – শ্রেষ্ঠ আন্তর্জাতিক মহিলা ক্রিকেটার পুনম যাদব |
স্পোর্টস ষ্টার অ্যাসেস অ্যাওয়ার্ড-2020 – লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড –কপিলদেব (ক্রিকেট)
স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার –রোহিত শর্মা(ক্রিকেট)|
14তম রামনাথ গোয়েঙ্কা এক্সিলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ড – প্রিন্ট মিডিয়া
রিপোর্টিং ফ্রম কনফ্লিক্ট জোন – দীপঙ্কর ঘোষ |
ফোটো জার্নালিজম – সি সুরেশ কুমার |
পদ্ম  পুরস্কার -2020:-

উমেশ সিনহা-ভারতের ডিপুটি ইলেকশন কমিশনার |
সুরেশচন্দ্র শর্মা –ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারম্যান |
এ পি মহেশ্বরী –CRPF-এর ডিজি |
চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি-SBI-এর ম্যানেজিং ডিরেক্টর |
হিলার ক্লিন্টন –ব্রিটেনের কুইন’স ইউনিভার্সিটির চ্যান্সেলর |
উমারো মোক্তার সিসোকো এম্বালো –গিনি বিসাউ-এর রাষ্ট্রপতি |
জোড়ান মিলানোভিচ –ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি |
পেড্রো সানচেজ পেরেজ কাস্টজন –স্পেনের প্রধানমন্ত্রী |
সাই ইং-ওয়েন – তাইওয়ানের রাষ্ট্রপতি |
রবার্ট অ্যাবেলা – মাল্টার প্রধানমন্ত্রী |
মিখাইল ভ্লাদিমিরোভিচ মিশুস্টিন –রাশিয়ার প্রধানমন্ত্রী |
হরিশ সালভে – ইংল্যান্ডের রানির কাউন্সেল |
ক্যাটরিনা সাকেল্লারোপোলু – গ্রিসের রাষ্ট্রপতি |
ঐতিহ্যের মোহনবাগান মিশে গেল এটিকে’র সঙ্গে -16 জানুয়ারী এক যুগান্তকারী চুক্তিতে মিশে গেল দুই ক্লাব -130 বছরের মোহনবাগান এবং 6 বছরের এটিকে| দুই ক্লাবের যে সংযুক্তিকরণ হচ্ছে তাতে এটিকে’র শেয়ার থাকছে 80% এবং সবুজ-মেরুনের থাকছে 20%| মোহনবাগান আর শুধু মোহনবাগান থাকল না, পরের মরশুম থেকে সব টুর্নামেন্টে ঐতিহ্যবাহী এই ক্লাব খেলবে এটিকে-মোহনবাগান নাম দিয়ে|
1.      সম্প্রতি প্র্কাশিত স্বচ্ছ সর্বেক্ষণ লিগ 2020 রাঙ্কিং-এ ‘দশ লক্ষ জনসংখ্যা’ বিভাগে প্রথম স্থানে কোন শহর আছে? –ইন্দোর, মধ্যপ্রদেশ |
2.      সম্প্রতি দেশের প্রথম কোন রাজ্য বিধানসভা Citizenship Amendment Act বিরোধী আইন পাস করল? – কেরল |
3.      সম্প্রতি পোর্তুগালের কোন পেশাদারি ফুটবলার 11তম দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ডস-এ এই নিয়ে টানা চারবার-সহ মোট ছয়বার ভূষিত হলেন? –ক্রিশ্চিয়ানো রোনাল্ডো |
4.      সম্প্রতি নিউজিল্যান্ডের কোন ব্যাটসম্যান বিশ্বের সপ্তম ক্রিকেটার হিসাবে এক ওভার ছ’টি ছয় মারার কৃতিত্ব অর্জন করলেন? –লিও কার্টার |
5.      সম্প্রতি কোথায় সে রাজ্যের প্রথম কচ্ছপ পুনর্বাসন কেন্দ্র গড়ে উঠল যেখানে প্রায় একসঙ্গে 500 কচ্ছপকে পুনর্বাসন করা যাবে? – ভাগলপুর ফরেস্ট ডিভিশন |
6.      ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো 2022 সাল নাগাদ যে ইন্ডিয়া ডেটা রিলে স্যাটেলাইট সিস্টেম (IDRSS) সিরিজের স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে তার নাম কী? –Gaganyaan Satellite .
7.      খাদ্য সরবরাহকারী স্টার্টআপ সংস্থা জোমাট’কে সম্প্রতি কোন সংস্থা 350 মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে অধিগ্রহণ করল? –উবের ইটস |
21 ডিসেম্বর , 2019 – Indian Council of Agricultual  Research নাবার্ডের সঙ্গে কৃষি ও চাষ বিষয়ক গবেষণার জন্য মউ চুক্তি স্বাক্ষর করল| এরফলে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ বাড়বে| গবেষণার বিষয়বস্তু হল কৃষি পদ্ধতিতে উন্নত প্রযুক্তির ব্যবহার |
22 জিসেম্বর, 2019 -  24 x 7 NEFT transaction অব্যাহত রাখার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক Intra-day Liquidity Facility-র ব্যবস্থা করল, যা Liquidity Support নামে পরিচিত|
26 ডিসেম্বর , 2019 – দীর্ঘমেয়াদী সুদের হার কমানোর জন্য ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মার্কিন যুক্তরাষ্ট্রের আদলে Operation Twist ধারণার প্রবর্তন করল| এর মাধ্যমে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ক্রমাগত Open Market Operations Mechanism এর সাহায্যে সরকারী বন্ড ক্রয় বিক্রয় করবে| এরফলে মার্কেটের লিক্যুইডিটি পজিশন ভাল হবে|
জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কেন্দ্র শাসিত অঞ্চলগুলির প্রধান ব্যাঙ্ক হিসেবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক J & K Bnak এবং এসবিআইকে নিযুক্ত করল|
30 ডিসেম্বর, 2019 – Reliance Industries এবং TCS এর পর HDFC bank তৃতীয় ভারতীয় কোম্পানী হিসেবে 100 বিলিয়ন মার্কিন ডলার এর Market Capitalization এর মাত্র অতিক্রম করল|
কমার্শিয়াল ভেহিকল ফিনান্সিং এর জন্য অশোক লেল্যান্ড এবং ইয়েস ব্যাঙ্ক চুক্তিবদ্ধ হল| এই ব্যবস্থায় দুবছরের জন্য ভেহিকল লোন পাওয়া যাবে|
31 ডিসেম্বর, 2019 – রাট 8টা থেকে সকাল 8টার মধ্যে 10000 টাকার বেশি এটিএম উইথড্রয়ালের ক্ষেত্রে OTP ব্যবস্থা চালু করল ভারতীয় স্টেট ব্যাঙ্ক| এই ব্যবস্থা 1 জানুয়ারী 2020 থেকে চালু হবে|
ব্যাঙ্কিং –
1.    KYC তে নতুন কী বদল আনল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ?- Video Based Identification Process .
2.    FASTag বিক্রয় করার জন্য কোন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হল CSC?- পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক |
অর্থনীতি –
1.    15তম Global Risk Report 2020 প্রকাশ করল কোন সংস্থা? –World Economic Forum .
অর্থনৈতিক প্রতিষ্ঠান –
1.    দ্রুত এবং সুরক্ষিত পেমেন্টস জন্য NPCI কী ব্যবস্থা নীল?- ব্লকচেন ভিত্তিক বজ্রা প্ল্যাটফর্ম চালু করল |
2.    কোন সমবায় ব্যাঙ্ক প্রথম স্মল ফিনান্স ব্যাঙ্কে পরিবর্তিত হল? –শিবালিকা মার্কেন্টাইল সমবায় ব্যাঙ্ক |
3.    বিমা সংস্থাগুলির জন্য কী ধরনের পরিষেবা বাধ্যতামূলক করল IRDAI? –আরোগ্য সঞ্জীবনী |
ব্যবসা-বানিজ্য-
1.    কোন সংস্থা AI ভিত্তিক Knowledge Hub চালু করল? – National Stock Exchange .



nandosir

I am a civil services teacher. I teach online / offline for UPSC CSE / WBCS

5 Comments

  1. এগুলো pdf পাওয়ার কোনো ব্যবস্থা আছে কী?

    ReplyDelete
  2. Really good and effective for competitive exams,,

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post