13 June News Burning topics national international economic political health environment geology Disaster management



New flood warning system Mumbai: -  

মহারাষ্ট্রের মূখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে IFLOWS-mumbai নামে একটি বন্যা alert/সতর্কীকরণ সিস্টেম উন্মোচন করেছেন| এই systemটি, flood/বন্যা অন্ততঃ 3 দিন আগে থেকেই আন্দাজ করে বলতে পারে| এতে জনগনের সুবিধা হবে| এটি তৈরী করেছে- Ministry of Earth Sciences এবং BMC এর বিশেষজ্ঞেরা|

 

Lanar Lake এর জল গোলাপী রং ধরেছে:- 

মুম্বাই থেকে প্রায় 500 কিমি দূরে অবস্থিত Lanar Lake-এর জল গোলাপী রং ধারন করেছে| এই লেকটি প্রায় 50000 বছর আগে পৃথিবীতে উল্কা পাতের ফলে সৃষ্টি হয়েছিল| এটি স্থানীয় ও বিজ্ঞানীদের সমান ভাবে আকর্ষণ করে|
জলের রং পরিবর্তনের ক্ষেত্রে কয়েকটি অপ্রমানিত ধারনা করা হয়েছে| বলা হচ্ছে dunaliella শেওলা halo ব্যকটেরিয়ার সাথে মিশে এমনটা হয়েছে| Lakeটির জলের নমুনা পরীক্ষা করার জন্য National Environmental Engineering Research Institute – Nagpur-এ পাঠানো হয়েছে|

জেনে রাখা ভালো –

Lanar Lake-এর ব্যাস প্রায় 1.2km –এটি একটি প্রাকৃতিক ভাবে সৃষ্ট হ্রদ| এটি Lonar বন্যপ্রান অভায়ারণ্যে অবস্থিত| এই হ্রদটি ব্যসল্ট পাথরের উপরে অবস্থিত| এই রকম মোট চারটি হ্রদ আছে পৃথিবীতে| এটি গ্রহাণু/asteroid পাতের ফলে বাটির মতো আকৃতি বিশিষ্ট(crater)| এটি একটি National ego-heritage monument. এটি pleistocene যুগে তৈরি হয়েছিল|
Geological Survey of India –কোন স্থানকে National geo-heritage monument ঘোষণা করে|

ভারতে বিদেশীমুদ্রা ভান্ডার -500 বিলিয়ন ডলার

ইতিহাসে প্রথমবার ভারতের বিদেশীমুদ্রা ভান্ডার $500 বিলিয়ন ছাড়িয়ে গেছে| যদিও টাকার মূল্য কমেছে| তবে কোভিডের কারণে সমগ্র বিশ্ব জুড়ে ডলারের ক্রয়মূল্য হ্রাস পেয়েছে অন্যান্য মুদ্রার তুলনায়| এই মোট মুদ্রা দিয়ে ভারতে আগামী 14 মাস পর্যন্ত প্রয়োজনীয় দ্রব্য আমদানি করতে পারবে|

জেনে রাখা ভালো –

ভারতের নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্য ভারতে প্রস্তুত হয় না| বাইরের দেশ থেকে আমদানী করতে হয়| ভারতীয় মুদ্রা যথেষ্ঠ দূর্বল তাই অন্য দেশগুলি ডলার, পাউন্ড, ইয়েন প্রভৃতির দ্বারা পেমেন্ট চায়| তাই বিদেশীমুদ্রা ভান্ডার তৈরি এবং রক্ষনাবেক্ষন করা একান্ত অপরিহার্য|ভারতের বিদেশী মুদ্রা রাখার অধিকারী একমাত্র RBI|

গত মে মাসে খাদ্য় দ্রব্যের মুদ্রাস্ফীতি খুব বেশি –

ভারতে লকডাউনের পরে সমগ্র supply chain ভেঙ্গে পড়েছে| চাহিদা ও যোগানের মধ্যে সামজ্ঞস্য না থাকায় খাদ্য দ্রব্যের দাম বেড়েছে|মে মাসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মুদ্রাস্ফীতি 9.28%|

 

জেনে রাখা ভালো-

চাহিদা ও যোগানের অমিল হলে মুদ্রাস্ফীতি ঘটে| মুদ্রাস্ফীতি অর্থাৎ অল্প পরিমাণ দ্রব্য/ উৎপাদন কেনার জন্য অনেক টাকা সেটাকে অনুসরণ করছে| ফলে দ্রব্যের তুলনায় টাকার জোগান বেড়েছে| তাই দ্রব্যগুলিকর দাম বেড়ে যায়| বর্তমানে umphum, লকডাউন প্রভৃতি কারণে খাদ্য দ্রব্যের উৎপাদন/যোগান কম| তাই যে বেশি টাকা দিতে পারবে, সেই দ্রব্য পাবে| মুদ্রাস্ফীতি বা inflation এর ফলে স্থির আয়কারী ব্যক্তিরা ক্ষতিগ্রস্থ হন| পরিবর্তনশীল আয়কারী ব্যক্তিরা লাভবান হন|ভারতে মুদ্রাস্ফীতি হিসাব ও ঘোষণা করা হয় WPI ও CPI ইনডেক্স দ্বারা|
nandosir

I am a civil services teacher. I teach online / offline for UPSC CSE / WBCS

1 Comments

Post a Comment
Previous Post Next Post