12 June NEWS Burning topics National International Biodiversity Wildlife Education Universal Basic Income WBCS UPSC




ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলির Ranking-NIRF:-  

ভারতের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গুলির সার্বিক Ranking প্রকাশ করেছে NIRF| এই Ranking অনুযায়ী IIT Madras প্রথম ও IISC কর্ণাটক দ্বিতীয় স্থান পেয়েছে|
কয়েকদিন আগেই QS world university ranking অনুযায়ী ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি যথেষ্ঠ নীচু Rank করেছে| এই প্রসঙ্গে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পেখরিয়াল বলেছেন, অন্তরাষ্ট্রীয় Agency গুলি ভারতের শিক্ষা ব্যবস্থাকে
উপলব্ধিগত(Perception)দিক থেকে বিচার করেন| শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে বিষয়গত দিক থেকে Ranking করেন| অথচ NIRF Ranking করে বস্তুগত(Objective)স্থিতিমাপ(Parameter)দ্বারা| তাই আমাদের পদ্ধতি দ্বারা Ranking System যথাযথ হয়েছে|
যদিও তিনি স্বীকার করেনিয়েছেন, ভারতের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গুলির অর্ন্তরাষ্ট্রীয়করণ যথাযথ ভাবে হচ্চে না|
জেনে রাখা ভালো NIRF – National Institutional Ranking Framework 2016 সালে HRD (Human Resource Department)দ্বারা স্থাপিত| NIRF সাধারণত যে স্থিতিমাপের(Parameter) দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানের Ranking করে তা হলো
(1)teaching and learning (2)stadent and faculty strengtn (3)use of financial resouvces (4)research papers and patents (5)graduation outcome. (6)gender, geographical, socio economic diversity(7)welcoming of differantly abled students.
   90% of parameters are objective and fact based এবং 10% of parameters are subjective .

Universal basic income – NHRC

NHRC, UN Human Rights Council কে জানিয়েছে যে, ভারত সরকার universal basic income প্রদানের  ব্যাপারে চিন্তাভাবনা করছে|
UPR (Universal Periodic review)এর তৃতীয় round আলোচনায় (যেটি প্রতি 4½ বছরে হয়)এই প্রতিবেদনটি NHRC জানিয়েছে| এতে বলা হয়েছে 2017 সালের UPR সুপরিসগুলি সরকার বিবেচনা করছেন| UPR সুপরিসগুলিরে মধ্যে একটি ছিল- সরকার ক্রমাগত UBI এর সম্ভাবনা খোঁজ করবে|
NHRC জানিয়েছে বিভিন্ন অংশীদার পক্ষের (stakeholders)সাথে আলোচনা করে বিভিন্ন সমস্যা গুলি সম্পর্কে বিবেচনা করা হচ্ছে| যেমন- মানব অধিকার সংক্রান্ত অর্ন্তরাষ্টীয় পদক্ষেপ, মানব পাচার বিরোধী আইন সংক্রান্ত বিষয়গুলি, শিশুদের যৌন নিগ্রহ থেকে রক্ষা করা, খাদ্য সুরক্ষা এবং সময় মতো বেতন (wage) প্রদান ইত্যাদি|
এই রিপোর্টে আরও বলা হয়েছে, স্বাস্থ্য বিষয়ে বাজেট বৃদ্ধির জন্য কেন্দ্র ও রাজ্য সরকার গুলির মধ্যে মতৌক্য হয়েছে|
জেনে রাখা ভালো

UBI-Universal Basic Income-

(সার্বজনীন মৌলিক উপার্জন)- Basic income সমগ্র দেশ জুড়ে, বা আঞ্চলিক ক্ষেত্রে দেওয়া যেতে পারে| এটা এমন ধরনের উপার্জন যার দ্বারা একটি মানুষের বেঁচে থাকার চাহিদা পূরণ হতে পারে| যারা কোনো কাজ পায়নি| তাদেরকে সরকার বিনা কাজেই এই টাকা দেবে| এই সংক্রান্ত শর্ত বিভিন্ন দেশে বিভিন্ন হয়ে থাকে| যদি নুন্যতম বেঁচে থাকার খরচের সমান দেওয়া হয় তবে তাকে পূর্ণ Basic Income, কম হলে আংশিক বেসিক ইনকাম বলা হয়ে| এটাকে Negetive Income tax বলা হয়| অর্থাৎ যারা একটি নির্দিষ্ট সীমার নীচে উপার্জন করছে, তাদেরকে সরকার টাকা দেবে|
তবে একটা বিষয় মনে রাখতে হবে, কিছু কিছু জনকল্যান কারী পরিকল্পনা (welfare scheme)কেও Basic income এর পূর্ব পদক্ষেপ বলে ধরা হয়| এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, এই welfare scheme গুলি শর্তসাপেক্ষে হয়|
এই ধরনের শর্তাধীন পরিকল্পনা গুলিকে Basic Income বলা যাবে না| যেমন- MNREGA.(100 দিনের কাজ)
মনে রাখতে হবে কোনো দেশেই ইউনিভার্সাল বেসিক ইনকাম দেওয়া হয়না|কেবলমাত্র ইরান ও মঙ্গোলিয়া অল্প সময়েরজন্য এটা দিয়েছিল|

Nilgiri তে ভারতীয় gaur census.

Nilgiri পর্বত এলাকায় প্রথম ভারতীয় gaur-এর গুনতি কর হয়েছে| এই বছর February তে|
প্রায় 20000 মতো gaur আছে|  কিন্তু বাসস্থানের সংকোচন মানুষের সাথে দ্বন্দ্ব প্রভৃতি উদ্বেগের কারণ|
জেনে রাখা ভালো- India Gaur
Scientic name(Bos gaurus)| এদের Indian বাইসন বলা হয়| মূলতঃ দক্ষিন ও দক্ষিন পূর্ব এশিয়াতে পাওয়া যায়|IUCN Red list অনুযায়ী Vulnerable শ্রেণী ভুক্ত| সমগ্র বিশ্বে প্রায় 21000 মতো আছে| বন্দিপুর NP, মুদুমালাই NP, কাজিরাঙ্গা নাগোর হোল NP, ভদ্রা WP, Vayand WP প্রভৃতি স্থানে পাওয়া যায়|

    
nandosir

I am a civil services teacher. I teach online / offline for UPSC CSE / WBCS

Post a Comment (0)
Previous Post Next Post