UPSC 2020 প্রিলিমস পরীক্ষা 4th অক্টোবর ঘোষিত হয়েছে | আমরা ধরে নিচ্ছি ঐ তারিখেই হবে| এবার এখনো পর্যন্ত আপনারা সিলেবাস শেষ করে ফেলেছেন আমি ধরেই নিচ্ছি | এখন পরীক্ষার ঠিক আগেই যেটা সবচেয়ে গুরুত্তপূর্ণ সেটা হলো important topics গুলো রিভিসন |
সমস্যার বিষয় হলো ইউপিএসসি এর প্রশ্নের ধাঁচ হল এমন যে সেটাকে predict করা আজ পর্যন্ত কারো পক্ষে সম্ভব হয় নি | কিন্তু একটা trend আবিষ্কার করা গেছে যে , ইউপিএসসি সাধারণতঃ চর্চিত বিষয়গুলো নিয়েই প্রশ্ন করে থাকে আর প্রশ্নগুলো concept এর ভিত্তি করেই জিজ্ঞাসা করা হয় |
যেমন একটা উদহারণ দিই |
NEW GREEN REVOLUTION
এইবার ইউপিএসসি এর প্রশ্ন সাজানো হয় কিভাবে?
ইউপিএসসি NEW GREEN REVOLUTION এর ওপর প্রশ্ন করতে গিয়ে পুরোনো GREEN REVOLUTION থেকে একটা statement দেবে (প্রশ্ন করবে অর্থাৎ আপনার concept লাগবে এটা উত্তর দিতে) আর অপর statement টাতে NEW GREEN REVOLUTION বিষয়ে (প্রশ্ন) জিজ্ঞাসা করতে পারে কি কি ফসল NEW GREEN REVOLUTION এ সামিল করা হয়েছে| এটা current affairs এর প্রশ্ন |অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে concept ও trending টপিক নিয়ে একসাথে মিলিয়ে প্রশ্ন করে ইউপিএসসি |
তবে আমাদের Approach কি হবে| আমরা প্রথমে UPSC Syllabus টাকে Static ও dynamic এই দুই ভাগে ভাগ করে নেব|
Static part এর অন্তর্গত হলো - (1 )ইতিহাস (প্রাচীন, মধ্য ও আধুনিক ) (2 )ভূগোল (3 )Econ (4)Polity (5) Envs Biodiversity Pollution (6)Art and Culture.
Dynamic – Current Affairs/ News/ World awareness)
এটার জন্য আপনাকে কি করতে হবে?
আপনাকে যে source থেকে পড়তে হবে- (1)Yojana (2)KuruKhestra (3)Press Information Bureau (4)Economic Survey of India (5)Budget (6)Chronicle / Vision/ IAS/ Universe magazine/ other reputed websites of coaching centres. (7)HINDU News paper.
এবার আমি আপনাদের সাথে একটা ইতিহাসের material share করে বোঝানোর চেষ্টা করছি ঠিক কিভাবে concept গড়ে তুলতে হবে?
যেমন ধরুন - ভারতে ব্রিটিশ শাসনের অধীনে নবজাগরনের যুগ| এই সময় দুটি উল্লেখযোগ্য সংস্থা হলো (1 )ব্রাহ্ম সমাজ ও (2 )আর্য সমাজ| এই দুই সংস্থার উদ্দেশ্য প্রায় একই ধরনের ছিলো| মিলগুলি - নারীর উন্নতি( upliftment ), শিক্ষা ব্যবস্থার প্রচার, ধর্মীয় গোঁড়ামি বর্জন , কুসংস্কার গুলি থেকে সরে আসা প্রভৃতি|
কিন্তু এদের মূল নীতিগত পার্থক্য ছিল (different basic tenets ) যেমন- ব্রাহ্ম সমাজ বেদের শিক্ষাকে যুক্তি বুদ্ধির মানদণ্ডে মেপেই গ্রহণ করবে| অর্থাৎ বেদকে তাঁরা অভ্রান্ত বলে মনে করেন না|
অপরদিকে আর্য সমাজ সমাজকেও সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য বেদকে অভ্রান্ত বলে গ্রহণ করে করেছিল| বেদের শিক্ষার উপর ভিত্তি করেই তাঁরা সমাজকে সংঘবদ্ধ করতে চেয়ে ছিলেন|
এই যে concept এগুলো লাগবে এর সাথে সাথেই trending topics গুলোও লাগবে|
ঠিক এই কথাগুলি মাথায় রেখেই study with us থেকে Universe magazine publish করা হয়েছে| আপনাদের ওটা পড়তে অনুরোধ জানাচ্ছি|
Link to download magazine - Universe Magazine