নতুন ব্যাচ 300 টাকা মাসে

 

নতুন ব্যাচ 300 টাকা মাসে

কিভাবে কোথায় আর কখন হবে

STUDY WITH US এর পক্ষ থেকে একটা নতুন ব্যাচ শুরু করা হচ্ছে আগামী 20 সেপ্টেম্বর ২০২০  থেকে। এই ব্যাচের জন্য মাসে 300 টাকা করে নেওয়া হবে। এই ব্যাচ হবে অনলাইন গুগল মিট এর মাধ্যমে। এই ব্যাচের সময় হল সকাল 11-1 পর্যন্ত। প্রতি সোমবার মঙ্গলবার।

কোন কোন বিষয় পড়ানো হবে

১ ইতিহাস ২ ভূগোল ৩ অর্থনীতি ৪ পলিটি ৫ অঙ্ক ৬ জিআই ৭ সাম্প্রতিকী (কারেন্ট এফেয়ার্স )

কোন কোন বিষয় পড়ানো হবে না

১ বাধ্যতামূলক (compulsory ) বাংলা ও ইংরাজী
২ ঐচ্ছিক বিষয়  (optional )
৩ পদার্থবিদ্যা রসায়ন জীবনবিদ্যা 
4. পদার্থবিদ্যা রসায়ন জীবনবিদ্যা  জন্য অন্য টীচার আছেন। তার জন্য ফি মাসে 600 (ছয়শত) টাকা অতিরিক্ত।

ঐচ্ছিক বিষয়

যারা ঐচ্ছিক বিষয় হিসাবে শুধুমাত্র অ্যানথ্রোপলজী পছন্দ করবেন তাদের জন্য পড়ানোর সুব্যবস্থা করা হয়েছে। আমাদের সাথে, অ্যানথ্রোপলজী পড়ানোর জন্য মিস দীপ্তি মণ্ডল রয়েছেন (পিএইচডি )। আগামী ৫ সেপ্টেম্বর থেকে অ্যানথ্রোপলজী নতুন ব্যাচ শুরু হবে। সপ্তাহে ১ দিন । মাসে 600 টাকা করে। সন্ধ্যে 6.30 থেকে।

কোন কোন বই আমরা অনুসরণ করছি

১ ইতিহাস (জীবন মুখার্জী, spectrum  মডার্ন ইন্ডিয়া, এনসিইআরটি)
২ ভূগোল  (কার্তিক চন্দ্র মণ্ডল, এনসিইআরটি, মাজিদ হুসেইন ও খুললার  )
৩ অর্থনীতি (রমেশ সিং)
৪ পলিটি (এম laxmikanth )
৫ অঙ্ক (Dr R S Aggarwal ) (Quantitative Aptitude)
৬ জিআই (Dr R S Aggarwal ) (Verbal & Non Verbal reasoning)
 সাম্প্রতিকী (কারেন্ট এফেয়ার্স ) – আমাদের ম্যাগাজিন ইউনিভার্স।

কিভাবে পড়ানো হবে

ইতিহাস (ইংলিশ) বইয়ের ক্ষেত্রে মানে বুঝিয়ে পড়ানো হবে (প্রতিটি বই নিয়ে লাইন ধরে পড়ানো হবে)। বাংলা বইগুলি থেকে বুঝিয়ে দেওয়া হবে নিজেকে পড়তে হবে । ভূগোল মাজিদ হুসেইন ও খুললার   বইগুলি থেকে গুরুত্বপূর্ণ টপিক গুলি নিয়ে নোট আকারে দেওয়া হবে। পড়ানো হবে বসু ও মৌলিক এবং কার্তিক চন্দ্র মণ্ডলের বই থেকে। অর্থনীতির ক্ষেত্রে আমাদের নিজস্ব ডিজাইন করে কোর্স মেটিরিয়াল আছে, সেগুলো অনুযায়ী পড়ানো হবে। রমেশ সিং এর বই থেকে আলোচনা ও দাগ দিয়ে দেওয়া হবে। পলিটির ক্ষেত্রে লাইন ধরে পড়ানো হবে। অঙ্ক ও জিআই এর রেকর্ডেড ভিডিও দেওয়া হবে কারণ এইগুলো লাইভ ক্লাস করানো বেশ কঠিন, সবাই একসাথে বুঝতেও পারেন না, চুপ করে থাকেন, কিন্তু ভিডিও গুলো বার বার দেখলে অঙ্কগুলো বুঝতে পারবেন। প্রত্যেক মাসের সাম্প্রতিকী (কারেন্ট এফেয়ার্স )জন্য আমাদের ম্যাগাজিনে ফ্রী দেওয়া হবে।

কোর্সের সময়সীমা

কোর্স শেষ করতে সময় লাগবে এক থেকে দেড় বছর মতো।

কাদের জন্য এই কোর্স

এটা সবার জন্য কোর্স। নতুন বা পুরোনো সবার জন্যই কাজে দেবে।
 
১ যারা আগামী ২০২২ বা তার পরে পরীক্ষা দেবেন তাদের লক্ষ্য পূরণে এই কোর্স আদর্শ। আসলে আমাদেরকে কলেজ পড়ুয়ারা প্রায় যোগাযোগ করেন , যারা চাইছেন কলেজের পড়ার ক্ষতি না করে পাশাপাশি WBCS প্রস্তুতি নেবেন, তাদের এই কোর্স কাজে লাগবে। যারা কলেজের দ্বিতীয় বা তৃতীয় বর্ষে পড়ছেন তাদের জন্য এটা কার্যকরী।
২ যারা নতুন শুরু করছেন WBCS পড়া, তাদের নিজেদের অন্ততঃ এই সময় দেওয়া উচিত। এতো বড় সিলেবাস শেষ করতে এই সময় লাগবে।

কিভাবে এই কোর্সে নাম নথিভুক্ত করবেন

যারা ইচ্ছুক তার নির্দিষ্ট ফি দিয়ে আমাদের এই কোর্সে নাম নথিভুক্ত করতে পারেন।

আমার এলাকাতে ইন্টারনেট ভাল চলে না / ক্লাস চলাকালে বার বার ইন্টারনেট বিছিন্ন হয়ে যায়। তবে কি হবে

এইটা আমাদের হতে নেই, তাই ক্লাস এ যখন কিছু বুঝতে পারবেন না, সেটা জিজ্ঞাসা করতে হবে। ক্লাস এর ভয়েস রেকর্ডিং দেওয়া হবে।  এমনি নোট্স যা দেওয়া হবে, সেটা পড়তে হবে এবং ভয়েস রেকর্ডিং শুনলেই অনেক কাজ হবে, এছাড়া সন্ধ্যে 7 টা রাত্রি 10 টা পর্যন্ত ফোন সাপোর্ট পাবেন।  
নোটস দিতে একটু দেরি হবে, আমাদের Typist আসছেন না, তাই ধৈর্য রাখতে হবে।

স্যার সায়েন্স না পড়লে কি ভাবে পাস করবো?

পদার্থবিদ্যা রসায়ন জীবনবিদ্যা  জন্য অন্য টীচার আছেন। তার জন্য ফি মাসে 600 (ছয়শত) টাকা অতিরিক্ত।

আমি কিছু আরো জানতে চাই

তবে আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন। ফোন নম্বর  ৮২৩০০৮৬১৭৭

কিভাবে টাকা দিতে হবে?

 টাকা  দেবার জন্য আমাদের এই QR Code স্ক্যান করে ফি পাঠাতে পারেন। অনুগ্রহ করে খেয়াল রাখবেন, আমরা শুধু BHIM upi ব্যাবহার করি। আর কোনো app ব্যাবহার করি না। আপনি যেকোনো ওয়ালেট / পেমেন্ট app থেকে এই QR কোড স্ক্যান করে আমাদের টাকা পাঠতে পারেন। টাকা পে (pay) করার পর স্ক্রীনশটটা আমাদের এই WhatsApp নম্বরে (8230086177) পাঠিয়ে দেবেন নিজের নাম ও কন্টাক্ট নম্বর সহ। সহায়তার জন্য আমাদের এই 8230086177 নম্বরে যোগাযোগ করতে পারেন। 



nandosir

I am a civil services teacher. I teach online / offline for UPSC CSE / WBCS

3 Comments

  1. Offline batch er kono byabostha nei?

    ReplyDelete
  2. কিভাবে join করা যাবে এই course এ? কিভাবে payment করা যাবে?

    ReplyDelete
  3. Sir I wanna know that how much fees I have to pay in offline if I read all subjects except Bengali and English?

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post