March 2020 Achievers থেকে কী কী পড়তে হবে || সব পরীক্ষায় কাজে লাগবে ||



                     2020-21 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট
উচ্চাকাঙ্খী ভারতের তিনটি দিক :  
·       কৃষি, সেচ ও গ্রামোন্নয়ন
·       সার্বিক কল্যাণ, জল ও স্বচ্ছতা
·       শিক্ষা ও দক্ষতা
কৃষি, সেচ ও গ্রামোন্নয়নের  জন্য 16 দফা কর্মপরিকল্পনা
·       নীল অর্থনীতি –
2024-25 সালের মধ্যে মৎস্য রপ্তানির পরিমাণ 1 লক্ষ কোটি টাকা অর্জন |
2022-23 সালের মধ্যে 2 কোটি টন মাছ উৎপাদন |
মৎস্য চাষ ক্ষেত্রের সম্প্রসারণে 3,477 সাগরমিত্র এবং 500টি মৎস্য উৎপাদন সংগঠন যুবসমাজকে সামিল করবে|

শ্যাওলা, সামুদ্রিক উদ্ভিদ চাষবাসের প্রসার ঘটানো|
সামুদ্রিক মৎস্য সম্পদের উন্নয়ন পরিচালনা ও সংরক্ষণের জন্য পরিকাঠামো গঠন|
·       সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে ভারতীয় রেল কিষাণ রেল স্থাপন করবে|
পচনশীল বিভিন্ন পণ্যসামগ্রী, যেমন-দুগ্ধ, মাংস, মাছ প্রভৃতির জন্য জাতীয় স্তরে কোল্ড সাপ্লাই চেন বা হিমঘরের ব্যবস্থা|
এক্সপ্রেস ও পণ্যবাহী ট্রেনে বাতানুকূল কামরা |
·       সব ধরনের সারের সামঞ্জস্যপূর্ণ ব্যবহার – পরস্পরাগত জৈব সার এবং কৃত্রিম সার|
·       পিএম- কুসুম কর্মসূচির আরও সম্প্রসারণ –
কৃষকদের তাঁদের খালি পড়ে থাকা জমিতে সৌরবিদুৎ উৎপাদন ও এই বিদুৎ বিক্রিতে সাহায্যের জন্য কর্মসূচি চালু করা হবে|
·       নাবার্ড কৃষিজ পণ্যের মজুত ভান্ডার, হিমঘর প্রভৃতির মানচিত্র ও জিও ট্যাগ তৈরি করবে|
·       ই-ন্যাম ব্যবস্থার সঙ্গে নেগোশিয়েবল ওয়্যারহাউসিং কর্পোরেশন এই ওয়্যারহাউসিং ভবনগুলির দেখভাল করবে|
2025 সালের মধ্যে গরুর মুখ ও পায়ের খুরের রোগ এবং ব্রুসেলোসিস সংক্রমন নিয়ন্ত্রণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে|
           ব্যোমমিত্র নামক মানব রোবট উন্মোচন করল ইসরো  
পরিকাঠামো –
·       আগামী পাঁচ বছরে পরিকাঠামো ক্ষেত্রে 100 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব দেওয়া হয়েছে|
বন্দর ও জলপথ :- অন্তর একটি প্রধান বন্দরের কর্পোরেটইজিং করা হবে এবং সেটিকে স্টক এক্সচেঞ্জ করার ব্যাপারে নথিভুক্ত করা
 অর্থনৈতিক সমীক্ষা, 2019-20 :- এবছরের অর্থনৈতিক সমীক্ষা কৌটিল্যের অর্থশাস্ত্র দ্বারা অনুপ্রাণিত| এটি Thalinomics নামক একটি অভিনব ভাবনার প্রকাশ ঘটিয়েছে যার অর্থ হল ‘A Plate of food’ অথবা ‘Thali’| অর্থনৈতিক সমীক্ষা 2019-20 এর থিম হল সম্পদ সৃষ্টি| এই সমীক্ষার উদ্দেশ্য হল 2025 সালের মধ্যে ভারতের 5 ট্রিলিয়ন মার্কিন জলারের অর্থনীতিতে পরিণত করা |
একনজরে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টের কিছু উল্লেখযোগ্য বিষয়:-
·       ব্যাপকহারে ঋণ মকুবের ফলে শিথিল হয়ে পড়েছে ঋণ সংস্কৃতি|
·       বিপুল উন্নতি সাধিত হয়েছে মহাকাশ গবেষণায়|
·       চীনের পর গ্রিনবন্ডের দ্বিতীয় বৃহত্তম বাজার হিসেবে আত্মপ্রকাশ করেছে ভারত|
·       স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমা|
·       Golden Jubilee of Bank Nationalization Survey অনুযায়ী 2019 সালটিকে ব্যাঙ্ক জাতীয়করণের স্বর্ণজয়ন্তী হিসেবে পালন করা হয়েছে|
·       বিশ্বব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী নতুন শিল্প সৃষ্টিতে বিশ্ব ভারতের স্থান তৃতীয়|

    অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টের বিশদ বিবরণ –
·       অর্থনৈতিক মানদন্ত:-  জিডিপি: 2019-20 অর্থবর্ষের জন্য জিডিপি বৃদ্ধির মাত্রা নির্ধাতির হয়েছে 5% যা পূর্ববর্তী বছরে ছিল 6.8%| বিগত 6 বছর ধরে জিডিপি বৃদ্ধির হার অধোমুখী| 2020-21 অর্থবর্ষে আশা করা হচ্ছে যে জিডিপি বৃদ্ধির মাত্রা হবে 6% - 6.5% | ভোগব্যয় এবং বিনিয়োগ হ্রাস জিডিপি বৃদ্ধি ব্যাহত হওয়ার মূল কারণ| সমীক্ষা অনুযায়ী সমগ্র বিশ্বের অর্থনীতির ক্ষেত্রে 2019 সালটি অনুকূল ছিল না, যেহেতু বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল মাত্র 2.9%| সমীক্ষার বিচারে বিশ্বে সামগ্রিক উৎপাদন, বানিজ্য, চাহিদা হ্রাসের কারণেই ভারতীয় অর্থনীতি প্রভূত ক্ষতির সম্মুখীন হয়েছে|
·       মুদ্রাস্ফীতি :- কনজিউমার প্রাইস ইনডেক্স দ্বারা পরিমাপিত গড় মুদ্রাস্ফীতির মাত্রা 2018-19 সালের(এপ্রিল-ডিসেম্বর)3.7% থেকে বেড়ে 2019-20 অর্থবর্ষে হয়েছে 4.1%| খাদ্য পণ্যে মূল্যবৃদ্ধি এর জন্য দায়ী| একই সময়কালে হোলসেল প্রাইম ইনডেক্স দ্বারা পরিমাপিত গড় মুদ্রাস্ফীতির মাত্রা 4.3.% থেকে কমে হয়েছে 1.5%|
·       বহিরাগত ক্ষেত্র :- কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট : 2018-19 অর্থবর্ষে(এপ্রিল-ডিসেম্বর)ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের মাত্রা জিডিপির 2.1% থেকে কমে 2019-20 অর্থবর্ষে হয়েছে জিডিপির 1.5%|
ব্যালেন্স অফ পেমেন্ট : 2019 সালের মার্চ মাসে ভারতের BOP 412.9 বিলিয়ন মার্কিন ডলার(forex reserve)থেকে বৃদ্ধি পেয়ে সেপ্টেম্বর মাসে হয়েছে 433.7 বিলিয়ন মার্কিন ডলার|
10 জানুয়ারী 2020 অনুযায়ী বৈদেশিক রিজার্ভের পরিমাণ হয়েছে 461.2 বিলিয়ন মার্কিন ডলার|
ভারতের প্রধান 5টি বানিজ্যিক পার্টনার হল মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব এবং হংকং|
রপ্তানি : ভারতের মূল রপ্তানি দ্রব্যগুলি হল পেট্রোলিয়ামজাত দ্রব্য, মূল্যবান পাথর, সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতু| 2019-20 অর্থবর্ষে (এপ্রিল-নভেম্বর)ভারত সর্বাধিক রপ্তানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহি, চীন, হংকংয়ে|
আমদানি : ভারতের মূল আমদানি দ্রব্যগুলি হল অশোধিত তৈল, পেট্রোলিয়ামজাত দ্রব্য, সোনা, কয়লা এবং কোক| চলতি অর্থবর্ষে ভারত সর্বাধিক আমদানি করেছে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহি এবং সৌদি আরব থেকে|
বহিরাগত ঋণ :2019 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত বহিরাগত ঋণের মাত্রা ছিল জিডিপির 20.1%|
·       রাজকোষ নীতি : 2019-20 অর্থবর্ষে ভারতের রাজকোষ ঘাটতির মাত্রা নির্ধারিত হয়েছে জিডিপির 3.3%(7.04 লাখ কোটি টাকা)যা পূর্ববর্তী বছরে ছিল জিদিপির 3.4%(6.49 লাখ কোটি টাকা)| একই সময়কালে প্রাথমিক ঘাটতির মাত্রা নির্ধারিত হয়েছে জিডিপির 0.2%| 2019 সালের নভেম্বর মাস পযর্ন্ত রাজকোষ ঘাটতির মাত্রা হয়েছিল 114.8%|
·       কৃষি ও অনুসারী শিল্প এবং খাদ্য সুরক্ষা : কৃষিক্ষেত্রে বৃদ্ধি স্থিতিশীল নয়| 2014-15 সালের -0.2% থেকে বৃদ্ধি পেয়ে 2016-17 সালে তা হয়েছিল 6.3%, পুনরায় 2019-20 সালে তা হ্রাস পেয়ে হয়েছে 2.8%| কৃষিক্ষেত্রে Gross Fixed Capital Formation এর মাত্রা 2013-14 সালে GVA এর 17.7% থেকে কমে 2017-18 সালে হয়েছিল GVA-র 15.2%| Gross Value Added এ কৃষিক্ষেত্রের অবদান 2014-15 সালে 18.2% থেকে কমে 2019-20 সালে হয়েছে 16.5% | এই হ্রাসের মূল কারণ হল 2014-15 সালে GVA রে শস্য উৎপাদনের মাত্রা 11.2% থেকে কমে 2017-18 সালে হয়েছিল 10% |
·       শিল্প ও পরিকাঠামো : 2019-20 অর্থবর্ষে সামগ্রিক শিল্পক্ষেত্রের বৃদ্ধি নির্ধারিত হয়েছে 2.5% যা পূর্ববর্তী বছরে ছিল 6.9%| একই সময়কালে উৎপাদন ক্ষেত্রের বৃদ্ধি নির্ধারিত হয়েছে 2%| 2018-19 সালে GVAতে শিল্পক্ষেত্রের অবদান ছিল 29.6%|
2019-20 অর্থবর্ষে (এপ্রিল-নভেম্বর)Index of Industrial Production Growth (IIP) ছিল 0.6%| মূলত মূখ্যক্ষেত্রগুলিতে দেশীয় চাহিদা হ্রাসের ফলেই উৎপাদন কার্যাদি ব্যাহত হয়েছিল| অলংকার, ধাতু, চামড়া এবং বস্ত্রের পর্যাপ্ত রপ্তানি না হওয়ার কারণেও চলতি অর্থবর্ষে শিল্পক্ষেত্রে বৃদ্ধি ব্যহত হয়েছে|এনবিএফসিগুলি পর্যাপ্ত ঋণ প্রদান না করায় আর্থিক তারল্যে যে ঘাটতি হয়েছে সেটিও নেতিবাচক প্রভাব সৃষ্টি করেছে|
2019-20 অর্থবর্ষে (এপ্রিল-নভেম্বর)ফার্টিলাইজার এবং স্টিল সেক্টর যথাক্রমে 4% এবং 5.2% বৃদ্ধি সম্পন্ন হয়েছে|30 সেপ্টেম্বর 2019 অনুযায়ী 119.43% কোটি টেলিফোন সংযোগ স্থাপিত হয়েছে|
মার্চ-অক্টোবর সময়কালে মোট বিদ্যুৎ উৎপাদন 3,56,100 মেগাওয়াট থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে 3,64,960 মেগাওয়াট|
বিশ্বব্যাঙ্কের Logistics Performance Index অনুযায়ী 2018 সালে ভারতের স্থান 44 যা 2014 সালে ছিল 54| 2020 সালের মধ্যে ভারতের লজিস্টিক্স শিল্পে বানিজ্যের পরিমাণ 160 বিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে 215 বিলিয়ন মার্কিন ডলার হবার সম্ভাবনা রয়েছে|
আগামী 5 বছরে (2020-25)National Infrastructure Pipeline বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের জন্য বরাদ্দ করেছে প্রায় 100 লাখ কোটি টাকা|
·       পরিসেবা ক্ষেত্র : 2019-20 অর্থবর্ষে পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধি নির্ধারিত হয়েছে 6.9%| যা পূর্ববর্তী বছরে ছিল 7.5%| 2019-20 অর্থবর্ষে ভারতের GVA তে পরিষেবা ক্ষেত্রের অবদান ছিল 55.3%| একই সময়কালে ভারতের মোট বৈদেশিক বিনিয়োগ এবং রপ্তানিতে পরিষেবা ক্ষেত্রের অবদান ছিল যথাক্রমে 66.6% ও 38%| পরিষেবা ক্ষেত্রের মধ্যে বানিজ্য, হোটেল, পরিবহণ, যোগাযোগ ব্যবস্থা, ব্রডকাস্টিং, রিয়াল এস্টেট এবং আর্থিক পরিষেবাগুলিতে সামগ্রিক বৃদ্ধি ব্যাহত হয়েছে| ভারতের সামগ্রিক রপ্তানিতে পরিষেবা ক্ষেত্রের অবদান ঊর্ধ্বমুখী| 2018 সালে বিশ্বের পরিষেবা রপ্তানিতে ভারতের অবদান ছিল 3.5%|
·       বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ : বিশ্বব্যাঙ্কের Ease of Doing Business Report এ Trading Across Borders নির্দেশক অনুযায়ী 2019 সালে Trade Facilitition এর নিরিখে ভারতের স্থান 68 যা 2016 সালে ছিল 143|
·       ব্যাঙ্কিং ক্ষেত্র : ভারতের ব্যাঙ্কিং ক্ষেত্র আজও অনুন্নত| বিশ্বের 100টি শীর্ষ ব্যাঙ্কের তালিকায় কেবলমাত্র একটি ভারতীয় ব্যাঙ্ক স্থান পেয়েছে| যেটি হল ভারতীয় স্টেট ব্যাঙ্ক,  তাও এর স্থান 55| ভারতীয় ব্যাঙ্কিংয়ে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের মার্কেট শেয়ার প্রায় 70%, কিন্তু দক্ষতার মাপকাঠিতে বেসরকারি ব্যাঙ্কের তুলনায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি অনেকটাই পিছিয়ে|
·       রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণ : দক্ষতার মাপকাঠিতে সরকারি সংস্থাগুলি বেসরকারি সংস্থাগুলি তুলনায় অনেকটাই পিছিয়ে, তাই সমীক্ষার বিচারে সরকারি সংস্থাগুলির বেসরকারীকরণের মাধ্যমে সরকারকে সম্পদ সৃষ্টিতে আগ্রহী হতে হবে|
·       বৈদেশিক বিনিয়োগ :  2019-20 অর্থবর্ষের প্রথম 8 মাসে নিট বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ছিল 24.4 বিলিয়ন মার্কিন ডলার | একই সময়কালে নিট Foreign Portfolio Investment এর পরিমাণ ছিল 12.6 বিলিয়ন মার্কিন ডলার| 2019-20 অর্থবর্ষের প্রথমার্ধে বিদেশে কর্মরত ভারতীয়দের থেকে আগত নিট রেমিটেন্সের পরিমাণ ছিল 38.4 বিলিয়ন মার্কিন ডলার|
·       বন সংরক্ষণ : সমীক্ষা অনুযায়ী দেশের মোট 80.73 মিলিয়ন হেক্টর জায়গা জুড়ে অরণ্য প্রসারিত রয়েছে যা দেশের মোট আঞ্চলিক ক্ষেত্রের 24.56%| ফরেস্ট রিপোর্ট 2019 অনুযায়ী মোট কার্বন স্টকের পরিমাণ 7,124.6 মিলিয়ন টন যা 2017 সালের তুলনায় 42.6 মিলিয়ন টন বেশি|
·       অন্যান্য বিষয় : প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনা অনুযায়ী প্রায় 8 কোটি কৃষি পরিবার থেকে 43,000 কোটি টাকা ব্যাঙ্ক জমা পড়েছে|
পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট 2020-21
·       আদিবাসীদের জন্য ‘জয় জহার’ প্রকল্প : রাজ্যের আদিবাসী সমাজের বয়স্ক মানুষদের কল্যাণে ‘জয় জহার’ নামে একটি নতুন প্রকল্প যেখানে 60 বছরের বেশি বয়সের আদিবাসী ও তপশিলি উপজাতি সম্প্রদায়ের 100 শতাংশ মানুষ,  যাঁরা অন্য কোনও পেনশন পান না, তাঁদের প্রতি মাসে 1,000 টাকা করে বার্ধক্য ভাতা দেওয়া হবে| এই পরিকল্পনার মাধ্যমে আনুমানিক 4 লক্ষ আদিবাসী ও তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ উপকৃত হবেন| এইজন্য আগামী অর্থবর্ষে 500 কোটি টাকা ব্যয়-বরাদ্দের প্রস্তাব|
·       চা-সুন্দরী : চা-বাগানের গৃহহীন শ্রমিকদের আবাসন দেওয়ার উদ্দেশ্যে ‘চা-সুন্দরী’ নামে একটি প্রকল্প চালু করা হবে| এই প্রকল্পে আগামী 3 বছরে রাজ্য সরকার নিজের অর্থে চা-বাগানে স্থায়ীভাবে কর্মরত গৃহহীনদের জন্য এই আবাসনের ব্যবস্থা করবে| এইজন্য আগামী অর্থবর্ষে 500 কোটি টাকা ব্যয়-বরাদ্দের প্রস্তাব|
·       হাসির আলো : গরিব মানুষের সহায়তার জন্য ‘হাসির আলো’ একটি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে| এই প্রকল্পে গ্রামীণ ও শহরাঞ্চলের অত্যন্ত গরিব যাঁরা ত্রৈমাসিক 75 ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার করেন (Life Line Consumer)তাঁদের সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে|
ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট-2020 :- 29-31 জানুয়ারী নতুন দিল্লিতে ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট-2020 আয়োজিত হল| কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী প্রকাশ জাভড়েকর এই সামিটের উদ্ধোধন করলেন| এবারের থিম- ‘Towards 2030 Goals: Making the Decade Count’| বায়ু দূষণ নিয়ন্ত্রণের বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়েছে এই সম্মেলনে|
আন্তর্জাতিক কলকাতা বইমেলা-2020 :- থিম কান্ট্রি ছিল রাশিয়া| এই প্রথম Tyto|
ব্যাঙ্কার ম্যাগাজিনের তরফ থেকে প্রকাশিত Central Banker of the Year হলেন শক্তিকান্ত দাস |
বন্যপ্রাণী পরিযায়ী প্রজাতির সংরক্ষণের উপর 13তম পার্টির সম্মেলন :- আমুর ফ্যালকন, হাম্পব্যাক তিমি, সামুদ্রিক কচ্ছপ এবং গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, এশিয়াটিক এলিফ্যান্ট-এর মতো প্রাণীগুলির উপর গুরুত্ব দেওয়া হয়েছে| এই সম্মেলনের থিম ছিল-‘Migratory species connect the planet and we welcome them Home’|
25 জানুয়ারি : ন্যাশনাল ভোটারস ডে |
30 জানুয়ারি : ন্যাশনাল মারটায়ার’স ডে |
2 ফেব্রুয়ারি : ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে |
4 ফেব্রুয়ারি : ওয়ার্ল্ড ক্যানসার ডে |
21 ফেব্রুয়ারি : ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে |
ডেমোক্র্যাসি ইনডেক্স-2019 :- নরওয়ে (স্কোর-9.87) শীর্ষস্থানে রয়েছে| ভারত (স্কোর-6.90)51তম স্থানে রয়েছে|
কোরাপশন পারসেপশন ইনডেক্স-2019 :- ভারত 80তম স্থানে রয়েছে|
2022 সালে মহাকাশে ইসরোর রোবটকন্যা :- এই রোবটকন্যাটির নাম দেওয়া হয়েছে ব্যোমমিত্র|
ভোপালে ভারতের প্রথম ই-ওয়েস্ট ক্লিনিক |
মাদাগাস্কারে ভারতীয় নৌবাহিনীর ‘অপারেশন ভ্যানিলা’ |
অন্ধ্রপ্রদেশে ভারতের প্রথম ‘ফ্রুট ট্রেন’ :- 31 জানুয়ারি অন্ধ্রপ্রদেশে ভারতের প্রথম ফ্রুট ট্রেন চালু হল| কারাপা জেলা থেকে অনন্তপুর জেলার তড়িপাত্রি রেল স্টেশন পর্যন্ত এই ট্রেন চলাচল করবে| এই ট্রেনটি প্রায় 980 মেট্রিক টন স্থানীয় কলা বহন করবে| এই কলা জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্টের মাধ্যমে ইরানে রপ্তানি করা হবে|
‘এক ভারত শ্রেষ্ট ভারত অভিযান’ :- 10-28 ফ্রেব্রুয়ারি দেশজুড়ে ‘এক শ্রেষ্ট ভারত অভিযান’ অনুষ্ঠিত হল | বিভিন্ন রাজ্যের মধ্যে সাংস্কৃতিক ঐক্য তৈরির জন্য এই অভিযান চালু করা হয়েছে| তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই অভিযানের আয়োজন করেছে|
ভিস্তারার উড়ানে মিলবে ইন্টারনেট :- এই মার্চ থেকেই বিমান পরিষেবা সংস্থা বিস্তার তাদের উড়ানে ইন-ফ্লাইট ব্রডব্যান্ড সার্ভিস চালু করতে চলেছে| যেখানে নির্বাচিত ক্রিকেট ম্যাচের লাইভ স্ট্রিমিং করা যাবে|
হরিৎ রত্ন অ্যাওয়ার্ড-2019 :  22 জানুয়ারি ছত্তিশগড়ের রায়পুরে অনুষ্ঠিত পঞ্চম ন্যাশনাল ইউথ কনভেনশনের আয়োজিত এক পুরস্কার বিতরণী সভায় 2019 সালের হরিৎ রত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হলেন তামিলনাড়ু এগ্রিকালচার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এন কুমার| প্রসঙ্গত উল্লেখ্য, অল ইন্ডিয়া এগ্রিকালচারাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এই পুরস্কার প্রদান করে থাকে|
কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত সাম্মানিক ডিলিট :- 28 জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সাম্মানিক ডিলিট (Doctor of Literature) সম্মানে ভূষিত হলেন 2019 সালে অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় |
ইন্টারনেট সুরক্ষা অভিযান ‘Pehle Safety’ চালু করল গুগল |
                73তম বাফটা অ্যাওয়ার্ডস
পুরস্কারের বিভাগ
প্রাপক / প্রাপিকা
চলচ্চিত্রের নাম
শ্রেষ্ঠ চলচ্চিত্র 
‘1917’
-
শ্রেষ্ঠ পরিচালক
শাম মেন্ডিজ
‘1917’
শ্রেষ্ঠ নবাগত পরিচালক
মার্ক জেনকিন
‘বাইট’
শ্রেষ্ঠ অভিনেতা
জোয়াকুইন ফোনিক্স
‘জোকার’
শ্রেষ্ঠ অরিজিনাল স্ক্রিন প্লে
বং জুন-হো
‘প্যারাসাইট’
স্কচ  অ্যাওয়ার্ড- 2020 :- 5 ফ্রেব্রুয়ারি নতুন দিল্লিতে অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণী সভায় 2020 সালের স্কচ অ্যাওয়ার্ডে ভূষিত হল প্রতিরক্ষা ক্ষেত্রের স্টার্টআপ কোম্পানি বিগ ব্যাং বুম সলিউশন প্রাইভেট লিমিটেড|
কিশোর কুমার সম্মান-2018 :- 2 ফ্রেব্রুয়ারি2020 তারিখে মুম্বাইয়ে অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণী সভায় 2018 সালের কিশোর কুমার সম্মানে ভূষিত হলেন বিশিষ্ট বলিউড অভিনেত্রী ওয়াহিদা রহমান |
এশিয়া প্যাসিফিক সেন্ট্রাল ব্যাঙ্কার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড- 2020 :- 3 ফ্রেব্রুয়ারি ‘দ্য ব্যাঙ্কার’ ম্যাগাজিন কর্তৃক প্রদত্ত এশিয়া প্যাসিফিক সেন্ট্রাল ব্যাঙ্কার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড-2020 তে ভূষিত হলেন রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাস|
মিস্টিক কলিঙ্গ লিটারারি অ্যাওয়ার্ড :- 8 এবং 9 ফ্রেব্রুয়ারি ওডিশার ভুবনেশ্বরে স্বস্তি প্রিমিয়ামে অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণী সভায় 2020 সালের মিস্টিক কলিঙ্গ লিটারারি অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জনপ্রিয় ওডিয়া এবং ইংরেজি সাহিত্যিক মনোজ দাস|
92তম অ্যাকাডেমি (অস্কার)পুরস্কার :- 92তম অ্যাকাডেমি (অস্কার)পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হল| ‘জোকার’ চলচ্চিত্রটি সর্বাধিক বেশি বিভাগে(11টি)মনোনয়ন পেলেও সর্বাধিক বেশি বিভাগে(4টি)পুরস্কার জয়লাভ করে নিয়েছে ‘প্যারাসাইট চলচ্চিত্রটি |
পুরস্কারের বিভাগ
প্রাপক/প্রাপিকা
সংশিষ্ট চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্র
‘প্যারাসাইট’
-
শ্রেষ্ঠ পরিচালক
বং জুন-হো
‘প্যারাসাইট’
শ্রেষ্ঠ অভিনেতা
জোয়াকিন ফোনিক্স
‘জোকার’
শ্রেষ্ঠ অভিনেত্রী
রেনে জেলওয়েগার
‘জুডি’


 65তম অ্যামাজন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড-2020  :-
পুরস্কারের বিভাগ
পুরস্কার প্রাপক
সংশ্লিষ্ট চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্র
‘গাল্লি বয়’
-
শ্রেষ্ঠ চলচ্চিত্র (সমালোচনামূলক)
‘আর্টিকেল-15’
‘সোনচিড়িয়া’
-
শ্রেষ্ঠ অভিনেতা
রণবীর সিং
‘গাল্লি বয়’
শ্রেষ্ঠ অভিনেত্রী
আলিয়া ভাট
‘গাল্লি বয়’
শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচনামূলক)
আয়ুষ্মান খুরানা
‘আর্টিকেল-15’
শ্রেষ্ঠ গায়ক
অরিজিৎ সিং
‘কলঙ্ক’ (কলঙ্ক নেহি)
শ্রেষ্ঠ গায়িকা
শিল্পা রাও
‘ওয়ার’ (ঘুংরু)

সুনীল মেহেতা- ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের চিফ এগজিকিউটিভ অফিসার |
রাজীব বনশল- এয়ার ইন্ডিয়ার সিএমডি |
অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী |
শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল্লাজিজ আল থানি-কাতারের প্রধানমন্ত্রী |
অরবিন্দ কৃষ্ণ- IBM-এর সিইও |
আলবিন কার্টি – কসোভোর প্রধানমন্ত্রী |
জেফ উইনার- লিঙ্কডইন-এর এগজিকিউটিভ চেয়ারম্যান |
রবীন সিং- সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেটের ডিরেক্টর |
13তম আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ :- তারিখ-17 জানুয়ারি থেকে 9 ফ্রেব্রুয়ারি 2020 |
ক্রিকেট ফরম্যাট – 50 ওভার |
টুর্নামেন্ট ফরম্যাট – রাউন্ড রবিন এবং নকআউট |
আয়োজন দেশ – দক্ষিন আফ্রিকা |
চ্যাম্পিয়ন – বাংলাদেশ (প্রথম)|
রানার্স – ভারত |
আইসিসি টি-20 রাঙ্কিং (পুরুষ)
রাঙ্ক
ব্যাটিং (16.02.2020)
বোলিং (16.02.2020)
অলরাউন্ডার (16.02.2020)
দলগত (15.02.2020)

1
বাবর আজম (পাকিস্তান)
রশিদ খান(আফগানিস্তান)
মহম্মদ নবি (আফগানিস্তান)
পাকিস্তান
2
 লোকেশ রাহুল(ভারত)
মুজিব উর রহমান(আফগানিস্তান)
গ্লেন ম্যাক্সওয়েল(অস্ট্রেলিয়া)
অস্ট্রেলিয়া
3
অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)
মিচেল স্যান্টেনার (নিউজিল্যান্ড)
শেন উইলিয়ামস (জিম্বাবোয়ে)
ইংল্যান্ড
আইসিসি ওয়ান ডে রাঙ্কিং (পুরুষ) :-
রাঙ্ক
ব্যাটিং(11.02.2020)
বোলিং(11.02.2020)
অলরাউন্ডার(11.02.2020)
দলগত(15.02.2020)
1
বিরাট কোহলি(ভারত)
ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)
মহম্মদ নবি(আফগানিস্তান)
ইংল্যান্ড
2
রোহিত শর্মা(ভারত)
যশপ্রীত বুমরাহ(ভারত)
বেন স্টোকস (ইংল্যান্ড)
ভারত
3
বাবর আজম(পাকিস্তান)
মুজিব উর রহমান (আফগানিস্তান)
ইমাদ ওয়াসিম(পাকিস্তান)
নিউজিল্যান্ড

 আইসিসি টেস্ট রাঙ্কিং (পুরুষ) :-
রাঙ্ক
ব্যাটিং(11.02.2020)
বোলিং(11.02.2020)
অলরাউন্ডার(11.02.2020)
দলগত(10.02.2020)
1
বিরাট কোহলি(ভারত)
প্যাট কামিন্স(অস্ট্রেলিয়া)
জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)
ভারত
2
স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
নেইল ওয়াগনার (নিউজিল্যান্ড)
বেন স্টোকস (ইংল্যান্ড)
অস্ট্রেলিয়া


অস্ট্রেলিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতা-2020
খেলার বিভাগ
বিজয়ী
পরাজিত
ফলাফল
পুরুষদের সিঙ্গলস
নোভাক জকোভিচ(সার্বিয়া)
ডোমিনিক থেইম (অস্ট্রিয়া)
6-4, 4-6, 2-6, 6-3, 6-4
মহিলাদের সিঙ্গলস
সোফিয়া কেনিন(ইউএসএ)
গার্বিন মুগুরুজা(স্পেন)
4-6, 6-2, 6-2
পুরুষদের ডাবলস
রাজীব রাম(ইউএসএ)এবং জো সালিসবেরি(ইউকে)  
ম্যাক্স পুরসেল এবং লিউক স্যাভিল্লি(অস্ট্রেলিয়া)
6-4, 6-2
মহিলাদের ডাবলস
টিমিয়া বাবোস(হাঙ্গেরি) এবং ক্রিস্টিনা মালদেনোবিচ(ফ্রান্স)
হেই সু-উই (তাইপেই)এবং বার্বোর স্ট্র্যাকোভা(চেক প্রজাতন্ত্র)
6-2, 6-1










21 জানুয়ারি, 2020 :- রাষ্ট্রসংঘ দ্বারা প্রকাশিত World Economic Situation and Prospects 2020 রিপোর্ট অনুযায়ী 2019-20 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির মাত্রা 7.6% থেকে কমিয়ে 5% ধার্য করা হয়|
24 জানুয়ারি, 2020 :- সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক Vodafone m-pesa সংস্থার Certificate of Authorization বাতিল করে দিল|
26 জানুয়ারি, 2020 :- UNCTAD এর Global Investment Trend Monitor Report 2020 অনুযায়ী 2019 সালে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিরিখে বিশ্বের দশটি উন্নত দেশের তালিকায় ভারতের স্থান অষ্টম এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষ স্থান অধিকার করেছে|
31  জানুয়ারি, 2020 :- ভারতী এয়ারটেল সংস্থায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের মাত্রা 49% থেকে বাড়িয়ে 100% ধার্য করল কেন্দ্রীয় সরকার|
1 ফ্রেব্রুয়ারি, 2020 :- গ্রাহকদের সুবিধার্থে ভারতের প্রথম বহুভাষী স্বর ভিত্তিক All In One App চালু করল সিটি ইউনিয়ন ব্যাঙ্ক| ব্যাঙ্কিং সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য এই অ্যাপের চ্যাটবট Ask Lakshmi এর সঙ্গে তালিম, ইংরেজি, হিন্দি, তেলেগু ভাষায় যোগাযোগ করতে পারবেন গ্রাহকরা |
4 ফ্রেব্রুয়ারি, 2020 :- 4 ফ্রেব্রুয়ারি 2020 থেকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্ক ডিপোজিটের উপর বিমা সুরক্ষার মাত্রা 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 লাখ টাকা ধার্য করল| এরজন্য ডিপোজিটরদের কোনো প্রিমিয়াম প্রদান করতে হয় না | কিন্তু ব্যাঙ্কগুলিকে এবার থেকে প্রতি 100 টাকা ডিপোজিটে 10 পয়সার পরিবর্তে 12 পয়সা প্রিমিয়াম দিতে হবে | DICGC সংস্থাটি এই বিমা সুরক্ষা প্রদান |
5 ফ্রেব্রুয়ারি, 2020 :- Voluntary Retention Route এর মাধ্যমে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বিনিয়োগ সীমা 75000 কোটি টাকা থেকে বাড়িয়ে 1.5 লাখ কোটি টাকা ধার্য করল| এক্ষেত্রে ন্যুনতম সময় সীমা 3 বছর|
8 ফ্রেব্রুয়ারি, 2020 :-  National Payments Corporation of India-র সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী মার্চেন্ট ডিসকাউন্ট রেট শূন্য হলে Unified payment Interface এবং রূপে কার্ড ট্রানজাকশনের ক্ষেত্রে কোনরকম Interchange Fee লাগু হবে না|
10 ফ্রেব্রুয়ারি, 2020 :-  আইসিআইসিআই ব্যাঙ্ক ভারতের প্রথম 24  7 Self Service  Delivery Facility iBox চালু করল| এটি ব্যাঙ্কের প্রতিটি শাখার বাইরে ইনস্টল করা থাকবে যা গ্রাহকরা ব্যাঙ্ক বন্ধ হওয়ার পরেও ব্যবহার করতে পারবেন| এর মাধ্যমে গ্রাহকরা গ্রাহকরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেকের রিকোয়েস্ট পাঠাতে পারবেন|
11 ফ্রেব্রুয়ারি, 2020 :- কেন্দ্রীয় অর্থ মন্ত্রক নতুন করে 1 টাকার নোট মুদ্রণের নির্দেশ জারি করল| এই নোট কেন্দ্রীয় অর্থ সচিব শ্রী অতনু চক্রবর্তীর স্বাক্ষর বহন করবে| কৃষি নির্ভয় দেশের প্রতীক হিসেবে নোটটির বর্ণ গোলাপি সবুজ ধার্য করা হয়েছে|
অর্থনৈতিক প্রতিষ্ঠান :-
1.    179 টাকা মূল্যের Prepaid Plan এর সঙ্গে 2 লাখ টাকার জীবন বিমার সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এয়ারটেল সংস্থাটি কোন বিমা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হল? – ভারতী এএক্সএ |
2.    Foreign Portfolio Investor-দের জন্য স্বল্পমেয়াদি বিনিয়োগ সীমা 20% থেকে বাড়িয়ে কত ধার্য করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক? – 30%
3.    কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2018-19 সময়কালে ভারতের মোট সংগৃহীত রেমিট্যান্সের পরিমাণ কত? – 118.3 বিলিয়ন মার্কিন ডলার |  





nandosir

I am a civil services teacher. I teach online / offline for UPSC CSE / WBCS

2 Comments

  1. Sir bolchi April r current affair ta koba post korban

    ReplyDelete
    Replies
    1. হ্যা আমার ও দরকার এপ্রিল এর কারেন্ট অ্যাফেয়ার্স টা

      Delete
Post a Comment
Previous Post Next Post