December 2019 Achievers Magazine
ব্রাজিল সফর (13-14 নভেম্বর)
একদশতম BRICS(Brazil,
Russia, India, China, and South Africa)সামিটে অংশগ্রহন করার জন্য এই সফর করলেন|
একদশতম BRICS সামিট
তারিখ--13-14 নভেম্বর
স্থান- ব্রাসিলিয়া
আয়োজক দেশ- ব্রাজিল
থিম- ‘Economic
growth for an innovative future.’
জার্মানির
চ্যান্সেলরের ভারত সফর
জার্মানির
চ্যান্সেলর অ্যাঞ্জেলা মরকেল ভারত সফর করলেন|
‘বন চ্যালেঞ্জ গোল’-এর
মাধ্যমে নতুন বনসৃজনের লক্ষ্যে ভারতের অবদান এবং দেশে 33% বনাঞ্চল গড়ে তোলার
লক্ষ্যে উদ্যোগ দেওয়া হয়েছে|
কেন্দ্রীয় মন্ত্রকের
ভারতীয় পোষণ কৃষি কোষের সূচনা
ভারতীয় পোষণ কৃষি
কোষ(বিপিকেকে)-এর সূচনা করেন| পুষ্টির মানোন্নয়নের লক্ষ্যে দেশের 128টি কৃষি-জলবায়ু
অঞ্চলের বিভিন্ন শস্য ভান্ডার এর মাধ্যমে গড়ে তোলা হবে|
ভারতের মাটিতে প্রথম
ইডেনে গোলাপি বলে দিনরাত্রির টেস্ট
22 নভেম্বর ভারতের মাটিতে
প্রথম কলকাতার ইডেন গার্ডেনে গোলাপি বলে দিনরাত্রির টেস্ট ম্যাচ শুরু হল|
অন্ধ্রপ্রদেশে প্রথম
‘স্মার্টপোর্ট’ প্ল্যাটফর্ম
25 অক্টোবর ভারতের
মধ্যে প্রথম রাজ্য হিসাবে অন্ধ্রপ্রদেশ ‘স্মার্টপোর্ট’ নামে অনলাইন প্ল্যাটফর্ম চালু
করল|
কেন্দ্রীয় সরকারের
ইনটেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ 2.0 পোর্টাল
2014 সালের 25
ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিশুদের টীকাকরণের লক্ষ্যে মিশন ইন্দ্রধনুষ
চালু করেন| 2019 সালের ডিসেম্বর থেকে 2020 সালের মার্চ পর্যন্ত ইনটেন্সিফাইড মিশন
ইন্দ্রধনুষ 2.0 অভিযান চালু করা হচ্ছে|
অন্ধ্রপ্রদেশে
‘Nadu-Nedu’ প্রকল্প
14 নভেম্বর
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগমোহন ‘Nadu-Nedu’ প্রকল্প চালু করলেন|
মাইক্রোসফটের K-12 Education
Transformation Framework
সম্প্রতি মাইক্রোসফটের
K-12 Education Transformation Frameworkচালু করল| ব্যাপকভাবে ডিজিটাল রূপান্তর
আরো সহজতর করতে এটি চালু করা হয়েছে| বিশ্বের 50টির বেশি দেশ তাদের শিখন কৌশলকে আরো
সহজতর করার জন্য এই ফ্লেমওয়ার্ক মডেল গ্রহণ করেছে|
গুজরাটে SAANS
অভিযান
16 নভেম্বর গুজরাটের
গান্ধীনগরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ হর্ষ বর্ধন SAANS অভিযান চালু
করলেন|
জলবায়ু পরিবর্তনে
বেসিকের মন্ত্রী পর্যায়ের 29তম অধিবেশন
25-26 অক্টোবর চীনের
বেজিংয়ে জলবায়ু পরিবর্তনে বেসিকের (Brazil, India, China, South Africa)মন্ত্রী
পর্যায়ের 29তম অধিবেশন আয়োজিত হল|
ন্যাম সামিট-2019
25-26 অক্টোবর আজারবাইজানের
বাকুতে ন্যাম(NAM-Non Aligned Movement)সামিট -2019 আয়োজিত হল| ‘Upholding the Bandung Principles to
ensure concerted and adequate response to the challenges of the contemporary
world’|
শারজা ইন্টারন্যাশনাল
বুক ফেয়ার -2019
এবারের থিম- ‘Open
Book Open Mind’
আন্তর্জাতিক
সৌরজোটের দ্বিতীয় অধিবেশন
গুরুগ্রামে এর প্রধান
কার্যালয় অবস্থিত|
16তম আসিয়ান-ভারত
সম্মেলন
3 নভেম্বর
থাইল্যান্ডের ব্যাংককে 16তম আসিয়ান-ভারত সম্মেলন আয়োজিত হল|
আইওআরএ –র মন্ত্রী
পর্যায়ের বৈঠক
5-7 নভেম্বর
আবুধাবিতে আইওআরএ (IORA Indian Ocean Rim Association)–এর মন্ত্রীপরিষদের 19তম বৈঠক আয়োজিত হল|
পঞ্চম ভারত
আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব -2019
5-8 নভেম্বর কলকাতায়
বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পঞ্চম ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব 2019 আয়োজিত
হল|
আন্তর্জাতিক যোগ
সম্মেলন-2019
15-16 নভেম্বর
কর্ণাটকের মাইসুরুর কর্ণাটক স্টেট ওপেন ইউনিভার্সিটিতে পঞ্চম আন্তর্জাতিক যোগ
সম্মেলন আয়োজিত হল| এবারের থিম-‘ Yoga for Heart Care’|
ব্রাইবরি রিস্ক
ইনডেক্স-2019
ব্রাইবরি রিস্ক
ইনডেক্স-2019 অনুযায়ী নিউজিল্যান্ডে ঘুষ দেওয়া-নেওয়ার প্রবণতা খুবই কম| ভারত 78তম
স্থানে রয়েছে|
24 অক্টোবর :
ইউনাইটেড নেশনস ডে |
24 অক্টোবর :
ওয়ার্ন্ড পোলিও ডে |
29 অক্টোবর: ইন্টারন্যাশনাল
ইন্টারনেট ডে |
31 অক্টোবর :
ন্যাশনাল ইউনিটি ডে |
31 অক্টোবর :
ওয়ার্ল্ড সেভিংস ডে |
7 নভেম্বর : ন্যশনাল
ক্যানসার অ্যাওয়ারনেস দিবস |
9 নভেম্বর : ন্যশনাল
লিগ্যাল সার্ভিস ডে |
11 নভেম্বর :
ন্যাশনাল এডুকেশন ডে |
12 নভেম্বর : পাবলিক
সার্ভিস ব্রডকাস্টিং ডে |
14 নভেম্বর :
ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে |
19 নভেম্বর :
ওয়ার্ল্ড টয়লেট ডে – এবারের
থিম – ‘Leaving No One Behind’ |
19 নভেম্বর :
ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে |
ভারত ও ফ্রান্সের
যৌথ সামরিক মহড়া ‘এক্স শক্তি-2019’ |
বর্জ্য প্লাস্টিক
থেকে রাস্তার পিচ ও তেল তৈরির পথে ইন্ডিয়ান অয়েল |
‘The
First Sikh : The Life and Legacy of Guru Nanak’- নিকি-গুনিন্দর কৌর সিং |
চাঁদের বহিঃমন্ডলে
আর্গন 40 : সম্প্রতি চন্দ্রযান-2
চাঁদের বহিঃমন্ডলে আর্গন 40 এর সন্ধান পেল| চন্দ্রপৃষ্ঠের পটাশিয়াম 40 এর বিভাজন
হল আর্গনের উৎস|
ভারত অগ্নি-2 মিসাইল
উৎক্ষেপণ করল : অগ্নি-2
ভূমি থেকে প্রভৃতির মাঝারি পাল্লার মিসাইল|
গান্ধীনগর গুজরাটের
প্রথম কেরোসিন মুক্ত জেলা |
আইসিসিআর-এর তকহত
দর্শন যাত্রা – আইসিসিআর
(ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস)শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের
550তম জন্মবার্ষিকীকে স্মরণ করে তিনদিনের তকহত দর্শন যাত্রা চালু করল|
নাসার প্রথম
বৈদ্যুতিক অ্যারোপ্লেন এক্স-57 ম্যাক্সওয়েল |
ডেমিং প্রাইজ-2019 :2019 সালের ডেমিং প্রাইজ 2019 এ ভুষিত হলেন
টিভিএস মোটর কোম্পানীর চেয়ারম্যান বেণু শ্রীনিবাসন| জাপানের ‘টোটাল কোয়ালিটি
ম্যানেজমেন্ট’ ক্ষেত্রে অসামান্য দক্ষতা দেখানোর স্বীকৃতি স্বরূপ তাঁকে এই পুরস্কারে
ভুষিত করা হল|
ইন্দিরা গান্ধী
শান্তি পুরস্কার-2019 : সম্প্রতি
2019 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার ভুষিত হলেন বিশিষ্ট ধারাভাষ্যকার ও
ঐতিহাসিক ডেভিড অ্যাটেনবার্গ |
PETA ইন্ডিয়া’স পার্সন
অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড-2019 |
বিজনেস পার্সন অফ
দ্য ইয়ার-2019 :
সম্প্রতি মার্কিন ব্যবসায়িক পত্রিকা ফরচুন ম্যাগাজিন কর্তৃক প্রদত্ত বিজনেস পার্সন
অফ দ্য ইয়ার-2019 সম্মানে ভুষিত হলেন মাইক্রোসফটের সিইও তথা ভারতীয় বংশোদ্ভূত সত্য
নাদেল্লা |
মিস্টার ইউনিভার্স -2019
: প্রথম ভারতীয় হিসাবে মিস্টার ইউনিভার্স(প্রো)2019
সম্মানে ভুষিত হলেন চিত্রেশ নাতেসান |
দীপিকা পাড়ুকোন এবং
পি ভি সিন্ধু –ভারত কি লক্ষ্মী-এর প্রচারাভিযান দূত : 22 অক্টোবর কেন্দ্রীয় সরকার কর্তৃক ‘ভারত কি লক্ষ্মী
ইনিশিয়েটিভে’র প্রচারাভিযান দূত হিসাবে নিযুক্ত হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন
|
আয়ুষ্মান
খুরানা-শিশুদের যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রচারাভিযান দূত : 22 অক্টোবর ইউনাইটেড নেশনস চিলড্রেনস ফান্ড (UNICEF)এবং
কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক কর্তৃক যৌথভাবে শিশুদের যৌন নিপীড়নের
বিরুদ্ধে প্রচারাভিযান দূত হিসাবে নিযুক্ত হলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা |
ভারতের নবনিযুক্ত
গভর্নর / লেফটেন্যান্ট গভর্নরগণ :
রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল
|
গভর্নর / লেফটেন্যান্ট গভর্নর
|
পূর্ববর্তী পদাধিকারী
|
জম্মু ও কাশ্মীর
|
গিরিশচন্দ্র মুর্ম
|
সত্যপাল মালিক
|
লাদাখ
|
রাধাকৃষ্ণ মাথুর
|
সত্যপাল মালিক
|
মনোহরলাল খাট্টার –হরিয়ানার
মুখ্যমন্ত্রী |
দত্তাত্রেয়
পাদাসালগিকর – ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা |
সঞ্জয় গুপ্তা – গুগল
ইন্ডিয়া’র ম্যানেজার |
শরদ অরবিন্দ বোবদে –
ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি : 18 নভেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কর্তৃক
ভারতীয় সুপ্রিম কোর্টের 47তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন শরদ অরবিন্দ
বোবদে |
লেফটেন্যান্ট শিভাঙ্গি
– ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা পাইলট |
এম এরিক কাবেৎসুই
মাসিসি – বৎসোয়ানার রাষ্ট্রপতি |
জোকো উইদোদো –
ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি |
আলবার্টো
ফার্নান্ডেজ – আর্জেন্টিনার রাষ্ট্রপতি |
সোফি উইলমেস –
বেলজিয়ামের প্রধনামন্ত্রীর তত্ত্বাবধায়ক :
27 অক্টোবর বেলজিয়ামের প্রধানমন্ত্রীর
প্রথম মহিলা তত্ত্বাবধায়ক হিসাবে নিযুক্ত হলেন সোফি উইলমেস |
মেরি কম – আসন্ন
2020 টোকিও অলিম্পিক গেমসের অ্যাথলিট অ্যাম্বাস্যাডর |
প্রাভীন্দ যুগনাথ –মরিশাসের প্রধানমন্ত্রী : 8 নভেম্বর মরিশাসের প্রধানমন্ত্রী হিসাবে
বির্বাচিত হলেন 57 বছর বয়সি প্রাভীন্দ যুগনাথ |
এন জি রাজাপাক্ষে –শ্রীলঙ্কার
প্রেসিডেন্ট |
মাহিন্দা রাজাপাক্ষে
– শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী |
নবনীতা দেবসেন : 1959
সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম প্রত্যয়’, 1976 সালে তাঁর প্রথম উপন্যাস ‘আমি
অনুপম’ প্রকাশিত হয়| 1999 সালে ‘সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার, 2000 সালে ‘পদ্মশ্রী’,
2004 সালে ‘কমলকুমার জাতীয় পুরস্কার ভুষিত হয়েছিলেন|
বিজয় হাজারে ট্রফিতে
চ্যাম্পিয়ন কর্ণাটক |
ফিফা ওয়ার্ল্ড রাঙ্কিং
: বর্তমানে ভারত 106তম স্থানে রয়েছে| প্রথম স্থানে
রয়েছে বেলজিয়াম, দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, তৃতীয় স্থানে ব্রাজিল এবং চতুর্থ
স্থানে ইংল্যান্ড|
1. সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোথায় সামরিক মহড়া ‘সিন্ধু
সুদর্শন’ আয়োজন করেছিল? –রাজস্থান |
2. কেন্দীয় মন্ত্রিসভা কোথায় ITBP-র দুই নতুন কমান্ড
গড়ে তোলার অনুমোদন প্রদান করল? –চন্ডীগড় এবং গুয়াহাটি |
3. 24 অক্টোবর সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হল যার
এবছরের থিম হল- ‘Stories of Progress: Past and Present’?- World Polio Day .
4. সম্পতি কোন আর্থিক সংস্থা আরবিআই কর্তৃক
নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানীর ছাড়পত্র পেল? –Vreedhi Financial Services.
5. সম্পতি কোন দুই ভারতীয় মহিলা স্কলার ‘ভারত কি
লক্ষ্মী’ ইনিশিয়েটিভের প্রচারাভিযান দূত হিসাবে নিযুক্ত হয়েছেন? –দীপিকা পাড়ুকোন
এবং পি ভি সিন্ধু |
6. ইউনিসেফ এবং কেন্দীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক
কর্তৃক যৌথভাবে কাকে শিশুদের যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রচারাভিযান দূত হিসাবে
নিযুক্ত করল? –আয়ুষ্মান খুরানা |
7. ইউরোপিয়ান পার্লামেন্ট কর্তৃক প্রদত্ত 2019 সালের
সাখারোভ প্রাইজে ভুষিত হলেন চীনের কোন অর্থনীতিবিদ?- ইলহাম তোহটি |
8. 25 অক্টোবর সারা দেশজুড়ে কোন দিবস পালিত হল যার
এবছরের থিম হল- Ayurveda for Longevity? –National AyurvedaDay / Dhawnantari
Jayanti .
9. জাপানে অনুষ্ঠিত 2019 সালের ‘জোজো গল্ফ
চ্যাম্পিয়নশিপে’মার্কিন যুক্তরাষ্ট্রের কোন গলফার চ্যাম্পিয়ন হলেন?- টাইগার উডস
|
10. ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামের নাম পরিবর্তন করে
যে ডানাবিহীন এক পতঙ্গের নামে রাখা হল সেই পতঙ্গটির নাম কী, যেটি কেনিয়ার
নাইরোবিতে 1960 সালে আবিস্কৃত হয়েছিল?- Beetle(বিটেল ন্যাশনাল হিস্ট্রি
মিউজিয়াম)|
11. অনুর্ধ্ব-19
আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2020 কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?- দক্ষিন
আফ্রিকা |
12. সম্প্রতি কোন বাংলা সাহিত্যিকের ‘ফোনিক্স’
গ্রন্থের ইংরেজি অনুবাদ ‘The Parrot Green Saree’ প্রকাশিত হয়েছে যার অনুবাদ
করেছেন টুটুন মুখার্জি?- নবনীতা দেবসেন |
13. রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কাকে ভারতীয় সুপ্রিম
কোর্টের 47তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করলেন, যিনি পূর্ববর্তী পদাধিকারী
রঞ্জন গগৈ-এর স্থলাভিষিক্ত হলেন?- শরদ
অরবিন্দ বোবদে |
14. সম্প্রতি
‘মিনার্ভা পাঞ্জাব ফুটবল ক্লাবে’র নাম পরিবর্তন করে কী রাখা হল?- পাঞ্জাব ফুটবল ক্লাব |
15. কোন বিশিষ্ট হিন্দি সাহিত্যিক 28তম ব্যাস সম্মানে
ভুষিত হলেন?- লীলাধর জাগরি |
16. সম্প্রতি দেশের প্রথম কোন রাজ্য সরকার বেকার
যুবক-যুবতীদের কাজকর্মের সন্ধান দেওয়ার জন্য হেল্পলাইন নম্বর (7626076260)চালু করেছে?- পাঞ্জাব |
17. 2019 সালের 27তম এজহুথাচান পুরস্কারে ভুষিত হলেন
কেরলের কোন সাহিত্যিক? –পি সচ্চিদানন্দন |
18. 4-13 নভেম্বর উজবেকিস্তানের তাসখন্দে ভারত ও
উজবেকিস্তান সেনাবাহিনীর মধ্যে যে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়ে গেল তার নাম কী?- Dustlik
-2019 |
19. মহিলাদের ‘অনুর্ধ্ব-17 ফিফা ওয়ার্ল্ড কাপ-2020 কোথায়
অনুষ্ঠিত হবে?- ভারত |
20. ক্যানসার সংকান্ত জনসচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে
কবে সারা দেশজুড়ে জাতীয় ক্যানসার সচেতনতা দিবস উদযাপিত হয়?- 7 নভেম্বর |
21. 7 নভেম্বর প্রয়াত আধুনিক বাংলা সাহিত্যের বিশিষ্ট
মহিলা সাহিত্যিকের নাম কী, যিনি 2000 সালে ‘পদ্মশ্রী’, 1999 সালে ‘সাহিত্য অ্যাকাডেমি’
পুরস্কারে ভুষিত হয়েছিলেন?- নবনীতা
দেবসেন |
22. সম্প্রতি
ওডিশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া সাইক্লোন বুলবুলের নামকরণ কোন
দেশ করেছে?- পাকিস্তান |
23. ভারতের তদন্তকারী সংস্থা সিবিআই শিশুদের
পর্নগ্রাফির প্রভাব থেকে রক্ষা করার উদ্দেশ্যে সম্প্রতি কোন ইউনিট চালু করেছে? –OCSAE
Prevention & Investigation Unit.
24. ইউনিসেফ স্থুলতা এবং অ্যানিমিয়া সংক্তান্ত
প্রতিরোধ গড়ে, তোলার উদ্দেশ্যে সচেতনতামূলক যে 28 পাতার এক বই প্রকাশ করেছে তার
নাম কী?- From Uttapam to Sprouted Dal Parantha.
25. সম্প্রতি
প্রকাশিত ‘ওয়াটার কোয়ালিটি রিপোর্ট-2019’ অনুযায়ী প্রথম স্থানে কোন শহর রয়েছে, যে
তালিকায় কলকাতা রয়েছে দ্বিতীয় স্থানে? – মুম্বাই |
26. সম্প্রতি ব্রাজিলে অনুষ্ঠিত অনুর্ধ্ব-17 ফিফা
ওয়ার্ল্ড কাপ ট্রফি ফুটবল প্রতিযোগিতায় কোন দেশ মেক্সিকোকে পরাজিত করে চ্যাম্পিয়ন
হল?- ব্রাজিল |
27. সম্প্রতি বিশ্বের প্রথম কোন দেশ টাইফয়েডের
ভ্যাকসিন-TCV(Typhoid Conjugate Vaccine)দেওয়ার জন্য ‘হু’-এর ছাড়পত্র পেয়েছে? –পাকিস্তান
|
28. ক্রোয়েশিয়ার কোন ফুটবলার তথা রিয়েল মাদ্রিদের
মিডফিল্ডার 2019 সালের ‘গোল্ডেন ফুট অ্যাওয়ার্ডে’ ভুষিত হলেন? –লুকা মডরিচ |
29. সম্প্রতি ফরচুন ম্যাগাজিন কর্তৃক প্রকাশিত বিজনেস
পার্সন অফ দ্য ইয়ার -2019 তালিকার প্রথম স্থানে কে, রয়েছেন, যিনি মাইক্রোসফটের
সিইও পদে কর্মরত ?- সত্য নাদেল্লা |
30. কে 2019
সকের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারে ভুষিত হলেন, যিনি পেশায় ধারাভাষ্যকার ছিলেন?-
ডেভিড অ্যাটেনবার্গ |
21 অক্টোবর, 2019 : 2019 রিপোর্ট অনুযায়ী আইপি (Intellectual Property) ফাইলিংয়ে ভারতের স্থান সপ্তম |
22 অক্টোবর, 2019 : পেমেন্ট ব্যবস্থা – এসবিআই কার্ড পে চালু করল এস
বি আই কার্ড সংস্থাটি |
25 অক্টোবর, 2019 : ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের Supply Chain Dynamics and Food
Inflation in India Survey 2019
অনুযায়ী 14টি শস্যের ক্ষেত্রে ভারতীয় কৃষকরা গড় ভোগ্য মূল্যের 28% থেকে 78% দাম
পেয়েছে|
বাকি 5/6 তা point 4/2/20 তে পাবেন |