সাপকে এঁকে বেঁকে যেতে দেখা যায় কেন? সোজা ভাবে যায় না কেন?

 






সাপের নির্দিষ্ট কোনো গমন অঙ্গ নেই। অর্থাৎ হাত পা। পরিবর্তে তাদের খুব নমনীয় কশেরুকা, পাঁজর রয়েছে। এইগুলো তাদের শরীরের ত্বকের নিচের স্তরে উপস্থিত রয়েছে। এই পেশীগুলি সংকুচিত হয়, এবং এর ফলে একটি তরঙ্গ এর মত গতি সৃষ্টি করে পেশীগুলি শিথিল হয়। এই ধরণের আন্দোলনকে স্লিদারিং বলে। এঁকে বেঁকে চলার কারণে সাপ মাটি থেকে প্রয়োজনীয় traction পায়। 

বিভিন্ন মাছের দেহে বিভিন্ন সংখ্যক কাঁটা কেন? প্রতিটি মানুষের দেহে হাড়ের সংখ্যা 206. 


মেরুদন্ডী প্রাণীদের পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে, যথাক্রমে - স্তন্যপায়ী, মৎস, পক্ষী, উভচর ও সরীসৃপ। মানুষ স্তন্যপায়ী শ্রেণীভুক্ত। মানুষ ছাড়াও গরু ছাগল ভেড়া ঘোড়া গাধা প্রভৃতি প্রজাতি স্তন্যপায়ী শ্রেণীভুক্ত হলেও তাদের হাড়ের সংখ্যা আলাদা। তেমনি ভাবেই মাছেরও বিভিন্ন প্রজাতি অনুসারে তাদের কাঁটার সংখ্যা ও বিন্যাস আলাদা। তেমনি ভাবে পাখিদের মধ্যে অনেক প্রজাতি আছে যেমন কাক শালিক টিয়া প্রভৃতি, তাদের হাড়ের সংখ্যাও আলাদা। 




nandosir

I am a civil services teacher. I teach online / offline for UPSC CSE / WBCS

Post a Comment (0)
Previous Post Next Post