WBCS 2021 এর জন্য কোচিং কোর্স।


WBCS 2021 এর জন্য কোচিং কোর্স।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে জানিয়েছেন যে আগামী ৭ ফেব্রুয়ারী ২০২১ তারিখে ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারী পরীক্ষা নেওয়া হবে। অনকেই অনেক সময় ধরে প্রস্তুতি নিচ্ছেন ঠিকই তবুও কিছু জায়গা তাদের প্রস্তুতির ক্ষেত্রে ফাঁকা থেকে যায়। কারো ইতিহাস, কারো অর্থনীতি বা কারো পলিটি। অনেকেই অনেক বছর ধরে প্রস্তুতি নিলেও পাস করতে পারছেন না, কোনো কিছু যেন খাপে খাপে অ্যাডজাস্ট করছে না। তারা পড়েন নি, বা সিলেবাস জানেন না তা কিন্তু নয়। কিন্তু কিছু একটা গ্যাপ থেকেই যাচ্ছে, সেটা আপনার বুঝতে পারছেন না, আর প্রতি বছরই কিছু একটা কারণে রেজাল্ট বার বার খারাপ হচ্ছে। হতে পারে আপনারা কোচিং করেছেন কোনো বড় নামি সংস্থাতেই। কোচিং এ অনেক জনের মাঝে বসে নিজের সমস্যা টীচারকে বলা সম্ভব হয় না, বা তাঁর শোনার মতো সময় হয় না। তাহলে উপায় কি?

এই ধরনের পরীক্ষার্থীদের জন্য উপায় একটাই, টীচার এর সাথে সরাসরি কন্সাল্টেশন।
তাই এই বছর আমাদের তরফ থেকে এই কোর্স আনা হয়েছে। 

 আপনার ব্যাক্তিগত সমস্যা নিয়ে আপনি সরাসরি আমার সাথে কন্সাল্ট করতে পারেন। আপনাকে একটা সময় বলে দেওয়া হবে, আপনি আমাকে কল  করবেন, আপনার সব কথা শুনবো, আপনার জন্য যথাযথ  একটা উপায়/ পড়ার পদ্ধতি বলে দেব, সেই অনুযায়ী আপনাকে টাস্ক / টেস্ট / বই/ নোট্স  পড়ার  পরামর্শ দেওয়া হবে। এবং আপনি নিজেই নিজের উন্নতি বুঝতে পারবেন। 

২ এই কোর্স চলবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ও জানুয়ারি ২০২১ পর্যন্ত। 

৩ বিভিন্ন সাবজেক্ট থেকে বিভিন্ন টপিক গুলি/ নোট্স সরাসরি বলে দেওয়া হবে যাতে আপনার প্রিলিপরীক্ষার জন্য কাজের হয়। 

৪ অনলাইন গুগল মীট বা অন্য কোনো উপায়ে ক্লাস আলোচনা করা হবে। 

৫ ফ্রী মক টেস্ট এর মধ্যে নেওয়া হবে 

৬ ফ্রী current affairs ম্যাগাজিন দেওয়া হবে অন্যদের থেকে আগেই। 

  সমমনষ্ক অন্য পরীক্ষার্থীদের সাথে আদান প্রদানের মাধ্যমে আপনি নিজের অবস্থান বুঝতে পারবেন। একটা প্রতিযোগিতা মনস্কতা আপনাকে ভীষণ গতিতে এগিয়ে চলতে উত্সাহ দেবে

৮ আমাদের এই বছরের motto হলো Now or Never 

আমরা মাত্র ১৮ জনকে এই কোর্সে ভর্তি নেব কারণ তার বেশি জনকে আমরা সাপোর্ট দিতে পারবো না। 

১০  ২০২০ সালে WBCS প্রিলিমিনারী পরীক্ষায় প্রশ্ন PATTERN বেশ পরিবর্তন করা হয়েছে, আমরাও আমাদের MOCK টেস্ট সেই প্যাটার্ন অনুযায়ী পরিবর্তন করেছি। আপনি আমাদের এই নমুনা ভূগোল প্রশ্ন দেখলেই বুঝবেন, প্রস্তুতির পর্যায় কি হওয়া উচিত ।পরীক্ষায় প্রশ্নপত্র ঘুরিয়ে / TRAP তৈরি করে দেওয়া হলে আপনি কিভাবে সেগুলো চিন্তা করবেন, সেটা মক টেস্ট গুলো দিলে আপনি বুঝতে পারবেন।
Geography Mock Test question paper - https://forms.gle/pwMW9sEe9gEv8dDj8 

১১ ইতিহাস ভূগোল অর্থনীতি পলিটি বই থেকে পড়ে বুঝিয়ে/ নোট্স/ ভিডিও বলে দেওয়া হবে। 

১২ অংক জিআই ইংলিশ বিজ্ঞান প্রচুর প্র্যাক্টিস সেট দেওয়া হবে। এই গুলোর নোট্স হবে না।  

১৩. কিছু নোট্স আছে তৈরি, সেগুলো দেওয়া হবে, কিছু নোট্স তৈরি হবে তার পর দেওয়া হবে। 

১৪ কিছু ক্ষেত্রে বাংলা ও কিছু ক্ষেত্রে ইংলিশ নোট্স দেওয়া হবে।
১৫ অনুগ্রহ করে মনে রাখবেন, এটা একটা রেগুলার কোর্স নয়। পুরো সিলেবাস শেষ হবে না 

১৬ প্রিলি পরীক্ষার জন্য প্রয়োজনীয় অংশগুলিই কেবলমাত্র করানো হবে।  
১৭  কোর্স ফি – 3000 টাকা। মাসে 1 হাজার টাকা করে। কিন্তু একসাথে দিলে 2000 টাকা।

কোর্সে শুরু হবে ৭ সেপ্টেম্বর ২০২০ থেকে। ক্লাস এর সময় সবার সাথে আলোচনা করে নির্ধারণ করা হবে। 

 







nandosir

I am a civil services teacher. I teach online / offline for UPSC CSE / WBCS

Post a Comment (0)
Previous Post Next Post